নওগাঁ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন

নওগাঁ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে সে তথ্যগুলো জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা। বৃহত্তর বরেন্দ্রভূমির অংশ এই নওগাঁ জেলা আগে মহকুমা হিসেবে পরিচিত ছিল, পরবর্তী সময়ে ১৯৮৪ সালে নওগাঁ জেলা হিসেবে ঘোষণা করা হয়।

নওগাঁ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন কেন্দ্রেভরপুর নওগাঁ জেলায় কয়টি থানা আছে, কয়টি উপজেলা আছে, কয়টি পৌরসভা ও কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে এ সকল বিভিন্ন বিষয় সম্পর্কে। সকল তথ্যগুলো জানার জন্য আজকের আর্টিকেলটি।পুরোপুরি পড়ার অনুরোধ রইল।

পেজ সূচিপত্র

নওগাঁ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে

নওগাঁ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এ তথ্যগুলো জানার জন্য আপনারা অনেক সময় বিভিন্ন বই-পুস্তক পড়ে অথবা google এ সার্চ করে বের করে থাকেন। বন্ধুরা আর্টিকেলের এই অংশটুকু পড়লে আপনারা জানতে পারবেন নওগাঁ জেলা কয়টি থানা বা উপজেলা আছে সে তথ্যগুলো। নওগাঁ জেলায় ১১টি থানা, ১১টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৯৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে। যেগুলোর নাম নিম্নে পর্যাক্রমে উল্লেখ করা হয়েছে।

নওগাঁ জেলায় কয়টি থানা আছে 

নওগাঁ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলো জানার জন্য আর্টিকেলের এই অংশটুকু পড়ে জেনে নিন। নওগাঁ জেলায় ১১ টি থানা রয়েছে। নওগাঁ জেলার ১১টি থানার নাম হলো -  

  1. নওগাঁ সদর থানা,
  2. রাণীনগর থানা,
  3. আত্রাই থানা,
  4. নিয়ামতপুর থানা,
  5. পোরশা থানা,
  6. সাপাহার থানা,
  7. পত্নীতলা থানা,
  8. ধামইরহাট থানা,
  9. বদরগাছি থানা,
  10. মহাদেবপুর থানা,
  11. মান্দা থানা।

নওগাঁ জেলায় কয়টি উপজেলা আছে

নওগাঁ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এতথ্যগুলোর মধ্যে থানার নামগুলো উক্ত আলোচনায় আপনারা জানতে পেরেছেন। আর্টিকেলটির এঅংশটুকু পড়লে আপনারা জানতে পারবেন নাওগাঁ জেলার ১১টি উপজেলা আছে। উপজেলা গুলোর নাম হলো - 

  1. নওগাঁ সদর উপজেলা,
  2. রাণীনগর উপজেলা,
  3. আত্রাই উপজেলা,
  4. নিয়ামতপুর উপজেলা,
  5. পোরশা উপজেলা,
  6. সাপাহার উপজেলা,
  7. পত্নীতলা উপজেলা,
  8. ধামইরহাট উপজেলা,
  9. বদরগাছি উপজেলা,
  10. মহাদেবপুর উপজেলা,
  11. মান্দা উপজেলা।

নওগাঁ জেলার ভৌগোলিক অবস্থান 

নওগাঁ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আমরা জেনে নেব নওগাঁ জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে। নওগাঁ জেলার উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণ পূর্বে নাটোর জেলা ও দক্ষিণে রাজশাহী জেলা। নওগাঁ জেলার পূর্বে রয়েছে জয়পুরহাট জেলা, উত্তর-পূর্বে রয়েছে বগুড়া জেলা এবং নওগাঁর পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত।

আরো পড়ুন ঃ কানের দুলের রকমারি ডিজাইন ২০২৫।

নওগাঁ জেলায় কয়টি পৌরসভা আছে

নওগাঁ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলো আর্টিকেলের উপর অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন পেরেছেন। আপনারা আর্টিকেলের এঅংশটুকু পড়ে জেনে নিন নওগাঁ জেলায় ৩টি পৌরসভা রয়েছে।পৌরসভা ৩টির নাম হলো - 

