নগদ একাউন্ট খোলার ও বন্ধ করার নিয়ম জেনে নিন

নগদ একাউন্ট খোলার ও বন্ধ করার নিয়ম জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। ডিজিটাল বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার মধ্যে সবচেয়ে সহজ, জনপ্রিয় ও কম খরচে টাকা লেনদেন মাধ্যম হলো নগদ। বর্তমান যুগে এখন আর কেউ ক্যাশ পরিবহন না করে নির্ভর করে মোবাইল ব্যাংকিং এর ক্যাশ লেন-দেন সেবার উপর। টাকা লেন-দেনের জন্য প্রয়োজন হয় নগদের  মতো সাশ্রয়ী খরচের মোবাইল ব্যাংকিং মাধ্যম।
নগদ একাউন্ট খোলার ও বন্ধ করার নিয়ম জেনে নিন
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন তথ্য প্রযুক্তির এই যুগে নগদ এর মত মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম, নগদ একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে, নগদ একাউন্টের ডায়ালিং কোড কত? নগদ একাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম, নগদ একাউন্ট বন্ধ করার নিয়মসহ নগদ একাউন্ট সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী। চলুন জেনে নেওয়া যাক নগদ একাউন্ট মোবাইলে খোলার নিয়ম।

পেজ সুচিপত্র

নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্ট খোলার ও বন্ধ করার নিয়ম সম্পর্কিত আলচনার এ পর্যায়ে আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো নগদ একাউন্ট মোবাইলে খোলার জন্য তিনটি পদ্ধতি বা উপায় সম্পর্কে। এই তিনটি পদ্ধতি বা উপায়ের যেকোনটি ব্যবহার করে আপনার মোবাইলে নগদ একাউন্ট খুলতে পারবেন।

  1. স্মার্টফোনে নগদ অ্যাপস ব্যবহার নগদ একাউন্ট খোলা যায়।
  2. বাটন ফোনে *167# কোড ডায়াল করে নগদ একাউন্ট খোলা যায়।
  3. নগদ উদ্যোক্তা সার্ভিস সেন্টারে অথবা আঞ্চলিক কাস্টমার কেয়ার সেন্টারে নগদ একাউন্ট খোলা যায়।

নগদ একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে

ঘরে বসে নগদ একাউন্ট খোলার ও বন্ধ করার নিয়ম জানার আগে আমাদেরকে জানতে হবে নগদ একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে সে সম্পর্কে। নগদ একটি মোবাইল ব্যাংকিং বা আর্থিক সেবা প্রতিষ্ঠান। সেজন্য এখানে ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন কাগজপত্রের প্রয়োজন হয়, যেমন - 

  1. একটি সচল সিম কার্ড।
  2. অ্যাপসের মাধ্যমে নগদ একাউন্ট খোলার জন্য একটি স্মার্ট ফোন।
  3. একটি বাটন ফোন (কোড ডায়াল করে নগদ একাউন্ট খুলতে চাইলে)।
  4. গ্রাহকের জাতীয় পরিচয় পত্র।
  5. গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
  6. যার নামে একাউন্ট খোলা হবে তার স্বাক্ষর এবং তাকে উপস্থিত থাকতে হবে।
  7. ইন্টারনেট সংযোগ।

উপরোক্ত ডকুমেন্টগুলো থাকলে আপনি ঘরে বসে খুব সহজেই নগদ একাউন্ট খুলতেও পারবেন আবার প্রয়োজনে বন্ধ করতেও পারবেন।

নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৫

নগদ একাউন্ট খোলার ও বন্ধ করার নিয়ম জানার জন্য বিভিন্ন উপায় অনুসরণ করে বা গুগলে সার্চ করে আপনারা এ তথ্যগুলো জানার চেষ্টা করেন। এই আর্টিকেলটি পুরোপুরি পড়লে আপনারা নগদের একাউন্ট খোলার নিয়ম জানতে পারবেন। নগদ একাউন্ট ওপেন করার জন্য বিভিন্ন ধাপে ধাপে নতুন একাউন্টের কাজগুলো সম্পন্ন হয়। চলুন দেখে নেওয়া যাক নগদ একাউন্ট ওপের করার সেই ধাপগুলো।

নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৫

প্রথম ধাপ ঃ আপনার স্মার্ট ফোনের প্লে স্টোরে গিয়ে নগদ অ্যাপস ইনস্টল করে নিন। নগদ অ্যাপস ইনস্টল হয়ে গেলে ফোন নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করতে গিয়ে যদি কোন পারমিশন চায় তাহলে এলাও করে দিন।

