বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৫

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। তথ্য প্রযুক্তির এযুগে স্মার্ট বাংলাদেশে অনেকেই স্মার্টফোন ব্যবহার করলেও শহর কিংবা গ্রামে অনেকের হাতেই এখনও বাটন ফোন দেখা যায়। তারাও হয়তো মনে করেন বাটন ফোনে উপায় একাউন্ট খুলতে পারলে সহজেই আর্থিক লেনদেন করা যেত। নিয়ম জানার জন্য মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়তে থাকুন।

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৫

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন বাটন ফোনে কিভাবে উপায় একাউন্ট খোলা যায়? উপায় একাউন্টের ডায়ালিং কোড কত? উপায় একাউন্টের সুবিধা, উপায় কাউন্টার রেফারেল বোনাস কি? উপায় একাউন্টের পিন কোড পরিবর্তনের পদ্ধতি, উপায় একাউন্টে পিন ভুলে গেলে করণীয় কি? উপায় একাউন্ট বন্ধ করার নিয়মসহ এ সম্পর্কিত বিভিন্ন বিষয়। চলুন জেনে নেওয়া যাক একাউন্ট খোলার নিয়ম।

পেজ সুচিপত্র

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম জানার আগে আমাদের জেনে নেয়া দরকার উপায় একাউন্ট খোলার উপায় সম্পর্কে অর্থাৎ মোবাইলে উপায় একাউন্ট খোলার জন্য দুটি উপায় বা পদ্ধতি রয়েছে। একটি হলো স্মার্টফোনে উপায় অ্যাপস ব্যবহার করে উপায় একাউন্ট খোলা অন্যটি হলো বাটন ফোনে কোড ডায়াল করে উপায় একাউন্ট খোলা যায়। এই আর্টিকেলে আমরা বাটন ফোনে উপায়  অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিব।

উপায় একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র 

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম জানার আগে আমাদের জানা দরকার বাটন ফোনে উপায় একাউন্ট খোলার জন্য কি কি কাগজপত্র লাগে। বাটন ফোনে উপায় একাউন্ট খোলার জন্য নিম্নোক্ত কাগজপত্রগুলো প্রয়োজন হয়। যেমন - 

  • একটি সচল বাটন ফোন,
  • একটি সচল সিম কার্ড,
  • জাতীয় পরিচয় পত্রের কপি ও
  • প্রয়োজনীয় তথ্যাদি।

উপরোক্ত সরঞ্জামাদি থাকলে আপনি নিম্নোক্ত উপায়গুলো পড়ে ঘরে বসেই বাটন ফোন দিয়ে উপায় একাউন্ট খুলতে পারবেন।

আরও পড়ুন ঃ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার জন্য বিদ্যুৎ অফিসে অভিযোগের নিয়ম জেনে নিন।

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৫ 

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম জানার জন্য আপনি ধৈর্য সহকারে আর্টিকেলটির নিচের দিকে পড়ে জেনে নিন। বাটন ফোনে উপায় একাউন্ট খোলার প্রক্রিয়াটি বিভিন্ন ধাপে ধাপে পর্যাক্রমে সম্পন্ন হয়। এই ধাপগুলো নিম্নে পর্যায়ক্রমে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হলো।

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম

প্রথম ধাপ ঃ প্রথমেই আপনি যেই নাম্বার দিয়ে উপায় একাউন্ট খুলতে চান সেই নাম্বার দিয়ে বাটন ফোনের ডায়াল অপশনে গিয়ে *268# নাম্বার ডায়াল করতে হবে।

দ্বিতীয় ধাপ ঃডায়াল করার পরপরই আপনার সামনে মোবাইলে একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেজে লেখা আসবে এমন  আপনি যেই সিম দিয়ে উপায় একাউন্ট করতে চাচ্ছেন সেই সিম অপারেটর কোম্পানির পক্ষ থেকে আপনার কাছে জাতীয় পরিচয় পত্রের তথ্য সংগ্রহের জন্য অনুমতি চাইবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রদানের জন্য ইয়েস বা 1 লিখে সেন্ড করতে হবে।

