Rupadin | রুপাডিন কি কাজের ঔষধ খাওয়ার নিয়ম ও সতর্কতা জেনে নিন
Rupadin | রুপাডিন কি কাজের ঔষধ খাওয়ার নিয়ম ও সতর্কতা সম্পর্কে জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। আজকের আর্টিকেলটি পুরোপুরি পড়লে আপনারা রুপাডিন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। রুপাডিন সম্পর্কে জানতে মনোযোগ দিয়ে ধৈর্য্য সহকারে আর্টিকেলটি পড়ুন।
ঔষধের দোকানে গেলে দেখবেন প্রেসক্রিপশন ছাড়াই অনেক ঔষধ বিক্রি হচ্ছে তার মধ্যে রুপাডিনও একটি। শুধু গুগল সার্চ করে বা অন্যের কাছ থেকে তথ্য জেনে কোন ঔষধ খাওয়া উচিত নয়। রুপাডিন একটি ঔষধ বা মেডিসিন তাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করা উচিত।পেজ সুচিপত্র
Rupadin | রুপাডিন কি
Rupadin | রুপাডিন হলো একটি ঔষধ বা মেডিসিনের নাম যা ট্যাবলেট ও সিরাপ আকারে ঔষধের দোকানে কিনতে পাওয়া যায়। রুপাডিনের জেনেরিক নাম হলো রুপাটাডিন (Rupatadine) যা এন্টিহিস্টামিন গ্রুপের একটি ঔষধ। এই রুপাটাডিন নামক মূল উপাদানই মানব শরীরে কাজ করে। এক নজরে রুপাডিন -
- ঔষধের নাম ঃ Rupadin | রুপাডিন,
- ঔষধের ধরন বা টাইপ ঃ ট্যাবলেট ও সিরাপ,
- জেনেরিক নাম ঃ রুপাটাডিন (Rupatadine),
- গ্রুপ ঃ এ্যান্টিহিস্টামিন,
- পরিমাণ বা ওজন ঃ রুপাডিন 10mg ট্যাবলেট এবং রুপাডিন 100ml সিরাপ (5mg/5ml),
- ব্যবহারের রুট ঃ মুখে খাওয়া,
- দাম বা মূল্য ঃ প্রতিটি রুপাডিন ট্যাবলেটের দাম ১২ টাকা এবং রুপাডিন 100ml প্রতি ফাইল সিরাপের দাম ৭৫ টাকা।
- কোম্পানির নাম ঃ বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
Rupadin | রুপাডিন কি কাজের ঔষধ
Rupadin | রুপাডিন কি কাজের ঔষধ খাওয়ার নিয়ম ও সতর্কতা সম্পর্কিত আলোচনায় এখন আপনারা জানতে পারবেন রুপাডিন কি কাজের ঔষধ বা কোন কোন রোগ সারাতে কাজ করে সে সম্পর্কে। যেহেতু এটি একটি এ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ তাই এলার্জিক কন্ডিশনের বিরুদ্ধে কাজ করে। রুপাডিন যে রোগগুলো সারাতে নির্দেশিত সেগুলো নিম্নে উল্লেখ করা হলো।
আরো পড়ুন ঃ ভিটামিন ই ক্যাপসুলের কাজ ও মুখে ব্যবহারের নিয়ম।
- চুলকানি ও হাঁচি নিরাময়ে।
- সর্দি বা নাক দিয়ে পানি পড়া।
- চোখ চুলকানো।
- চোখ লাল হওয়া ও পানি ঝরা।
- ঠান্ডা জড়িত সমস্যা হলে।
- শরীর চুলকালে।
- গলা চুলকালে।
- সিজনাল এলার্জিক রাইনাইটিস।
- ক্রনিক ইউডোপ্যাথিক আর্টিকেরিয়া।
- বিভিন্ন এলার্জিক লক্ষণগুলি উপশম করার জন্য।
Rupadin | রুপাডিনের কাজ করার উপায়
রুপাডিন (Rupadin) নন-সিডেটিভ এন্টিহিস্টামিন গ্রুপের 2nd জেনারেশনের একটি ঔষধ। এটি নির্দিষ্টভাবে H1 রিসেপ্টরকে ব্লক করার মাধ্যমে কাজ করে থাকে। এই ঔষধটি খাওয়ার পরে দ্রুত রক্তে শোষিত হয় এবং দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্বে পৌঁছে যায়।
আরো পড়ুন ঃ কড লিভার অয়েল খাওয়ার নিয়ম সতর্কতা পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিন।
