রাজশাহী টু যশোর খুলনা বাগেরহাট পিরোজপুর বাসের সময়সূচী ও ভাড়ার তালিকা

রাজশাহী টু যশোর খুলনা বাগেরহাট পিরোজপুর বাসের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জানানোর জন্যই আজকে আর্টিকেলটি লেখা। বিভাগীয় শহহ রাজশাহী থেকে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে অনেক লোকজন যশোর খুলনা বাগেরহাট ও পিরোজপুর বাসে করে যাতায়াত করে থাকেন। আপনারা সকলেই প্রয়োজনীয় সময় এই তথ্যগুলো জানার জন্য গুগলে সার্চ করেন।

রাজশাহী টু যশোর খুলনা বাগেরহাট পিরোজপুর বাসের সময়সূচী ও ভাড়ার তালিকা

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন রাজশাহী টু যশোর খুলনা বাগেরহাট পিরোজপুর যে গাড়িগুলো চলে তার নাম, তার সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে। আর্টিকেলের এই অংশটুকু পড়ে এ তথ্যগুলো মেনে নিন।  তো বন্ধুরা চলুন মূল আলোচনায় যাওয়া যাক।

পেজ সুচীপত্র

রাজশাহী টু যশোর খুলনা বাগেরহাট পিরোজপুর বাসের সময়সূচি ও ভাড়ার তালিকা

রাজশাহী টু যশোর খুলনা বাগেরহাট পিরোজপুর বাসের সময়সূচি ও ভাড়ার তালিকা জানার জন্য আপনি হয়তো google এ সার্চ করছেন নয়তো অন্য কোন ব্যক্তিকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করছেন। তো বন্ধুরা আপনারা ঠিক জায়গাতেই এসেছেন এই জায়গাতেই আপনি এই তথ্যগুলো জানতে পারবেন। রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বাসটি যশোর, খুলনা, বাগেরহাট ও পিরোজপুর এই জায়গাগুলো যাত্রী পরিবহন করে থাকে অর্থাৎ বলা যায় একই বাস রাজশাহী থেকে ছেড়ে এই সকল স্থানের যাত্রী পরিবহণ করে। রাজশাহী টু যশোর খুলনা বাগেরহাট পিরোজপুর বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হয়।

রাজশাহী টু যশোর বাসের নাম

প্রতিদিন রাজশাহী থেকে যশোর খুলনা বাগেরহাট পিরোজপুরের উদ্দেশ্যে যে বাসগুলো চলে সে বাসেরগুলো অন্যতম হলো মেট্রোপলিটন এন্টারপ্রাইজ। ইন্টারপ্রাইজ বাড়তি দিন রাজশাহী থেকে যত্ন সহকারে যাত্রী সভায় নিয়োজিত বাগেরহাট পিরোজপুরে যাত্রী পরিবহন করে।

  • বাসের নাম ঃ মেট্রোপলিটন পরিবহন।

রাজশাহী টু যশোর বাসের সময়সূচি

রাজশাহী টু যশোর খুলনা বাগেরহাট পিরোজপুরের উদ্দেশ্যে রাজশাহী থেকে মেট্রোপলিটন বাসটি নিয়মিত যাত্রী পরিবহন করে থাকে। এই বাসটি যে নিয়ম মেনে চলে তা হলো রাজশাহীর শিরোইল স্টেশন থেকে ৮:৩০ মিনিটে রাজশাহী থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায়।

  • বাস ছাড়ার সময় ঃ রাত সাড়ে আটটা,  ৮ টা ৩০ মিনিট।

রাজশাহী টু যশোর বাসের ভাড়ার তালিকা

রাজশাহীর টু যশোর খুলনা বাগেরহাট পিরোজপুরের উদ্দেশ্যে যে গাড়িটি চলে সেই গাড়ির ভাড়া সম্পর্কে জানার জন্য আর্টিকেলটির এই অংশটুকু পড়ুন। প্রিয় যাত্রীগণ আপনারা সকলেই অবগত আছেন যে বাসের অবস্থা, এসি বাস, নন এসি বাস ও দূরত্বের উপর নির্ভর করে বাসের ভাড়া কম বেশি হয়ে থাকে। নিম্নে বাসার ভাড়াগুলো পর্যায়ক্রমে উল্লেখ করা হলো।

  • রাজশাহী টু যশোর ঃ প্রতি সিটের ভাড়া ৬০০ টাকা পার হেড।
  • রাজশাহী টু খুলনা ঃ প্রতি সিটের ভাড়া ৭০০ টাকা পার হেড। 
  • রাজশাহী টু বাগেরহাট ঃ প্রতি সিটের ভাড়া ৮০০ টাকা পার হেড। 
  • রাজশাহী টু পিরোজপুর ঃ প্রতি সিটের ভাড়া ৯১৫ টাকা পার হেড।

রাজশাহী টু যশোর বাস কাউন্টারের মোবাইল নাম্বার

রাজশাহী টু যশোর খুলনা বাগেরহাট পিরোজপুরগামী বাসগুলো রাজশাহীর শিরোইল বাস কাউন্টার বা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়। এই বাস কাউন্টারের নাম্বার নিম্নে প্রদান করা হলো। যে নাম্বারে আপনি যোগাযোগ করে বাসের টিকিট আগে থেকেই কনফার্ম করতে পারবেন ও বাস সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। রাজশাহী বাস কাউন্টারের মোবাইল নাম্বার।

  • রাজশাহী কাউন্টার ঃ ০১৭১৯ ৩৬৩৫৮৪ / ০১৭২২ ৮৮৯৩৭৪।

রাজশাহী টু যশোর বাসের টিকিট বিকাশে

রাজশাহী টু যশোর যে বাসটি চলে সেই মেট্রোপলিটন বাসের টিকিট এখন বিকাশেও সংগ্রহ করা যায়। বিকাশের নিম্নে প্রদানকৃত নাম্বারে টাকা জমা দিয়ে টিকিট কনফার্ম করে নিতে পারবেন। বাস কাউন্টারের বিকাশের নাম্বারটি হলো - 

  • বিকাশ নাম্বার ঃ ০১৭২২ ৮৮৯৩৭৪।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url