Tufnil 200 | টাফনিল ২০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি
Tufnil 200 | টাফনিল এর পরিচিতি
Tufnil 200 | টাফনিল ২০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি জেনে নেওয়ার আগে আপনাদের সকলের জানা উচিত টাফনিল কি? টাফনিল কিসের ওষুধ? টাফনিলের পাওয়ার কত? এর জেনেরিক নাম কি? কোন গ্রুপের ওষুধ? ইত্যাদি বিষয় সম্পর্কে।
এ্যাট এ গ্লান্স টাফনিল
- ঔষুধের নাম ঃ টাফনিল | Tufnil,
- জেনেরিক নাম ঃ টলফেনামিক অ্যাসিড | Tolfenamic Acid,
- টাফনিলের গ্রুপ ঃ নন-স্টেরিওডাল এন্টি-ইনফ্লামেটরি ড্রাগ (NSAID),
- টাসনিলের পাওয়ার কত ঃ ২০০ মিলিগ্রাম,
- ডোজেস ফর্ম ঃ ট্যাবলেট,
- টাফনিলের দাম কত ঃ প্রতিটি টাফনিল ২০০ মিলিগ্রাম ট্যাবলেটের দাম ১০ টাকা।
Tufnil 200 | টাফনিল ২০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি
Tufnil 200 | টাফনিল ২০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি এ তথ্যগুলো জানার জন্য আর্টিকেলটি পুরোপুরি পড়ুন। এই অংশে আপনারা জানতে পারবেন টাফনিল কিসের ওষুধ সে সম্পর্কে। টাফনিল মূলত মাথা ব্যথার ওষুধ। তীব্র মাথাব্যথা কমায় টাফনিল। জ্বর জনিত মাথা ব্যথাও কমায় টাফনিল। এছাড়াও টাফনিল কিসের ওষুধ দেখে নিন।
আরও পড়ুন ঃ কড লিভার অয়েল খাওয়ার নিয়ম উপকারিতা ও সতর্কতা।
- টাফনিল তীব্র মাথা ব্যথা কমানোর ওষুধ,
- টাফনিল মাইগ্রেন জনিত মাথা ব্যথা কমানোর ওষুধ,
- টাফনিল জ্বরজনিত মাথাব্যথা কমানোর ওষুধ,
- মাথা ধরা কমানোর ওষুধ টাফনিল,
- সর্দিজনিত কারনে মাথা ব্যথা কমানোর ওষুধ টাফনিল।
Tufnil 200 | টাফনিল খাওয়ার নিয়ম কি
Tufnil 200 | টাফনিল ২০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি এ আলোচনার প্রথমেই আপনারা জানতে পেরেছেন টাফনিল কিসের ওষুধ সে সম্পর্কে। এই অংশে আপনারা জানতে পারবেন টাফনিল খাওয়ার নিয়ম কি সে সম্পর্কে। কোন ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়। তীব্র মাথা ব্যথা হলে টাফনিল খাওয়ার নিয়ম।
আরও পড়ুন ঃ সিজার কখন করাতে হয় ও নরমাল ডেলিভারির গুরুত্ব।
তীব্র মাথাব্যথা হলে প্রথমে একটি ট্যাবলেট খাবারের সাথে খেয়ে নিতে হবে। দুই ঘণ্টার মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া গেলে আরও একটি ট্যাবলেট খেতে পারবেন। এইভাবে দু'ঘণ্টা পরপর মোট তিনটি ট্যাবলেট খেতে পারবেন। আরো সহজ করে বললে বলা যায় একটি করে ট্যাবলেট দিনে তিনবার ভাত খাওয়ার পরে অর্থাৎ ভরা পেটে খেতে হবে।
বি ঃ দ্র ঃ টাফনিল শিশু ও বাচ্চা রোগীদের জন্য প্রযোজ্য নয়।
Tufnil 200 | টাফনিল ২০০ এর কাজ কি
Tufnil 200 | টাফনিল ২০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি এ তথ্যগুলো আপনারা আর্টিকেলের উপরের অংশ পড়ে জানতে পেরেছেন। এই অংশে আপনারা জানতে পারবেন টাফনিল ২০০ এর কাজ কি সে সম্পর্কে। টাফনিল ট্যাবলেট মূলত ব্যথা কমাতে কাজ করে। যে সকল ব্যথায় টাফনিল কাজ করে সেগুলো নিম্নে প্রদান করা হলো -
- মাথা ব্যথা কমাতে কাজ করে টাফনিল,
- মাইগ্রেনজনিত মাথা ব্যথা কমাতে কাজ করেন টাফনিল,
- সর্দিজানিত মাথা ব্যাথা কমাতে কাজ করে টাফনিল,
- জ্বরজনিত মাথা ব্যথা কমাতে কাজ করে টাফনিল।
Tufnil 200 | টাফনিল কি রোগে কাজ করে
Tufnil 200 | টাফনিল ২০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি জানার পর এখন আপনাদের জানতে ইচ্ছে করছে টাফনিল কি রোগে কাজ করে এ তথ্যগুলো জানার জন্য। আর্টিকেলের এই অংশ পড়েন টাফনিল যে রোগগুলো সারাতে ব্যবহৃত হয় সেগুলো জানতে পারবেন।
