Fexo 120 | ফেক্সো ১২০ | ফেক্সোফেনাডিন ১২০ এর কাজ কি জেনে নিন

Fexo 120 | ফেক্সো ১২০ | ফেক্সোফেনাডিন ১২০ এর কাজ কি সে সম্পর্কে জানানোর জন্যই আজকের আর্টিকেল লেখা। আপনারা অনেকেই ফেক্সো 120|ফেক্সো ১২০|ফেক্সোফেনাডিন ১২০ এর কাজ সম্পর্কে জানার জন্য আপনারা কীগুগলে সার্চ করে থাকেন। যেহেতু ফেক্সো ১২০ এমজি একটি ঔষধ সেই জন্য এই ওষুধটি খাওয়ার আগে এর কাজ সম্পর্কে সকলেরই ভালো করে জেনে নেওয়া উচিৎ।

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন Fexo 120 বা ফেক্সো ১২০ অথবা  ফেক্সোফেনাডিন ১২০ এর কাজ কি সে সম্পর্কে। অর্থাৎ মানবদেহে ফেক্সো কি কাজ করে সে সম্পর্কে। এছাড়াও আরো জানতে পারবেন ফেক্সো ট্যাবলেট খাওয়ার নিয়ম কি সে সম্পর্কে। তো বন্ধুরা এ তথ্যগুলো জানার জন্য আর্টিকেলটি পুরোপুরি মনোযোগ সহকারে পড়ে নিন।

পেজ সূচীপত্র 

Fexo 120 | ফেক্সো ১২০ | ফেক্সোফেনাডিন ১২০ এর কাজ কি

Fexo 120 | ফেক্সো ১২০ | ফেক্সোফেনাডিন ১২০ এর কাজ কি এ সম্পর্কিত আর্টিকেলটির প্রথমেই আমরা জেনে নেব Fexo 120|ফেক্সো ১২০ এর কাজ কি সে সম্পর্কে। এই ঔষধটির মূল কাজ হলো হিস্টামিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে শরীরে এলার্জিক রিএকশন বা এলার্জি দূর করা। এই ঔষুধটি মানব শরীরে নিম্নোক্ত কাজগুলো করে থাকে।

  • এলার্জি দূর করতে কাজ করে,
  • আর্টিকেরিয়া ও হেই ফিভার জনিত এলার্জি দূর করতে কাজ করে,
  • সাইনোসাইটিস রোধে কাজ করে,
  • এলার্জিক রাইনাইটিসের কারণে নাক দিয়ে পানি পড়া বন্ধ করে,
  • শরীরের কোন অংশে চুলকালে সেই চুলকানি বন্ধ করতে কাজ করে, 
  • চোখ দিয়ে পানি পড়া, চোখ চুলকানো অথবা চোখ লাল হয়ে যাওয়া বন্ধ করতে কাজ করে,
  • সর্দি, হাঁচি, হেসকি উঠা ও গলাচুকানী বন্ধ করতে কাজ করে। ইত্যাদি।

Fexo 120 | ফেক্সো ১২০ | ফেক্সোফেনাডিন ১২০ খাওয়ার নিয়ম

Fexo 120 | ফেক্সো ১২০ এক ধরনের ঔষুধ। সুতরাং কোন ঔষুধ খাওয়ার আগে অবশ্যই নিয়ম কানুন মেনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। নিম্নে ফেক্সো ১২০ খাওয়ার নিয়ম প্রদান করা হলো।

  • শিশু ২-৫ বছর ঃ ৫ ml বা এক চামচ রাতে একবার,
  • বাচ্চা ৬-১১ বছর ঃ ৬০ মিলিগ্রাম ট্যাবলেট ১টি রাতে ১ বার,
  • বয়স ১২ বছরের উর্ধ্বে ঃ ১২০ মিলিগ্রাম ট্যাবলেট ১টি রাতে এক বার,
  • কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হলে বড়দের জন্য ১৮০ মিলিগ্রাম ট্যাবলেট রাতে ১ বার খেতে হতে পারে।

বি ঃদ্র ঃএই ডোজ গুলো অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান এর দ্বারা নির্ধারণ করে নিতে হবে।

Fexo 120 | ফেক্সো ১২০ এর বিকল্প ব্র্যান্ডের নাম

Fexo 120 | ফেক্সো ১২০ এই ঔষধটির কিছু বিকল্প ব্র্যান্ডের নাম নিম্নে উল্লেখ করা হলো।

  • Fenadin 120 | ফেনাডিন ১২০,
  • Fixal 120 | ফিক্সাল ১২০,
  • Fexomin 120 | ফেক্সোমিন ১২০,
  • Dinafex 120 | ডিনাফেক্স ১২০। ইত্যাদি।

সতর্কতা কোন ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url