রাজশাহী টু বরিশাল বাসের নাম সময়সূচী ও ভাড়া জেনে নিন
রাজশাহী টু বরিশাল বাসের নাম সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানার জন্য আপনি কি চেষ্টা করছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন অনেক লোকজন বাংলাদেশের শস্য ভান্ডার খ্যাত বরিশাল থেকে বাংলাদেশের আমের নগরী খ্যাত রাজশাহীতে আসা যাওয়া করে থাকেন। কিন্তু তারা হয়তো অনেকেই জানেন না কিভাবে বা কোন মাধ্যমে যাওয়া-আসা করলে বেশি সুবিধা। অর্থাৎ রাজশাহী টু বরিশাল বাস যোগাযোগ নিয়েই আজকের আর্জেন্টি লেখা।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন পদ্মা পাড়ের ঐতিহ্যবাহী বিভাগীয় শহর রাজশাহী থেকে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত নদীনালা আর খালবিলে পরিপূর্ণ বিভাগীয় শহর বরিশাল যাওয়ার জন্য যে বাসগুলো চলে সেই বাসের নাম, বাসের সময়সূচী ও বাসের ভাড়াসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। আর এই তথ্যগুলো জানার জন্য আর্টিকেলটি পুরোপুরি করে নিন।
পেজ সূচীপত্র
রাজশাহী টু বরিশাল বাসের নাম সময়সূচী ও ভাড়া
রাজশাহী টু বরিশাল বাসের নাম সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানার জন্য আপনারা প্রায়ই গুগলে সার্চ করে থাকেন অথবা অন্য কোন যাত্রীকে জিজ্ঞেস করে জেনে নেন। তো বন্ধুরা আজকের আরটিকেলটি পড়লে আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন। প্রতিদিন নিয়মিত এই গাড়িগুলো ভদ্রার মোড় থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিদিন নিয়মিত রাজশাহী থেকে বরিশাল অথবা বরিশাল থেকে রাজশাহী যে বাসগুলো চলে তার নাম, যে নিয়ম ও সময়সূচী মেনে চলে অথবা যে ভাড়ার তালিকা মেনে চলে সেগুলো নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হলো।
আরও পড়ুন ঃ রাজশাহী টু ময়মনসিংহ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা।
রাজশাহী টু বরিশাল বাসের নাম
রাজশাহী টু বরিশাল বাসের নাম সময়সূচী ও ভাড়া সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব রাজশাহী টু বরিশাল রুটে যে বাসগুলো চলাচল করে সে বাসগুলোর নাম। বাসগুলোর নাম হলো -
- তুহিন পরিবহন,
- পদ্মা পরিবহন,
- গোল্ডেন লাইন,
- বিআরটিসি পরিবহন। ইত্যাদি।
রাজশাহী টু বরিশাল বাসের সময়সূচী
রাজশাহী টু বরিশাল বাসের নাম সময়সূচী ও ভাড়া সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আপনারা জানতে পারবেন রাজশাহী টু বরিশাল যে বাসগুলো সলাচল করে তার সময়সূচী। রাজশাহী টু বরিশাল বাসের সময়সূচী
- তুহিন পরিবহন ঃ প্রতিদিন সকাল ৫ টা ৪৫ মিনিটে ছাড়ে।
- পদ্মা পরিবহন ঃ প্রতিদিন সকাল ৭.০০ টার সময় ছাড়ে,
- গোল্ডেন লাইন ঃ প্রতিদিন ৭ টা ১৫ মিনিটে ছাড়ে,
- বিআরটিসি পরিবহন ঃ প্রতিদিন সকাল সাড়ে ৭.০০ টার সময় ছাড়ে।
রাজশাহী টু বরিশাল বাসের ভাড়া
রাজশাহী টু বরিশাল বাসের নাম সময়সূচী ও ভাড়া সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আপনারা জানতে পারবেন রাজশাহী টু বরিশাল যে বাসগুলো চলাচলা করে তার ভাড়া সম্পর্কে। রাজশাহী থেকে বরিশালের উদ্দেশ্যে যে গাড়িগুলো ছেড়ে যায় সেই গাড়িগুলো প্রতি সিটের ভাড়া ৭৫০-৮৫০ টাকা পার হেড।
- তুহিন পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ৮০০ টাকা পার হেড,
- পদ্ম পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ৮০০ টাকা পার হেড,
- গোল্ডেন লাইন ঃ প্রতি সিটের ভাড়া ৭৫০ টাকা পার হেড,
- বিআরটিসি পরিবহন ঃপ্রতি সিটের ভাড়া ৭৫০ টাকা পার হেড।
রাজশাহী টু বরিশাল বাসের মোবাইল নাম্বার
রাজশাহী টু বরিশাল বাসের নাম সময়সূচী ও ভাড়া সম্পর্কিত আর্টিকেলেটির এ পর্যায়ে আপনারা জানতে পারবেন রাজশাহী টু বরিশাল যে বাসগুলো চলে তার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার সম্পর্কে।
- তুহিন পরিবহন # 01710296075,
- পদ্মা পরিবহন # 01710296075,
রাজশাহী টু বরিশাল বাস যোগাযোগ সম্পর্কে সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা (FAQ)
রাজশাহী টু বরিশাল বাসের নাম সময়সূচী ও ভাড়া সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আমরা আলোচনা করব রাজশাহী টু বরিশাল বাস যোগাযোগ সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা। যে প্রশ্নগুলো আপনারা জানার জন্য প্রায় গুগলে সার্চ করে থাকেন।
প্রশ্ন ঃরাজশাহী টু বরিশালের দূরত্ব কত কিলোমিটার?উত্তর ঃরাজশাহী টু বরিশালের দূরত্ব ৪২০ কিলোমিটার।
প্রশ্ন ঃরাজশাহী থেকে বরিশাল যেতে কত ঘন্টা সময় লাগে?উত্তর ঃ রাজশাহী থেকে বরিশাল যেতে প্রায় ৯-১০ ঘন্টা সময় লাগে।
প্রশ্ন ঃ বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে? উত্তর ঃ বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় বরিশাল জেলাকে।
প্রশ্ন ঃ বাংলাদেশের কোন শহরকে নিট এন্ড ক্লিন সিটি বলা হয়।
উত্তর ঃ বাংলাদেশের রাজশাহী শহরকে নিট এন্ড ক্লিন সিটি বলা হয়।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url