ঢাকা টু রংপুর ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন

ঢাকা টু রংপুর ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জানার জন্য আপনি কি গুগলে সার্চ করছেন? আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের ও সর্বোত্তরের বিভাগ রংপুরের সাথে সেতু বন্ধন স্থাপন করেছে এই ঢাকা টু রংপুর রেল লাইনটি।

ঢাকা টু রংপুর ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
আরামদায়কভাবে ও স্বাচ্ছন্দে ঢাকা থেকে রংপুর যেতে ট্রেন ভ্রমণ বেশ গুরুত্বপূর্ণ। আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন ঢাকা টু রংপুর রেললাইনে যে ট্রেন চলাচল তার নাম কি? এই রুটের ট্রেনের সময়সূচী? এই রুটে ট্রেনের ভাড়া কত? ট্রেনের টিকিট কাটার নিয়মসহ ট্রেন সম্পর্কিত অন্যান্য তথ্য সম্পর্কে।

পেজ সুচিপত্র

ঢাকা টু রংপুর ট্রেনের নাম

ঢাকা টু রংপুর ট্রেনের নাম জানার জন্য আপনারা এতক্ষণে গুগলে সার্চ করা শুরু করেছেন। আপনারা যেন সহজেই ঢাকা টু রংপুর রুটে চলাচলকারি ট্রেনের নাম জানতে পারেন সে জন্যই আজকের এ তথ্যগুলো। প্রাচীন শহর ঢাকার সাথে রংপুরের মাঝে যে ট্রেনগুলো চলাচল করে সে ট্রেনগুলোর নাম জানা জরুরী। ট্রেনগুলোর নাম জানা থাকলে আপনি সহজে কোন ট্রেনে যাবেন সেই ট্রেনের টিকিট ক্রয় করে যেতে পারবেন। ঢাকা টু রংপুরের মাঝে চলাচলকারি ট্রেনগুলোর নাম হলো -

  • রংপুর এক্সপ্রেস ৭৭১/৭৭২,
  • কুড়িগ্রাম এক্সপ্রেস ৭৯৭।

ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী

আপনি ট্রেন যোগে যেখানেই যেতে চান না কেন প্রথমেই আপনার দরকার হবে ট্রেনের নাম অর্থাৎ কোন ট্রেনে যাবেন। তার পরেই প্রয়োজন হবে কোন সময় যাবেন অর্থাৎ ট্রেনের সময়সূচি। একটা ট্রেন ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য যে সময়সূচি মেনটেন করে চলে সেটা জেনেই তার টিকিট বুকিং করতে হবে। যেকোনো কাজ সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য দরকার সময়সূচী। নিম্নে ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী প্রদান করা হলো।

ট্রেনের নাম

হইতে

ছাড়ার সময়

 শেষ গন্তব্য

পৌঁছার সময়

 ছুটির দিন

রংপুর এক্সপ্রেস

ঢাকা

রাত ০৯ঃ১০

রংপুর 

সকাল ০৭ঃ০৫

সোমবার

কুড়িগ্রাম এক্সপ্রেস

ঢাকা

রাত ০৮ঃ৪৫

রংপুর

সকাল ০৬ঃ১৫ 

বুধবার 



আরও পড়ুন ঃ ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের নাম সময়সূচি ভাড়ার তালিকা।

রংপুর এক্সপ্রেস ৭৭১ ঃ টেনটি রাত ৯ টা ১০ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাত্রা শেষে সকাল ০৭ টা ০৫ মিনিটে রংপুর শহরে অবস্থিত রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ট্রেনটি সাপ্তাহিক ছুটির দিন সোমবার বন্ধ থাকে।

কুড়িগ্রাম এক্সপ্রেস ৭৯৭ ঃ ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত ৮ টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে এবং যাত্রা শেষে সকাল ৬ টা ১৫ মিনিটে রংপুর শহর সংলগ্ন রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ট্রেনটি সাপ্তাহিক ছুটি বুধবার বন্ধ থাকে।

ঢাকা টু রংপুর ট্রেনের ভাড়া

ঢাকা টু রংপুর কোন ট্রেনের ভাড়া কত এতথ্যগুলো খুব সহজে যেন পেয়ে জান সেজন্য খুব সুন্দর ভাবে ট্রেনের নাম ও ভাড়ার পরিমান উল্লেখ করা হলো। প্রিয় যাত্রীগণ আপনারা সকলেই অবগত আছেন যে, ট্রেনের ভাড়া নির্ভর করে রেল পথের দূরত্ব, এসি, নন এসি বা সাধারণ আসন বিন্যাসের উপর। বগির ধরন ও আসন বিন্যাসের উপর ভিত্তি করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত ঢাকা টু রংপুর ট্রেনের ভাড়ার তালিকা নিম্নে প্রদান করা হলো।

