জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম
জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলটি লেখা। বর্তমান তথ্যপ্রযুক্তির ডিজিটাল যুগে একটা ইমেল (Email) আইডি থাকবে না এটা কি হয়? আপনারা অনেকেই জিমেইল (Gmail) একাউন্ট বা আইডি তৈরি করতে চান কিন্তু কিভাবে তৈরি করতে হয় সেটা জানেন না। তাহলে আর দেরি কেন? আর্টিকেলটি পড়ে জেনে নিন।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন জিমেইল (Gmail) একাউন্ট তৈরি করার নিয়ম, জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম, জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে কি কি লাগে? এবং জিমেইল একাউন্ট সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পারবেন। তাহলে আর দেরি না করে আর্টিকেলটি পুরোপুরি পড়ে জিমেইল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে তথ্যগুলো জেনে নিন।
পেজ সূচিপত্র
জিমেইল একাউন্ট তৈরি করতে কি কি লাগে
জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কিত আর্টিকেলটিতে আমরা প্রথমে জেনে নেব জিমেইল একাউন্ট তৈরি করতে কি কি ডকুমেন্ট লাগে। জিমেইল মূলত গুগলের নিজস্ব সার্ভিস যার মাধ্যমে গুগল তার নিজস্ব প্রোডাক্ট ব্যবহারের অনুমোদন দিয়ে থাকে। এই জিমেইল একাউন্ট তৈরি করার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয় সেগুলো হলো -
- স্মার্টফোন, ল্যাপটপ ও কম্পিউটার,
- নাম,
- ঠিকানা,
- জন্ম তারিখ,
- ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন। ইত্যাদি।
জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম
জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কিত আর্টিকেলটির প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিব জিমেইল (Gmail) একাউন্ট তৈরি করার নিয়ম সম্পর্কে। তথ্য প্রযুক্তির বর্তমান যুগে প্রায় সকলেরই একটি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট থাকা জরুরি। বিশেষ করে আমরা যারা স্মার্ট ফোন, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্ট টিভি ইত্যাদি ব্যবহার করে থাকি তাদের। জিমেইল একাউন্ট ছাড়া এগুলো ব্যবহার করা প্রায় অসম্ভব। Gmail অ্যাকাউন্ট তৈরি করার প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হয়। নিম্নে জিমেইল একাউন্ট খোলার নিয়ম আলোচনা করা হলো। জিমেইল অ্যাকাউন্ট দুই ধরনের ডিভাইস দিয়ে খোলা যায় -
- একটি হলো স্মার্টফোন ও আইফোন দিয়ে,
- অন্যটি হলো ল্যাপটপ, ডেক্সটপ, ট্যাবলেট ও কম্পিউটার দিয়ে।
স্মার্টফোন দিয়ে জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম
জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো স্মার্টফোন বা আই ফোনে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম সম্পর্কে। আমরা বেশিরভাগ লোকজনই ইমেইল চেক করার জন্য জিমেইল ব্যবহার করে থাকি। জিমেইল থাকে গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে। সেখান থেকে ডাউনলোড দিয়ে একটি নতুন জিমেইল একাউন্ট তৈরি করার ধাপগুলো নিম্নে আলোচনা করা হলো।
আরও পড়ুন ঃ রকেট একাউন্ট খোলার নিয়ম রকেট একাউন্ট দেখার নিয়ম জেনে নেই।
প্রথম ধাপ ঃআপনার স্মার্ট ফোন বা আই ফোনে গুগল প্লে স্টোর থেকে জিমেইল অ্যপসটি (Gmail apps) টি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
দ্বিতীয় ধাপ ঃরেজিস্ট্রেশন করার পরে ক্রিয়েট একাউন্ট (Create option) অপশনে প্রেস করে জিমেইল একাউন্টে সাইন ইন করুন এবং একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে উপরে ডান দিকের কোনায় প্রোফাইল আইকনে ক্লিক করুন এবং এড এনাদার অপশন (Add anather option) সিলেক্ট করুন।