  1. নওগাঁ পৌরসভা,
  2. ধামুরহাট পৌরসভা,
  3. নজিপুর পৌরসভা।

নওগাঁ জেলার দর্শনীয় স্থানসমূহ 

নওগাঁ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এতথ্যগুলো জানা যেমন জরুরী তেমনি গুরুত্বপূর্ণ হলো নওগাঁ জেলার বিভিন্ন থানা বা উপজেলায় যেসকল দর্শনীয় স্থান রয়েছে সেগুলো সম্পর্কেও জেনে নেওয়া। নওগাঁ জেলায় বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, এই দর্শনীয় স্থানগুলোর মধ্যে থেকে বিখ্যাত বিখ্যাত কিছু দর্শনীয় স্থানের নাম নিম্নে প্রদান করা হলো।

  • কুসুম্বা জামে মসজিদ,
  • পাহাড়পুর বৌদ্ধবিহার,
  • দিবর দীঘি,
  • রবীন্দ্র কুঠিবাড়ি,
  • রক্তদহ বিল পর্যটন এলাকা,
  • পাখি পল্লী। ইত্যাদি।

নওগাঁ জেলায় কয়টি ইউনিয়ন পরিষদ আছে

নওগাঁ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলো জানার জন্য আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন। তো আর্টিকেলের এই অংশটুকু পড়লেই আপনারা জানতে পারবেন নওগাঁ জেলার ইউনিয়ন পরিষদের সংখ্যা সম্পর্কে।নওগাঁ জেলায় ইউনিয়ন পরিষদ ৯৯ টি। ৯৯ টি ইউনিয়ন পরিষদের নাম উপজেলা ওয়াইজ নিম্নে প্রদান করা হলো।

নওগাঁ সদর উপজেলা ঃনওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নাম - বর্ষাইল, হাপানিয়া, বক্তারপুর, বোয়ালিয়া, শিকারপুর, চন্ডিপুর, ডুবলহাটি, বলিহার, শৈলগাছি, হাঁসাইগাড়ী, কীর্তিপুর, তিলকপুর।

রাণীনগর উপজেলা ঃরাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নাম - রানীনগর, বড়গাছা, গোনা, কাশিমপুর, একডালা, কালিগ্রাম, মিরাট, পারইল।

আত্রাই উপজেলা ঃআত্রাই উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নাম - সাহাগোলা, বিশা, আহসানগঞ্জ, কালিকাপুর, পাঁচুপুর, ভোঁপাড়া, হাটকালুপাড়া, মনিয়ারী।

নিয়ামতপুর উপজেলা ঃনিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নাম - নিয়ামতপুর, ভাবিচা, হাজিনগর, রসুলপুর, চন্দননগর, শ্রীমমত্বপুর, পাড়ইল, বাহাদুরপুর।

পোরশা উপজেলা ঃপোরশা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নাম - নিতুর, তেতুলিয়া, ঘাটনগর, ছাওড়, মশিদপুর, গাঙ্গুরিয়া।

সাপাহার উপজেলা ঃসাপাহার উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নাম + সাপাহার, পাতাড়ি, তিলনা, আইহাই, গোয়ালা, শিবরন্টি। 

পত্নীতলা উপজেলা ঃ পত্নীতলা উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নাম - পত্নীতলা, মাটিন্দর, দিবর, ঘোষনগর, পার্টিচরা, শিয়ারা, আকবরপুর, নিমইল, কৃষ্ণপুর, আমাইড়, নজিপুর।

ধামইরহাট উপজেলা ঃ ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নাম - ধামুরহাট, আড়ানগর, আলমপুর, আগ্রাদিগুণ, কেশবপুর, জাহানপুর, খেলনা, উমার।

বদলগাছি উপজেলা ঃ বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নাম - বদলগাছি, বিশালবাড়ি, পাহাড়পুর, মথুরাপুর, বালুভরা, মিঠাপুর, কোলা, আধাইপুর।

মহাদেবপুর উপজেলা ঃমহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নাম - মহাদেবপুর, রাইগাঁ, খাজুর, চেরাগপুর, সোফাপুর, হাঁতুড়, এনায়েতপুর, চান্দাস, ভীমপুর, উত্তরগ্রাম।

মান্দা উপজেলা ঃমান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নাম - মান্দা, ভারশো, গণেশপুর, পরানপুর, প্রসাদপুর, কালিকাপুর, তেতুলিয়া, ভালাইন, কসব, বিষ্ণুপুর, কুসুম্বা, মৈনম, নরসনল্যাবাদ, কাঁশোপাড়া।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url