উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম ২০২৫ জেনে নিন
উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম জানার জন্য আপনি কি গুগলে সার্চ করছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। বর্তমান সময়ে টাকা লেনদেনের সব গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর মধ্যে একটি হলো মোবাইল ব্যাংকিং। এই মোবাইল ব্যাংকিং এর মধ্যে অন্যতম হলো উপায়। উপায় হলো নগদ, বিকাশ ও রকেটের মতো একটি মোবাইল ব্যাংকিং সেবা। এই সেবা পাওয়ার জন্য মোবাইলে একটি উপায় অ্যাকাউন্ট খুলে নিতে হবে। কিন্তু কিভাবে খুলবেন উপায় একাউন্ট?
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন মোবাইল ফোনে কিভাবে সহজেই উপায় একাউন্ট খুলতে পারবেন? ও উপায় একাউন্টে টাকা লেনদেন করার নিয়মসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী। আজকের আর্টিকেলটিতে আলোচনা করা পদ্ধতি অনুসারে মোবাইল ফোনে সহজেই উপায় একাউন্ট খুলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক উপায় একাউন্ট খোলার নিয়ম কানুন।
পেজ সুচিপত্র
উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম
উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম রয়েছে দুইটি অর্থাৎ যদি কেউ মোবাইলে উপায় একাউন্ট খুলতে চান তাহলে দুটি পদ্ধতি অনুসরণ করে এই উপায় একাউন্ট খুলতে পারবেন। একটি হচ্ছে মোবাইলে উপায় অ্যাপস ব্যবহার করে উপায় একাউন্ট খোলা এবং অন্যটি হচ্ছে এজেন্টের কাছে গিয়ে উপায় একাউন্ট খুলে নেওয়া। আর্টিকেলটির নিচের দিকে পড়ে উপায় একাউন্ট খোলার এই দুটি উপায় (পদ্ধতি) সম্পর্কে জেনে নিন।
উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম ২০২৫
উপায় একাউন্ট খোলার সহজ নিয়মগুলো জেনে আপনি ইচ্ছা করলে ঘরে বসেই উপায় একাউন্ট খুলতে পারবেন। মোবাইলে উপায় একাউন্ট খোলা এমন কোন কঠিন কাজ নয়। যে ব্যক্তি উপায় একাউন্ট খুলতে চান তাকে স্বশরীরে উপস্থিত থেকে নিম্নোক্ত প্রয়োজনীয় উপকরণগুলো হাতের রাখতে হবে।
- একটি স্মার্টফোন,
- একটি সচল সিম কার্ড,
- জাতীয় পরিচয় পত্র,
- ইন্টারনেট সংযোগ,
- উক্ত ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে।
উপরে উল্লেখিত প্রয়োজনীয় উপকরণ ও কাগজপত্র থাকলে আপনি এখনই ঘরে বসে সহজেই উপায় একাউন্ট খুলে নিতে পারবেন। উপায় একাউন্ট খোলার জন্য বিভিন্ন ধাপে ধাপে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। চলুন জেনে নেওয়া যাক সেগুলো।
আরও পড়ুন ঃ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার জন্য বিদ্যুৎ অফিসে অভিযোগের নিয়ম জেনে নিন।
উপায় অ্যাপস দিয়ে একাউন্ট খোলার সহজ নিয়ম
উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম জানার জন্য এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব উপায় অ্যাপস ব্যবহার করে কিভাবে উপায় একাউন্ট খোলা যায় সে সম্পর্কে। এই একাউন্ট তৈরি করার জন্য স্মার্টফোনের গুগল প্লে স্টোরে গিয়ে উপায় (Upay) অ্যাপস ইনস্টল করে নিন। ইন্সটল হয়ে গেলে আপনার মোবাইলে রেজিস্ট্রেশন করে নিন। উপায় অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
