সুন্দরী স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন

সুন্দরী স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন এই হিসাব মিলানো বেশ জটিল। প্রেম কখন কার কাছে কিভাবে ধরা দেয় সেটি বিবাহিত বা অবিবাহিত কিংবা ধনী বা গরিব কোন মাপকাঠিতেই মাপা যায় না। পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক বর্তমান সময়ে সমাজে অহরহ শোনা যায়। এই পরকীয়ার জের ধরেই অনেকেরই সাজানো গোছানো সংসার ভেঙে যাচ্ছে।

সুন্দরী স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন

ছবি সংগৃহীত

এমনকি বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সমাজে অনেক সময় খুনাখুনির মতো ঘটনাও ঘটে যাচ্ছে। একজন পুরুষ বিবাহিত ও ঘরে সুন্দরী বউ থায়া সত্বেও অন্য নারীর সাথে সম্পর্কে জড়াচ্ছেন, কিন্তু কেন? আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বিবাহিত পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন? চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।

পেজ সুচিপত্র

সুন্দরী স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন

সুন্দরী স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন? স্বামী--স্ত্রীর সম্পর্ক অনেক মধুর কিন্তু তারপরেও কেন পরকীয়া বা বিবাহিত বহির্ভূত সম্পর্ক? সুন্দরী স্ত্রী, স্ত্রীর অঢ়েল ধন-সম্পদ থাকা সত্ত্বেও অনেক সময় পুরুষরা স্ত্রীর প্রতি আকৃষ্ট না হয়ে অন্য নারীর প্রতি দুর্বল হয়ে পড়েন। বিভিন্ন সম্পর্কবিদরা মনে করেন স্বামী-স্ত্রীর সম্পর্কের একটা লম্বা সময় পরে এগুলোর আর কোন মূল্য থাকেনা। তখন মূল্য হয়ে দাঁড়ায় তার আচার-আচরণ, ব্যবহার, স্বামীকে কিভাবে মূল্যায়ন করে, স্বামীর প্রতি আদর-যত্ন ইত্যাদি বিষয়গুলো।

যখনই এ বিষয়গুলোর ঘাটতি দেখা দেয় তখনই সম্পর্কের মাঝে চিঁড় ধরতে শুরু করে, পুরুষ অন্য কোথাও শান্তি খুঁজে। আবার এমনও দেখা যাচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে সর্বদায় খটকা, ঝগড়া-বিবাদ লেগেই থাকে। এতে করে একে অপরের প্রতি দূরত্ব বাড়তে থাকে। সম্পর্কের পরিণতি হতে থাকে ভয়াবহ! দীর্ঘদিন এমনটি চলতে থাকলে পুরুষরা অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। চলুন দেখে নেওয়া যাক যে সব সম্ভাব্য কারণে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পুরুষরা অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন সে কারণগুলো।

স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক

স্বামী স্ত্রী পাশাপাশি চলা, একসঙ্গে থাকা কিংবা এক সাদের নিচে বসবাস করার অর্থ এই নয় যে, স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক বিরাজ করছে। অনেক সময় লাজ-লজ্জা, পরিবারের কথা কিংবা সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক না থাকা সত্ত্বেও একসঙ্গে পথ চলতে হয় এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে একজন আরেক জনের প্রতি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখুন অন্যের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা কমিয়ে ফেলুন।

আরও পড়ুন ঃ যৌন ক্ষমতা বাড়ানোয় প্রাকৃতিক ১৮ উপায় ও খাবার।

স্বামীর প্রতি অবহেলা 

সম্পর্ক যেমন টিকে থাকে গুরুত্ব দেয়ার উপরে, তেমনি সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় অবহেলা থেকে। অনেক সুন্দরী বধূরা আছেন যারা তার স্বামীকে কারণে-অকারণে ছোট করেন, অবহেলা করেন বা হেও প্রতিপন্ন করে থাকেন। অত্যন্ত অবমাননাকর এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে পুরুষরা নিজেকে দিনে দিনে গুটিয়ে নেন সেই সব সুন্দরী স্ত্রীর কাছ থেকে। সুযোগ খুঁজতে থাকেন বিকল্প, জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। স্বামীদের প্রতি এরকম অবহেলা থেকেই জন্ম নেয় অন্য নারীর প্রতি ভালোবাসা। সারাদিন কাজ-কর্ম করে দিন শেষে পুরুষরা শান্তি খুঁজেন। সেজন্য প্রত্যেক স্ত্রীর উচিত তার স্বামীকে শান্তি ও স্বস্তি দেওয়া।