- টাফনিল মাথা ব্যথা কমাতে কাজ করে,
- টাফনিল মাইগ্রেনজনিত মাথা ব্যথা কমাতে কাজ করে।
- টাফনিল সর্দিজানিত মাথা ব্যাথা কমাতে কাজ করে।
- টাফনিল জ্বরজনিত মাথা ব্যথা কমাতে কাজ করে।
- মাইগ্রেন জনিত মাথাব্যথা কমাতে টাফনিল খুব ভালো কাজ করে।
- টাফনিল তীব্র মাথা ব্যথা দ্রুত কমাতে কাজ করে।
Tufnil | টাফনিল কি ব্যাথার ওষুধ
Tufnil 200 | টাফনিল ২০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি এ সম্পর্কিত আর্টিকেলটিতে আপনারা উক্ত তথ্যগুলো জানতে পেরেছেন। এ পর্যায়ে আপনাদেরকে জানাবো টাফনিল কি আসলেই ব্যথার ওষুধ সে সম্পর্কে। টাফনিল (টলফেনামিক এসিড) এনএসএআইডি (NSAID) গ্রুপের একটি ওষুধ যা ব্যথা নিরাময়ের জন্য কাজ করে থাকে। এইটি মূলত একটি ব্যথার ওষুধ যা মাথাব্যথা কমাতে কাজ করে থাকে।
আরও পড়ুন ঃ আক্কেল দাঁত কি? আক্কেল দাঁত কেন ওঠে? জেনে নিন।
Tufnil | টাফনিলের পার্শ্ব প্রতিক্রিয়া
টাফনিল মাথা ব্যথা সারানোর জন্য খুবই ভালো মানের একটি ঔষধ। ভালো ঔষধ বলেই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয়। এটি বেশি পরিমাণে খেলে নিম্নোক্ত পার্শ্ব প্রতিক্রিগুলো দেখা দিতে পারে। যেমন -
- বমি বমি ভাব,
- ডায়রিয়া,
- এপিগাস্টিক পেইন,
- ক্ষুধা মন্দা,
- ক্লান্তি বোধ হওয়া,
- প্রস্রাব হলুদ হয়ে যাওয়া। ইত্যাদি।
Tufnil 200 | টাফনিল ২০০ এর দাম কত
Tufnil 200 | টাফনিল ২০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি এ সংক্রান্ত সকল তথ্য জানার পর এখন আপনারা জানতে পারবেন টাফনিল ২০০ মিলিগ্রাম ট্যাবলেটের দাম কত সে সম্পর্ক। প্রতিটি টাফনিল ২০০ মিলিগ্রাম ট্যাবলেটের দাম ১০ টাকা অর্থাৎ টাফনিল ২০০ মিলিগ্রাম একটি ট্যাবলেট কিনতে গেলে আপনাকে ১০ টাকা দাম দিতে হবে।
Tufnil | টাফনিল ট্যাবলেট সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা
Tufnil 200 | টাফনিল ২০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি এ তথ্যগুলো জানার পরে আপনারা কিছু সাধারণ প্রশ্ন-উত্তর জানার জন্য গুগলে করে থাকেন। টাফনিল সম্পর্কে এমন কিছু সাধারণ প্রশ্ন-উত্তর নিম্নে প্রদান করা হলো।
প্রশ্ন ঃ টাফনিল ২০০ ট্যাবলেট কি?
উত্তর ঃ টাফনিল ২০০ মিলিগ্রাম (টলফেনামিক এসিড) যা এনএসএইড গ্রুপের একটি ড্রাগ এবং মাথা ব্যথার ওষুধ হিসেবে খাওয়া হয়।
প্রশ্ন ঃ টাফনিল কি ঘুমের ওষুধ?
উত্তর ঃ জ্বি না, টাফনিল ঘুমের ওষুধ নয়।
প্রশ্ন ঃ টাফনিল কি এন্টিবায়োটিক?
উত্তর ঃ জ্বি না, টাফনিল এন্টিবায়োটিক ওষুধ নয়।
প্রশ্ন ঃ টাফনিল কিসের জন্য খায়?
উত্তর ঃটাফনিল এক ধরনের পেইন কিলার যা ব্যাথা সারানোর ঔষধ। বিশেষ করে তীব্র মাথাব্যথা কমানোর জন্য টাফনিল খাওয়া হয়।
প্রশ্ন ঃ টাফনিল দিনে কয়টা খাওয়া যায়?
উত্তর ঃ তীব্র মাথাব্যথা সারানোর জন্য একদিনে সর্বোচ্চ তিনটি টাফনিল ট্যাবলেট খাওয়া যায়।
উপসংহার
আশা করি, টাফনিল সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা টাফনিল সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এরকম আরো আপডেট করতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরা এ তথ্যগুলো জানতে পারে।
প্রিয় পাঠক বৃন্দ, শুধু টাফনিল নয় যে কোন ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা থেকে বিরত থাকা উচিত। তীব্র মাথাব্যথা সত্যিই বিরক্তিকর ও কষ্টদায়ক। কাজেই মাথা ব্যথা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে টাফনিল খাবেন মাথাব্যথা থেকে উপশম পাবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url