Etorix | ইটোরিক্স বা টরি কিসের ঔষধ খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিন
Etorix | ইটোরিক্স বা টরি কিসের ঔষধ খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া জানানোর জন্য আজকের আর্টিকেলটি লেখা। ইটোরিক্স বা টরি এমন এক ধরনের ঔষুধ যা খেলে দ্রুত ব্যথা কমে যায়। ইটোরিক্স বা টরি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি পুরোপুরি পড়ার অনুরোধ রইল।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন ইটরিক্স বা টরি কিসের ঔষধ? খাওয়ার নিয়ম কি? এই ঔষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কি? একদিনে সর্বোচ্চ কয়টি ট্যাবলেট খাওয়া যায় এ ধরনের ইত্যাদি বিষয় সম্পর্কে। তো বন্ধুরা দেরি না করে চলুন মজা আলোচনা যাওয়া যাক।
পেজ সূচীপত্র
Etorix | ইটোরিক্স বা টরির পরিচিতি
Etorix | ইটোরিক্স বা টরি কিসের ঔষধ খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেওয়ার আগে আপনাদের জানা দরকার ইটোরিক্স বা টরির পরিচিতি সম্পর্কে। এ্যাট এ গ্লান্স ইটোরিক্স বা টরি -
- ঔষধের নাম ঃ ইটোরিক্স | Etorix বা টরি |Tory,
- ইটোরিক্স বা টরির জেনেরিক নাম ঃ ইটোরিক্সিব,
- ইটোরিক্স বা টরির পাওয়ার কত ঃ ইটোরিক্স বা টরি ১২০, ইটোরিক্স বা টরি ৯০ এবং ইটোরিক্স বা টরি ৬০ মিগ্রা,
- ইটোরিক্স বা টরির গ্রুপের নাম ঃ নন-স্টেরিওডাল এন্টি-ইনফ্লামেটরি ড্রাগ (NSAID),
- ডোজেজ ফর্ম ঃ ট্যাবলেট,
- ইটোরিক্স বা টরির দাম কত ঃ ইটোরিক্স 120 মিগ্রা ১৫ টাকা পার ট্যাবলেট, ইটোরিক্স ৯০ মিগ্রা ১২ টাকা পার ট্যাবলেট, ইটোরিক্স ৬০ মিগ্রা ৭ টাকা পার ট্যাবলেট।
Etorix | ইটোরিক্স বা টরি কিসের ঔষধ
Etorix | ইটোরিক্স বা টরি কিসের ঔষধ খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া আলোচনার এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব ইটোরিক্স বা টরি কিসের ঔষধ সে সম্পর্কে। ইটোরিক্স বা টরি হলো ব্যথার ঔষধ অর্থাৎ এক ধরনের পেইন কিলার। শরীরে যেকোনো ধরনের তীব্র ব্যথা, মাঝারি বা দীর্ঘ দিনের ব্যথা সারানোর জন্য ইটোরিক্স বা টরি খাওয়া হয়ে থাকে।
আরও পড়ুন ঃ ত্বক বা স্কিন কালো হয়ে যাওয়ার ১০ কারণ জেনে নিন।
Etorix | ইটোরিক্স বা টরি খাওয়ার নিয়ম
Etorix | ইটোরিক্স বা টরি কিসের ঔষধ খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আপনারা জানতে পারবেন ঔষুধটি খাওয়ার নিয়ম কি সে সম্পর্কে। ব্যথার ধরন, রোগীর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে এই ঔষধ দিনে এক থেকে দুইবার খেতে হয়। ইটোরিক্স বা টরি খাওয়ার নিয়ম নিম্নে উল্লেখ করা হলো।
ইটোরিক্স বা টরি ৬০ খাওয়ার নিয়ম ঃ ডিসমেনোরিয়ার, লোব্যাক পেইন, মাসিকের সময় ব্যাথা হলে ইটোরিক্স বা টরি ৬০ মিলিগ্রাম ট্যাবলেট একটি করে দিনে ১-২ বার খেতে হয়।
