রকেট একাউন্ট খোলার নিয়ম রকেট একাউন্ট দেখার নিয়ম জেনে নিন

রকেট একাউন্ট খোলার নিয়ম রকেট একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। আপনি কি রকেট অ্যাকাউন্ট খোলার নিয়ম জানতে চাচ্ছেন? তাহলে আর দেরি না করে এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি পড়ুন। স্মার্ট ফোন কিম্বা বাটন ফোন উভয় ফোনেই রকেট একাউন্ট খোলার ও একাউন্ট দেখার সব নিয়ম জানতে পারবেন।

রকেট একাউন্ট খোলার নিয়ম রকেট একাউন্ট দেখার নিয়ম

বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংক কর্তৃক পরিচালিত নগদ, বিকাশ ও উপায়ে এর মত সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা হলো রকেট মোবাইল ব্যাংকিং সিস্টেম। এই রকেট মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে খুব সহজেই দেশ-বিদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা আদান-প্রদান তথা আর্থিক লেনদেন করা যায়। চলুন দেখে নেওয়া যাক সকল ধরনের আর্থিক লেনদেন করার জন্য রকেট একাউন্ট কিভাবে খুলতে হয়।

পেজ সুচিপত্র

রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট খোলার নিয়ম রকেট একাউন্ট দেখার নিয়মে আমরা এখন আপনাদেরকে জানিয়ে দিব রকেট একাউন্ট খোলার প্রচলিত নিয়ম সম্পর্কে অর্থাৎ রকেট একাউন্ট কয় নিয়মেখোলা যায় সে সম্পর্কে। রকেট একাউন্ট খোলার জন্য এখন আর রকেটের কাস্টমার কেয়ার বা রকেটের সার্ভিস পয়েন্টে যাওয়ার প্রয়োজন হয় না। বর্তমান তথ্যপ্রযুক্তি যুগে ঘরে বসে রকেট একাউন্ট খোলা যায়। ঘরে বসে রকেট একাউন্ট খোলার জন্য দুটি নিয়ম বা পদ্ধতি অনুসরণ করা হয়।

  • স্মার্টফোনে রকেট অ্যাপস ব্যবহার করে রকেট একাউন্ট খোলা যায়। অপরদিকে
  • স্মার্টফোন বা বাটন ফোনে রকেটের কোড ডায়াল করে একাউন্ট খোলা যায়।

রকেট একাউন্ট খুলতে কি কি লাগে

রকেট একাউন্ট খোলার নিয়ম রকেট একাউন্ট দেখার নিয়ম সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বলতে কি কি কাগজপত্র লাগে সে সম্পর্কে। তাহলে আপনি আর্টিকেলটির এ অংশটুকু পড়ে জেনে নিন। রকেট একাউন্ট খুলতে যেসব জিনিসপত্র প্রয়োজন হয় তার একটা তালিকা নিম্ন প্রদান করা হলো 

  1. স্মার্ট ফোন বা বাটন ফোন,
  2. নিজের নামে রেজিস্ট্রেশনকৃত সচল সিম, (মোবাইল নাম্বার),
  3. জাতীয় পরিচয় পত্রের কপি,
  4. জাতীয় পরিচয়পত্রের মালিক স্বয়ং থাকতে হয়,
  5. ইন্টারনেট সংযোগ (রকেট অ্যপসের মাধ্যমে রকেট একাউন্ট খোলার জন্য প্রয়োজন হয়)।

উপরোক্ত জিনিসগুলো ঠিকঠাক মতো থাকলে আপনি ঘরে বসেই মোবাইল ফোনে রকেট একাউন্ট খুলতে পারবেন।

আরও পড়ুন ঃ ঘরে বসে বিকাশের নতুন অ্যাকাউন্ট কিভাবে করবেন জেনে নিন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৫

রকেট একাউন্ট খোলার নিয়ম রকেট একাউন্ট দেখার নিয়ম সম্পর্কিত আজকের আর্টিকেলটির এ পর্যায়ে আমরা জেনে নেব রকেট একাউন্ট ওপেন নিয়ম ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনারা আগেই জেনেছেন দুটি উপায় অনুসরণ করে রকেট একাউন্ট খোলা যায়। আমরা নিচে ধারাবাহিকভাবে দুটি উপায়ে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করবো

আরও পড়ুন ঃ নগদ একাউন্ট খোলার ও বন্ধ করার নিয়ম জেনে নিন।

বাটন ফোনে কোড ডায়াল করে রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানাবো বাটন ফোনে বা স্মার্টফোনে কোড *322# ডায়াল করে রকেট অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। কোড ডায়াল করে রকেট একাউন্ট খোলার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। *322# কোন ডায়াল করে বাটন ফোন বা স্মার্টফোনে রকেট একাউন্ট খোলার ধাপগুলো নিম্নে আলোচনা করা হলো।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৫

প্রথম ধাপ ঃ যে কোন ফোন থেকে স্টার থ্রি ডাবল টু হ্যাঁস বা  *322# কোডটি ডায়াল করতে হবে।

