গাজীপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন

গাজীপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে সে সম্পর্কে জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগের অন্তর্গত শিল্পনগরী হিসেবে খ্যাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা হলো গাজীপুর। এই গাজীপুর জেলা সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন।

গাজীপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন


আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন গাজীপুর জেলা কয়টি থানা আছে? কয়টি উপজেলা আছে? তাদের নাম কি? আরও জানতে পারবেন গাজীপুর জেলায় থানা ওয়াইজ মোট কয়টি ইউনিয়ন আছে? এধরনের বিভিন্ন বিষয় সম্পর্কে। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক গাজীপুর জেলার থানা সম্পর্কে।

পেজ সূচীপত্র

গাজীপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে

গাজীপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যটি জানার জন্য আপনারা বিভিন্ন বই-পুস্ত ঘেঁটে থাকেন অথবা google এ সার্চ করে থাকেন। তো বন্ধুরা এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারী পুরোপুরি পড়লে আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। গাজীপুর জেলায় মোট ৭টি (সাতটি) থানা রয়েছে। থানা গুলোর নাম হলো - 

  1. গাজীপুর সদর থানা (জয়দেবপুর থানা),
  2. কাপাসিয়া থানা,
  3. কালিগঞ্জ থানা,
  4. কালিয়াকৈর থানা,
  5. শ্রীপুর থানা,
  6. টঙ্গী,
  7. হাইওয়ে থানা (সালনা)।

গাজীপুর জেলায় উপজেলা কয়টি

গাজীপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জানার জন্য আপনারা বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে থাকেন। পাঁচটি থানা নিয়ে গাজীপুর জেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে এই পাঁচটি থানাকেই উপজেলাতে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করা হয়। সুতরাং বলা যায় গাজীপুর জেলায় উপজেলা ৫টি (পাঁচটি)। উপজেলা গুলোর নাম হলো - 

  1. গাজীপুর সদর উপজেলা,
  2. কাপাসিয়া উপজেলা,
  3. কালিগঞ্জ উপজেলা,
  4. কালিয়াকৈর উপজেলা,
  5. শ্রীপুর উপজেলা।

গাজীপুর জেলায় কয়টি ইউনিয়ন আছে 

গাজীপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সম্পর্কিত আর্টিকেল টেনে পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো গাজীপুর জেলা মোট কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং কোন উপজেলা কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে সে সম্পর্কে। স্বাভাবিকভাবেই জেলা পরিচতি জানার জন্য সকলেরই কৌতুহল থাকে উক্ত জেলায় কয়টি থানা বা কয়টি উপজেলা বা কয়টি ইউনিয়ন পরিষদ আছে সে সম্পর্কে জানার জন্য তো বন্ধুরা গাজীপুর জেলায় মোট ৪৩ টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়ন পরিষদ গুলোর নাম থানা ওয়ায়েজ নিম্নে উল্লেখ করা হলো।

গাজীপুর সদর থানা ঃ গাজীপুর সদর থানায় ৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে -

  1. মির্জাপুর ইউনিয়ন,
  2. বাড়িয়া ইউনিয়ন,
  3. ভাওয়াল গড় ইউনিয়ন,
  4. পিডুজালী ইউনিয়ন।

কাপাসিয়া থানা ঃ গাজীপুর জেলার কাপাসিয়া থানায় ১১ টি ইউনিয়ন পরিষদ হয়েছে -

  1. শিংহশ্রী ইউনিয়ন,
  2. রায়ের ইউনিয়ন,
  3. টোক ইউনিয়ন,
  4. বারিসাব ইউনিয়ন,
  5. ঘাগটিয়া ইউনিয়ন,
  6. সনমানিয়া ইউনিয়ন,
  7. কড়িহাতা ইউনিয়ন,
  8. তরগাঁও ইউনিয়ন,
  9. কাপাসিয়া ইউনিয়ন,
  10. চাঁদপুর ইউনিয়ন,
  11. দুর্গাপুর ইউনিয়ন।
কালিগঞ্জ থানা ঃ গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় মোট ৭ টি ইউনিয়ন পরিষদে রয়েছে - 

  1. তুমুলিয়া ইউনিয়ন,
  2. মুক্তারপুর ইউনিয়ন,
  3. নগরী ইউনিয়ন,
  4. বক্তারপুর ইউনিয়ন,
  5. জাঙ্গালিয়া ইউনিয়ন,
  6. বাহাদুরশাদি ইউনিয়ন,
  7. জামালপুর ইউনিয়ন।

কালিয়াকৈর থানা ঃগাজীপুর জেলার কালিয়াকুর থানায় ৯ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। পরিষদের নামগুলো হলো -

