Lumona10 | লুমনা ১০ এর কাজ ও খাওয়ার নিয়ম জেনে নিন
Lumona 10 | লুমনা ১০ এর কাজ ও খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের এ আর্টিকেলটি লেখা। একটু মনযোগ সহকারে এই আর্টিকেলটি যদি পুরোপুরি পড়েন তাহলে জানতে পারবেন লুমনা ১০ এর কাজ কি? লুমনা ১০ কি নিয়মে খেতে হয়? গর্ভাবস্থায় লুমনা ১০ খাওয়া যায় কি না? লুমনা ১০ এর দাম কতো? লুমনা ১০ খাওয়ার সতর্কতা কি? এধরনের বিভিন্ন বিষয় সম্পর্কে।
প্রিয় পাঠক বৃন্দ আপনাদেরকে শুরুতেই বলে রাখি শুধু গুগল সার্চ করে কিংবা মেডিসিন সাইট থেকে ইনফরমেশন জেনে কোন ঔষধ সেবন করবেন না। লুমনা ১০ সহ যেকোনো ঔষধ খাওয়ার পূর্বে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। মূল কথা হলো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ সেবন করা উচিত নয়।
Lumona 10 | লুমনা ১০ এর কাজ ও খাওয়ার নিয়ম
- লুমনা এ্যাজমা রোগ নিরাময়ে কাজ করে,
- হাঁপানি বা শ্বাসকষ্ট প্রতিরোধে কাজ করে লুমনা,
- ক্রনিক এ্যাজমার চিকিৎসায় ব্যবহৃত হয় লুমনা।
- এলার্জিক রাইনাইটিস নিরাময় কাজ করে লুমনা,
- সিজোনাল এলার্জিক রাইনাইটিসে কাজ করে লুমনা। ইত্যাদি।
Lumona 10 | লুমনা ১০ কি
- লুমনা ১০ মি গ্রা ট্যাবলেট,
- লুমনা ৫ মি গ্রা ট্যাবলেট,
- লুমনা ৫ মি গ্রা OFT ট্যাবলেট (চুষে খাওয়ার বড়ি),
- লুমনা ৪ মি গ্রা ট্যাবলেট।
- লুমনা ৪ মি গ্রা OFT ট্যাবলেট (চুষে খাওয়ার বড়ি)।
আরো পড়ুন ঃ ফেনাডিনের কাজ কি জেনে নিন।
Lumona 10 | লুমনা ১০ এর ডোজ মিস হলে করণীয় কি
Lumona 10 | লুমনা ১০ এর কাজ ও খাওয়ার নিয়ম শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো লুমনা ১০ ট্যাবলেট নির্দিষ্ট সময়ে খাওয়ার কথা ভুলে গেলে করণীয় কি? যেকোনো ঔষধই নির্দিষ্ট সময়ে খেলে ভালো কাজ করে। সেই হিসেবে এই ঔষধটি খেতে ভুলে গেলে পরবর্তী সময়ে যত তাড়াতাড়ি সম্ভব মনে হলে খেয়ে নিতে হবে। যদি পরবর্তী ডোজের সময় কাছাকাছি হয় তাহলে পরবর্তী ডোজটি খাওয়া উত্তম। এক্ষেত্রে দুইটি ডোজ একসঙ্গে খাওয়ার কোন প্রয়োজন নেই।
আরও পড়ুন ঃ টাফনিলের কাজ ও খাওয়ার নিয়ম জেনে নিন।
Lumona 10 | লুমনা ১০ খাওয়ার নিয়ম বা সেবনমাত্রা ও সেবনবিধি
Lumona 10 | লুমনা ১০ এর কাজ ও খাওয়ার নিয়ম আলোচনায় এখন আমরা জানবো লুমনা ১০ কিভাবে খাওয়া যায় বা সেবনমাত্রা ও সেবনবিধি সম্পর্কে অর্থাৎ লুমনা ১০ ট্যাবলেটটি কোন রোগের জন্য কি পরিমানে বা কতবার খেতে হবে সে বিষয় সম্পর্কে।
ছবি
লুমনা ১০ মুখে খাওয়ার ঔষধ। এই ঔষধটি খাবারের সাথে কোন সম্পর্ক নেই অর্থাৎ ডাক্তারের পরামর্শে এই ঔষধটি খাবারের সাথে বা খাবারের আগে বা পরে যে কোন সময় খাওয়া যেতে পারে। ঔষধটি সময় হলেই খেয়ে নিতে হবে। এই ঔষধটির সেবন বিধি নিম্নরূপ।
- ১৫ বছর বয়স ও তার ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক ঃ এই রোগীদের জন্য লুমনা ১০ মিলিগ্রাম ট্যাবলেট প্রতি রাতে ১ বার।
- ৬-১৪ বছর বয়সের শিশু রোগীদের জন্য ঃ লুমনা ৫ মিলিগ্রাম ট্যাবলেট প্রতি রাতে ১ বার।
- ২-৪ বছর বয়সের শিশু রোগীদের জন্য ঃ লুমনা ৪ মিলিগ্রাম ট্যাবলেট প্রতি রাতে ১ বার।