ইটোরিক্স বা টরি ৯০ মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার নিয়ম ঃআর্থ্রাইটিস পেইন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আঘাত জনিত তীব্র ব্যথা হলে ইটোরিক্স বা টরি ৯০ মিলিগ্রাম ট্যাবলেট ১ টি করে দিনে এক থেকে দুবার খেতে হয়।
ইটোরিক্স বা টরি ১২০ মিলিগ্রাম খাওয়ার নিয়ম ঃ দাঁতের ব্যথা, গাউট পেইন ও সার্জারি বা কেটে গিয়ে তীব্র ব্যথা হলে ইটোরিক্স বা টরি ১২০ মিলিগ্রাম ট্যাবলেট ১ট করে দিনে এক থেকে দুইবার খেতে হয়।
বি ঃ দ্র ঃ ইটোরিক্স বা টরি শিশু ও বাচ্চা রোগীদের জন্য প্রযোজ্য নয়।
Etorix | ইটোরিক্স বা টরি কি জন্য খাওয়া হয়
Etorix | ইটোরিক্স বা টরি কিসের ঔষধ খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া জানার পরে এখন আপনারা জানতে পারবেন ইটোরিক্স বা টরি কি জন্য খাওয়া হয়। ইটোরিক্স বা টরি হলো এক ধরনের পেইন কিলার। তো বুঝতেই পারছেন যে কোন ধরনের পেইন বা ব্যথা দূর করার জন্য ইটোরিক্স বা টরি খাওয়া হয় অর্থাৎ ইটোরিক্স বা টরি ব্যথা দূর করার জন্য খাওয়া হয়।
আরও পড়ুন ঃ যৌন ক্ষমতা বাড়ানোর প্রাকৃতিক ১৮ উপায় ও খাবার সম্পর্কে জেনে নিন।
Etorix | ইটোরিক্স বা টরি কি কাজ করে
Etorix | ইটোরিক্স বা টরি কিসের ঔষধ খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া আলোচনায় এখন আমরা জেনে নিব ইটোরিক্স বা টরি কি কাজ করে সে সম্পর্কে। ইটোরিক্স বা টরি সরাসরি ব্যথা কমাতে কাজ করে। বিশেষ করে যে কোন ধরনের একিউট পেইন কমাতে ইটোরিক্স বা টরি সবচেয়ে ভালো কাজ করে। এ ধরনের একিউট পেইন কমানোর জন্য ডাক্তারের পরামর্শ ক্রমে ইটোরিক্স বা টরি খেতে পারবেন।
আরও পড়ুন ঃ ট্যাবলেটের মাঝখানে স্কোরিং বা দাগ থাকে কেন জেনে নিন।
Etorix | ইটোরিক্স বা কি দাঁতের ঔষধ
Etorix | ইটোরিক্স বা টরি কিসের ঔষধ খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কিত আলোচনাটির এ পর্যায়ে আপনারা জানতে পারবেন ইটোরিক্স বা টরি কি দাঁতের ঔষধ সে সম্পর্কে। আসলে ইটোরিক্স দাঁতের ঔষধ ব্যাপারটা এরকম নয়, দাঁতের ব্যথাগুলো খুব তীব্র হয় এবং ব্রেইনের কাছাকাছি এজন্য এই ব্যথাগুলো খুব বেশি অনুভূত হয়। সেজন্য এই ব্যথা দ্রুত কমানোর জন্য ইটোরিক্স বা টরি ১২০ মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুবার করে খেলে খুব দ্রুত এই ব্যথা কমে যায়। সেজন্য অনেকেই মনে করেন ইটোরিক্স বা টরি দাঁতের ঔষধ।
আরও পড়ুন ঃ আগুনে চামড়া পুড়ে গেলে করণীয় কি জেনে নিন।
Etorix | ইটোরিক্স বা টরি খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া
Etorix | ইটোরিক্স বা টরি কিসের ঔষধ খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া আলোচনার এ পর্যায়ে আপনারা জানতে পারবেন ইটোরিক্স বা টরি ঔষধ খেলে কি ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় সে সম্পর্কে। ইটোরিক্স বা টরি ব্যথা কমানোর জন্য খুবই ভালো একটি ঔষুধ। এ ঔষধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ইটোরিক্স বা টরি খাওয়ার পরে যে সকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো নিম্নে উল্লেখ করা হলো।
