রাজশাহী জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন
রাজশাহী জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সম্পর্কে জানানোর জন্যই আজকে আর্টিকেলটি লেখা। আমের নগরী, সিল্কসিটি ও পরিষ্কার-পরিচ্ছন্ন খ্যাতিসম্পন্ন রাজশাহী জেলা সম্পর্কে জানার জন্য আপনারা বিভিন্ন মাধ্যমে সার্চ করে থাকেন। তো আজকে আর্টিকেলটি আপনার জন্যই। এই তথ্যগুলো জানার জন্য আর্টিকেলটি পুরোপুরি পড়ে নিন।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন রাজশাহী জেলায় কয়টি থানা আছে? কয়টি উপজেলা আছে? কয়টি পৌরসভা আছে? এ ধরনের সকল তথ্য সম্পর্কে। আরো জানতে পারবেন উপজেলা-ওয়াইজ ইউনিয়ন পরিষদের সংখ্যা। পাঠক বন্ধুরা আর দেরি না করে চলুন যাওয়া যাক মূল আলোচনায়।
পেজ সূচীপত্র
রাজশাহী জেলা পরিচিতি
রাজশাহী জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এতথ্যগুলো জানার আগে আমাদের জেনে নেওয়া দরকার রাজশাহী জেলার পরিচিতি সম্পর্কে। এখানে সংক্ষিপ্ত আকারে রাজশাহী জেলার পরিচিতি তুলে ধরা হলো। পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলীয় সীমান্তবর্তী একটি জেলা ও বিভাগীয় শহর। এটি রাজশাহী বিভাগের সবচেয়ে বৃহত্তম ও প্রধান প্রশাসনিক অঞ্চল।
একটি সিটি কর্পোরেশন, ৯টি থানা, ১২টি আরএমপি থানা, ৯টি উপজেলা, ১৪ টি পৌরসভা ও ৭২ টি ইউনিয়ন পরিষদ নিয়ে রাজশাহী জেলা গঠিত। রাজশাহী জেলায় আরও রয়েছে একটি সরকারি মেডিকেল কলেজ ও হসপিটাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি (রুয়েট)। এছাড়াও রাজশাহী কলেজসহ খ্যাতিসম্পন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। রাজশাহীকে শিক্ষা নগরী এবং রেশমের নগরীও বলা হয়।
রাজশাহী জেলায় কয়টি থানা বা উপজেলা আছে
রাজশাহী জেলা কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলো জানার জন্য আপনারা বিভিন্ন সময়ে google এ সার্চ করে থাকেন। তো আপনার জন্যই এআর্টিকেলটি লেখা। একটু মনোযোগ সহকারে নিচের দিকে পড়লে জানতে পারবেন রাজশাহী জেলায় কয়টি থানা আছে ও তার নাম সম্পর্কে। রাজশাহী জেলার ৯টি থানা ও ১২টি আরএমপি বা মেট্রোপলিটন থানা রয়েছে।
- পবা থানা,
- দুর্গাপুর থানা,
- পুঠিয়া থানা,
- বাগমারা থানা,
- মোহনপুর থানা,
- চারঘাট থানা,
- বাঘা থানা,
- তানোর থানা,
- গোদাগাড়ী থানা।
আর এম পি থানা বা রাজশাহী মেট্রোপলিটন পুলিশিং থানা
উপরোক্ত থানাগুলো ছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশন ও বিভাগীয় শহরকে নিয়ন্ত্রণ করার জন্য রাজশাহী মেট্রোপেরটন পুলিশের আওতাধীন ১২টি থানা রয়েছে। এই ১২টি আরএমপি (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) থানার নাম হলো -
- বোয়ালিয়া থানা,
- রাজপাড়া থানা,
- মতিহূ থানা,
- শাহ মখদুম থানা,
- কাটাখালি থানা,
- বেলপুকুর থানা,
- রাজশাহী বিমানবন্দর থানা,
- কাশিয়াডাঙ্গা থানা,
- দামকুড়া থানা,
- কর্থামহার থানা,
- পবা থানা,
- চন্দ্রিমা থানা।
রাজশাহী জেলায় কয়টি উপজেলা আছে
রাজশাহী জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলোর মধ্যে উপযুক্ত আলোচনা আপনারা জেনেছেন রাজশাহী জেলা কয়টি থানা সম্পর্কে আর্টিকেল এই অংশটুকু পড়লে আপনি জানতে পারবেন রাজশাহী জেলা কয়টি উপজেলা আছে ও তার নাম কি সে সম্পর্কে। রাজশাহী জেলায় ৯ট উপজেলা রয়েছে। উপজেলা গুলোর নাম হল -
- পবা উপজেলা,
- দুর্গাপুর উপজেলা,
- পুঠিয়া উপজেলা,
- বাগমারা উপজেলা,
- মোহনপুর উপজেলা,
- চারঘাট উপজেলা,
- বাঘা উপজেলা,
- তানোর উপজেলা,
- গোদাগাড়ী উপজেলা।
রাজশাহী জেলায় পৌরসভা কয়টি
রাজশাহী জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সম্পর্কিত তথ্যগুলো আপনারা জানতে পেরেছেন আর্টিকেলের উপরের অংশ পড়ে। এই অংশে আপনারা জানতে পাবেন রাজশাহী জেলায় পৌরসভা কয়টি ও তার নাম কি যে সম্পর্কে। রাজশাহী জেলায় ১৪টি পৌরসভা রয়েছে। পৌরসভা গুলোর নাম নিম্নে প্রদান করা হলো।