তৃতীয় ধাপ ঃ এই ধাপে আপনাকে আপনার একাউন্ট টাইপ সিলেক্ট করে দিতে হবে। এ ক্ষেত্রে গুগল (Google) সিলেক্ট করতে হবে। এরপরে গুগল সাইন ইন স্ক্রিনের নিচে ক্রিয়েট একাউন্ট অপশন দেখা যাবে এবং সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার সাথে সাথেই আপনার পপ অ্যাপ মেনুতে মাই সেল্ফ (Myself) সিলেক্ট করতে হবে।
চতুর্থ ধাপ ঃউক্ত কাজগুলো সম্পন্ন হয়ে গেলে এই ধাপে আপনার নাম, আপনার টাইটেল, জন্ম তারিখ, দিন, বছর ও লিঙ্গ পরিচয়সহ প্রয়োজনীয় তথ্যগুলো লিখতে হবে। সবগুলো লেখা হয়ে গেলে নেক্সট (Next) বাটনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন ঃ ঘরে বসে বিকাশের নতুন একাউন্ট কিভাবে খুলবেন জেনে নিন।
পঞ্চম ধাপ ঃ উপরোক্ত ধাপগুলো সফলতার সাথে সম্পন্ন হয়ে গেলে এই ধাপে রেজিস্টার জিমেইল আইডি সিলেক্ট করে নেক্সট (Next) করে দিতে হবে।
ষষ্ঠ ধাপ ঃ এই ধাপে জিমেইল একাউন্টের জন্য যে পাসওয়ার্ড সেট করতে চান সেটি লিখতে বলা হবে। পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলে নেক্সট (Next) করে দিতে হবে। নেক্সট করার পরে আপনাকে আপনার ফোন নম্বর লেখার জন্য একটি নির্দেশনা থেকে আপনি চাইলে ফোন নাম্বার দিতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন।
সপ্তম ধাপ ঃ উপরোক্ত সবগুলো ধাপ সফলতার সহিত সম্পন্ন হয়ে গেলে এই ধাপে গুগলের শর্তাবলী ও প্রাইভেসি এগ্রি আছেন মর্মে আই এগ্রি (I agree) অপশনে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পরে গুগলে জিমেইল অ্যাকাউন্ট আপনার জন্য তৈরি হয়ে যাবে।
আইফোন দিয়ে জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম
জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আই ফোন দিয়ে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম সম্পর্কে। আপনারা যারা iphone ব্যবহার করেন তারা হয়তো ভাবছেন আইফোন দিয়ে কিভাবে জিমেইল একাউন্ট তৈরি করা যায়? অনেকে আবার এ বিষয়গুলো জানার জন্য গুগলে সার্চ করে থাকেন।
আরও পড়ুন ঃ বাটন ফোনে উপায়ে একাউন্ট খোলার নিয়ম ২০২৫।
আইফোন হলো উন্নত ডিভাইস সংবলিত স্মার্টফোন, যেখানে জিমেইল ছাড়া কোন অ্যাপস বা ইউটিউব ডাউনলোড বা ইন্সটল বা লগ ইন করতে পারবেন না। উক্ত কাজ গুলো আইফোনে স্বাভাবিকভাবে সম্পন্ন করার জন্য জিমেইল অ্যাকাউন্ট সেট করতে হবে। জিমেইল একাউন্ট খোলার জন্য স্মার্টফোন বা iphone এ আলাদা কোন নিয়ম নিতে নেই। উপরোক্ত স্মার্টফোনে জিমেইল অ্যাকাউন্ট খোলার নিয়ম পড়ে সেই অনুসারে আইফোনে জিমেইল একাউন্ট খুলতে পারবেন।
ল্যাপটপ, ডেক্সটপ, ট্যাবলেট ও কম্পিউটার দিয়ে জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম
জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কিত আর্টিকেলটির উপরের আলোচনা পড়ে আপনারা জেনেছেন স্মার্টফোনে বা iphone জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। এখন আপনাদের কে জানিয়ে দিব ল্যাপটপ ডেস্কটপ ট্যাবলেট ও কম্পিউটার তথা পিসিতে কিভাবে জিমেইল একাউন্ট তৈরি সে সম্পর্কে। জেনে নেই পিসি বা প্রসেসরে কিভাবে জিমেইল একাউন্ট তৈরি করবেন তার ধাপগুলো।
আরও পড়ুন ঃ অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম ২০২৫ জেনে নিন।
প্রথম ধাপ ঃজিমেইল একাউন্ট খোলার জন্য ইন্টারনেট ব্রাউজারে জিমেইল ওয়েবসাইট ( https://www.google.com/gmail/about/ ) খুলে নিয়ে এখানে উপরের ডান কোনায় ক্রিয়েট এন্ড একাউন্টে (create and account) ক্লিক করতে হবে।
দ্বিতীয় ধাপ ঃক্রিয়েট এন্ড একাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, এই পেজে আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ লিখতে হবে। তারপরে প্রয়োজনীয় তথ্যগুলো ( যেমন - জন্ম তারিখ, ঠিকানা, লিঙ্গ পরিচয় ইত্যাদি ) নির্দিষ্ট জায়গাতে বসতে হবে। এরপরে ইউজার নেম লিখে নেক্সটে (Next) ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ ঃ উপরোক্ত ধাপগুলো সম্পন্ন হয়ে গেলে এইধাপে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। পাসওয়ার্ড তৈরি করার জন্য আট সংখ্যার ইউনিক অংক ও অক্ষর মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ড কনফার্ম হয়ে গেলে ok বাটনে ক্লিক করতে হবে।
