Bilastin 20 | বিলাস্টিন ২০ এর কাজ ও খাওয়ার নিয়ম জেনে নিন
Bilastin 20 | বিলাস্টিন ২০ এর কাজ ও খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলটি লেখা। বিলাস্টিন এক ধরনের অ্যানট্রি হিস্টামিন যা সম্পর্কে আজকের আর্টিকেলটিতে আলোচনা করবও। আজকের আর্টিকেলটি পুরোপুরি পডলে আপনারা বিলাসটিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ুন।
আপনারা যখন ঔষধের দোকানে যান তখন দেখবেন লোকজন বিলাসটিন কিনছেন। তবে আপনাদেরকে আগেই বলে রাখি শুধু গুগল সার্চ করে বা ইনফর্মেশন নিয়ে কোন ঔষধ খাওয়া উচিত নয়। যেহেতু বিলাসটিন একটি ঔষধ বা মেডিসিন তাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়।পেজ সুচিপত্র
Bilastin 20 | বিলাস্টিন ২০ কি
Bilastin 20 | বিলাস্টিন ২০ এর কাজ ও খাওয়ার নিয়ম জেনে নেওয়ার আগে জানা দরকার বিলাসটিন কি সে সম্পর্কে। বিলাসটিন হলো একটি ঔষধ বা মেডিসিনের নাম যা ট্যাবলেট বা সিরাপ আকারে ঔষধের দোকানে কিনতে পাওয়া যায়। বিলাসটিনের জেনেরিক নাম হলো বিলাসটিন আইএনএন (Bilastine INN) যা এ্যনটিহিস্টামিন গ্রুপের একটি ঔষধ। বিলাসটিন বিভিন্ন ডোজেজ ফর্মে কিনতে পাওয়া যায়। যেমন -
- বিলাসটিন ২০ মিলিগ্রাম ট্যাবলেট ( Bilastin 20 mg )
- বিলাসটিন কিডস ১০ মিলিগ্রাম ট্যাবলেট (Bilastin Kids 10 mg)
- বিলাসটিন সলিউশন ৬০ এমএল (Bilastin 60 ml) (12.5 mg / 5ml Solution).
Bilastin | বিলাস্টিন ২০ এর কাজ কি
Bilastin 20 | বিলাস্টিন ২০ এর কাজ ও খাওয়ার নিয়ম শিরোনামে এখন আপনারা জানতে পারবেন বিলাসটিন কি কাজ করে বা কোন কোন রোগের জন্য কাজ করে। যেহেতু এটি একটি এন্টিহিস্টামিন ঔষধ তাই এলার্জিক কন্ডিশনের বিরুদ্ধে কাজ করে। বিলাসটিন যে রোগের জন্য নির্দেশিত সেগুলো নিম্নে তুলে ধরা হলো।
- সর্দি বা নাক দিয়ে পানি পড়া,
- গলা চুলকানো,
- চোখ লাল হওয়া ও পানি ঝরা।
- হাঁচি,
- চোখ চুলকানো,
- সারা শরীর চুলকানো,
- ঠান্ডা জড়িত সমস্যা,
- সিজনাল এলার্জিক রাইনাইটিস,
- ঠান্ডা জড়িত সমস্যা,
- ক্রনিক ইডোপ্যাথিক আর্টিকেরিয়া,
- বিভিন্ন এলার্জিক লক্ষণগুলি উপশম করার জন্য।
Bilastin | বিলাস্টিন ২০ খাওয়ার নিয়ম
Bilastin 20 | বিলাস্টিন ২০ এর কাজ ও খাওয়ার নিয়ম শিরোনামে এখন আমরা আলোচনা করবো বিলাসটিন ২০ এর খাওয়ার নিয়ম, সেবনমাত্রা ও সেবনবিধি সম্পর্কে। বিলাসটিন খাওয়ার নিয়ম বা সেবনমাত্রা ও সেবনবিধি নিম্নরূপ।
১২ বছরের বেশি বয়সের কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য ঃ বিলাসটিন ২০ mg দিনে এক বার সেব্য।
৬ থেকে ১১ বছরের শিশুদের জন্য ঃ বিলাসটিন কিডস ১০ mg ট্যাবলেট দিনে একবার সেব্য। (চুষে খাওয়ার জন্য)।
২ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য ঃ বিলাসটিন ৪ এম এল সলিউশন দিনে এক বার সেব্য।
Bilastin | বিলাস্টিনের পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট
Bilastin 20 | বিলাস্টিন ২০ এর কাজ ও খাওয়ার নিয়ম শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো বিলাসটিন খাওয়ার পরে যে সকল সাইড ইফেক্ট হতে পারে সে সম্পর্কে। এই ঔষধটি খেলে যেসকল পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে সেগুলো নিম্নরূপ
- মাথা ব্যথা হতে পারে।
- ক্লান্তি বা অবসাদ বোধ হতে পরে।
- তন্দ্রা ভাব হতে পারে।
Bilastin | বিলাস্টিন গর্ভাবস্থায় ও স্তনদানকারী মাদের জন্য নিরাপদ কি না
Bilastin 20 | বিলাস্টিন ২০ এর কাজ ও খাওয়ার নিয়ম শিরোনাম আলোচনায় এখন আমরা জানবো বিলাসটিন গর্ভাবস্থায় বা স্তনদানকারী মাদের জন্য নিরাপদ কি না সে সম্পর্কে। গর্ভাবস্থায় এই ঔষধটি নিরাপদ কিনা সে সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি। ঠিক একইভাবে এই ঔষধটি স্তনদান কালে মাতৃদুগ্ধের সঙ্গে নিঃসৃত হয় কিনা সে সম্পর্কেও যথেষ্ট তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি। বলা যেতে পারে গর্ভাবস্থায় ও স্তনদানকারী মাদের জন্য ঔষধটি নিরাপদ নয় বরং না খাওয়াই ভালো। ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন থেকে বিরত থাকুন।