তৃতীয় ধাপ ঃ দ্বিতীয় ধাপ কমপ্লিট হওয়ার পরে উপায় একাউন্ট খোলার রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে যাবে এবং আপনাকে কিছুক্ষণের মধ্যে কনফার্ম করার জন্য বলা হবে। তখন আপনি ওকে বাটনে ক্লিক করার পরবর্তী ধাপে এগিয়ে যাবেন।

চতুর্থ ধাপ ঃউপরের সবগুলো ধাপ সফলতার সহিত কমপ্লিট হয়ে গেলে আপনার মোবাইলের মেসেজ অপশনে টেম্পোরারি ৪ (চার) সংখ্যার পিন কোড তৈরি করতে বলা হবে। এই চার সংখ্যার পিন কোড তৈরি করে ওকে বাটনে ক্লিক করলেই আপনার বাটন ফোনে উপায় একাউন্ট খোলা হয়ে যাবে।

মনে রাখতে হবে অস্থায়ী এই পিন কোডের মেয়াদ ২৪ ঘন্টা। উপায় একাউন্ট খোলার সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে ব্যবহার না করলে আপনার একাউন্ট পরবর্তিতে ওপেন হবে না অর্থাৎ অ্যাকাউন্ট খোলার চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে ব্যবহার না করলে পুনরায় উপায় একাউন্ট খুলতে হবে।

স্মার্টফোনে উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম আজকের আর্টিকেলটি পড়ে আপনারা জানতে পেরেছেন। আশাকরি, সেই অনুসারে বাটন ফোনে উপায় একাউন্ট খুলতে পারবেন। স্মার্টফোনে উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম জানার জন্য আমাদের অন্য একটি আর্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করা আছে। প্রিয় পাঠক বৃন্দ, অনুগ্রহ করে ঐ আর্টিকেলটি পড়ে স্মার্টফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম জেনে নিন।

আরও পড়ুন ঃস্মার্টফোনে উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম ২০২৫ জানার জন্য এখানে ক্লিক করুন।

উপায় একাউন্ট ও রেফার বোনাস অফশন

বাটন ফোনে উপায় অ্যাকাউন্ট খোলার নিয়ম জেনে উপায় একাউন্ট খুললে উপায় একাউন্টের রেফার অপশন চালু আছে। একটি উপায় একাউন্ট রেফার করলে ১০ টাকা বোনাস পাওয়া যায়। আপনার রেফার কোড ব্যবহার করে যতগুলো উপায় একাউন্ট খোলা হবে তার প্রতিটির বিনিময়ে আপনার উপায় একাউন্টে ১০ টাকা করে যুক্ত হতে থাকবে। রেফার বোনাস স্মার্টফোন বা বাটন ফোন যে ফোনেই হোক না কেন উপায় একাউন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য।

আরও পড়ুন ঃ পল্লী বিদ্যুৎ মিটারের জন্য অনলাইনে আবেদন করার নিয়ম ২০২৫।

উপায় একাউন্ট রেফার করার জন্য প্রথমে আপনার নিজের একাউন্টে লগইন করুন। এরপরে উপায় অ্যাপস এর ড্যাশবোর্ড থেকে মোর (more) অপশনে গিয়ে রেফার অপশনে ক্লিক করুন। সেখান থেকে রেফার কোড নিয়ে আপনি অন্য কারো নতুন একাউন্ট খোলার সময় রেজিস্ট্রেশন অপশনে কোডটি বসিয়ে দেওয়ার পরে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি উপায় একাউন্ট রেফার বোনাস পেতে থাকবেন।

উপায় একাউন্টের সুবিধা

উপায় একাউন্ট হলো ইউসিবি (UCB) ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী অংশ। কাজেই অন্যান্য সকল মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের (রকেট, বিকাশ, নগদ)  মতই উপায় এর বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে। তবে, গ্রাহকদের কাছে পছন্দের শীর্ষে রাখার জন্য উপায় এর কিছু বিশেষ উপায় যুক্ত করা হয়েছে। নিম্ন উপায় একাউন্টের বিশেষ সুযোগ-সুবিধাগুলো আলোচনা করা হলো।