- ৬ মাস থেকে ৫ বছর বয়সের শিশু রোগীদের জন্য ঃ লুমনা ৪ মিলিগ্রাম ওরাল গ্রানিউলস প্রতি রাতে ১ বার।
- সকল বয়সের জন্য নিরাপদ ঃ এই ঔষধটি ছয় মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে উপর দিকের সকল বয়সের রোগীদের জন্য নিরাপদ এবং কার্যকারিতা পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত গবেষণায় প্রতিষ্ঠিত হয়েছে।
- কিডনি রোগীদের সেবনের নিয়ম ঃকিডনি রোগীদের ক্ষেত্রে ডোজ এডজাস্টমেন্টের প্রয়োজন নেই।
- লিভারের রোগীদের সেবনের নিয়ম ঃলিভারের রোগীদের ডোজ এডজাস্টমেন্টের প্রয়োজন নেই।
বি ঃ দ্র ঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন থেকে বিরত থাকুন।
Lumona 10 | লুমনা ১০ এর সাইড ইফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া
- বমি বমি ভাব হতে পারে,
- মাথা ব্যথা হতে পারে,
- এ্যাবডমিনাল ডিসকমফোর্ট হতে পারে,
- ড্রাই মাউথ হতে পারে,
- ডায়রিয়া হতে পারে,
- ড্রাউজিনেস হতে পারে,
- দুর্বলতা লাগতে পারে,
- খিচুনি হতে পারে,
- মাথা ঘোরা ঘোরা ভাব হতে পারে,
- ঘুমের সমস্যা হতে পারে
- বুক ধড়ফড় করতে পারে,
- টিমোর হতে পারে,
- অমনোযোগী হতে পারে,
- ফ্যাকাশে ভাব হতে পারে,
- মেমোরি লস হতে পারে। ইত্যাদি।
Lumona 10 | লুমনা ১০ খাওয়ার সতর্কতা
- মন্টিলুকাস্ট বা লুমনার প্রতি যে রোগীরা অতিসংবেদননশীল তাদের সাবধানতা অবলম্বন করে খাওয়া উচিত।
- গর্ভবতী মাদের সাবধানতা অবলম্বন করো খাওয়া উচিত বা না খাওয়াই ভালো।
- যে সকল রোগীদের আগে থেকেই কাঁপুনি বা টিমোরের হিস্ট্রি আছে সে সকল রোগীদের রুমানা খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে।
- মাতৃদুগ্ধের সঙ্গে অল্প পরিমাণে মন্টিলুকাস্ট নিঃসরিত হয় তাই স্তনদানকারী মাদের এটি খাবার ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত।
- একিউট বা তীব্র অ্যাজমা অ্যাটাকের ক্ষেত্রে মন্টিলুকাস্ট মনোথেরাপি প্রযোজ্য নয় তবে অন্যান্য চিকিৎসার সাথে লুমনা দিয়ে সাবধানতার সহিত চিকিৎসা চলতে থাকবে।
- যে সকল রোগীদের আগে থেকেই খিচুনির হিস্ট্রি আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে লুমনা খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে।
Lumona 10 | লুমনা ১০ কত দিন পর্যন্ত খাওয়া নিরাপদ ও অতিরিক্ত মাত্রায় খেলে কি হয়
আরো পড়ুন ঃ ভিটামিন ই ক্যাপসুল মুখে ব্যবহারের নিয়ম জেনে নিন।
Lumona 10 | লুমনা ১০ এর মূল্য বা দাম কত
Lumona 10 | লুমনা ১০ এর কাজ ও খাওয়ার নিয়ম শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো লুমনা ১০ এর মূল্য বা দাম সম্পর্কে। লুমনা ট্যাবলেটের দাম ৩ টি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। ১টি লুমনা ১০ মিলিগ্রাম ট্যাবলেটের
ছবি
সর্বোচ্চ খুচরা মূল্য বা দাম ১২ টাকা (৳১২.০০)। এই ট্যাবলেটের প্রতিটি পাতায় বা স্টিপে থাকে ১৪ টি ট্যাবলেট যার সর্বোচ্চ খুচরা মূল্য বা দাম ১৬৮ টাকা (১২.০০*১৪= ৳১৬৮)।
Lumona 10 | লুমনা ১০ গর্ভাবস্থায় ও স্তনদানকারী মাদের খাওয়া নিরাপদ কি না