বগির ধরন / আসন বিভাগ

ভাড়া বা টিকিটের মূল্য প্রতি সিটের জন্য

শোভন চেয়ার 

৫০৫/- টাকা

শোভন

৪৭০ /- টাকা 

স্নিগ্ধা 

৯০৩ /- টাকা 

স্নিগ্ধা চেয়ার 

৯৬৬ /- টাকা 

এসি বার্থ

১০৮১/- ও ১৭৩৭/- টাকা

রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন দুটির ভাড়ার কিছুটা তারতম্য রয়েছে।

ঢাকা টু রংপুর ট্রেনের টিকিট কাটার নিয়ম

টিকিট ছাড়া ট্রেনে উঠা এক ধরনের বোকামি। যেকোনো সময় টিটি এসে আপনাকে চেক করলে বিপদে পড়ে যেতে পারেন। আক্কেল সেলামি দিতে হতে পারে, হয়ে যেতে পারে জেল-জরিমানার মতো সাজা। সেজন্য যে কোন ধরনের সাজার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করুন।

ট্রেনের টিকিট দুইভাবে সংগ্রহ করা যেতে পারেন। এক স্টেশনে উপস্থিত হয়ে কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারেন অথবা বাংলাদেশ রেলসেবা অ্যাপস ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে অনলাইনে ঢাকা টু রংপুর ট্রেনের টিকিট কেটে নিতে পারেন। অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে পড়তে এখানে ক্লিক করুন। 

ঢাকা টু রংপুর রুটের পদ্মা এক্সপ্রেস সম্পর্কে কিছু কথা

ঢাকা টু রংপুর রুটের রংপুর এক্সপ্রেস বাংলাদেশের দ্রুত গতি সম্পন্ন ও বিলাসবহুল একটি আন্তঃনগর ট্রেন এটি ঢাকা হতে রংপুর রুটে চলমান প্রথম আন্তঃনগর ট্রেন। যে ট্রেনে আপনি জার্নি করবেন সে ট্রেন সম্পর্কে আপনার কিছু তথ্য জানা থাকলে ভালো লাগবে। এই তথ্যগুলো জানানোর জন্যই এপর্বটি লেখা। ঢাকা টু রংপুর রুটের রংপুর এক্সপ্রেস ট্রেনটি রাজধানী শহর ঢাকা ও রংপুরের মাঝে চলাচল করে। রংপুর এক্সপ্রেস ছাড়াও এরুটে কুড়িগ্রাম এক্সপ্রেস নামে আরও ১টি ট্রেন চলাচল করে এবং এই ট্রেনগুলো অদ্যাবধি যাত্রী সেবায় নিয়োজিত আছে। ঢাকা টু রংপুর রুটের এই ট্রেনগুলো চলার পথে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের

আরও পড়ুন ঃ ঢাকা টু রাজশাহী ট্রেনের নাম সময়সূচী ও ভারতের তালিকা

  • ঢাকা,
  • গাজীপুর,
  • টাঙ্গাইল,
  • সিরাজগঞ্জ,‌
  • পাবনা,
  • নাটোর,
  • নওগাঁ,
  • বগুড়া,
  • গাইবান্ধা,
  • রংপুর।
এই ১০টি জেলাকে সংযুক্ত করেছে। এই ট্রেনগুলোতে এসি স্লিপার কোচ ২টি, এসি চেয়ার কোচ ৩টি, নন এসি চেয়ার কোচ ৫টি, পাওয়ার কার ১টি, সব মিলিয়ে মোট ১৩টি কোচ বা বগি রয়েছে।

ঢাকা টু রংপুর রুটে ট্রেনগুলোর বিরতির স্টেশন 

ঢাকা টু রংপুর রুটে চলাচলকারি ট্রেনগুলো যে সকল স্টেশনে বিরতি দেয় সেগুলো জানা একজন যাত্রীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আপনি কোন স্টেশনে নামবেন বা কোন স্টেশনে উঠবেন এগুলো আগে থেকেই নির্ধারণ করে রাখতে হয়, যদিও প্রতিটি কামরাতেই এ্যনানাউন্স করা হয় ট্রেনটি এখন কোন স্টেশনে থামবে। এই রুটে চলাচলকারি ট্রেনগুলো যে সকল স্টেশনে বিরতি দেয় তার নাম নিম্নে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো।
  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু,
  1. বিমানবন্দর স্টেশন,
  2. ইব্রাহিমাবাদ,
  3. টাঙ্গাইল স্টেশন,
  4. চাটমোহর স্টেশন,
  5. নাটোর,
  6. সান্তাহার, 
  7. তালোড়া,
  8. বগুড়া,
  9. সোনাতলা,
  10. বোনারপাড়া,
  11. গাইবান্ধা,
  12. বামনডাঙ্গা,
  13. পীরগাছা,
  14. কাউনিয়া,
  • রংপুর স্টেশন যাত্রা শেষ।

