ত্বক বা স্কিন কালো হয়ে যাওয়ার ১০ কারণ
ত্বক বা স্কিন কালো হয়ে যাওয়ার ১০ কারণ সম্পর্কে আজকের আর্টিকেলটি লেখা। আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন ত্বক বা স্কিনে কি কি কারণে কালো দাগ পড়ে, ত্বক ধীরে ধীরে কেন কালো হয়ে যায়? আরও জানতে পারবেন ত্বক সম্পর্কিত এরকম অনেক তথ্য।
ত্বকের উপরে কালো দাগ পড়লে বা ত্বক কালো হয়ে গেলে আসল সৌন্দর্যটাই বদলে যায়। শুধু রোদে পুড়লেই যে ত্বক কালো হয় বা দাগ পড়ে তা কিন্তু নয়। বিভিন্ন কারণে ত্বকে কালো দাগ পড়ে বা কালো হয়ে যেতে পারে। চলুন জেনে নেয়া যাক ত্বক কালো হওয়ার কারণগুলো।
পেজ সূচীপত্র
ত্বক বা স্কিন কালো হয়ে যাওয়ার ১০ কারণ
স্কিন কালো হয়ে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে। অনেক সময় ধরে প্রখর রৌদ্রে কাজ করলে, স্কিনের সমস্যা দেখা দিলে, স্কিনের রোগ হলে ত্বক কালো হয়ে যেতে পারে। একারণগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। তো চলুন পাঠক বন্ধুরা ত্বক বা স্কিন কালো হয়ে যাওয়ার বিভিন্ন কারণ ও তার বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো জেনে নেওয়া যাক। ত্বক বা স্কিন কালো হওয়ার বিভিন্ন কারণগুলো হলো -
- ত্বকে মেলানিনের ভূমিকা,
- ত্বক মেছতার প্রভাবে কালো হতে পারে,
- ত্বকের অসুখ বা চর্ম রোগ বা স্কিন ডিজিজ হলে ত্বক কালো হতে পারে,
- জ্বীনগত কারণে ত্বক কালো হতে পারে,
- ত্বক কালো হতে পারে পুষ্টির অভাবে,
- হরমোনের কারণে ত্বক কালো হতে পারে,
- সূর্যের আলোক রশ্মিতে ত্বক কালো হতে পারে,
- ভিটামিনের অভাবে ত্বক কালো হতে পারে,
- লিভারের সমস্যায় ত্বক কালো হতে পারে,
- ট্রিটমেন্টের পার্শ্বপ্রতিক্রিয়ায় ত্বক কালো হতে পারে। ইত্যাদি।
১.ত্বকে মেলানিনের ভূমিকা
ত্বক বা স্কিন কালো হয়ে যাওয়ার ১০ কারণ জানতে গিয়ে প্রথমেই আমরা জেনে নিব মেলানিন কম-বেশির কারণে ত্বকের রং কালো বা সাদা বা বিবর্ণ হয়ে যেতে পারে সে সম্পর্কে। ত্বকের মেলানোসাইট নামক কোষ তৈরি করে মেলালিন নামক রঞ্জক পদার্থ।
আরও পড়ুন ঃ শীতে ত্বকের যত্নে মেনে চলুন ১৪ টি ঘরোয়া নিয়ম।
এই রঞ্জক পদার্থের আধিক্যতার কারণেই ত্বকের রং কালো হয়ে যায়। আবার অস্বাভাবিকভাবে মেলানিন কমে গেলে ত্বকের রং সাদা বা ফ্যাকাশে হয়ে যায়। এটি সাধারণত জ্বীন গত কারণে বা হরমোনের কারনে হয়ে থাকে।
২.ত্বক মেছতার প্রভাবে কালো হতে পারে
ত্বক বা স্কিন কালো হয়ে যাওয়ার ১০ কারণ সম্পর্কে জানতে গিয়ে এবার আমরা জেনে নিব মেছতা হলে ত্বক কালো হয় সে সম্পর্কে। সূর্যের আলোতে বেশি ঘোরাফেরা করলে বা হরমোনাল পরিবর্তনের কারণে মুখে ছোপ দাগ দেখা দেয়, যেটা মেছতা নামে পরিচিত।
আরও পড়ুন ঃ গ্রীন টি খাওয়ার ১২ টি উপকারিতা অপকারিতা পুষ্টিগুণ ও সতর্কতা।
অতিরিক্ত সূর্যালোকে থাকলে সূর্যের আলোর অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বক বেশি পরিমাণে মেলানিন উৎপন্ন করে ফলে ত্বকে মেছতা হয় ও কালো হয়ে যেতে পারে।
৩.ত্বকের অসুখ বা চর্ম রোগ বা স্কিন ডিজিজ হলে ত্বক কালো হতে পারে
ত্বক বা স্কিন কালো হয়ে যাওয়ার ১০ কারণের মধ্যে একটি অন্যতম কারণ হলো ত্বকের অসুখ বা চর্ম রোগ বা স্কিন ডিজিজ। চর্ম রোগের কারণে অনেক সময় ত্বক কালো হয়ে যেতে পারে।
একজিমা, ডার্মাটাইটিস, সোরিয়াসিস, দাঁদ ও সিমপ্লেক্স ক্রনিকাস এর মত সমস্যা হলে স্কিন মোটা হয়ে যায়, জ্বালা-যন্ত্রণা করে, পরিণামে ত্বক কালো হয়ে যায়।
৪.জ্বীনগত কারণে ত্বক কালো হতে পারে
ত্বক বা স্কিন কালো হয়ে যাওয়ার ১০ কারণের মধ্যে একটি অন্যতম কারণ হলো জ্বীনগত বা বংশগত কারণ। মেডিকেল সাইন্সের ভাষায় বেশিরভাগ মানুষেরই ত্বকের রং হয় বাবা-মা, দাদা-দাদি বা নানা-নানী স্কিনের রং এর মত।
আরও পড়ুন ঃ মেহেদির রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায়