দ্বিতীয় ধাপ ঃ প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেলে নগদ অ্যাপসটি ওপেন করে নতুন একাউন্ট খুলুন অপশনে প্রেস করুন। প্রেস করার পরে নতুন একাউন্ট খুলতে সম্মত আছেন এই অপশন সিলেক্ট করে দিন।

আরও পড়ুন ঃ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার জন্য বিদ্যুৎ অফিসে অভিযোগের নিয়ম জেনে নিন।

তৃতীয় ধাপ ঃদ্বিতীয় ধাপটি সফলতার সহিত কমপ্লিট হয়ে গেলে যে নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন সেই নম্বর ইনপুট দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে এবং নম্বরটি যেই অপারেটরের (টেলিটক, গ্রামীণফোন, বাংলা লিংক, রবি, এয়ারটেল ইত্যাদি) সেই অপারেটির সিলেক্ট করতে হবে।

চতুর্থ ধাপ ঃ উপরের ধাপটি সফলতার সহিত কমপ্লিট হয়ে গেলে আপনার জাতীয় পরিচয় পত্রের ইনফরমেশন চাবে এবং জাতীয় পরিচয়পত্রের দু'পাশেরই ছবি পরিষ্কার করে তুলে পরবর্তী বাটনে প্রেস করতে হবে। এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের সমস্ত ইনফরমেশন শো করবেএবং সকল সঠিক তথ্য ভালোভাবে আপলোড করে করে পরবর্তী ধাপে যেতে হবে।

পঞ্চম ধাপ ঃ এই ধাপে আরও কিছু তথ্য জানতে চাওয়া হবে এবং সেগুলো সঠিকভাবে পূরণ করে দিতে হবে। এরপরে যে ব্যক্তির নামে নগদ একাউন্ট খুলবেন অর্থাৎ যে পরিচয়পত্রের ব্যাক্তি সেই ব্যক্তির লাইভ ফটো বা সেলফি তুলতে হবে নিম্নত্র নিয়মগুলো মানতে হবে।

  1. চশমা ছাড়া সেলফি (ছবি) তুলতে হবে।
  2. সেলফি তোলার সময় লেপ্স এর মধ্যে একটি স্বয়ংক্রিয় বর্গাকৃতির ফ্রেম তৈরি হবে, সেই ফ্রেমের মধ্যে পুরো মুখমণ্ডল বা ফেইস রাখতে হবে।
  3. পর্যাপ্ত আলোতে সেলফি তুলতে হবে যেন ছবিটি স্পষ্ট বোঝা যায়।
  4. সেলফি তোলা হয়ে গেলে ছবিটি আপলোড বা সাবমিট করে দিন।

ষষ্ঠ ধাপ ঃ উপরোক্ত সবগুলো ধাপ কমপ্লিট হয়ে গেলে এই ধাপে আপনি নগদের সাথে সম্মত আছেন এইটি সিলেক্ট করে একটি স্বাক্ষর করে সাবমিট করে দিলে এখানে আপনার আপলোডকৃত সকল তথ্য শো করবে।

আরও পড়ুন ঃ অনলাইনে জমি খতিয়ান বের করার নিয়ম ২০২৫ জেনে নিন।

সপ্তম ধাপ ঃ উপরোক্ত সবগুলো ধাপ সফলতার সহিত কমপ্লিট হয়ে গেলে, এই ধাপে পুনরায় সাবমিট করার অপশন আসবে। সবকিছু ভেরিফাই করে সাবমিট করে দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনার নগদ একাউন্ট চালু হয়ে যাবে অর্থাৎ নগদ একাউন্ট খোলা হয়ে গেল।

অষ্টম ধাপ ঃএখানে যদি কোন ভুল থাকে তাহলে নগদ একাউন্ট ওপেন হবে না। ভুল থাকলে আপনাকে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে। আর যদি ঠিক থাকে তাহলে আপনি নতুন ৪ ডিজিটের পিন কোড সেট করে নবদ একাউন্টের সব ধরনের আর্থিক সেবা গ্রহন করতে পারবেন।

নগদ একাউন্ট ও এর পিন কোড সেট করার নির্দেশনা ও সতর্কতা 

ঘরে বসে নগদ একাউন্ট মোবাইলে খোলার নিয়মসহ যাবতীয় তথ্যগুলো আর্টিকেলটির উক্ত আলোচনায় আমরা জেনেছি। এখন আমরা নগদ একাউন্ট ও এর পিন কোড সম্পর্কে কিছু সর্তকতা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। যে বিষয়গুলো সব সময় সতর্কতার সহিত হ্যান্ডেল করতে হবে।