আরও পড়ুন ঃ অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম ২০২৫ জেনে নিন।
প্রথম ধাপ ঃ উপায় অ্যাপসটি ইনস্টল ও রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে অ্যাপসটি ওপেন করুন। এরপর পারমিশন চাইলে এলাও (Allow) করে দিন। অতঃপর যে নাম্বারে উপায় একাউন্ট খুলতে চান সেই নাম্বারটি লিখে ভেরিফাই নাম্বার (Verify Number) বাটনে ক্লিক করতে হবে।
দ্বিতীয় ধাপ ঃপ্রথম ধাপটি সঠিকভাবে সম্পন্ন হয়ে গেলে আপনার কাছে আবারও পারমিশন চাইতে পারে। যদি পারমিশন চায় তাহলে এলাও (Allow) করে দিবেন। এলাও করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) নাম্বার আসবে। সেইটি সঠিক জায়গায় বসাতে হবে অথবা অটোমেটিকালি বসে যেতে পারে।
তৃতীয় ধাপ ঃদ্বিতীয় ধাপটি সুসম্পন্ন হয়ে গেলে, যে ব্যক্তি উপায় অ্যাকাউন্ট খুলবেন তার জাতীয় পরিচয় পত্রের সামনের ও পিছনের অংশের ছবি নেওয়ার অপশন আসবে। প্রথমে জাতীয় পরিচয়পত্রের সামনে অংশের ছবি তুলে সাবমিট করতে হবে এরপরে পিছনের অংশের ছবি তুলে সাবমিট করতে হবে। ছবি সাবমিট করার পরে জাতীয় পরিচয় পত্র ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে।
চতুর্থ ধাপ ঃতৃতীয় ধাপটি কমপ্লিট হয়ে গেলে, আপনার ব্যক্তিগত পরিচয় সম্পর্কিত একটি অপশন আসবে। যেখানে আপনার নাম, পেশা, লিঙ্গ ও অন্যান্য তথ্যাবলী নির্বাচন করে দিতে হবে। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার নাম-ঠিকানাসহ সকল তথ্য সঠিকভাবে পূরণ করে কনফার্ম (confirm) করে দিতে হবে।
আরও পড়ুন ঃ পল্লী বিদ্যুৎ মিটারের জন্য অনলাইনে আবেদন করার নিয়ম ২০২৫।
পঞ্চম ধাপ ঃ চতুর্থ ধাপ সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে, মনে রাখার মত এবং শক্তিশালী পিন কোড (Pin Code) বা পাসওয়ার্ড (Password) নাম্বার সেট করুন। পিন কোড বা পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে আপনার নাম্বার এবং পিন কোড দিয়ে একাউন্টে লগইন করতে পারবেন। যেকোন লেনদেন করার সময় এই পিন কোড প্রয়োজন হবে। সুতরাং এই পিন কোড গোপনীয়ভাবে সংরক্ষণ করুন। এই পিন কোডটি খুবই গোপনীয়। কাজেই এই পিন কোডটি অন্য কাউকে জানাবেন না।
পঞ্চম ধাপ সুসম্পন্ন হওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে উপায় একাউন্ট একটিভ হয়ে গেল অর্থাৎ আপনার উপায় একাউন্ট খোলা হয়ে গেল। আপনি এখন আপনার এই উপায় একাউন্টে টাকা লেনদেন করতে পারবেন।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম
আপনি বাটন ফোনে একাউন্ট খুলতে চাচ্ছেন? কিন্তু কিভাবে খুলবেন তা জানেন না! বাটন ফোনে উপায়ে একাউন্ট খোলার সহজ নিয়ম জানার জন্য আপনাকে আমাদের আরেকটি আর্টিকেল "বাটন ফোনে উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম" পড়ে জেনে নিতে হবে অথবা আপনি আপনার নিকটস্থ কোন এজেন্টের সহযোগিতা নিয়েও বাটন ফোনে উপায় একাউন্ট খুলে নিতে পারেন।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম জানতে এখানে ক্লিক করুন
উপায় একাউন্টের মোবাইল ব্যাংকিং কোড
