বয়সে ছোট পুরুষের প্রতি নারীরা কেন আকৃষ্ট হন
বয়সে ছোট পুরুষের প্রতি নারীরা কেন আকৃষ্ট হন এ সম্পর্কে আজকের আর্টিকেলটি লেখা। প্রেম-ভালবাসা কোন নিয়ম-নীতি মেনে হয় না। প্রেমের নির্দিষ্ট কোন বয়স সীমা নেই, নেই ধরা বাঁধা কোন রীতি-নীতি। তবে প্রেমে পড়ার ক্ষেত্রে রয়েছে নিজস্ব কিছু পছন্দ-অপছন্দ। আর এ পছন্দ-অপছন্দ থেকেই একে অপরের সাথে প্রেম-ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন।
সাম্প্রতিক সময়ের এক সমীক্ষায় বলা হয়েছে, মধ্যবর্তী বয়সে এসে একঘেয়েমি দূর করতে প্রেম-ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন নারী-পুরুষরা। এক্ষেত্রে নারীদের পছন্দের তালিকায় বয়সে ছোট পুরুষরাই বেশি।
পেজ সুচিপত্র
বয়সে ছোট পুরুষের প্রতি নারীরা কেন আকৃষ্ট হন
বয়সে ছোট পুরুষের প্রতি নারীরা কেন আকৃষ্ট হন বিষয়টি বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। অনেকেই মনে করেন জন্য প্রেমে পড়েন। আবার কেউ কেউ মনে করেন একঘেয়েমি দূর করার পাশাপাশি নারীরা এটাও মনে করেন যে, জীবনের ফেলে আসা দিনগুলোতে পৌঁছে যেতেই কম বয়সি পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান। ৪০ বছর ছুঁইছুঁই বয়সী নারীদের এই মানসিকতার পিছনে আরও কিছু কারণ ব্যাখ্যা করা হয়েছে উক্ত সমীক্ষাটিতে। বয়সে ছোট পুরুষের প্রতি নারীরা আকৃষ্ট হন যে সকল কারণে সেগুলো নিম্নরূপ।
কারণগুলো হলো
১.ঐ সমীক্ষাটিতে আরো উল্লেখ করা হয় যে, নারীদের কাছে প্রথম প্রথম নিজেদের চেয়ে ৩-৪ বছরের বড় পুরুষ পছন্দনীয় হলেও, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিজেদের চেয়ে কম বয়সী পুরুষকে ভালো লাগতে শুরু করে তাদের কাছে।
২.আত্মবিশ্বাস বাড়াতে অনেক নারীরা বয়সে ছোট পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। আবার কোন কোন নারীরা বয়সের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের সঙ্গীকে সন্তুষ্ট করতে পারার আনন্দ উপভোগ করেন।
আরও পড়ুন ঃ যে ১৭ খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও শরীর সুস্থ থাকে।
৩.শুধু মানসিক চাপ দূর করতেই নয়, শারীরিক সম্পর্কও নারীদের ক্ষেত্রে একটি বিষয়। সেই ক্ষেত্রে তারা বয়সে ছোট পুরুষদের প্রতি আকৃষ্ট হন। একজন পুরুষ যখন ইতো মধ্যে কোন নারীর ভালোবাসা ও বিশ্বাস অর্জন করেন ত অন্য নারীদের কাছে ও তিনি আকর্ষণ হয়ে ওঠেন
৪.নারীদের চেয়ে বয়সে কম কিন্তু পরিণত পুরুষ মহিলাদের সব ধরনের নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছলতা দিতে সক্ষম হয় বলে তাঁরা মনে করেন। এই ধারণা থেকেই মহিলারা তার চেয়ে কম বয়সী পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন।
আরও পড়ুন ঃ গর্ভাবস্থায় গর্ভবতী মা ও গর্ভে শিশুর ক্ষতি করে এমন ১০ পানীয় এড়িয়ে চলুন।
৫.জার্নাল অফ হিউম্যান নেচার' পত্রিকারয় প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে প্রায় ৯০ শতাংশ নারী, বিবাহিত ও কম বয়সী পুরুষের প্রতি বেশি আকর্ষণ অনুভব করেন। কম বয়সী বিবাহিত পুরুষরা সম্পর্ক নিয়ে কম চঞ্চল থাকেন এবং অধিকতর দায়িত্বশীল হন যা অনেক নারীর পছন্দের কারণ।
৬.একজন পুরুষ ইতোমধ্যে যখন কোন নারীর প্রেম-ভালবাসা বা বিশ্বাস অর্জন করেন তখন অন্য নারীদের কাছেও তিনি আকর্ষণীয় হয়ে ওঠেন। কম বয়সে পুরুষদের শারীরিক গঠন এবং ব্যক্তিত্ব আকৃষ্ট করে বয়সে বড় নারীদের।
আরও পড়ুনঃ গর্ভাবস্থায় যে ১২ ফল খাবেন
৭.নারীরা বয়সে বড় ও অভিজ্ঞ হওয়ার সুবাদে অপেক্ষাকৃত কম বয়সের সঙ্গীকে সম্পর্কের টানাপোড়েন, চড়াই-উতরাই নিয়ে নিজের মত করে শেখানো যায়। এমনকি শারীরিক আমোদের নানা কলা-কৌশল শিখিয়ে দেয়ার সুযোগ থাকে। বেশির ভাগ নারীরাই এটা পছন্দ করেন। এজন্যই অপেক্ষাকৃত কম বয়সী পুরুষের প্রতি নারীরা আকৃষ্ট হন।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ, বয়সে ছোট পুরুষদের প্রতি নারীরা কেন আকৃষ্ট হন এ সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা এ বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। প্রেমের কোন বয়স নেই, নেই জাতিভেদ। প্রেম ভালবাসা তোয়াক্কা করে না জাত-কুল-মানের। তবে এই সব কিছুর উর্ধ্বে থাকে নিজেদের পছন্দ-অপছন্দের ব্যাপার। যদি কাউকে কারো পছন্দ হয়ে যায় তাহলে বয়স কোন বাধা হয়ে দাঁড়ায় না।
আশা করি, আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেল সম্পর্কে কোন মতামত থাকলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ রইল। এই আর্টিকেলের তথ্যগুলো বিভিন্ন সমীক্ষা থেকে সংগৃহীত। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কথায় বলে স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে এই রীতি পৃথিবীতে চলে। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url