অনলাইনে বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম জেনে নিন
অনলাইনে বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম জানাতেই আজকের আর্টিকেলটি লেখা। বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে সবার মুখেমুখে একই কথা অনলাইন, অনলাইন, অনলাইন! এই অনলাইন তথা প্রযুক্তি আমাদের দৈনন্দিন কাজগুলোকে আরো সহজ করে দিয়েছে। প্রযুক্তির উন্নতির কারণে ব্যাংকে ক্যাশ কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে বিদ্যুৎ বিল দেওয়ার দিন শেষ হয়েছে, শুরু হয়েছে অনলাইনের বাংলাদেশ।
বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে অনলাইনে বিকাশ এর মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে অনায়াসে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন অনলাইনে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম, বিদ্যুৎ দিতে কত চার্জ লাগে? বিদ্যুৎ বিল প্রদানের সময় রসিদ পাওয়া যায় কিনা? ও অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় কিনা? এ ধরনের বিভিন্ন বিষয় সম্পর্কে।
পেজ সুচিপত্র
বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য বিকাশ অ্যাপস ইন্সটল
অনলাইনে বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনার মোবাইলে বিকাশ অ্যাপস থাকতে হবে। যদি বিকাশ অ্যাপস না থাকে তাহলে বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি ইন্সটল করার জন্য প্রথমেই গুগল প্লে স্টোরে গিয়ে বিকাশ অ্যপস ইনস্টল করতে হবে। ইন্সটল হয়ে গেলে ফোন নাম্বার ও পাঁচ অংকের পিন কোড বসিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে স্মার্টফোনের লোকেশন অন রেখে প্রতিবার বিকাশ অ্যপস ব্যবহারের সময় একাউন্টের জায়গায় আপনাআপনি আপনার ফোন নাম্বারটি বসে যাবে এবং পাঁচ অঙ্কের পিন কোডটি আপনাকে বসাতে হবে। এছাড়াও *247# ডায়াল করে বিকাশে প্রতি মাসে বিদ্যুৎ বিল প্রদান করা যাবে।
অনলাইনে বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
অনলাইনে বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে সকল নিয়মকানুন মেনে স্মার্টফোনে বিকাশ অ্যাপস ওপেন করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে সেগুলো সম্পর্কে। বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। এই ধাপগুলো নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হলো, যেগুলো অনুসরণ করে আপনি ঘরে বসেই অনলাইনে বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।
আরও পড়ুন ঃ রকেট একাউন্ট খোলার নিয়ম রকেট একাউন্ট দেখার নিয়ম।
প্রথম ধাপ ঃ আপনার মোবাইলে বিকাশ অ্যাপস ওপেন করার পরে পিন কোড দিলে হোম স্ক্রিন আসবে এবং সেখান থেকে বিলে যেতে হবে।
দ্বিতীয় ধাপ ঃদ্বিতীয় ধাপে পে বিলের স্ক্রিনে প্রতিষ্ঠানের ধরনের ক্যাটাগরি থেকে বিদ্যুৎ এ প্রেস করলে নিচের দিকে বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠানগুলোর নাম দেখাবে। (যেমন - পল্লী বিদ্যুৎ, ডেসকো, নেসকো ইত্যাদি)।
তৃতীয় ধাপ ঃ উপরের ধাপ দুইটি সম্পন্ন হলে তৃতীয় ধাপে যে বিদ্যুৎ প্রতিষ্ঠানের আওতায় বিদ্যুৎ বিল প্রদান করতে হবে সেই প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করতে হবে।(যেমন - পল্লী বিদ্যুৎ, ডেসকো, নেসকো ইত্যাদি)।
আরও পড়ুন ঃ ঘরে বসে বিকাশের নতুন একাউন্ট কিভাবে খুলবেন জেনে নিন।
চতুর্থ ধাপ ঃ এই ধাপে পোস্ট পেইড বিলের ক্ষেত্রে সময়সীমা লিস্ট থেকে যে মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে সেই মাস সিলেক্ট করে কাস্টমার নাম্বার লিখতে হবে। এই নাম্বারটি মূলত আট অংকের একটি সংখ্যা। যেটি প্রতি মাসে সরবরাহকৃত বিগত মাসের বিদ্যুৎ বিলের কপিতে উল্লেখ থাকে। প্রিপেইড বিলের ক্ষেত্রে এ অংশে একাউন্ট, যোগাযোগ ও রেফারেন্স নাম্বার লিখতে হবে।
