জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন

জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এই তথ্যগুলো জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। জয়পুরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিম প্রান্তে রাজশাহী বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল যা জয়পুরহাট জেলা নামে পরিচিত। এই জেলাটি পূর্বে মহকুমা হিসেবে পরিচিত ছিল। ১৯৮৪ সালে এইটিকে জয়পুরহাট জেলা হিসেবে উন্নীত করা হয়।

জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন চুনাপাথরের জন্য বিখ্যাত জয়পুরহাট জেলায় কয়টি থানা আছে, কয়টি উপজেলা আছে, কয়টি পৌরসভা আছে ও কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে সে সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো। আরও জানতে পারবেন জয়পুরহাট জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে। তো বন্ধুরা চলুন যাওয়া যাক মূল আলোচনায়।

পেজ সুচিপত্র

জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে

জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলো জানার জন্য আপনারা হয়তো অনেক ধরনের আর্টিকেল পড়েছেন অথবা গুগলে সার্চ করেছেন। আর্টিকেলের এই অংশটুকু পড়লে আপনারা জানতে পারবেন জয়পুরহাট জেলার বিভিন্ন থানা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সংখ্যা সম্পর্কে। জয়পুরহাট উপজেলা ৫টি থানা, ৫টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৩২টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। জয়পুরহাট জেলার থানা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নামগুলো পর্যায়ক্রমে নিম্নে উল্লেখ করা হলো।

জয়পুরহাট জেলায় কয়টি থানা আছে

জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলো জানার জন্য আপনারা বিভিন্ন মাধ্যমে সার্চ করে থাকেন কয়েকটি থানা আছে জানার জন্য আর্টিকেলে পড়লেই আপনারা জানতে পারবেন। জয়পুরহাট জেলায় ৫টি থানা আছে। দানাগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো। 

  1. জয়পুরহাট সদর থানা,
  2. পাঁচবিবি থানা,
  3. কালাই থানা,
  4. ক্ষেতলাল থানা,
  5. আক্কেলপুর থানা।

জয়পুরহাট জেলায় কয়টি উপজেলা আছে

জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এই তথ্যগুলোর মধ্যে থেকে থানা সংখ্যা উপরের আর্টিকেলের উপরের অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন। কতটুকু পড়লে আপনারা জানতে পারবেন জয়পুরহাট জেলায় কয়টি উপজেলা আছে সে সম্পর্কে। জয়পুরহাট জেলায় পাঁচটি উপজেলা আছে। উপজেলা গুলোর নাম নিম্নে প্রদান করা হলো। 

  1. জয়পুরহাট সদর উপজেলা,
  2. ক্ষেতলাল উপজেলা,
  3. পাঁচবিবি উপজেলা,
  4. আক্কেলপুর উপজেলা,
  5. কালাই উপজেলা।

জয়পুরহাট জেলার ভৌগোলিক অবস্থান

জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সংক্রান্ত আর্টিকেলটি পড়ে আপনারা জানতে পেরেছেন এই জেলায় কয়টি থানা, কয়টি উপজেলা ও পৌরসভা আছে সে সম্পর্কে। এই অংশে আপনারা জানতে পারবেন জয়পুরহাট জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে, যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ।

জয়পুরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত। এই জেলার উত্তরে দিনাজপুর, পূর্বে বগুড়া ও গাইবান্ধা জেলা এবং এই জেলার দক্ষিনে বগুড়ার কিছু অংশ ও নওগাঁ জেলা অবস্থিত। এই জেলার পশ্চিম প্রান্তে নওগাঁর কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রয়েছে।

আরও পড়ুন ঃ নওগাঁ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন।

জয়পুরহাট জেলায় কয়টি পৌরসভা আছে

জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলো আর্টিকেলের উপরের অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন। আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করব জয়পুরহাট জেলায় কয়টি পৌরসভা রয়েছে সে সম্পর্কে। জয়পুরহাট জেলায় ৫টি পৌরসভা রয়েছে। পৌরসভাগুলোর নাম উল্লেখ করা হলো।