  1. নগদ একাউন্টের পিন কোড কঠিন ও শক্তিশালী ৪ (চার) ডিজিটের পিন কোড তৈরি করতে হবে।
  2. এই পিকটি অত্যন্ত গোপনীয় তথ্য সুতরাং অন্য কাউকে শেয়ার করা যাবে না।
  3. পিন কোডটিতে একটির বেশী শূন্য রাখা উচিত নয়, আবার শুরুতেই শুন্য দেওয়া যাবে না।
  4. পিন কোডটি যেন ভুলে না যান সেজন্য গোপনীয় ভাবে লিখিত আকারে সংরক্ষণ করতে হবে।
  5. নগদ একাউন্টের আর্থিক লেনদেনসহ সকল ধরনের আর্থিক সেবা পাওয়ার জন্য ভূল পিন কোড বসানো যাবে না। এতে করে একাউন্ট লক হয়ে যেতে পারে।

নগদ একাউন্টের ডায়ালিং কোড কত

ঘরে বসে নগদ একাউন্ট খোলার ও বন্ধ করার নিয়ম আপনারা উপরের আলোচনা পড়ে জেনেছেন। নগদ একাউন্ট দেখভাল করার জন্য এর একটি ডায়ালিং কোড রয়েছে, যে কোড ডায়ার করে পিন কোডের মাধ্যমে নগদ একাউন্ট সম্পর্কে সবকিছু জানতে পারবেন। নগদ একাউন্টে ডায়ালিং করতে হলো *167# 

নগদ একাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম

ঘরে বসে নগদ একাউন্ট খোলার পরে সেই একাউন্ট পরিচালনা করার জন্য একটি কোড রয়েছে যে কোড ডায়াল করে পিন কোড ঢুকে নগদ একাউন্টের ব্যালেন্স দেখাসহ সব ধরনের আর্থিক লেনদেন পরিচালনা করা যায়। নগদ একাউন্টের ব্যালেন্স দেখার কোডটি হলো *167#

নগদ একাউন্টের পিন কোড ভুলে গেলে কি করবেন

নগদ একাউন্ট খোলা ও বন্ধ করার নিয়ম, নগদ একাউন্টের ডায়ালিং কোড ও একাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম ইতোমধ্যে আপনারা জেনেছেন। এখন আমরা আলোচনা করবো নগদ একাউন্টের পিন কোড ভুলে গেলে কি করবেন সে সম্পর্কে। নগদ একাউন্টের পিন কোড ভুলে গেলে হতভম্ব বা বিস্মিত হওয়ার কিছু নেই, কারন যে কোন সময় নতুন করে পিন কোড তৈরি করা যায়। পিন কোড ভুলে গেলে নিম্নোক্ত উপায়গুলো অনুসরণ করে নতুন পিন কোড তৈরি করে নিন।

আরও পড়ুন ঃ মোবাইল ফোনের উপকারিতা ও ক্ষতিকর দিক।

  • ১.*167#নাম্বারে ডায়াল করতে হবে।
  • ২. পিন রিসেট অপশন সিলেক্ট করে 8 লিখে রিপ্লাই দিতে হবে।
  • ৩. পরবর্তী মেনু থেকে রিসেট পিন অপশন সিলেক্ট করে 1 লিখে রিপ্লাই দিতে হবে।
  • ৪. এই অপশনে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার প্রদান করে রিপ্লাই করতে হবে। 
  • ৫.সঠিকভাবে এনআইডি কার্ডের তথ্য প্রদান করলে এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন পাবেন 
  • ৬.এই অপশনে নগদ একাউন্ট ওনারের জন্ম তারিখ প্রদান করতে হবে যেই জন্ম তারিখ দিয়ে নগদ একাউন্ট খোলা ছিল।
  • ৭.এই অপশনে নগদ একাউন্টে ৯০ দিনের যেকোনো লেনদেন বা এর ধরন ভেরিফাই করার জন্য বলা হবে 
উপরোক্ত নির্দেশনা গুলো অনুসরণ করে নগদ একাউন্টে পিন রিসেট এর প্রথম সম্পন্ন হবে এবং পরবর্তীতে নগদ একাউন্টের নতুন পিন সেট করে নিতে হবে।

নগদ একাউন্টের পিন কোড পরিবর্তনের নিয়ম

ঘরে বসে নগদ একাউন্ট চালু করার পরে এমনটিও হতে পারে যে পিন কোড বা পাসওয়ার্ড দুর্বল বা আপনার পছন্দ হচ্ছে না। সে ক্ষেত্রে আপনি পিন কোড বা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। নগদের পিন কোড পরিবর্তন করা কোন কঠিন কাজ নয়। ঘরে বসে আপনি নিজেই নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে পাসওয়ার্ড বা পিন কোড পরিবর্তন করতে পারবেন।