উপায় একাউন্টের মোবাইল ব্যাংকিং কোড কত সেটি জানার জন্য আপনারা google এ সার্চ করে থাকেন। এখন থেকে কোডটি এখানেই পেয়ে যাবেন। উপায় একাউন্টের মোবাইল ব্যাংকিং ডায়ালিং কোড হলো *268# । যেই সিমের নাম্বার দিয়ে একাউন্ট খোলা আছে সিম থেকে এই কোডটি ডায়াল করে উপায় একাউন্টের নিয়ম নীতি মেনে আপনার পিন কোড ও মোবাইল নাম্বার ব্যবহার করে টাকা লেনদেন করতে পারবেন।
আরও পড়ুন ঃ থানায় না গিয়ে ঘরে বসেই অনলাইনে জিডি করার নিয়ম জেনে নিন।
উপায় একাউন্ট দেখার সহজ নিয়ম
আর্টিকেলটির উপরের আলোচনায় আমরা উপায় অ্যাকাউনট খোলার সহজ নিয়ম জেনেছি, উপায় একান্টের কোড জেনেছি। এখন আমরা জেনে নিব উপায় একাউন্ট দেখার সহজ নিয়ম সম্পর্কে। স্মার্টফোনে উপায় অ্যাপস ব্যবহার করে উপায় অ্যাকাউন্টের ব্যালেন্সসহ অন্যান্য তথ্যাবলী দেখা যায়। আবার *268# ডায়াল করে সহজেই উপায় একাউন্টে যাবতীয় তথ্যগুলো দেখা যায়।
আরও পড়ুন ঃ মোবাইল ফোনের উপকারিতা ও ক্ষতিকর দিক।
উপায় একাউন্টের পিন কোড ভুলে গেলে কি করবেন
উপরোক্ত আলোচনায় আমরা উপায় অ্যাকাউন্ট খোলার সহজ নিয়মসহ অন্যান্য বিষয়গুলো জেনেছি। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব উপায়ে একাউন্টের পিন কোড ভুলে গেলে কি করবেন সে সম্পর্কে। উপায় একাউন্টের পিন কোড ভুলে গেলে মনে কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ পিন কোডটি পরিবর্তন করা যায়। উপায় একাউন্টের পিন কোড নিম্নোক্ত উপায়গুলো অনুসরণ করে পরিবর্তন করে নিন।
- আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *268# ডায়াল করুন,
- এরপরে রিসেট পিন (Reset pin) অপশনে ক্লিক করুন,
- নতুন পিন নাম্বার লিখে ওকে করুন,
- এরপরে আপনার পিন নাম্বারটি সফলতার সহিত পরিবর্তন হয়ে যাবে।
রিসেট পিন নাম্বারটি সংযোজন করার পরেও যদি পিন নাম্বার পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে নিকটস্থ উপায় কাস্টমার কেয়ারে যোগাযোগ করে নিতে হবে।
উপায় একাউন্ট বন্ধ করার নিয়ম
উপায় অ্যাকাউন্ট খোলার সহজ নিয়ম জেনে একাউন্ট খোলার পরে লেনদেন চলা অবস্থায় বিশেষ কারণবশত: উক্ত একাউন্টটি বন্ধ করার প্রয়োজন হতে পারে। যদি উপায় একাউন্ট বন্ধ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এর ব্যালেন্স শূন্য করে নিতে হবে। ব্যালেন্স থাকা অবস্থায় একাউন্ট বন্ধ করা যায় না। একটি বিষয় মনে রাখতে হবে যে, ঘরে বসে একাউন্ট খোলা গেলেও ঘরে বসে একাউন্ট বন্ধ করা যায় না। একাউন্ট বন্ধ করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হয়েছিল ঐ সকল কাগজপত্র ও যার নামে একাউন্ট তাকেসহ উপয়ের কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে উপায় একাউন্ট বন্ধ করতে হয় হবে।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ আশা করি, আজকের উপায় একাউন্ট খেলা সম্পর্কিত আর্টিকেলটি পড়ে এ সম্পর্কে বিভিন্ন তথ্যাবলী বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্যরাও এতথ্যগুলো জানতে পারে। একাউন্টের পিন কোড অত্যন্ত গোপনীয় তথ্য। এটা অন্য কারো সাথে শেয়ার করা যাবে না। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Nice