আরও পড়ুন ঃ থানায় না গিয়ে ঘরে বসেই অনলাইনে জিডি করার নিয়ম জেনে নিন।

ক্যাশ আউট ঃ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে কম খরচে ক্যাশ আউট করার সুযোগ পাচ্ছেন উপায় এর গ্রাহকরা। উপায় ইউসিবি ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা হওয়ার কারণে বাংলাদেশের ইউসিবি ব্যাংকের নিজস্ব ৫০০ 'র (পাঁচশত) অধিক ucb atm বুথ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন এই উপায় এর গ্রাহকরা। সেখানে প্রতি হাজারে মাত্র ৮ টাকা চার্জে ক্যাশ আউট করতে পারবেন। তবে, এজেন্ট ব্যাংকিং থেকে ক্যাশ আউটের জন্য প্রতি হাজারে ১৪ টাকা হারে ফি প্রদান করতে হবে।

ফান্ড ট্রান্সফার ঃব্যাংকিং প্রতিষ্ঠান বন্ধ থাকার দিনেও উপায় অ্যাপস ব্যবহার করে উপায় একাউন্টের গ্রাহকরা ফান্ড ট্রান্সফার ও অ্যাডমানি করতে পারবেন।

বিল পেমেন্ট ঃনগদ, বিকাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মতই উপায় একাউন্ট ব্যবহার করে *268# ডায়াল করে বা উপায় অ্যাপসের মাধ্যমে বিভিন্ন বিল (ট্রাফিক মামলার বিল, ইন্ডিয়ান ভিসার বিল, ই-পর্চা বিল) পেমেন্ট করার সুযোগ পান উপায় একাউন্ট এর গ্রাহকরা।

ফি পরিশোধ ঃ বিভিন্ন সরকারি ফি (যেমন - জন্ম সনদ, ভোটার আইডি কার্ড, ই-পর্চা ফি, ই-নামজারি খতিয়ান ও মৌজা ম্যাপ ডাউনলোড ফি ইত্যাদি) উপায় একাউন্টের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যায়।

উপায় একাউন্টের পিন কোড পরিবর্তনের নিয়ম

বাটন ফোনে উপায়ে একাউন্ট খোলার নিয়ম উপরের আলোচনা পড়ে আমরা জেনেছি। আপনাদেরকে জানিয়ে দেবো উপায় একাউন্টের পিন কোড পরিবর্তন করার জন্য কি করতে হবে সে সম্পর্কে। উপায় অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য চার সংখ্যার একটি পিন কোড ব্যবহার করতে হয়। যদি আপনি এই কোড পরিবর্তন করতে চান তাহলে নিম্নোক্ত উপায় গুলো অনুসরণ করতে হবে। 

আরও পড়ুন ঃ অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম ২০২৫ জেনে নিন।

  • ডায়াল অপশন থেকে *268# ডায়াল করতে হবে,
  • এরপরে মাই উপায় "My Upay" অপশনে ক্লিক করতে হবে,
  • এখানে পুরাতন পিন নাম্বার দেখার অপশনে পুরাতন পিন কোড লিখতে হবে,
  • এরপরে নতুন পিন নম্বর লেখার অপশনে নতুন পিন কোড লিখতে হবে,
  • এবার নতুন পিন নম্বরটি কনফার্ম করার জন্য পুনরায় নতুন পিন নাম্বারটি লিখতে হবে,
  • এবার ওকে করলেই আপনার পিন কোডটি সফলতার সাথে পরিবর্তন হয়ে যাবে।

বি ঃ দ্র ঃ এই পিন কোডটি অত্যন্ত গোপনীয় তথ্য। এটি অন্য কারো সাথে শেয়ার করা যাবে না। পিন কোডটি অত্যন্ত গোপনীয়ভাবে সংরক্ষণ করুন।