  • ১.নগদ একাউন্টে পিন পরিবর্তন করার জন্য প্রথমেই *167#নাম্বারে ডায়াল করতে হবে।
  • ২.এরপরে পিন রিসেট অপশন সিলেক্ট করে ৪ লিখে রিপ্লাই করতে হবে।
  • ৩.এরপর পরে চেন্জ অপশন সিলেক্ট করে ২ লিখে রিপ্লাই দিতে হবে।
  • ৪.এর পরে আপনার নগদ একাউন্টের বর্তমান পিন লিখে রিপ্লাই দিতে হবে।
  • ৫.এরপরে নগদ একাউন্টের নতুন পিন লিখে রিপ্লাই করতে হবে।
  • ৬.পুনরায় নতুন পিন প্রদান করে নতুন দিন কনফার্ম করতে হবে 
উক্ত নিয়মগুলো সঠিক ভাবে অনুসরণ করে আপনার নগদ একাউন্টের পিন কোড পরিবর্তন করতে পারবেন।

নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কত 

ঘরে বসে নগদ একাউন্ট ওপেন করার পরে আপনারা একটি বিষয় জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। সেটি হলো নগদ অ্যাকাউন্টের ক্যাশ আউট সার্চ কত? নগদে ক্যাশ আউট করার জন্য বিভিন্ন ধরনের চার্জ রয়েছে। যেমন - 

  1. নগদ ইসলামিক অ্যাপস থেকে ক্যাশ আউট চার্জ ১৫/= (পনেরো) টাকা।
  2. নগদ রেগুলার অ্যাপস থেকে ক্যাশ আউট চার্জ ১২.৫০/= (সাড়ে বারো) টাকা।
  3. নগদের কোড ডায়াল করে লেনদেন করলে চার্জ সবসময় একই রকম অর্থাৎ ১৫/= (পনেরো) টাকা।

বাটন ফোনে নগদ একাউন্ট খোলার নিয়ম 

উপরোক্ত আলোচনায় আমরা নগদ একাউন্ট খোলার নিয়ম জেনেছি। একই নিয়মগুলো অনুসরণ করে বাটন ফোনে নগদের কোড *167# ডায়াল করে নগদ একাউন্ট খোলা যায়। বাটন ফোনে নগদ একাউন্ট খুলতে চাইলে যে সিম দিয়ে একাউন্ট খুলবেন সেই সিমটি অবশ্যই আপনার নামে রেজিস্ট্রেশন থাকতে হবে। আপনার নামে রেজিস্ট্রেশনকৃত সিম হলে ন্যাশনাল আইডি কার্ডে ভেরিফিকেশন সহজ হবে।

নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম

ঘরে বসে নগল একাউন্ট খোলার সকল ধরনের নিয়ম একাউন্টের লেনদেনের কোড ও ডায়ালিং কোড সহ সকল তথ্যগুলো জানতে পেরেছেন এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব যদি কোন কারণে নগদ একাউন্ট বন্ধ করতে হয় সে ক্ষেত্রে করনীয় হিসেবে বিষয়গুলো। নগদ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য নিম্নোক্ত নিয়মগুলো অনুসরণ করতে হবে।

  1. নগদ একাউন্ট বন্ধ করতে হলে এর ব্যালেন্স শূন্য করতে হবে।
  2. ব্যালেন্স থাকা অবস্থায় নঘদ একাউন্ট বন্ধ করা যায় না।
  3. যেই ভোটার আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খোলা আছে ঐ ভোটার আইডি কার্ড ও যে ব্যক্তির নগদ একাউন্ট, ঐ ব্যক্তিসহ কাস্টোমার কেয়ারে গিয়ে নগদ একাউন্ট বন্ধ করে নিতে হবে।
উল্লেখ্য যে ঘরে বসে নগদ একাউন্ট খোলা গেলেও ঘরে বসে নগদ একাউন্ট বন্ধ করা যায় না।

উপসংহার

আশা করি, নগদ একাউন্ট খোলার ও বন্ধ করার নিয়ম সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে এ সকল তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। নগদ একাউন্টের পিন কোড বা ওটিপি কোন অবস্থাতেই শেয়ার করা উচিত নয়। নগদ একটি আর্থিক সেবা প্রতিষ্ঠান। সুতরাং সতর্কতার সহিত এই একাউন্ট ব্যবহার করা উচিত। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url