নাটোর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন
নাটোর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে সেই তথ্যগুলো জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। রানী ভবানী ও বনলতা সেনের শহর নাটোর রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। নাটোর জেলাটি মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা। বাংলাদেশের বিখ্যাত মিষ্টি কাঁচা গোল্লার শহরও বলা হয় নাটোরকে।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন উত্তরা গণভবন ও বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলনবিল অবস্থিত নাটোর জেলায় কয়টি থানা আছে, কয়টি উপজেলা আছে, কয়টি ইউনিয়ন পরিষদ আছে এ সকল তথ্যগুলো সম্পর্কে। পাঠক বন্ধুরা চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। উক্ত তথ্যগুলো জানার জন্য আর্টিকেলটি পুরোপুরি পড়ুন।
পেজ সূচীপত্র
নাটোর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে
নাটোর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এতথ্যগুলো জানার জন্য আপনারা বিভিন্ন মাধ্যমে বিশেষ করে বই-পুস্তক ঘটে অথবা google এ সার্চ করে করে থাকেন। যদি আর্টিকেলটি আপনি পড়েন তাহলে এতথ্যগুলো পেয়ে যাবেন। নাটোর জেলাটি ৭টি থানা, ৭টি উপজেলা, ৮টি পৌরসভা, ৫২টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এ তথ্যগুলো পর্যায়ক্রমে নিচের দিকে আলাদা আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে।
নাটোর জেলায় কয়টি থানা আছে
নাটোর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলো জানার জন্য আপনারা সর্বদাই বিভিন্ন বই পুস্তক ঘাটাঘাটি করে থাকেন। তো আর্টিকেলের এই অংশটুকু পড়লেই আপনারা জানতে পারবেন নাটোর জেলার কয়টি থানা বা উপজেলা আছে সে সম্পর্কে। নাটোর জেলায় ৭টি থানা আছে। থানাগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো।
- নাটোর সদর থানা,
- নলডাঙ্গা থানা,
- সিংড়া থানা,
- বড়াইগ্রাম থানা,
- গুরুদাসপুর থানা,
- লালপুর থানা,
- বাগাতিপাড়া থানা।
নাটোর জেলায় কয়টি উপজেলা আছে
নাটোর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যটি জানার জন্য আপনারা অনেক সময় গুগলে সার্চ করে থাকেন। তো বন্ধুরা আপনারা আর্টিকেলের এই অংশটুকু পড়েই জানতে পারবেন নাটোর জেলা কয়টি উপজেলা আছে সে সম্পর্কে। নাটোর জেলায় ৭টি উপজেলা আছে। উপজেলার গুলোর নাম হলো -
- নাটোর সদর উপজেলা,
- সিংড়া উপজেলা,
- বড়াইগ্রাম উপজেলা,
- গুরুদাসপুর উপজেলা,
- লালপুর উপজেলা,
- বাগাতিপাড়া উপজেলা,
- নলডাঙ্গা উপজেলা।
নাটোর জেলায় কয়টি পৌরসভা রয়েছে
নাটোর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এগুলো খুবই প্রয়োজনীয় বিধায় আপনারা সকলেই এতথ্য জানার জন্য চেষ্টা করে থাকেন। আর্টিকেলের এই অংশটুকু পড়ে এ তথ্যগুলো জেনে নিন। নাটোর জেলায় ৮টি পৌরসভা রয়েছে। পৌরসভাগুলোর নাম হলো -
- নাটোর পৌরসভা,
- সিংড়া পৌরসভা,
- গুরুদাসপুর পৌরসভা,
- গোপালপুর পৌরসভা,
- বনপাড়া পৌরসভা,
- বড়াইগ্রাম পৌরসভা,
- বাগাতিপাড়া পৌরসভা,
- নলডাঙ্গা পৌরসভা।
নাটোর জেলার ভৌগোলিক অবস্থান