Lumona 10 | লুমনা ১০ এর কাজ ও খাওয়ার নিয়ম শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো লুমনা ১০ ঔষধটি গর্ভাবস্থায় ও স্তনদানকারী মাদের খাওয়া নিরাপদ কি না? এই ঔষধটি গর্ভাবস্থায় ও স্তনদানকারী মাদের খাওয়ার ব্যাপারে যথেষ্ট গবেষণা বা তথ্য-প্রমাণাদি নেই। ডাক্তার স্যার যদি বিশেষ বা অপরিহার্য প্রয়োজন মনে না করেন তাহলে এই ঔষধটি গর্ভাবস্থায় ও স্তনদানকারী মাদের এড়িয়ে চলা ভালো।
Lumona 10 | লুমনা ১০ কোথায় পাওয়া যায়
Lumona 10 | লুমনা ১০ এর কাজ ও খাওয়ার নিয়ম শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো লুমনা ১০ কোথায় পাওয়া যায় সে সম্পর্কে। যেহেতু লুমনা ১০ এক ধরনের মেডিসিন বা ঔষধ তাই এটি ঔষধের দোকানেই পাওয়া যায়। সরকার অনুমোদিত সকল ঔষধের দোকান বা ফার্মেসিতে লুমনা ১০ পাওয়া যায়। চিকিৎসকের পরামর্শপত্র নিয়ে যেকোনো ফার্মেসি থেকে আপনি রুমানা ১০ কিনতে পারবেন।
Lumona 10 | লুমনা ১০ এর বিকল্প ব্র্যান্ড
Lumona 10 | লুমনা ১০ একটি ব্র্যান্ড নেম যা মন্টিলুকাস্ট সোডিয়াম ১০ মি গ্র ট্যাবলেটের সমতুল্য। এই লুমনা ১০ ট্যাবলেট SK+F লিমিটেড মার্কেটিং করে। মন্টিলুকাস্ট সোডিয়াম ট্যাবলেটটি আরো অনেক কোম্পানি বিভিন্ন নামে প্রোডাকশান ও মার্কেটিং করে। যাদের বিকল্প ব্র্যান্ড বলা হয়ে থাকে। লুমনা ১০ এর বিকল্প কিছু ব্র্যান্ডের নাম নিম্নে প্রদান করা হলো।
ব্যান্ডের নাম - কোম্পানির নাম
- মনটেলা - Montela - Delta pharmaceuticals,
- এয়ারওয়ে - Airway - One pharma,
- মোনাস - Monas - The ACME Laboratories ltd,
- মনটিন - Montene - Square pharmaceutical,
- রিভার্সএয়ার - Reversair - ACI pharmaceuticals,
- প্রেভেয়ার - Provair - Unimed Unihealth,
- মনটেয়ার - Montair - Incept pharmaceuticals,
- এম-কাস্ট - M-kast - Drug internationals ,
- ট্রাইলক - Trilock - Opsonin Pharmaceuticles,
Lumona 10|লুমনা ১০ কি এন্টিবায়োটিক
Lumona 10 | লুমনা ১০ নামটি অনেকের সাথে পরিচিত। অনেকে আবার শ্বাসকষ্ট হলে লুমনা খেলে ভালো হয় এটাও জানেন। কিন্তু এটা কি ধরনের ঔষধ সেটা সম্পর্কে অনেকের ধারণা নেই। লুমনা এন্টিবায়োটিক কিনা এটা নিয়ে অনেকেই গুগলে সার্চ করে থাকেন। সত্যি কথা হলো লুমনা কোন এন্টিবায়োটিক ঔষধ নয়। লিউকোট্রাইন রিসেপ্টর এন্টাগোনিষ্ট গ্রুপের একটি ঔষধ, যা এলার্জিক রাইনাটিস, হাঁপনি ও এ্যাজমা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
উপসংহার
Lumona 10 | লুমনা ১০ এর কাজ ও খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলটি পড়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পেরেছেন, লুমনা ১০ মূলত শ্বাসকষ্ট, অ্যাজমা ও এলার্জিক রাইনাইটিস এর ঔষধ। আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কোন ধরনের রোগীরা খেতে পারবেন, কোন ধরনের রোগীরা খেতে পারবে না, এর পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভবতী মাদের জন্য নিরাপদ কি না, ইত্যাদি বিষয় সম্পর্কে।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লেগেছে। শ্বাসকষ্ট বা এ্যাজমা হলেই ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধটি না খাওয়ার অনুরোধ রইল। এ্যাজমা বা শ্বাসকষ্টমুক্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url