- দুর্গাপুর পৌরসভা,
- পুঠিয়া পৌরসভা,
- আড়ানী পৌরসভা,
- চারঘাট পৌরসভা,
- বাঘা পৌরসভা,
- তাহেরপুর পৌরসভা,
- ভবানীগঞ্জ পৌরসভা,
- গোদাগাড়ী পৌরসভা,
- কাকনহাট পৌরসভা,
- তানোর পৌরসভা,
- মুন্ডুমালা পৌরসভা,
- নওহাটা পৌরসভা,
- কেশরহাট পৌরসভা,
- কাটাখালি পৌরসভা।
রাজশাহী জেলার ইউনিয়ন পরিষদ কয়টি
রাজশাহী জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এই তথ্যগুলো জানার পাশাপাশি আপনারা অনেকেই google সার্চ করে থাকেন রাজশাহী জেলায় কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে সে তথ্যগুলো জানার জন্য। রাজশাহী জেলায় মোট ৭২টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
- পব উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- মোহনপুর উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- পুঠিয়া উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- দুর্গাপুর উপজেলায় ৭টি ইলিয়া পরিষদ রয়েছে,
- বাঘা উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ হয়েছে,
- চারঘাট উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ হয়েছে,
- গোদাগাড়ী উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- তানোর উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- বাগমারা উপজেলা ১৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
রাজশাহী জেলার ভৌগোলিক পরিচিতি
রাজশাহী জেলাটি বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। রাজশাহী জেলার দক্ষিণ কোল ঘেঁষে রয়েছে পদ্মা নদী, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ, উত্তর প্রান্তে রয়েছেন নওগাঁ জেলা, রাজশাহীর পূর্বে রয়েছে নাটোর জেলা ও দক্ষিণ পূর্বে রয়েছে পাবনা জেলা।
রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত, বাংলাদেশের সবচেয়ে বেশি পান উৎপাদন হয় রাজশাহী জেলা। এছাড়াও বিভিন্ন কৃষি ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, পান, পেঁয়াজ, কলা, মাছ, পাট ইত্যাদি এছাড়াও সকল ধরনের শাক সবজি উৎপাদিত হয় এই জেলায়।
রাজশাহী সম্পর্কে সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা
রাজশাহী জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সম্পর্কিত তথ্য গুলো আপনারা আর্টিকেলটির উপরের অংশ পড়ে জানতে পেরেছেন। এ পর্যায়ে আমরা রাজশাহী সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো, যে প্রশ্নগুলো আপনার প্রায়ই গুগলে সার্চ করে থাকেন।
প্রশ্ন ঃ রাজশাহী জেলার পূর্ব নাম কি ছিল?
উত্তর ঃ রাজশাহী জেলার পূর্ব নাম ছিল রামপুর-বালিয়া।
প্রশ্ন ঃ রাজশাহীকে কিসের নগরী বলা হয়?
উত্তর ঃ রাজশাহীকে শিক্ষানগরী ও রেশমের নগরী বলা হয়।
প্রশ্ন ঃ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পান উৎপাদন হয় কোন জেলায়।
উত্তর ঃ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পান উৎপাদন হয় রাজশাহী জেলায়।
প্রশ্ন ঃ বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর ঃ বরেন্দ্র জাদুঘরটি রাজশাহী শহরের অন্তর্গত হেতেমখাঁ মহল্লায় অবস্থিত।
উপসংহার
আশা করি, রাজশাহী জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সম্পর্কিত আর্টিকেলটি পড়ে আপনারা সকল তথ্যগুলো জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য বন্ধুরা এ তথ্যগুলো জানতে পারে।
প্রিয় পাঠক বৃন্দ, রাজশাহী জেলার বিভিন্ন ঐতিহাসিক তথ্যগুলো এরকম দু-চারটি আর্টিকেল লিখে শেষ করার উপায় নেই। সেজন্য রাজশাহী সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি, সুতরাং অনেক তথ্য বাদ পড়েছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url