চতুর্থ ধাপ ঃ এই ধাপে আপনাকে একটি রিকভারি ইমেইল লিখতে বলা হবে অর্থাৎ আপনার যদি অন্য কোন ইমেল থাকে তাহলে আপনি এখানে তার আইডি লিখে দিতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। একইভাবে নিচের অপশনে ফোন নাম্বার কানেক্ট করার অপশন থাকবে আপনি চাইলে ফোন নাম্বার কানেক্ট করতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন।
পঞ্চম ধাপ ঃ চতুর্থ ধাপ কমপ্লিট হয়ে গেলে আপনার জিমেইল অ্যাকাউন্ট প্রস্তুত হয়ে যাবে, এছাড়াও আপনি এখানে একাউন্টের সকল তথ্যগুলো রিভিউ করতে পারবেন।
ষষ্ঠ ধাপ ঃ এই ধাপে আপনাকে গুগলের প্রাইভেসি ও শর্তাবলী মেনে নিতে রাজি আছেন এই মর্মে আই এগ্রি (I agree) অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনি আপনার gmail একাউন্টে প্রবেশ করতে পারবেন অর্থাৎ আপনার জিমেইল একাউন্ট তৈরি হয়ে গেল।
জিমেইল একাউন্টের আইডি ভুলে গেলে করণীয় কি
জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কে উক্ত আলোচনায় বিস্তারিতভাবে জেনেছেন। এখন জেনে নেব জিমেইল একাউন্টের আইডি ভুলে গেলে কি করবেন সে সম্পর্কে। জিমেইল একাউন্টের আইডি ভুলে গেলে ফোন নম্বর দিয়ে জিমেইল আইডি রিকভার করা যায় অথবা আইডি চেঞ্জ করে নিতে পারবেন। তবে আইডি ভালো করে সংরক্ষণ করা উচিত। একটি জিনিস ভুলে গেলে বা হারিয়ে গেলে প্রাথমিকভাবে একটু কষ্ট পাবেন, তারপরে না ঠিক হবে! আইডি গোপন ভাবে লিখে রেখে সংরক্ষণ করুন।
ফোন নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট তৈরি করা যায় কি
জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কিত আর্টিকেলটি পড়ে আপনারা জানতে পেরেছেন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম সম্পর্কে। অনেকেই গুগলে সার্চ করে থাকেন ফোন নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট খোলা যায় কিনা সে সম্পর্কে। তাদের জন্যই মূলত এই অংশটুকু লেখা। জিমেইল একাউন্ট খোলার জন্য ফোন নাম্বার জরুরি নয় অর্থাৎ ফোন নাম্বার ছাড়াই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তবে ফোন নাম্বার অ্যাড করা থাকলে কখনো জিমেইল আইডি ভুলে গেলে সেটি বের করা যায়।
জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম
এই আর্টিকেলের উপরের অংশ পড়ে আপনারা গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট খোলার নিয়ম জানতে পেরেছেন। আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন gmail একাউন্ট কিভাবে ডিলিট করতে হয় সে সম্পর্কে জানার জন্য। জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম নিচের দিকে পড়ে জেনে নিন।
জিমেইল একাউন্ট ডিলিট করার জন্য https://myaccunt.google.com/data-and-privacy এই অ্যাড্রেসে যাওয়ার পরে ইমেইলটি যদি আগে থেকেই ব্রাউজারে লগইন করা থাকে তাহলে নতুন করে লগইন করার দরকার হবে না। লগইন করা না থাকলে সাইন ইন এ ক্লিক করে ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লকইন করে নিন। একটু নিচের দিকে এসে ইউর ডাটা এন্ড প্রাইভেসি (Your data and privacy options) অপশনসে সেকশনের নিচের মেনুতে মোর অপশনে (more options) ক্লিক করুন। এরপর delete your google account - এ ক্লিক করুন। এবার লগইন সম্পন্ন হওয়ার পরে ধাপগুলো অনুসরণ করলেই মুছে যাবে আপনার জিমেইল একাউন্ট।
জিমেইল একাউন্ট সম্পর্কিত কিছু সাধারণ জিজ্ঞাসা
আমরা অনেকেই G-mail অ্যাকাউন্ট খুলে তথ্য আদান-প্রদান করে থাকি। আমরা অনেকেই ইমেইল ও জিমেইল সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন গুগলে সার্চ করে থাকি। এধরনের কিছু প্রশ্ন-উত্তর নিম্নে প্রদান করা হলো।
প্রশ্ন ঃ ইমেইল বা E-mail ও জিমেইল বা G-mail এর মিনিং কি ?