অনেক সময় দেখা যায় বাচ্চা জন্মের সময় ফর্সা ফুটফুটে রংয়ের হয় কিন্তু বড় হলে আস্তে আস্তে বংশগতভাবে গায়ের রং কাল হয়ে যেতে পারে। যদি বাবা-মায়ের গায়ের রং কালো হয় সে ক্ষেত্রে আবার এর ব্যতিক্রম হতে পারে।
৫.ত্বক কালো হতে পারে পুষ্টির অভাবে
ত্বক বা স্কিন কালো হয়ে যাওয়ার ১০ কারণের মধ্যে একটি অন্যতম কারণ হলো পুষ্টির অভাব। পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ না করলে যেমন শরীর দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে তেমনি সঠিক মাত্রায় পুষ্টি না পেলে স্কিন রোগাক্রান্ত হয়ে হয়ে যায়। ফলশ্রুতিতে ত্বক কালো হয়ে যেতে পারে।
আরও পড়ুন ঃ বিটরুট খাওয়ার উপকারিতা ও নিয়ম।
৬.হরমোনের কারণে ত্বক কালো হতে পারে
ত্বক বা স্কিন কালো হয়ে যাওয়ার ১০ কারণের মধ্যে একটি কারণ হতে পারে হরমোনের পরিবর্তন। ছেলে-মেয়ে উভয়ের বয়সের পরিবর্তনের সাথে সথে বিভিন্ন প্রকারের হরমোন নিঃসৃত হয়। এর প্রভাবেও ত্বক কালো হয়ে যেতে পারে।
আরও পড়ুন ঃ ভিটামিন ই ক্যাপসুল মুখে ব্যবহারের নিয়ম।
মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বয়ঃসন্ধিক্ষণে, গর্ভাবস্থায়, গর্ভনিরোধক ঔষধ সেবনে ও মেনোপজস্টেজে এ রকম শরীরের বিভিন্ন পর্যায়ে হরমোনের কারণে ত্বক বা স্কিনের রং কালো হয়ে যেতে পারে।
৭.সূর্যের আলোক রশ্মিতে ত্বক কালো হতে পারে
ত্বক বা স্কিন কালো হয়ে যাওয়ার ১০ কারণের মধ্যে একটি অন্যতম কারণ হলো সূর্যের অতি বেগুনি রশ্মি বা আল্ট্রা-ভায়োলেট রে। এই ক্ষতিকর আলোক রশ্মির কারণে ত্বক অনুজ্জ্বল হয় ও সৌন্দর্য হারায়
বেশি সময় ধরে রৌদ্রে থাকলে, রৌদ্রে অতি বেগুনি রশ্নি থেকে ত্বককে বাঁচাতে ত্বক বেশি পরিমাণে মেলানিন তৈরি করে। এই মেলালিনের আধিক্যতার কারণেই ত্বকের রং কালো হয়ে যায়
৮.ভিটামিনের অভাবে ত্বক কালো হতে পারে
ভিটামিনের অভাবে শরীরে যেমন অসুস্থ হয়ে পড়ে, শরীর হয় রোগাক্রান্ত তেমনি পর্যাপ্ত ভিটামিন না পেলে ত্বক হয় রোগাক্রান্ত, শুষ্ক, ম্লান ও নিস্তেজ। পরিনামে ত্বক কালো হয়ে যেতে পারে। ত্বকের প্রয়োজনীয় ভিটামিনগুলোর মধ্যে রয়েছে -
- ভিটামিন এ,
- ভিটামিন সি,
- ভিটামিন ই,
- ভিটামিন বি কমপ্লেক্স। ইত্যাদি।
৯.লিভারের সমস্যায় ত্বক কালো হতে পারে
ত্বক কালো হয়ে যাওয়ার ১০ কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো লিভারের সমস্যা। মানব শরীরে লিভার একটি গুরুত্বপূর্ণ অর্গান। শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে এই অঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণে লিভারের সমস্যা দেখা দিতে পারে। লিভারে সমস্যা বা রোগের সৃষ্টি হলে ত্বক বা স্কিন কালো হয়ে যেতে পারে। সে জন্য লিভার সুস্থ রাখুন ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করুন।
১০.ট্রিটমেন্টের পার্শ্বপ্রতিক্রিয়ায় ত্বক কালো হতে পারে
ট্রিটমেন্টের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও অনেক সময় ত্বক বা স্কিন কালো হয়ে যেতে পারে। কিছু কিছু ঔষধ আছে যেগুলো খেলে সাইড ইফেক্ট হিসেবে ত্বক কালো হয়। আবার কিছু কিছু স্কিন কেয়ার মেডিসিন, যেগুলো অনেক লোকজনই নিজের ইচ্ছায় মুখের ব্যবহার করে থাকেন। এর কারণেও মুখের ত্বক পুড়ে কালো হয়ে যেতে পারে।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ, আজকের আর্টিকেলটি পড়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পেরেছেন ত্বক বা স্কিন কালো হওয়ার বিভিন্ন কারণ সম্পর্কে ও উপকৃত হয়েছেন। তথ্যগুলো প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন স্কিনের সৌন্দর্য বজায় রাখুন।
আশা করি, স্কিন কালো হওয়ার কারণ সম্পর্কিত আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালোমতো স্কিনের যত্ন নিন ত্বক কালো হয়ে যাওয়া রোধ করুন। ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url