আরও পড়ুন ঃ বয়সে ছোট পুরুষের প্রতি নারীরা কেন আকৃষ্ট হন।

স্বামী-স্ত্রীর কলহ-বিবাদ

পারিবারিক জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ-বিবাদ, ছোটখাটো ঝগড়াঝাঁটি খুব একটা কঠিন বিষয় নয়। এরকম দু-একটি বিষয় স্বামী-স্ত্রী জীবনে লেগেই থাকে। এ বিষয়গুলো যখন বড় আকারে রূপ নেয় তখনই একে অপরের মধ্যে দূরত্বের সৃষ্টি হতে থাকে।

স্বামী-স্ত্রীর কলহ-বিবাদ

ছবি সংগৃহীত

স্বামী স্ত্রীর মাঝে এই দূরত্ব এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছায়, প্রথমে দু'জনের বিছানা আলাদা হয় তারপরে হয়ে যায় ঘর আলাদা, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনাও ঘটে। তখনই পুরুষরা শান্তির জন্য অন্য নারীর প্রেমে পড়েন।

ভালো সময় না কাটানো

সুন্দরী স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন? স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর করার জন্য ভালো সময় কাটানো জরুরী। অনেক সময় দেখা যায় স্বামী-স্ত্রী একসাথে থাকলেও তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে না। ভালো সময় কাটাতে পারেন না। স্বামী সময় কাটাতে চাইলেও বিভিন্ন অজুহাত দিয়ে স্ত্রী ভালো সময় স্বামীর সাথে কাটাতে চান না। এতে করে স্বামী বিরক্ত হয়ে যান। তাদের মন অন্যদিকে মোড় নেয়, জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে।

আরও পড়ুন ঃ স্বপ্নদোষ কাকে বলে স্বপ্নদোষ কেন হয় স্বপ্নদোষের কারণ ও প্রতিকারের উপায়।

কারণে অকারনে হুকুম 

অনেক সুন্দরী স্ত্রীরা কারণে-অকারণে স্বামীকে বিভিন্ন বিষয়ে হুকুম করে থাকেন। এই হুকুম তামিল করা অনেক সময় স্বামীরা মেনে নেন না।  হুকুম না মানলে স্বামীর প্রতি স্ত্রীর অবহেলা লক্ষ্য করা যায় যেটি দুঃখজনক। আরব্য রজনীর কাহিনীতে আপনারা দেখেছেন সেখানে একটি ডায়লগে বলা হয় স্বামীরা তথা পুরুষরা কখনও নারীর হুকুম তামিল করার জন্য সৃষ্টি হয়নি। তাদেরকে ভালোবেসে করিয়ে নিতে হয়। তেমনি স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে, শুধু কারণে অকারণে হুকুম করলে পুরুষরা ত্যক্ত বিরক্ত হন। এতে করেও পুরুষরা অন্য নারীর প্রতি আগ্রহী হয়ে উঠুন।

আরও পড়ুন ঃ ১৭০+ প্রেমের বাণী ভালোবাসার উক্তি বা ক্যাপশন

স্বামী স্ত্রীর মাঝে যোগাযোগের ঘাটতি 

স্বামী স্ত্রীর মাঝে একে অপরের সাথে যোগাযোগের ঘাটতি থাকলেও স্বামীরা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়তে পারেন। অনেক সময় কথা কাটাকাটি থেকেও এ সমস্যা দেখা দেয়। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি বা ঝগড়াঝাঁটি যাই হোক না কেন দিন শেষে দুজন দুজনের সাথে কথাবার্তা বলে দুজনেই স্বাভাবিক থাকা উচিত। যখনই পুরুষরা মনে করেন সে আমাকে বুঝছে না অথবা বুঝতে চাইছে না তখন পুরুষরা নিজেকে অসহায় ফিল করেন। যদি কোন কারনে স্বাভাবিক না হয়। এক অপরের সাথে কথাবার্তা না চলে বা যোগাযোগের ঘাটতি হয় তাহলেও পুরুষরা অন্য নারীর প্রেমে পড়ে যেতে পারেন।

আরও পড়ুন ঃ অল্প বয়সী মেয়েরা কেন বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হন।