উপায় উকাউন্টের পিন কোড ভুলে গেলে যা করবেন

উপায় একাউন্টের পিন কোড ভুলে গেলে কোন দুশ্চিন্তার কারণ নেই। উপায় একাউন্টের পিন কোড যে কোন সময় পরিবর্তন করা যায়। যদি আপনি উপায় একাউন্টের পিন কোড ভুলে যান তাহলে নতুন পিন কোড তৈরি করে নিবেন। নতুন পিন কোড তৈরি করার জন্য নিম্নোক্ত উপায়গুলো অনুসরণ করুন।

  • আপনার হাতে থাকা মোবাইলের ডায়াল অপশন থেকে *268# ডায়াল করতে হবে, 
  • এরপরে রিসেট পিন (Reset pin) অপশনে ক্লিক করতে হবে,
  • এখানে নতুন পিন লেখার অপশনে নতুন পিন কোড লিখতে হবে,
  • এরপরে ওকে করলেই নতুন পিন কোডটি সফলতার সহিত পরিবর্তন হবে যাবে।

উল্লেখ্য যে, যদি কোন কারনে রিসেট পিন দেওয়ার পরেও পিন নাম্বার পরিবর্তন না হয়। তাহলে আপনার পাশে উপায় কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ঠিক করে নিতে হবে।

উপায় একাউন্ট বন্ধ করার নিয়ম

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৫ এই আর্টিকেলটি পড়ে ভালো ভাবেই জেনেছেন। এছাড়াও জেনেছেন পিন কোড পরিবর্তন করার নিয়ম ও পিন কোড ভুলে গেলে করণীয় সম্পর্কে। এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো উপায় অ্যাকাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে উপায় অ্যাকাউন্ট বন্ধ করার জন্য উপায় একাউন্টের ব্যালেন্স শূন্য করতে হয়। ব্যালেন্স থাকা অবস্থায় অ্যাকাউন্ট বন্ধ করা যায় না। অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হয়েছিল ঠিক ঐ সকল কাগজপত্র নিয়ে উপায় কাস্টমার কেয়ার অফিসে যোগাযোগ করে উপায় একাউন্ট বন্ধ করে নিতে হবে।

বি ঃদ্র ঃ উপায় একাউন্ট ঘরে বসে খোলা গেলেও উপায় একাউন্ট ঘরে বসে বন্ধ করা যায় না।

উপায় একাউন্টের ব্যাংকিং কোড কত 

উপায় একাউন্টের মোবাইল ব্যাংকিং কোড জানার জন্য আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন। তাদের জন্য বলছি উপায় একাউন্ট এর মোবাইল ব্যাংকিং কোড হলো *268# । এই কোডটি ডায়াল করে পিন কোড ব্যবহার করে উপায় অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন বা উপায় একাউন্ট পরিচালনা করতে পারবেন।

বাটন ফোনে উপায় একাউন্ট দেখার নিয়ম 

বাটন ফোনে উপায় অ্যাকাউন্ট খোলার নিয়ম, পিন কোড তৈরির নিয়ম ও পিন কোড পরিবর্তনের নিয়মসহ সকল তথ্যগুলো বিস্তারিতভাবে উপরের আলোচনা পড়ে জেনেছেন। আপনারা অনেকেই বাটন ফোনে উপায় অ্যাকাউন্ট দেখার জন্য গুগলে সার্চ করে থাকেন। বাটন ফোনে একাউন্ট দেখার জন্য *268# ডায়াল করে পিন নম্বর দিয়ে ব্যালেন্স চেক করতে পারবেন, এছাড়াও একাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য পাবেন।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ, আশা করি বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়মসহ অন্যান্য তথ্যাবলী এই আর্টিকেলটি পড়ে বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এরকম আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরাও এ তথ্যগুলো জানতে পারেন। একাউন্টের পিন কোড অত্যন্ত গোপনীয় তথ্য। এটি কারো সাথে শেয়ার করা যাবে না। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Shimul
    Shimul May 7, 2025 at 3:48 PM

    Great information

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url