  1. জয়পুরহাট পৌরসভা,
  2. ক্ষেতলাল পৌরসভা,
  3. আক্কেলপুর পৌরসভা,
  4. পাঁচবিবি পৌরসভা,
  5. কালাই পৌরসভা।

জয়পুরহাট জেলায় কয়টি ইউনিয়ন পরিষদ আছে

জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা রয়েছে এ তথ্যগুলো আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন। আর্টিকেলটির এই অংশটুকু পড়লে আপনারা জানতে পারবেন স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য জয়পুরহাট জেলাকে কতগুলো ইউনিয়ন পরিষদে ভাগ করা হয়েছে সে সম্পর্কে। জয়পুরহাট জেলাকে ৩২টি ইউনিয়ন পরিষদে ভাগ করা হয়েছে। ইউনিয়ন পরিষদগুলোর নাম উপজেলা ওয়াইজ নিম্নে উল্লেখ করা হলো।

আরও পড়ুন ঃ গাজীপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন।

জয়পুরহাট সদর উপজেলা ঃ জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নাম হলো - 

  1. ধোলাহার,
  2. ভাদসা,
  3. দোগাছি,
  4. মোহাম্মাদাবাদ,
  5. জামালপুর,
  6. পুরানাপৈল,
  7. আমদই,
  8. বম্বু,
  9. চকবরকত।

কালাই উপজেলা ঃ কালাই উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নাম হলো - 

  1. জিন্দারপুর,
  2. মাত্রাই,
  3. আহমেদাবাদ,
  4. উদয়পুর,
  5. পুনট।

ক্ষেতলাল উপজেলা ঃ ক্ষেতলাল উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নাম - 

  1. আলমপুর,
  2. বড়তারা,
  3. তুলসীগঙ্গা,
  4. মামুদপুর,
  5. বড়াইল।

আক্কেলপুর উপজেলা ঃ আক্কেলপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নাম - 

  1. সোনামুখী,
  2. গোপীনাথপুর,
  3. রায়কালী,
  4. তিলকপুর,
  5. রুকিনদীপুর।

পাঁচবিবি উপজেলা ঃ পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নাম - 

  1. ধরনজি,
  2. বাগজানা,
  3. আয়মারসুলপুর,
  4. বালিঘাটা,
  5. মোহাম্মদপুর,
  6. আটাপুর,
  7. কুসুম্বা,
  8. আওলাই।

জয়পুরহাট জেলা সম্পর্কে সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা

জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো আর্টিকেলের উপরের অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন। আর্টিকেলটির এ অংশে আমরা আলোচনা করব জয়পুরহাট জেলা সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন-উত্তর। সে প্রশ্নগুলো জানার জন্য আপনারা google এ সার্চ করে থাকেন। জয়পুরহাট জেলা সম্পর্কে কিছু প্রশ্ন-উত্তর নিম্নে আলোচনা করা হলো।

প্রশ্ন ঃ জয়পুরহাট জেলার বিখ্যাত খাবার কি?

উত্তর ঃ জয়পুরহাট জেলার বিখ্যাত খাবার হলো নতুন আলোর সাথে গরুর মাংসের ঝোল বা তরকারি।

প্রশ্ন ঃ জয়পুরের জেলায় কি কি খনিজ সম্পদ পাওয়া যায়?

উত্তর ঃ জয়পুরহাট জেলায় চুনাপাথর ও কয়লা এই দুটি খনিজ সম্পদ পাওয়া যায়।

প্রশ্ন ঃ জয়পুরহাট জেলার পূর্ব নাম কি ছিল?

উত্তর ঃজয়পুরহাট জেলার পূর্ব নাম ছিল 'বাঘাবাড়িহাট' পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে রাখা হয় 'গোপেন্দ্রগঞ্জহাট'। বর্তমানে এই জেলাটির নাম হলো 'জয়পুরহাট' জেলা।

উপসংহার

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনারা জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো বিস্তারিত ভাবে জানতে পেরেছেন উপকৃত হয়েছেন। প্রিয় পাঠক বৃন্দ, এ সংক্রান্ত আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাঠক বন্ধুরা আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরাও এতথ্যগুলো জানতে পারে। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url