উত্তর ঃ E-mail হলো Eletronic Mail (ইলেকট্রনিক মেইল)। G-mail হলো Google Mail (গুগল মেইল)।
প্রশ্ন ঃ মেইল বা Mail কাকে বলে ?
উত্তর ঃমেইল (Mail) অর্থ হচ্ছে কাউকে মেসেজ (Massage) বা বার্তা পাঠানো। আপনি যাকে মেসেজ পাঠাচ্ছেন বা যিনি আপনাকে মেসেজ পাঠাচ্ছে এটিকেই মেইল (Mail) বলা হয়। আর যেসব প্ল্যাটফর্ম থেকে মেসেজ বা বার্তা পাঠানো হয় তাকে ইমেইল (E-mail) বলা হয়। যেমন - জি-মেইল (G-mail), হট-মেইল (Hot-mail), জহু-মেইল (Zoho-mail), ইয়ানডেক্স-মেইল (Yandex-mail), ইয়াহু-মেইল (Yahoo-mail) এগুলো সবই ইমেইল (E-mail)।
প্রশ্ন ঃ জিমেইল ও ইমেইল এর মধ্যে পার্থক্য কি ?
উত্তর ঃ জিমেইন (G-mail) হলো শুধু গুগলের প্ল্যাটফর্ম, আর ইমেইল (E-mail) সবকিছুরই প্ল্যাটফর্ম হতে পারে।
প্রশ্ন ঃ পাসওয়ার্ড (Password) কি ?
উত্তর ঃপাসওয়ার্ড (Password) হলো একটি সংখ্যা বা শব্দ যা বিভিন্ন অংক বা অক্ষরের সমন্বয়ে তৈরি করা হয়। ব্যবহারকারীর পরিচয় বা প্রবেশ অনুমতি যাচাইয়ের কাজে যার মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট জায়গায় প্রবেশের অনুমতি পায়। পাসওয়ার্ড হলো অত্যন্ত গোপনীয় একটি তথ্য যা গোপনীয় ভাবে সংরক্ষনকরা হয় এবং অন্য কারো সাথে শেয়ার করা মোটেও উচিত নয়।
প্রশ্ন ঃ Email address মানে কি?
উত্তর ঃইমেইল এড্রেস হলো ভার্চুয়ালি একটি ঠিকানা বা ইউজার নেম। যেখানে আপনি ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল বা পিসির মাধ্যমে একসঙ্গে অনেকগুলো তথ্য বা ডকুমেন্ট বা বার্তা প্রেরণ করতে পারবেন। ই-মেইল এর ব ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে।
উপসংহার
আশা করি, জিমেইল একাউন্ট তৈরি করার নিয়ম জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা এ সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো বিস্তারিত ভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ তথ্যগুলো অন্য বন্ধুদের জানানোর জন্য আর্টিকেলটি শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
প্রিয় পাঠক বৃন্দ, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আপনারা যারা লেখাপড়া করছেন, চাকরি প্রত্যাশী, ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র পরিচালনা করেন সকলেরই একটি জিমেইল আইডি থাকা জরুরী, কেননা জিমেইল আইডি ছাড়া বর্তমান সময়ে স্মার্ট ডিভাইস গুলো (স্মার্টফোন, আইফোন, ল্যাপটপ, ডেক্সটপ, ট্যাবলেট, কম্পিউটার, স্মার্ট টিভি ইত্যাদি) পরিচালনা প্রায় অসম্ভব। উপরোক্ত নিয়ম মেনে জিমেইল একাউন্ট খুলে নিবেন। ধন্যবাদ সবাইকে।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url