নাটোর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আমরা জেনে নিব নাটোর জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে। নাটোর জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ জেলা। রাজশাহীর প্রবেশ দ্বার নামে খ্যাত এই নাটোর জেলার পশ্চিমে রয়েছে রাজশাহী জেলা, উত্তর ও উত্তর পূর্বে নওগাঁ ও বগুড়া জেলা, পূর্বে সিরাজগঞ্জ ও পাবনা, দক্ষিণ-পূর্বে রয়েছে পাবনার কিছু অংশ ও কুষ্টিয়া জেলা।
আরও পড়ুন ঃ সংসারে স্বামী-স্ত্রীর টুকিটাকি খুনসুটি।
নাটোর জেলায় কয়টি ইউনিয়ন পরিষদ আছে
নাটোর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলো আপনারা আর্টিকেলের উপর অংশ পড়ে জানতে পেরেছেন। আর্টিকেলটির এ পর্যায়ে আপনারা জানতে পারবেন নাটোর জেলায় কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে সে তথ্য সম্পর্কে। নাটোর জেলায় ইউনিয়ন পরিষদ আছে ৫২ টি। ইউনিয়ন পরিষদ
- নাটোর সদর উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- সিংড়া উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- গুরুদাসপুর উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- বড়াইগ্রাম উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- লালপুর উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- বাগাতিপাড়া উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- নলডাঙ্গা উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
নাটোর সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নাম
- তেবাড়িয়া ইউনিয়ন,
- ছাতনী ইউনিয়ন,
- দিঘাপতিয়া ইউনিয়ন,
- বড় হরিশপুর ইউনিয়ন,
- লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন,
- হালকা ইউনিয়ন,
- কাফুরিয়া ইউনিয়ন।
সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নাম
- ডাহিয়া ইউনিয়ন,
- কলম ইউনিয়ন,
- সুকেশ ইউনিয়ন,
- ইটালী ইউনিয়ন,
- চামারী ইউনিয়ন,
- লালোর ইউনিয়ন,
- হাতিয়ানদহ ইউনিয়ন,
- তাজপুর ইউনিয়ন,
- শেরকোল ইউনিয়ন,
- ছাতারদিঘী ইউনিয়ন,
- চৌগ্রাম ইউনিয়ন,
- রামানন্দ খাজুরা ইউনিয়ন।
গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নাম
- চাপিলা ইউনিয়ন,
- বিয়াঘাট ইউনিয়ন,
- ধারাবারিষা ইউনিয়ন,
- নাজিরপুর ইউনিয়ন,
- খুবজিপুর ইউনিয়ন,
- মশিনদা ইউনিয়ন।
বড়াইগ্রাম উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নাম
- বড়াইগ্রাম ইউনিয়ন,
- নগর ইউনিয়ন,
- জোয়াড়ি ইউনিয়ন,
- জোনাইল ইউনিয়ন,
- মাঝগাঁও ইউনিয়ন,
- চান্দাই ইউনিয়ন,
- গোপালপুর ইউনিয়ন।
লালপুর উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- লালপুর ইউনিয়ন,
- ঈশ্বরদী ইউনিয়ন,
- আড়বাব ইউনিয়ন,
- চংধুপইল ইউনিয়ন,
- দুয়ারিয়া ইউনিয়ন,
- দুড়দুরিয়া ইউনিয়ন,
- ওয়ালিয়া ইউনিয়ন,
- কদিমচিলান ইউনিয়ন,
- অর্জুনপুর বডরমহাটি ইউনিয়ন,
- বিলমাড়িয়া ইউনিয়ন।
বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নাম
- বাগাতিপাড়া ইউনিয়ন,
- জামনগর ইউনিয়ন,
- পাঁকা ইউনিয়ন,
- ফাগুয়ারদিয়ার ইউনিয়ন,
- দয়ারামপুর ইউনিয়ন।
নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নাম
- ব্রহ্মপুর ইউনিয়ন,
- খাজুরা ইউনিয়ন,
- মাধনগর ইউনিয়ন,
- বিপ্লবেলঘুরিয়া ইউনিয়ন,
- পিপরুল ইউনিয়ন।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url