Rupa | রুপা কি কাজের ওষুধ খাওয়ার নিয়ম ও দাম জেনে নিন

Rupa | রুপা কি কাজের ওষুধ খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কে জানানোর জন্যই  আজকের আর্টিকেলটি লেখা। আজকের আর্টিকেলটি পুরোপুরি পড়লে আপনারা রুপা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। রুপা  সম্পর্কে জানতে মনোযোগ দিয়ে ধৈর্য্য সহকারে আর্টিকেলটি পড়ুন।

রুপা কি কাজের ওষুধ খাওয়ার নিয়ম ও দাম জেনে নিন
ঔষধের দোকানে গেলে দেখবেন প্রেসক্রিপশন ছাড়াই অনেকে ঔষধ বিক্রি হচ্ছে তার মধ্যে রুপাও একটি। শুধু গুগল সার্চ করে বা অন্যের কাছ থেকে তথ্য জেনে কোন ওষুধ খাওয়া উচিত নয়। রুপা একটি ঔষধ বা মেডিসিন তাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে খাওয়া উচিত।

পেজ সুচিপত্র

Rupa | রুপা কি

Rupa | রুপা হলো একটি ঔষধ বা মেডিসিনের নাম যা ট্যাবলেট ও সিরাপ আকারে ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। রুপার জেনেরিক নাম হলো রুপাটাডিন (Rupatadine) যা এন্টিহিস্টামিন গ্রুপের একটি ওষুধ। এই রুপাটাডিন মূল উপাদানই মানব শরীরে কাজ করে। এক নজরে রুপা - 

  • ওষুধের নাম ঃ Rupa | রুপা,
  • ওষুধের ধরন বা টাইপ ঃ ট্যাবলেট ও সিরাপ,
  • জেনেরিক নাম ঃ রুপাটাডিন  (Rupatadine),
  • গ্রুপ ঃ এন্টিহিস্টামিন,
  • পরিমাণ বা ওজন ঃ রূপা 10mg ট্যাবলেট এবং রূপা 100ml সিরাপ (5mg/5ml),
  • ব্যবহারের রুট ঃ মুখে খাওয়া,
  • দাম বা মূল্য ঃ প্রতিটি রূপা ট্যাবলেটের দাম ১২ টাকা এবং রুপা 100ml প্রতি ফাইল সিরাপের দাম ৭৫ টাকা।
  • কোম্পানির নাম ঃ এ্যারিস্টোফার্মা লিমিটেড।

Rupa | রুপা কি কাজের ওষুধ 

Rupa | রুপা কি কাজের ওষুধ খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কিত আলোচনায় এখন আপনারা জানতে পারবেন রুপা কি কাজের ওষুধ বা কোন কোন রোগ সারাতে কাজ করে সে সম্পর্কে। যেহেতু এটি একটি এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ তাই এলার্জিক কন্ডিশনের বিরুদ্ধে কাজ করে। রুপা যে রোগ সারাতে নির্দেশিত সেগুলো নিম্নে উল্লেখ করা হলো।

আরো পড়ুন ঃ ওলোনেক্স ৫ এর কাজ খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কে জেনে নিন।

  • চুলকানি ও হাঁচি নিরাময়ে।
  • সর্দি বা নাক দিয়ে পানি পড়া।
  • চোখ চুলকানো।
  • চোখ লাল হওয়া ও পানি ঝরা।
  • ঠান্ডা জড়িত সমস্যা হলে।
  • শরীর চুলকালে।
  • গলা চুলকালে।
  • সিজনাল এলার্জিক রাইনাইটিস।
  • ক্রনিক ইউডোপ্যাথিক আর্টিকেরিয়া।
  • বিভিন্ন এলার্জিক লক্ষণগুলি উপশম করার জন্য।