Rupadin | রুপাডিন খাওয়ার নিয়ম
Rupadin | রুপাডিন কি কাজের ঔষধ খাওয়ার নিয়ম ও সতর্কতা শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো রুপাডিন খাওয়ার নিয়ম, সেবনমাত্রা ও সেবনবিধি সম্পর্কে। রুপাডিন খাওয়ার নিয়ম, সেবনমাত্রা ও সেবনবিধি নিম্নরূপ।
- ১২ বছরের বেশি বয়সের শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য ঃ রুপাডিন 10mg ট্যাবলেট দিনে ১ বার।
- ২ থেকে ১১ বছরের শিশুদের জন্য ঃ রুপাডিন 1/2 tsf (চা-চামচ) বা 2.5ml দিনে ১বার (বাচ্চার ওজন ১০-২৫ কেজি)। (বাচ্চার ওজন ২৫ কেজির বেশি হলে ১চামচ বা ৫ml দিনে ১ বার)।
আরও পড়ুন ঃ ইটোরিক্স কিসের ওষুধ খাওয়ার নিয়ম ও কাজ জেনে নিন।
Rupadin | রুপাডিন খাওয়ার সতর্কতা
Rupadin | রুপাডিন কি কাজের ঔষধ খাওয়ার নিয়ম ও সতর্কতা সম্পর্কিত আলোচনার এপর্যায়ে আমরা আলোচনা করবো রুপাডিন খাওয়ার সময় কি কি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা উচিত। রুপাডিন খাওয়ার সময় নিম্নোক্ত সাবধানতাগুলো অবলম্বন করা উচিত।
- এই ঔষধটির প্রতি যারা অতি সংবেদনশীল তাদের সাবধানতার সহিত খাওয়া উচিত।
- হার্টের রোগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে সাবধানতার সহিত খাওয়া উচিত।
- কিডনি রোগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে সাবধানতার সহিত খাওয়া উচিত।
- গর্ভবতী মা'দের অতীব প্রয়োজন না হলে ঔষধটি খাওয়া উচিত নয়।
- স্তনদানকারী মা'দের ঔষধটি অতীব জরুরী না হলে খাওয়া উচিত নয়।
- জিয়ারটিক বা অতিবয়স্ক রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে খাওয়া উচিত।
Rupadin | রুপাডিনের পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট
Rupadin | রুপাডিন কি কাজের ঔষধ খাওয়ার নিয়ম ও সতর্কতা শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো রুপাডিন খাওয়ার পরে সাইড ইফেক্ট সম্পর্কে। ঔষধটি খেলে যেসকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পরে সেগুলো নিম্নরূপ -
- মাথা ঘুরা ঘুরা ভাব হতে পারে।
- ক্লান্তি বোধ বা অবসাদ হতে পারে।
- মাসল বা পেশীতে ব্যথা হতে পারে।
- মাথা ব্যথা হতে পারে।
- বমি বমি ভাব হতে পারে।
- তন্দ্রা ভাব হতে পারে।
- ড্রাই মাউথ হতে পারে। ইত্যাদি।
Rupadin | রুপাডিন গর্ভাবস্থায় ও স্তনদানকারী মাদের জন্য নিরাপদ কি না
Rupadin | রুপাডিন কি কাজের ঔষধ খাওয়ার নিয়ম ও সতর্কতা শিরোনাম আলোচনায় এখন আমরা জানবো রুপাডিন গর্ভাবস্থায় বা স্তনদানকারী মা'দের জন্য নিরাপদ কি না সে সম্পর্কে। এখন পর্যন্ত FDA এই ঔষধটির কোন শ্রেণী বা ক্লাসিফিকেশন নির্ধারণ করতে পারেনি। গর্ভাবস্থায় এই ঔষধটি নিরাপদ কি না সে সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি। ঠিক একইভাবে এই ঔষধটি স্তনদান কালে মাতৃদুগ্ধের সঙ্গে নিঃসৃত হয় কি না সে সম্পর্কেও যথেষ্ট তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি। বলা যেতে পারে গর্ভাবস্থায় ও স্তনদানকারী মা'দের জন্য ঔষধটি নিরাপদ নয়, অর্থাৎ না খাওয়াই ভালো। ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা থেকে বিরত থাকুন।