পঞ্চম ধাপ ঃ এই ধাপে বিলের সময়সীমা সিলেক্ট করার সাথে সাথেই সিলেক্টকৃত মাসের জন্য ধার্যকৃত বিদ্যুৎ বিল দেখাবে। পরের পেজে বিদ্যু বিলের পরিমাণটি উল্লেখ করে পিন কোড দিলেই বিকাশ একাউন্টের ব্যালেন্সে টাকার পরিমাণ চাইবে। টাকার পরিমাণ কনফার্ম করে ওকে করলেই বিদ্যুৎ বিল পরিশোধ হয়ে যাবে।
ষষ্ঠ ধাপ ঃ উপরোক্ত সবগুলো ধাপ সফলতার সহিত কমপ্লিট হলে, বিদ্যুৎ বিল জমা হওয়ার সাথে সাথেই জমা দানের রশিদ মোবাইলের স্ক্রিনে দেখা যাবে এবং রসিদের কপি ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।
আরও পড়ুন ঃ নগদ একাউন্ট খোলার ও বন্ধ করার নিয়ম জেনে নিন।
প্রিপেইড বিলের ক্ষেত্রে বিদ্যুৎ বিল জমা দেওয়ার অল্প সময়ের মধ্যেই আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটি টোকের নম্বর দেয়া হবে। যদি টোকের নম্বর মোবাইলের এসএমএস অপশনে না আসে তাহলে আপনার বিদ্যুতের মিটার নম্বর লিখে 04445616247 (০৪৪৪৫৬১৬২৪৭) নাম্বারে এসএমএস করতে হবে। অল্প সময়ের মধ্যেই ফিরতি এসএমএসের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত টোকেন নাম্বারটি পেয়ে যাবেন।
সপ্তম ধাপ ঃ প্রিপেইড বিদ্যুৎ বিলের ক্ষেত্রে প্রাপ্ত টোকেন নম্বরটি প্রিপেইড মিটারে ইনপুট করার মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ কার্যক্রম সম্পন্ন হবে।
অনলাইনে বিকাশ এর কোড ডায়াল করে বিদ্যুৎ বিল প্রদান কর
অ্যপসের সাহায্যে অনলাইনে বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম আমরা উপরোক্ত আলোচনা পড়ে থেকে জেনেছি। এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব বিকাশের কোড *247# ডায়াল করে বিদ্যুৎ বিল প্রদান করা যাবে কিনা সে সম্পর্কে। কোন রকম কাগজপত্র বা লাইনে দাঁড়ানো ঝামেলা ছাড়াই ঘরে বসে বিকাশের কোড *247# ডায়াল করে আপনি বিনা চার্জে কমপক্ষে দুটি বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। পরবর্তী বিলগুলোতে বিলার ভেদে চার্জ প্রদান করতে হবে।
আরও পড়ুন ঃ বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৫।
অনলাইনে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করলে কত চার্জ কাটে
অনলাইনে বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম কানুন আমরা উপরের আলোচনা পড়ে জেনেছি। অনেকেই গুগলে সার্চ করে থাকেন বিকাশে বিদ্যুৎ বিল প্রদান করলে কত টাকা চার্জ কাটে সে সম্পর্কে। এখানে পড়ে জেনে নিন। বিকাশ, ব্র্যাক ব্যাংক কর্তৃক পরিচালিত একটি মোবাইল ব্যাংকিং আর্থিক সেবা প্রতিষ্ঠান। বিকাশের আর্থিক লেনদেন ভালো হওয়ার কারণে দিনে দিনে এর জনপ্রিয়তা বাড়ছে। বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে অনলাইনে বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করলে কোন চার্জ কাটে না। শুধু তাই নয় পরপর দুটি বিল চার্জবিহীনভাবে প্রদান করা যায়। পরবর্তী বিলগুলোর জন্য বিলার ভেদে সার্চ প্রযোজ্য হয়।
আরও পড়ুন ঃ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার জন্য বিদ্যুৎ অফিসে অভিযোগের নিয়ম জেনে নিন।
অনলাইনে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করলে কোন ডকুমেন্ট দেয় কি
অনলাইনে বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম-নীতি আমরা ইতোমধ্যেই জেনেছি, আরো জেনেছি বিদ্যুৎ বিল পরিশোধ করলে কোন চার্জ কাটে কিনা সে সম্পর্কে। এছাড়াও আপনারা অনেকেই google - এ সার্চ করে থাকেন বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করলে কোন ডকুমেন্ট বা রশিদ দেয় কিনা সেটি জানার জন্য। টাকা লেনদেন সবসময় ডকুমেন্টারি হওয়া উচিত। যেহেতু আপনি বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল অর্থাৎ টাকা প্রদান করবেন সেজন্য এর ডকুমেন্ট থাকতে হবে। বিকাশে বিদ্যুৎ বিল প্রদান করার সাথে সাথেই বিল জমার রশিদটি আপনার মোবাইলে সরাসরি চলে আসবে।
যে সকল বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠানগুলোর বিল বিকাশে জমা দেয়া যাবে