Rupa | রুপার কাজ করার উপায়

রুপা (Rupa) নন-সিডেটিভ এন্টিহিস্টামিন গ্রুপের 2nd জেনারেশনের একটি ওষুধ। এটি নির্দিষ্টভাবে H1 রিসেপ্টরকে ব্লক করার মাধ্যমে কাজ করে থাকে। এই ওষুধটি খাওয়ার পরে দ্রুত রক্তে শোষিত হয় এবং দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্বে পৌঁছে যায়।

আরো পড়ুন ঃ ফেনাডিনের কাজ ও খাওয়ার নিয়ম জেনে নিন।

Rupa | রুপা খাওয়ার নিয়ম

Rupa | রুপা কি কাজের ওষুধ খাওয়ার নিয়ম ও দাম শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো রুপা খাওয়ার নিয়ম, সেবনমাত্রা ও সেবনবিধি সম্পর্কে। রুপা খাওয়ার নিয়ম, সেবনমাত্রা ও সেবনবিধি নিম্নরূপ।

১২ বছরের বেশি বয়সের শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য ঃ রুপা 10mg ট্যাবলেট দিনে ১ বার।

২ থেকে ১১ বছরের শিশুদের জন্য ঃ রুপা 1/2 tsf (চামচ) বা 2.5ml দিনে ১বার (বাচ্চার ওজন ১০-২৫ কেজি)। (বাচ্চার ওজন ২৫ কেজির বেশি হলে ১চামচ বা ৫ml দিনে একবার)।

আরও পড়ুন ঃ টাফনিল কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি?

Rupa | রুপার দাম বা মূল্য কত

Rupa | রুপা কি কাজের ওষুধ খাওয়ার নিয়ম ও দাম শিরোনামে এখন আমরা জানবো রুপা ট্যাবলেট ও সিরাপের দাম বা মূল্য সম্পর্কে। রুপা একটি ওষুধের নাম, এই ওষুধটি দুটি ডোজেজ ফর্মে দোকানে কিনতে পাওয়া যায়। রুপার দাম নিম্নে উল্লেখ করা হলো।

  • রুপা 10 mg প্রতিটি ট্যাবলেটের ১২ টাকা,
  • রুপা 100ml সিরাপ, প্রতি ফাইলের দাম ৭৫ টাকা, (5 mg / 5ml),

Rupa | রুপার পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট

Rupa | রুপা কি কাজের ওষুধ খাওয়ার নিয়ম ও দাম শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো রুপা খাওয়ার পরের সাইড ইফেক্ট সম্পর্কে। ওষুধটি খেলে যেসকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পরে সেগুলো নিম্নরূপ - 

  • মাথা ঘুরা ঘুরা ভাব হতে পারে।
  • ক্লান্তি বোধ বা অবসাদ হতে পারে।
  • মাসল বা পেশীতে ব্যথা হতে পারে।
  • মাথা ব্যথা হতে পারে।
  • অতিরিক্ত ঘুম হতে পারে।
  • বমি বমি ভাব হতে পারে।
  • তন্দ্রা ভাব হতে পারে।
  • ড্রাই মাউথ হতে পারে। ইত্যাদি।

Rupa | রুপা গর্ভাবস্থায় ও স্তনদানকারী মাদের জন্য নিরাপদ কি না

Rupa | রুপা কি কাজের ওষুধ খাওয়ার নিয়ম ও দাম শিরোনাম আলোচনায় এখন আমরা জানবো রুপা গর্ভাবস্থায় বা স্তনদানকারী মা'দের জন্য নিরাপদ কি না সে সম্পর্কে। এখন পর্যন্ত FDA এই ওষুধটির কোন শ্রেণী বা ক্লাসিফিকেশন নির্ধারণ করতে পারেনি। গর্ভাবস্থায় এই ওষুধটি নিরাপদ কিনা সে সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি। ঠিক একইভাবে এই ঔষধটি স্তনদান কালে মাতৃদুগ্ধের সঙ্গে নিঃসৃত হয় কি না সে সম্পর্কেও যথেষ্ট তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি। বলা যেতে পারে গর্ভাবস্থায় ও স্তনদানকারী মা'দের জন্য ওষুধটি নিরাপদ নয়, অর্থাৎ না খাওয়াই ভালো। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন।