  1. ফুলবাড়িয়া ইউনিয়ন,
  2. চাপাইর ইউনিয়ন,
  3. বোয়ালী ইউনিয়ন,
  4. আটাবহ ইউনিয়ন,
  5. মৌচাক ইউনিয়ন,
  6. শ্রীফলতলি ইউনিয়ন,
  7. সূত্রাপুর ইউনিয়ন,
  8. মধ্যপাড়া ইউনিয়ন,
  9. ঢালজোড়া ইউনিয়ন।

শ্রীপুর থানা ঃ গাজীপুর জেলার শ্রীপুর থানায় ইউনিয়ন পরিষদ রয়েছে ৮টি (আটটি)। ইউনিয়নগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো।

  1. মাওনা ইউনিয়ন,
  2. গাজীপুর ইউনিয়ন,
  3. তেলিহাটি ইউনিয়ন,
  4. বরমী ইউনিয়ন,
  5. কাওরাইদ ইউনিয়ন,
  6. গোসিংগা ইউনিয়ন,
  7. রাজবাড়ী ইউনিয়ন,
  8. প্রহলাদপুর ইউনিয়ন।

গাজীপুর জেলা পরিচিতি 

গাজীপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো গাজীপুর জেলা পরিচিতি সম্পর্কে। গাজীপুর জেলা বাংলাদেশের মধ্য-অঞ্চলে ঢাকা বিভাগে অবস্থিত। এই জেলাটি ১টি সিটি কর্পোরেশন, ৫টি উপজেলা, ৭টি থানা, ৩টি পৌরসভা, ৪৩টি ইউনিয়ন পরিষদ, ৮১৪ টি মৌজা এবং ১,১৪৬ টি গ্রাম নিয়ে গঠিত। এই জেলাটি ক্ষুদ্রতম পল্লী অঞ্চল ও স্থানীয় সরকারের একটি প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত।

গাজীপুর জেলার ভৌগোলিক অবস্থান 

গাজীপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে উক্ত আর্টিকেলটি পড়ে আমরা সে তথ্যগুলো জেনেছি। এখন আমরা জেনে নেব গাজীপুর জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে। এই জেলার উত্তরের রয়েছে নরসিংদী জেলা, দক্ষিনে রয়েছে মুন্সিগঞ্জ জেলা, পূর্বে টাঙ্গাইল এবং পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আরও পড়ুন ঃ সংসারে স্বামী-স্ত্রীর টুকিটাকি খুনসুটি।

গাজীপুর জেলা বিভিন্ন রকমের খাদ্য শষ্য ও অর্থকারী ফসল উৎপাদন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ধান, গম, পাট ও বিভিন্ন শাকসবজি। এছাড়াও এই জেলাতে বিভিন্ন শিল্প-কলকারখানা বিশেষ করে বস্ত্র, ঔষধ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের একমাত্র ধান গবেষণা ইনস্টিটিউট এই জেলায় অবস্থিত।

গাজীপুর জেলা সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা 

গাজীপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সম্পর্কিত আর্টিকেলটির এপর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিব গাজীপুর জেলা সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন-উত্তর যেগুলো জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। সে প্রশ্ন-উত্তর গুলো অনেক প্রয়োজনীয়। নিম্নে এ ধরনের কিছু সাধারণ প্রশ্ন-উত্তর প্রদান করা হলো।

প্রশ্ন ঃ গাজীপুর জেলায় কয়টি থানা ও কি কি

উত্তর ঃগাজীপুর জেলায় ৭টি থানা রয়েছে গাজীপুর সদর থানা, কাপাসিয়া থানা, কালিগঞ্জ থানা, কালিয়াকৈর থানা, শ্রীপুর থানা, টঙ্গী থানা, হাইওয়ে থানা (সালনা)।

প্রশ্ন ঃ গাজীপুর জেলার পূর্ব নাম কি ছিল?

উত্তর ঃ গাজীপুর হলো বর্তমান গাজীপুর জেলার প্রধান শহর। এই গাজীপুর জেলার প্রাচীন নাম ছিল 'জয়দেবপুর'।

প্রশ্ন ঃ বাংলাদেশের একমাত্র ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তর ঃ বাংলাদেশের একমাত্র ধান গবেষণা ইনস্টিটিউট বিরি গাজীপুর জেলা অবস্থিত।

উপসংহার 

প্রিয় পাঠক বৃন্দ, আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা গাজীপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে সে সম্পর্কিত তথ্যগুলো বিস্তারিত ভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরা এতথ্যগুলো জানতে পারেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url