- এসিডিটি হতে পারে,
- এপিগাস্টিক পেইন হতে পারে,
- পেট ব্যথা হতে পারে,
- ডায়রিয়া হতে পারে,
- মুখ ও গলা শুষ্ক হতে পারে,
- কোষ্ঠকাঠিন্য হতে পারে,
- পায়ের গোড়ালি ফুলে যেতে পারে,
- হাত ফুলে যেতে পারে,
- মুখমণ্ডল ফুলে যেতে পারে,
- বেশি বেশি পিপাসা অনুভূত হতে পারে,
- এলার্জির প্রতিক্রিয়া হতে পারে। ইত্যাদি।
Etorix | ইটোরিক্স বা টরি সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)
Etorix | ইটোরিক্স বা টরি কিসের ঔষধ খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া আলোচনার এ অংশে আপনারা জানতে পারবেন ইটোরিক্স বা টরি সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা, যেগুলো আপনারা জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। ইটোরিক্স বা টরি সম্পর্কে এরকম কিছু সাধারণ প্রশ্ন-উত্তর নিম্নে প্রদান করা হলো।
প্রশ্ন ঃ ইটোরিক্স বা টরি খাওয়ার কতক্ষণ পরে ব্যথা কমতে শুরু করে?
উত্তর ঃ ইটোরিক্স বা টরি খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে ব্যথা কমতে শুরু করে।
প্রশ্ন ঃ তীব্র ব্যথায় কি ইটোরিক্স বা টরি খাওয়া যেতে পারে?
উত্তর ঃ ইটোরিক্স বা টরি তীব্র ব্যথা কমানোর জন্যই খাওয়া হয়।
প্রশ্ন ঃ ইটোরিক্স বা টরি খাবারের আগে না পরে কখন খাওয়া ভালো?
উত্তর ঃ ইটোরিক্স বা টরি এক ধরনের পেইন কিলার, সেজন্য খাওয়ার পরে খেলে ভালো হয়।
প্রশ্ন ঃ Etorix | ইটোরিক্স বা টরি ১২০ কোন ধরণের ব্যথায় কাজ করে?
উত্তর ঃ ইটোরিক্স বা টরি ১২০ মিলিগ্রাম দাঁতের ব্যথা, পোস্ট অপারেটিভ পেইন ও একিউট গাউট পেইনে ভালো ফল পাওয়া যায়।
প্রশ্ন ঃ Etorix | ইটোরিক্স বা টরি ৯০ কোন ধরনের ব্যথায় ভালো কাজ করে?
উত্তর ঃইটোরিক্স বা টরি ৯০ মিলিগ্রাম ট্যাবলেট অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস ও অ্যানকাইলজিং স্পন্ডিলাইটিসের ব্যথায় ভালো কাজ করে।
প্রশ্ন ঃ Etorix | ইটোরিক্স বা টরি ৬০ কোন ধরনের ব্যথায় ভালো কাজ করে?
উত্তর ঃ ইটোরিক্স বা টরি ৬০ মিলিগ্রাম ট্যাবলেট মাসিকের ব্যথা, লোব্যাক পেইন ও মাসল পেইনে ভালো কাজ করে।
উপসংহার
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনারা ইটোরিক্স বা টরি ট্যাবলেট সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছে। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরাও এতথ্যগুলো জানতে পারেন।
প্রিয় পাঠক বৃন্দ, শুধু ইটোরিক্স বা টরি ট্যাবলেট নয় বরং কোন ঔষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। যেকোনো ধরনের ব্যাথা কমানোর জন্য ডাক্তারের পরামর্শে এই ট্যাবলেট খেতে পারেন। কিন্তু মনে রাখতে হবে ব্যাথার কোন ঔষধই বেশি খাওয়া ভালো নয়। পরিশেষে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় আজকের মতো ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url