স্ত্রীর অবান্তর কথাবার্তা 

সুন্দরী স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন? অবান্তর কথাবার্তা থেকেও অনেক সময় তিক্ততার সৃষ্টি হয় স্বামী-স্ত্রীর মাঝে। তোমার কি আছে? তুমি আমাকে কি দাও? তুমি কি দিতে পারো? অন্যরা বউকে ভালো ভালো জিনিস দেয়,

স্ত্রীর অবান্তর কথাবার্তা

ছবি সংগৃহীত

তুমি দিতে পারো না, এমন অনেক অবান্তর কথাবার্তা শুনে স্বামীরা। যেগুলো স্বামীর পক্ষে সহ্য করা বা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। দিনের পর দিন এই অবান্তর কথাবার্তা শুনতে শুনতে তাদের মনে জমে হতাশা আর বিকল্প কিছু খুঁজে নেওয়ার প্রত্যাশা। তখনই অন্য নারীর প্রেম পড়েনা পুরুষরা।

অপূর্ণ প্রত্যাশা

অপূর্ণ প্রত্যাশা থেকেও অনেক সময় তিক্ততার সৃষ্টি হয় স্বামী-স্ত্রীর সম্পর্ক। অনেক স্ত্রী আছেন যারা সংসার ধর্ম বাদ দিয়ে বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকেন। স্ত্রীরা অনেক সময় আশা করেন স্বামীর কাছ থেকে অনেক কিছু পাওয়ার। সেই আশা যখন অপূর্ণ থেকে যায় তখনই তারা সংসারে অনেক অশান্তি শুরু করেন। যেগুলো স্বামীর পক্ষে সহ্য করা বা মেনে নেয়া অসাধ্য হয়ে পড়ে। আর এ সকল কারণে স্ত্রীর প্রতি স্বামীদের ভালোবাসা কমতে থাকে। এক পর্যায়ে বিচ্ছেদের করুণ সুর বেজে উঠে। পুরুষরা বিকল্প খুঁজতে থাকেন এবং অন্য নারীর প্রেমে পড়েন।

শারীরিক চাহিদা পূরণে স্ত্রীর অনীহা 

সুন্দরী স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন? স্ত্রী সুস্থ, স্বাভাবিক ও শারীরিকভাবে সক্ষম হওয়া সত্ত্বেও স্বামীর শারীরিক চাহিদা পূরণে অনীহার কারণেও স্বামীরা স্ত্রীর প্রতি অনাগ্রহ প্রকাশ করে থাকেন। এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে স্ত্রীর প্রতি স্বামীদের আগ্রহ কমে এবং অনাগ্রহ সৃষ্টি হয়। স্বামীরা বিকল্প খুঁজতে থাকেন এবং অন্য নারীর  প্রেমে পড়েন। সেজন্য স্বামীর শারীরিক চাহিদা পূরণের স্ত্রীদের সর্বদাই আগ্রহী হওয়া উচিত।

স্বামী-স্ত্রীর মাঝে দূরত্ব ও শূন্যতা সৃষ্টি হলে

স্বামী-স্ত্রীর মাঝে কোন কারনে দূরত্ব ও শূন্যতা সৃষ্টি হলে একে অপরকে মনে করেন আগের মত কেউ কাউকে ভালোবাসে না বা ফিল করে না। এতে করে সম্পর্কের মাঝে দূরত্ব ও শূন্যতা সৃষ্টি হয়। এর মাঝে অন্য মেয়েরা কথা বলার সুযোগ পায়। যখন অন্য কোন মেয়েরা কথা বলে তখন তার প্রতি পুরুষরা দুর্বল হয়ে পড়ে ও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেজন্য স্বামী-স্ত্রী সম্পর্কে দূরত্ব ও শূন্যতা সৃষ্টি না করে কাছে থাকুন পূর্ণতায় ভরে রাখুন।

সন্তান হওয়ার পর

সন্তান হওয়ার পরে প্রকৃতির নিয়মেই বা হরমোন জনিত কারণে মেয়েরা স্থূল হয়ে যায়। অনেক সময় মেয়েরা মনে করেন বাচ্চা হওয়ার পরে মেয়েদের কদর এমনিতেই কমে যায়। এই মনে করে অনেকেই বডি ফিটনেস ধরে রাখার চেষ্টা করেন না। এতে করে অনেক সময় তার স্বামীরা তাকে অপছন্দ করতে থাকেন। এ থেকেও দুজন দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে থাকে। বডি ফিটনেস ঠিক রাখুন স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করে তুলুন। সব সময় পুরুষের চাহিদা বুঝতে চেষ্টা করুন। নইলে পুরুষরা অন্য নারীর প্রেমে পড়ে যেতে পারে না।