আরো পড়ুন ঃ লুমনা ১০ এর কাজ ও খাওয়ার নিয়ম জেনে নিন।
Bilastin | বিলাস্টিন খাওয়ার সতর্কতা
Bilastin 20 | বিলাস্টিন ২০ এর কাজ ও খাওয়ার নিয়ম শিরোনামে এখন আমরা আলোচনা করবো। বিলাসটিন খাওয়ার সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। এই ট্যাবলেট খাওয়ার সময় নিম্নোক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।
- এই ওষুধটির প্রতি যারা অতি সংবেদনশীল তাদের সতর্কতার সহিত খাওয়া উচিত।
- হার্টের রোগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে সাবধানতার সহিত খাওয়া উচিত।
- গর্ভবতী মাদের অতীব প্রয়োজন না হলে ওষুধটি খাওয়া উচিত নয়
- স্তনদানকারী মাদের ঔষধটি অতীব জরুরী না খাওয়া উচিত নয়।
- জিয়ারটিক বা অতিবয়স্ক রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে খাওয়া উচিত।
আরো পড়ুন ঃ রাতে পা কামড়ায় কেন জেনে নিন।
Bilastin | বিলাস্টিনের দাম বা মূল্য কত
Bilastin 20 | বিলাস্টিন ২০ এর কাজ ও খাওয়ার নিয়ম শিরোনামে এখন আমরা জানবো বিলাসটিন মূল্য বা দাম সম্পর্কে। এইটি একটি ঔষধের নাম, এই ঔষধটি ৩ টি ডোজেজ ফর্মে দোকানে কিনতে পাওয়া যায়। ৩ টি ডোজেজ ফর্মের আলাদা আলাদা দাম নিম্নে প্রদান করা হলো।
- বিলাসটিন 20 mg প্রতিটি ট্যাবলেট ১৬ টাকা।
- বিলাসটিন 10 mg প্রতিটি ট্যাবলেট ১৫ টাকা।
- বিলাসটিন 60 ml সলিউশন, প্রতি ফাইল ১২০ টাকা, (12.5 mg / 5ml).
Bilastin | বিলাস্টিন কোথায় পাওয়া যায়
Bilastin 20 | বিলাস্টিন ২০ এর কাজ ও খাওয়ার নিয়ম শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো বিলাস্টিন ঔষধ কোথায় পাওয়া যায় সে সম্পর্কে। যেহেতু এটি একটি ঔষধ সেজন্য সরকার অনুমোদিত সকল ঔষধের দোকানে এটি পাওয়া যায়। সরকার অনুমোদিত ঔষধের দোকানে ডাক্তারের ব্যবস্থাপত্র দেখিয়ে আপনি এই ঔষধ কিনতে পারবেন।
Bilastin 20 | বিলাস্টিন ২০ এর বিকল্প ব্রান্ড
Bilastin 20 | বিলাস্টিন ২০ এর কাজ ও খাওয়ার নিয়ম শিরোনামে এখন আমরা জানবো ২০ এর বিকল্প ব্রান্ড সম্পর্কে। এর বিকল্প ব্যান্ড অর্থাৎ আর কোন কোন কোম্পানি কি কি নামে এটি মার্কেটিং করে থাকে সেগুলো নিম্নে আলোচনা করা হলো।
বিকল্প ব্রান্ডের নাম - কোম্পানির নাম
- Bilan - ACME Laborators Ltd.
- Bilista - Square Pharmaceuticals
- Tinabil - Incepta Pharmaceuticals.
- Mylastin - Drug International.
- Biltin - SK+F Pharmaceuticals.
- Billi - Beximco Pharmaceuticals.
- Bilbest - One Pharma Ltd.
- Bilamin - IBN Sina Pharmaceuticals. etc.
বিঃ দ্রঃ তথ্য সূত্র ইনসার্ট লিটারেচার এবং DIMS. উপরে উল্লেখিত তথ্যগুলো ঔষধ সম্পর্কে সাধারণ জ্ঞানের জন্য যা কোন অবস্থাতেই ডাক্তারি পরামর্শের বিকল্প নয়। ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
উপসংহার
প্রিয় পাঠকবৃন্দ, আজকের আর্টিকেলটি পড়ে আপনারা বিলাসটিন ২০ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন। Bilastin 20 সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বলেই ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধটি খাওয়া উচিত হবে না। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লেগেছে ও উপকৃত হয়েছেন। আপনাদের ভালোলাগাটা অন্যের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। সবার এলার্জি মুক্ত সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ খেলে তন্দ্রাভাব হতে পারে। তন্দ্রাভাব হলে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url