দ্বিতীয় ধাপ ঃকোড ডায়াল করার পরে আপনার মোবাইলে কয়েকটি অপশন দেখাবে, এগুলোর মধ্যে থেকে 1 লিখে সেন্ড করতে হবে।

তৃতীয় ধাপ ঃ উপরোক্ত ধাপ দুইটি সফলতার সহিত সফল হলে এই ধাপে আপনাকে ৪ (চার) ডিজিটের একটূ পিন কোড র্তৈরি করতে বলা হবে। ৪ (চার) ডিজিটের পিন কোডটি তৈরি করে সেন্ড করলেই রকেটে আপনার নতুন একাউন্ট ওপেন হয়ে যাবে।

স্মার্টফোনে রকেট অ্যাপসের মাধ্যমে রকেট একাউন্ট খোলার নিয়ম

স্মার্টফোনে রকেট আপস এর মাধ্যমে রকেট অ্যাকাউন্ট  খোলার নিয়ম সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানাবো স্মার্ট মোবাইলে রকেট অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। নিম্নোক্ত ধাপ গুলো অনুসরণ করে স্মার্টফোনে রকেট অ্যাপস ব্যবহার করে রকেট  অ্যাকাউন্ট খোলার নিয়ম প্রদান করা হলো। 

প্রথম ধাপ ঃ মোবাইলে রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে একাউন্ট খোলার জন্য প্রথমেই  গুগল প্লে স্টোরে গিয়ে রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপসটি (Rocket Mobile banking) ইন্সটল করতে হবে।

আরও পড়ুন ঃ বাটন ফোনে উপায়ে একাউন্ট খোলার নিয়ম ২০২৫।

দ্বিতীয় ধাপ ঃ রকেট অ্যাপসটি ইন্সটল হয়ে গেলে ফোন নাম্বারসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই অ্যাপসটি রেজিস্ট্রেশন হওয়ার জন্য কোন পারমিশন চাইলে অর্থাৎ Yes করে দিতে হবে।

তৃতীয় ধাপ ঃউপরোক্ত ধাপটি সফলভাবে সম্পন্ন হলে তৃতীয় ধাপে পরিচয় পত্রের (NID) নাম্বার লিখতে হবে এবং পরবর্তী বাটনে ক্লিক করে দিতে হবে।

চতুর্থ ভাগ ঃএই রাতে আপনার মোবাইল নাম্বারটি বাংলাদেশের প্রচলিত কোন অপারেটরের (গ্রামীণফোন, টেলিটক, বাংলালিংক, রবি ইত্যাদি) সেইটি সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি কল আসবে। এই কলটির মাধ্যমে আপনাকে একটি সিকিউরিটি কোড দেয়া হবে।

আরও পড়ুন ঃ অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম ২০২৫ জেনে নিন।

পঞ্চম ধাপ ঃ কলটা কেটে দেওয়ার সাথে সাথে সিকিউরিটি কোডটি লিখে পেজের নিচের দিকে ফাঁকা ঘরে পিন কোড লিখতে হবে। পিন কোড লেখা হয়ে গেলে যাচাই করুন অপশনে ক্লিক করতে হবে।

ষষ্ঠ ধাপ ঃ উপরের ধাপগুলো সম্পন্ন হয়ে গেলে এই ধাপে আপনাকে রকেট একাউন্টের ভেতরে নিয়ে যাবে। এখানে আপনাকে KYC (কে ওয়াই সি) ভেরিফিকেশন করতে বলা হবে। এখানে রকেট অ্যাপস এর ভিতরে নিবন্ধন সম্পন্ন করুন বাটনে ক্লিক করতে হবে।

সপ্তম ধাপ ঃ এই ধাপে একাউন্টের ধরন সিলেক্ট করতে বলা হবে একাউন্টে ধরেন সিলেক্ট করার পরে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে সাবমিট করে দিতে হবে।

অষ্টম ধাপ ঃ অষ্টম ধাপে আপনার সকল তথ্য সঠিকভাবে যাচাই-বাছাই করতে হবে। সব তথ্য ঠিক থাকলে পরবর্তী ধাপে যাতে হবে এবং ক্যামেরা ওপেন করে সেলফি তুলে সাবমিট করতে হবে।

উপরে উল্লেখিত ধাপগুলো সফলতার সহিত সুসম্পন্ন হলে আপনার আবেদনের সকল তথ্য যাচাই-বাছাই অর্থাৎ রিভিউ করে অনুমোদন দিলেই আপনার রকেট একাউন্ট ওপেন হবে এবং আপনি সকল ধরনের আর্থিক লেনদেন করতে পারবেন।

রকেট একাউন্ট দেখার নিয়ম বা ব্যালেন্স চেক করার নিয়ম

রকেট একাউন্ট খোলার নিয়ম রকেট একাউন্ট দেখার নিয়ম সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আমরা আলোচনা করব রকেট একাউন্ট দেখার নিয়ম বা রকেট একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য কি কি করতে হয় সে সম্পর্কে। রকেট একাউন্ট খোলার পরে একাউন্ট দেখার জন্য বা ব্যালেন্স চেক করার জন্য রকেটের ডায়ালিং কোড *322# ডায়াল করে পিন নম্বর বসিয়ে রকেট একাউন্টের লেনদেন সংক্রান্ত সকল তথ্য দেখা যায় অর্থাৎ রকেট একাউন্টের ব্যালেন্সসহ যাবতীয় তথ্য চেক করা যায়।