কথাবার্তায় খোটা দেওয়া

স্ত্রীর চেহারা সুন্দর এটিই বড় কথা নয়! একটি নির্দিষ্ট সময় পরে চেহারার চাইতে গুনের কদর বেশি হয়। অনেক স্ত্রীরা আছেন যারা কথায় কথায কটা দিয়ে বলে আমার বাবার এইটা আছে, আমার বাবার ওইটা আছে। তোমার কি আছে?তোমার তো কিছু নেই! তুমি তো একটা ফকির! তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ! এই ধরনের কথাগুলো শুনলে কোন স্বামী তার বউয়ের প্রতি আগে কত পূর্ণমাত্রায় ভালোবাসা প্রদর্শন করতে পারে না। দিনে দিনে বউয়ের প্রতি স্বামীর মনে ঘৃণার জন্ম হয়। যার ফলশ্রুতিতে পুরুষরা অন্য নারীর সাথে প্রেমে জড়িয়ে পড়েন। স্ত্রীদের রূপ নয় গুণের মূল্যই বেশি, দুইটির সমন্বয় হলে আরো ভালো।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কু-প্রভাব

সুন্দরী স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন? সামাজিক ও যোগাযোগ মাধ্যমে একে অপরের সাথে খুব সহজেই কথা বলার সুযোগ তৈরি হয়। এতে করে কথা বলতে বলতে একজন আরেক জনের প্রতি দুর্বল হয়ে পড়েন। ঘরে থাকা সুন্দরী স্ত্রীর যেগুনগুলো নেই সেই গুনগুলো যদি অন্য মেয়ের মধ্যে পেয়ে যায় তাহলে পুরুষরা সহজেই অন্য মেয়ের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

পশ্চিমা সংস্কৃতির কু-প্রভাব

সুন্দরী স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন? পশ্চিমা সংস্কৃতির কু-প্রভাব আমাদের দেশেও অনেক দাম্পত্য জীবনে প্রভাব ফেলে। আর এই পশ্চিমা সংস্কৃতির কু-প্রভাবে আমাদের দেশের অনেক নো-মাইন্ড ফ্যামিলির ভিতরে  পরকীয়া সম্পর্ক বেড়ে যাচ্ছে। যার কারণে স্ত্রীরা স্বামীদেরকে পশ্চিমাদের মত করে চলতে বাধ্য করছে এবং পুরুষরা অন্য নারীর প্রেমে জড়িয়ে পড়ছেন।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ, ঘরের সুন্দরী স্ত্রী থাকা মানেই সুন্দর, সুখী ও মধুর দাম্পত্য জীবন নয়। একটি সুন্দর সুখী দাম্পত্য জীবনের জন্য প্রয়োজন একে অপরকে বুঝা, একে অপরকে মেনে চলা, একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন। থাকতে হবে ভালোবাসা, একে অপরকে হেও প্রতিপন্ন না করা। আমাদের পুরুষ শাসিত সমাজে পুরুষরাই সংসার পরিচালনার অর্থাৎ আয় রোজগারের মূল দায়িত্ব পালন করে থাকেন সেজন্য তাদের প্রতি একজন স্ত্রীর সর্বোচ্চ সেক্রিফাইস মনোভাব প্রদর্শন করা উচিত নইলে সমাজের বেড়ে যাবে আরো পরকীয়ার সম্ভাবনা যদিও কোনমতেই এটা কাম্য নয়। 

আশা করি, সুন্দরী স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন এ সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা এতথ্যগুলো জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। প্রতিটি নারী বা স্ত্রীর উচিত নিজেদের উক্ত দোস-ত্রুটিগুলো শুধরে নিয়ে স্বামীর প্রতি নিজেকে আরো আকর্ষণীয়, সুন্দর ও নমনীয়ভাবে উপস্থাপন করা। যাতে করে ঘরে সুন্দরী স্ত্রী থাকতে পুরুষরা অন্য নারীর প্রতি আকৃষ্ট না হন। পরিশেষে সবার সংসার জীবন সুন্দর, সার্থক ও পরকীয়া মুক্ত হোক এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url