ঢাকা টু রংপুর রেল পথের দূরত্ব কত

ঢাকা থেকে যারা রেলপথে ট্রেন যোগে রংপুরে যেতে চান তাদের মাথায় একটি প্রশ্ন থেকে যায়। আর সেটি হলো ঢাকা থেকে রংপুর রেলপথে দূরত্ব কত? ঢাকা থেকে রংপুর রেলওয়ে লাইনটি ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের ১১টি জেলাকে সংযুক্ত করে স্থাপন করা হয়েছে। এই সবগুলো জেলাকে সংযুক্ত করে স্থাপন করার কারণে এর দূরত্ব একটু বেশি মনে হতে পারে। এই দূরত্ব একটু বেশি মনে হলেও এই সকল জেলার লোকজন রেলসেবার সুবিধা ভোগ করে থাকেন। যমুনা রেলসেতু দিয়ে রেলপথে ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৫২৯ কিলোমিটার বা ৩২৮ মাইল।

আরও পড়ুন ঃ বাংলাদেশে বিভাগ ও জেলা কয়টি জেনে নিন।

ঢাকা টু রংপুর ট্রেনে যেতে কত সময় লাগে

অনেক যাত্রী আছেন যারা বেশি সময় ধরে জার্নি করাটা পছন্দ করেন না, আবার অনেকে আছেন বেশি সময় ধরে জার্নি করলে বেশি আনন্দ উপভোগ করেন। সেজন্য যাত্রার সময়টা স্ট্যান্ডার্ড মনে হলে সকলের জন্যই ভালো হয়। বেশি সময় ধরে জার্নি করলে ট্রায়াডনেস ও বোরিং লাগে আবার অনেকেরই এমনটি হয় না। বাংলাদেশে রেলওয়ে লাইন, দূরত্ব, বিরতির স্টেশন এবং ট্রেনের গতিবেগ সবকিছু বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা থেকে রংপুরের ট্রেন যাত্রার সময় নির্ধারণ করেছেন ১০ ঘন্টা ১০ মিনিট অর্থাৎ একটি ট্রেন ঢাকা থেকে ছাড়লে ১০ ঘন্টা ১০ মিনিট পরে রংপুর স্টেশনে পৌঁছাবে।

ঢাকা টু রংপুর ট্রেন সম্পর্কে কিছু জিজ্ঞাসা FAQ

ঢাকা টু রংপুর ট্রেন চলাচল সম্পর্কে অনেকেই অনেক সাধারন প্রশ্ন গুগলে সার্চ করে থাকেন। আপনারা যারা আর্টিকেলটি পুরোপুরি পড়েছেন তারা এরকম অনেক প্রশ্ন-উত্তর পেয়ে গেছেন। আরও কিছু প্রশ্ন-উত্তর যেন আপনারা সহজেই পেয়ে যান সেজন্যই এপর্বটি লেখা। ঢাকা-রংপুর রুটে ট্রেন চলাচল সম্পর্কে আরও কিছু সাধারন প্রশ্ন-উত্তর নিম্নে প্রদান করা হলো।

প্রশ্ন ঃ ঢাকা টু রংপুর ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয়?

উত্তর ঃ ঢাকা টু রংপুর ট্রেনের টিকেট স্টেশনে উপস্থিত হয়ে কাউন্টার থেকে কাটতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও কাটতে পারবেন।

প্রশ্ন ঃ ট্রেনে ঢাকা থেকে রংপুর যেতে কত সময় লাগে?

উত্তর ঃ ট্রেনে ঢাকা থেকে রংপুর যেতে ১০ ঘন্টা ১০ মিনিট সময় লাগে।

প্রশ্ন ঃ রেলপথে ঢাকা থেকে রংপুরের দূরত্ব কত?

উত্তর ঃ রেলপথে ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৫২৯ কিলোমিটার বা ৩২৮ মাইল। সড়কপথে এই দূরত্ব ৩০০ কিলোমিটার বা ১৮৬ মাইল।

প্রশ্ন ঃ ঢাকা থেকে রংপুর ট্রেনের টিকিট কতদিন আগে কাটা যায়?

উত্তর ঃঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য ট্রেনের টিকিট অনলাইনে ৫-৬ দিন আগে কাটা যায়।

প্রশ্ন ঃ ঢাকা থেকে রংপুর ট্রেনের নরমাল টিকিটের ভাড়া কত?

উত্তর ঃ ঢাকা থেকে রংপুর ট্রেনের নরমাল টিকিটের ভাড়া ৪৭০ টাকা থেকে ৫০৫ টাকা।

প্রশ্ন ঃ ঢাকা টু রংপুর কয়টি ট্রেন চলাচল করে?

উত্তর ঃ ঢাকা টু রংপুর ২টি টেন চলাচল করে, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস।

উপসংহার

আশা করি, ঢাকা টু রংপুর রুটের ট্রেন সম্পর্কে যাবতীয় তথ্যগুলো বিস্তারিতভাবে আজকের আর্টিকেলে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেগুলো পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এরকম আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যেরাও এতথ্যগুলো জানতে পারেন।

প্রিয় পাঠক বৃন্দ, আপনারা অবগত আছেন যে সকল জার্নিই আরামদায়ক হয় না। তবে আনন্দময় ও মনোমুগ্ধকর জার্নি হলো ট্রেন জার্নি। এই জার্নিতে সবসময় সচেতন ও সতর্ক থাকবেন। অন্যের দেওয়া কিছু খাবেন না। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url