অনলাইনে বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম-কানুনগুলো উক্ত আলোচনায় আমরা যথাযথভাবে জানতে পেরেছি। এছাড়াও জেনেছি বিদ্যুৎ বিল জমা দিলে চার্জ কত কাটে? জমাদানের রশিদ পাওয়া যায় কিনা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে। এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে সকল বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠানগুলোর পোস্টপেইড ও প্রিপেইড বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে জমা দেওয়া যাবে সেই পরিষেবা প্রতিষ্ঠানগুলোর নাম।
- পল্লী বিদ্যুৎ,
- নেসকো,
- ডেসকো,
- বিপিডিবি,
- ওয়েস্ট জোন,
- ডিপিডিসি। ইত্যাদি।
উক্ত বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল নির্বিঘ্নে অনলাইনে বিকাশ এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ
অনলাইনে বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম সম্পর্কে আমরা বিস্তারিত তথ্যগুলো জানতে পেরেছি এছাড়া আরো জেনেছি কোন কোন বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল অনলাইনে পরিশোধ করা যায় সেগুলো সম্পর্কেও। এখন আপনাদেরকে জানিয়ে দিব বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবাসমূহ সম্পর্কে। বিকাশ ছাড়াও অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। সেগুলো হলো -
- সরকারি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ,
- ডাচ বাংলা ব্যাংক কর্তৃক পরিচালিত রকেট ও নেক্সাস অ্যাপস,
- রবি ক্যাশ,
- রূপালী ব্যাংক কর্তৃক পরিচালিত শিওর ক্যাশ,
- গ্রামীন ফোনের জিপে,
- মার্কেনটাইল ব্যাংক কতৃক পরিচালিচ মাইক্যাশ,
- ইউসিবি ব্যাংক কর্তৃক পরিচালিত ইউক্যাশ। ইত্যাদি।
উক্ত মোবাইল ব্যাংকিং সেবাগুলোর মধ্যে যেকোনটির মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।
উক্ত মোবাইল ব্যাংকিং মাধ্যমগুলো ছাড়াও ডাচ-বাংলা ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়েও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর ওয়েবসাইট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়।
বিদ্যুৎ বিল কেন অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করবেন
অনলাইনে বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম সম্পর্কিত আজকের আর্টিকেলটিতে আমরা এখন জেনে নেব ঘরে বসে বিভিন্ন মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা টেলিটক) এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করলে যে সকল সুবিধা গুলো পাওয়া যায় সে সম্পর্কে।
- সপ্তাহের ৭ দিন এবং প্রতিদিনের ২৪ ঘন্টার যে কোন সময় মোবাইলে বিদ্যুৎ বিল প্রদান করা যায়।
- ক্যাশ কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধের ঝামেলা মুক্ত।
- অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করলে কোন চার্জ লাগে না।
- বিদ্যুৎ বিল পরিশোধের প্রমাণস্বরূপ ডিজিটাল মানি রিসিট পাওয়া যায়।
- ঘরে বসে অনলাইনে বিল পরিশোধ করলে গাড়ি ভাড়া ও সময় দুটোই বাঁচে।
- বিদ্যুৎ বিল পরিশোধের তথ্য সেভ করে রাখা যায়, যা পরবর্তীতে সময় বাঁচায় এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ, আজকের আর্টিকেলটিতে অনলাইনে বিকাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম সম্পর্কে সকল তথ্যগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি, যেগুলো আপনাদের বাস্তব জীবনে উপকারে আসবে। অনলাইনে বিদ্যুৎ বিল প্রদান করার জন্য কোন রকমের ঝামেলা ছাড়াই অর্থাৎ লাইনে দাঁড়ানো ঝামেলা, গরমের কষ্ট, বিদ্যুৎ বিল প্রদানে অলসতা সবকিছু মুক্ত থেকে সময় ও খরচ বাঁচিয়ে বিল প্রদান করা যায়। সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করুন লাইন বিচ্ছিন্ন করনের চিন্তা মুক্ত থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
great information