আরও পড়ুন ঃ লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম জানুন।

রকেট একাউন্ট খোলার বোনাস

আর্টিকেলটির উপরোক্ত আলোচনায় আপনারা রকেট একাউন্ট খোলার নিয়ম রকেট একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এখন আপনাদেরকে জানিয়ে দেবো  রকেট একাউন্ট খোলার সাথে সাথে কত টাকা বোনাস পাওয়া যায় সে সম্পর্কে। রকেট একাউন্ট খোলার সাথে সাথে আগের দিনে ২৫ টাকা ইনস্ট্যান্ট বোনাস পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে বর্তমান সময়ে রকেট একাউন্টের চাহিদা বেড়ে যাওয়ার কারণে বোনাস মানি কমিয়ে ১৫ টাকা করা হয়েছে।

রকেট একাউন্টের সুবিধা

উপরোক্ত আলোচনায় আমরা রকেট একাউন্ট খোলার নিয়ম রকেট একাউন্ট দেখার নিয়ম জেনেছি। এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানাবো রকেট একাউন্টের সুবিধাগুলো কি অর্থাৎ আপনার মোবাইলে রকেট একাউন্ট খোলা থাকলে কি কি সুবিধাগুলো উপভোগ করতে পারবেন সে সম্পর্কে। রকেট একাউন্ট এর সুবিধাগুলো নিম্নে প্রদান করা হলো।

  1. টাকা পাঠানো যায় (সেন্ড মানি),
  2. টাকা নেওয়া যায় (ক্যাশ ইন),
  3. ক্যাশ আউট করা যায় (ক্যাশ আউট),
  4. পানি বিল পরিশোধ করা যায় (পে বিল),
  5. বিদ্যুৎ বিল প্রদান করা যায় (পে বিল),
  6. ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ইত্যাদি।

এছাড়াও রকেট একাউন্টের মাধ্যমে বিভিন্ন সরকারি বিল পে করা যায়।

রকেট একাউন্ট সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা

রকেট একাউন্ট খোলার পরে আপনারা রকেট একাউন্ট সম্পর্কে অনেক প্রশ্ন গুগলে সার্চ করে থাকেন। যে প্রশ্নগুলো আপনি এখানেই পেয়ে যাবেন। এই সাধারণ জিজ্ঞাসা বা প্রশ্ন উত্তর গুলো নিম্নে আলোচনা করা হলো।

প্রশ্ন ঃ বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সিস্টেম কোনটি?

উত্তর ঃবাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সিস্টেম হলো ডাচ-বাংলা ব্যাংক কর্তৃক পরিচালিত রকেট মোবাইল ব্যাংকিং সিস্টেম।

প্রশ্ন ঃ রকেট একাউন্টের ডায়ালিং কোড কত?

উত্তর ঃ রকেট একাউন্টের ডায়ালিং কোড হচ্ছে *322# । এই কোডটি ডায়াল করে পিন নম্বর বসিয়ে রকেট একাউন্ট চেক করা যায়।

প্রশ্ন ঃজন্ম নিবন্ধন সনদ দিয়ে কি রকেট একাউন্ট খোলা যায়?

উত্তর ঃনা, জন্ম নিবন্ধন সনদ দিয়ে রকেট একাউন্ট খোলা যায় না।

প্রশ্ন ঃ রকেট একাউন্টে দেখার নিয়ম কি?

উত্তর ঃরকেট একাউন্ট দেখার নিয়ম হলো *322# ডায়াল করে প্রয়োজনীয় নির্দেশনা মেনে পিন কোড বসিয়ে একাউন্টের  যাবতীয় তথ্য দেখা যায়।

প্রশ্ন ঃ রকেট একাউন্টে ক্যাশ আউট চার্জ কত?

উত্তর ঃ রকেট একাউন্টের ক্যাশ আউট চার্জ এজেন্ট পয়েন্টে শতকরা ১৬ টাকা ৯০ পয়সা, এটিএম বুথে ৯.০০ টাকা। স্যালারি একাউন্টের ক্ষেত্রে এজেন্ট পয়েন্টে ৯.০০ টাকা এবং এটিএম বুথে চার্জ ফ্রি।

প্রশ্ন ঃ রকেট একাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয়া যায়?

উত্তর ঃ রকেট একাউন্ট খুললে আগের দিনে ২৫ টাকা বোনাস পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে ১৫ টাকা বোনাস পাওয়া যায়।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ, আজকের এ আর্টিকেলে রকেট একাউন্ট খোলার নিয়ম রকেট একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যেগুলো রকেট একাউন্ট খোলার জন্য আপনাদের অত্যন্ত উপকারে আসবে এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর্টিকেল শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরাও এ তথ্যগুলো জানতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Shimul
    Shimul May 12, 2025 at 5:07 PM

    Great information

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url