Rupadin | রুপাডিনের দাম বা মূল্য কত
Rupadin | রুপাডিন কি কাজের ঔষধ খাওয়ার নিয়ম ও সতর্কতা শিরোনামে এখন আমরা জানবো রুপাডিন ট্যাবলেট ও সিরাপের দাম বা মূল্য সম্পর্কে। রুপাডিন একটি ঔষধের নাম, এই ঔষধ দুটি ডোজেজ ফর্মে দোকানে কিনতে পাওয়া যায়। রুপাডিনের দাম বা মূল্য নিম্নে উল্লেখ করা হলো।
- রুপাডিন 10 mg প্রতিটি ট্যাবলেটের ১২ টাকা,
- রুপাডিন 100ml সিরাপ, প্রতি ফাইলের দাম ৭৫ টাকা, (5 mg / 5ml),
Rupadin | রুপাডিন কোথায় পাওয়া যায়
Rupadin | রুপাডিন কি কাজের ঔষধ খাওয়ার নিয়ম ও সতর্কতা শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো রুপাডিন ঔষধ কোথায় পাওয়া যায় সে সম্পর্কে। যেহেতু রুপাডিন একটি ঔষধ সেজন্য সরকার অনুমোদিত সকল ঔষধের দোকানে রুপাডিন পাওয়া যায়। সরকার অনুমোদিত ঔষধের দোকানে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে আপনি এই ঔষধ কিনতে পারবেন।
Rupadin | রুপাডিনের বিকল্প ব্রান্ড
Rupadin | রুপাডিন কি কাজের ঔষধ খাওয়ার নিয়ম ও সতর্কতা শিরোনাম আলোচনায় এখন আমরা জানবো রুপাডিনের বিকল্প ব্রান্ড সম্পর্কে। রুপাডিনেরর বিকল্প ব্যান্ড অর্থাৎ আর কোন কোন কোম্পানি কি কি নামে ঔষধটি মার্কেটিং করে থাকে সেগুলো নিম্নে আলোচনা করা হলো।
বিকল্প ব্রান্ডের নাম - কোম্পানির নাম
- রুপা|Rupa - Aristo Pharma Ltd,
- রূপস্টিন|Rupastin - ACME Laborators Ltd.
- রুপেন্টা|Rupenta - Square Pharmaceuticals,
- রুপেক্স |Rupex - Incepta Pharmaceuticals.
- রুপাডে|Rupaday- SK+F Pharma Ltd.
- ডুভেন্ট|Duvent - Beximco Pharmaceuticals.
- রুপালি|Rupali - Kumuddini Pharmaceuticals.
- রুপামিন|Rupamin - IBN Sina Pharmaceuticals. etc.
বিঃ দ্রঃ তথ্য সূত্র ইনসার্ট লিটারেচার ও DIMS. উপরে উল্লেখিত তথ্যগুলো ঔষধ সম্পর্কে সাধারণ জ্ঞানের জন্য লেখা যা কোন অবস্থাতেই ডাক্তারি পরামর্শের বিকল্প নয়।ঔষধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন।
উপসংহার
প্রিয় পাঠকবৃন্দ, আজকের আর্টিকেলটি পড়ে আপনারা রুপাডিন সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন। রুপাডিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন বলেই ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধটি খাওয়া উচিত হবে না। এরকম আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লেগেছে ও উপকৃত হয়েছেন। আপনাদের ভালোলাগাটা অন্যের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। সবার এলার্জি মুক্ত সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। ঔষধটি সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন।

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url