আরো পড়ুন ঃ টরি কিসের ওষুধ কাজ ও খাওয়ার নিয়ম জেনে নিন।

Rupa | রুপা খাওয়ার সতর্কতা

Rupa | রুপা কি কাজের ওষুধ খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কিত আলোচনার একপর্যায়ে আমরা আলোচনা করবো  রুপা খাওয়ার সময় কি কি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা উচিত। রুপা খাওয়ার সময় নিম্নোক্ত সাবধানতাগুলো অবলম্বন করা উচিত।

  • এই ওষুধটির প্রতি যারা অতি সংবেদনশীল তাদের সাবধানতার সহিত খাওয়া উচিত। 
  • হার্টের রোগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে সাবধানতার সহিত খাওয়া উচিত। 
  • কিডনি রোগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে সাবধানতার সহিত খাওয়া উচিত। 
  • গর্ভবতী মা'দের অতীব প্রয়োজন না হলে ওষুধটি খাওয়া উচিত নয়।
  • স্তনদানকারী মা'দের ওষুধটি অতীব জরুরী না হলে খাওয়া উচিত নয়।
  • জিয়ারটিক বা অতিবয়স্ক রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে খাওয়া উচিত।

Rupa | রুপা কোথায় পাওয়া যায়

Rupa | রুপা কি কাজের ওষুধ খাওয়ার নিয়ম ও দাম শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো রুপা ওষুধ কোথায় পাওয়া যায় সে সম্পর্কে। যেহেতু রুপা একটি ওষুধ সেজন্য সরকার অনুমোদিত সকল ওষুধের দোকানে রুপা পাওয়া যায়। সরকার অনুমোদিত ওষুধের দোকানে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে আপনি এই ওষুধ কিনতে পারবেন।

Rupa | রুপার বিকল্প ব্রান্ড

Rupa | রুপা কি কাজের ওষুধ খাওয়ার নিয়ম ও দাম শিরোনাম আলোচনায় এখন আমরা জানবো রুপার বিকল্প ব্রান্ড সম্পর্কে। রুপার বিকল্প ব্যান্ড অর্থাৎ আর কোন কোন কোম্পানি কি কি নামে ওষুধটি মার্কেটিং করে থাকে সেগুলো নিম্নে আলোচনা করা হলো।

বিকল্প ব্রান্ডের নাম - কোম্পানির নাম 

  • Rupadin -  Becon Pharmaceuticals,
  • Rupastin - ACME Laborators Ltd.
  • Rupenta - Square Pharmaceuticals,
  • Rupex - Incepta Pharmaceuticals.
  • Rupaday- SK+F Pharma Ltd.
  • Duvent - Beximco Pharmaceuticals.
  • Rupali -  Kumuddini Pharmaceuticals.
  • Rupamin -  IBN Sina Pharmaceuticals. etc.

বিঃ দ্রঃ তথ্য সূত্র ইনসার্ট লিটারেচার ও DIMS. উপরে উল্লেখিত তথ্যগুলো ওষুধ সম্পর্কে সাধারণ জ্ঞানের জন্য লেখা যা কোন অবস্থাতেই ডাক্তারি পরামর্শের বিকল্প নয়। ঔষধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন। 

উপসংহার

প্রিয় পাঠকবৃন্দ, আজকের আর্টিকেলটি পড়ে আপনারা রুপা সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন। রুপা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন বলেই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটি খাওয়া উচিত হবে না। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লেগেছে ও উপকৃত হয়েছেন। আপনাদের ভালোলাগাটা অন্যের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। সবার এলার্জি মুক্ত সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। ওষুধটি সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url