চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সকল তথ্য জেনে নেওয়ার জন্য আজকের আর্টিকেলটি পুরোপুরি পড়ে নিন। আমের শহর, কালায়ের রুটি ও গম্ভীরা লোকসংগীতের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগে অবস্থিত। উন্নত মানের ও সুস্বাদু আমের জন্য চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানীও বলা হয়ে থাকে।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি থানা আছে, কয়টি উপজেলা আছে, কয়টি ইউনিয়ন পরিষদ আছে ও কয়টি পৌরসভা আছে এসম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো। পাঠক বন্ধুরা এই তথ্যগুলো পাওয়ার জন্য আর্টিকেলের নিচের অংশগুলো মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচীপত্র
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এতথ্যগুলো সকলের জন্যই বেশ গুরুত্ব বহন করে। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ সম্পর্কে জানার জন্য সকলেরই একটু কৌতূহল থাকে। সেই দৃষ্টিকোণ থেকেই এই লেখাগুলো উপস্থাপন করা। চাঁপাইনবাবগঞ্জ জেলা ৯টি থানা, ৯টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৪৪টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। এ তথ্যগুলো বিস্তারিত জানার জন্য আর্টিকেলের নিচের অংশগুলো পড়ে নিন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কয়টি থানা আছে
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এতথ্যগুলো জানার জন্য আপনারা সকলেই গুগলে সার্চ করে থাকেন। তো আপনি আর্টিকেলটির ঠিক জায়গাতেই এসেছেন। এই অংশটুকু পড়লেই আপনি জানতে পারবেন চাঁপাইনবাবগঞ্জ জেলার থানা সম্পর্কে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫টি থানা আছে। নিম্নে থানাগুলোর প্রদান করা হলো।
- চাঁপাইনবাবগঞ্জ সদর থানা,
- ভোলা হাট থানা,
- গোমস্তাপুর থানা,
- শিবগঞ্জ থানা,
- নাচোল থানা।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি উপজেলা আছে
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি উপজেলা আছে এ সম্পর্কিত তথ্যগুলো জানার জন্য আর্টিকেলের এই অংশটুকু পড়লেই জানতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫টি উপজেলা রয়েছে। উপজেলাগুলোর নাম হলো -
- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা,
- নাচোল উপজেলা,
- গোমস্তাপুর উপজেলা,
- ভোলাহাট উপজেলা,
- শিবগঞ্জ উপজেলা।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভৌগোলিক অবস্থান
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এসম্পর্কিত তথ্যগুলো আর্টিকেলের উপর অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন। আর্টিকেলের এই অংশটুকু পড়লে আপনি জানতে পারবেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে।
বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা হলো চাঁপাইনবাবগঞ্জ। এই জেলার উত্তর, পশ্চিম ও দক্ষিণে ভারতে পশ্চিমবঙ্গ। চাঁপাইনবাবগঞ্জ জেলার পূর্বে রাজশাহী জেলা ও উত্তর-পূর্বক কর্নারে নওগাঁ জেলা অবস্থিত। এই জেলাটি মহানন্দা নদীর তীরে অবস্থিত।
আরও পড়ুন ঃ রাজশাহী জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কয়টি পৌরসভা আছে
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলো জানার পাশাপাশি আপনারা অনেকেই গুগলে সার্চ করেন এই জেলায় কয়টি পৌরসভা আছে সে সম্পর্কে জানার জন্য। তো পাঠক বন্ধুরা চাঁপাইনবাবগঞ্জ জেলা ৪টি পৌরসভা আছে। ৪টি পৌরসভার নাম নিম্নে প্রদান করা হলো।
- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা,
- শিবগঞ্জ পৌরসভা,
- রহমতপুর পৌরসভা,
- নাচোল পৌরসভা।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি ইউনিয়ন পরিষদ আছে
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এতথ্যগুলো জানার পাশাপাশি আপনারা জানতে পেরেছেন এই জেলায় কয়টি পৌরসভার হয়েছে ও এই জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে। আর্টিকেলের এই অংশটুকু পড়লে আপনারা জানতে পারবেন এই জেলার ইউনিয়ন পরিষদের সংখ্যা সম্পর্কে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ৪৪টি ইউনিয়ন পরিষদের নাম উপজেলা ওয়াইজ নিম্নে প্রদান করা হলো।
আরও পড়ুন ঃ লাল ডিম নাকি সাদা ডিম কোন রঙের ডিমে পুষ্টিগুণ বেশি।
চাপানবাবগঞ্জ সদর উপজেলা ঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নাম -
- আলাতুলি,
- বারোঘরিয়া,
- মহারাজপুর,
- বালিয়াডাঙ্গা,
- রানীহাটি,
- ঝিলিম,
- গোবরাতলা,
- দেবীনগর,
- চরঅনুপনগর,
- শাহজাহানপুর,
- চরবাগডাঙ্গা,
- ইসলামপুর,
- নারায়ণপুর।
শিবগঞ্জ উপজেলা ঃ শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নাম -
- চককিরতী,
- বিনোদপুর,
- দায়ীপুকুরিয়া,
- দুর্লভপুর,
- ধাইনগর,
- ঘোড়াপাখিয়া,
- মনাকষা,
- মোবারকপুর,
- নয়লাভাঙ্গা,
- ছত্রাজিতপুর,
- পাঁকা,
- শাহবাজপুর,
- কানসাট,
- শ্যামপুর,
- উজিরপুর।
গোমস্তাপুর উপজেলা ঃ গোমস্তাপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নাম হলো -
- গোমস্তাপুর,
- রহনপুর,
- রাধানগর,
- বাঙ্গাবাড়িয়া,
- বোয়ালিয়া,
- চৌঢালা,
- পার্বতীপুর,
- আলিনগর।
নাচোল উপজেলা ঃ নাচোল উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নাম হলো -
- নাচোল,
- কসবা,
- নেজামপুর,
- ফতেপুর।
ভোলাহাট উপজেলা ঃ ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নাম হলো -
- ভোলাহাট,
- গোহালবাড়িয়া,
- জামবাড়িয়া,
- দলদলি।
চাঁপাইনবাবগঞ্জ সম্পর্কে সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সংক্রান্ত আর্টিকেলটি পড়ে বিভিন্ন তথ্যগুলো জানতে পেরেছেন। এ পর্যায়ে আমরা আলোচনা করব চাঁপাইনবাবগঞ্জ সম্পর্কে পাঠক বন্ধুদের সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা। যেগুলো জানার জন্য আপনারা প্রায়ই গুগলে করে থাকেন। প্রশ্ন-উত্তরগুলো হলো।
প্রশ্ন ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব নাম কি ছিল?
উত্তর ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব নাম ছিল 'নবাবগঞ্জ'।
প্রশ্ন ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত খাবার কি?
উত্তর ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত খাবার হলো কালাই রুটি। এই কালাই রুটি মাস কালাই ও আতপ চাউলের আটা দিয়ে তৈরি করা হয়।
প্রশ্ন ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত?
উত্তর ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত।
প্রশ্ন ঃ আমের রাজধানী বলা হয় কোন জেলাকে?
উত্তর ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আমের রাজধানী বলা হয়।
উপসংহার
প্রিয় পাঠক, বৃন্দ আশা করি চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এসম্পর্কিত আর্টিকেলটি পড়ে আপনারা এই তথ্যগুলো জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরাও এতথ্যগুলো জানতে পারেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url