গরম পানি পড়ে হাত পুড়ে গেলে কি করবেন জেনে নিন

গরম পানি পড়ে হাত পুড়ে গেলে কি করবেন জানতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ে নিন। রান্নাবান্নার কাজ থেকে শুরু করে বিভিন্ন গৃহস্থালি কাজে গরম পানির প্রয়োজন হয়। অসাবধানতা বসত এই গরম পানি হাতে, পায়ে বা শরীরের বিভিন্ন অংশে পড়ে পুড়ে যেতে পারে। জরুরী ভিত্তিতে তৎক্ষণাৎ এর ব্যবস্থা না নিলে দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি হতে পারে।

গরম পানি পড়ে হাত পুড়ে গেলে কি করবেন জেনে নিন

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন গরম পানি পড়ে হাত পুড়ে গেলে কি করবেন? কি করা যাবে না, আর কি কি উপায়ে পুড়ে যেতে পারে? পোড়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত?  পোড়া ঘা ভালো হওয়ার জন্য চিকিৎসাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে। চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।

পেজ সুচিপত্র

গরম পানি পড়ে হাত পুড়ে গেলে কি করবেন

গরম পানি পড়ে হাত পুড়ে গেলে কি করবেন এ বিষয়টি সত্যিই খুব জটিল। শুধু গরম পানি পড়েই নয় যেকোনো ভবেই শরীরে যে কোন অংশ পুড়ে গেলে প্রাথমিক অবস্থায় সবাই একটু হতভম্ব হয়ে পড়েন। সতর্কতার সহিত বিষয়গুলো ম্যানেজ করে নিতে হবে। গরম পানি বা অন্য কোনভাবে শরীরের যে কোন অংশ পুড়ে গেলে প্রাথমিকভাবে নিম্নোক্ত কাজগুলো করতে হবে।

  • প্রথমেই গরম পানি বা অন্য কোন গরম বস্তুর সংস্পর্শে পুড়ে যাওয়া ব্যক্তিকে দূরে হঠাতে হবে।
  • হাত-পা পুড়ে গেলে স্বাভাবিক ঠান্ডা পানির নিচে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
  • শরীরের যেকোনো অংশ পুড়ে গেলে সেখানে ঠান্ডা পানি ঢালতে হবে।
  • অনেক সময় গরম তরকারি বা ডাল পড়ে বা অন্য কোন ভাবে  পুড়ে যেতে পারে সেক্ষেত্রে ভালো মতো পরিষ্কার করতে হবে।
  • হাতে চুড়ি বা কোন গহনা পরা থাকলে সেগুলো খুলে ফেলতে হবে।
  • পড়া অংশের উপরে অ্যান্টিসেপটিক ক্রিম বা মলম ব্যবহার করতে হবে।
  • ভালো করে পরিষ্কার করার পরে শুকনো কাপড় বা গজ দিয়ে ঢেকে দিতে হবে।
  • যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে।

গরম পানি পড়ে হাত পুড়ে গেলে যেগুলো করা যাবে না

গরম পানি পড়ে হাত পুড়ে গেলে কি করবেন সে তথ্য গুলো আর্টিকেলের উপর অংশ পড়ে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন অনেক সময় পড়ে গেলে প্রাথমিকভাবে কি কি করা যায় না সেগুলো জানার জন্য আপনারা গুগলে সার্চ করে থাকেন তো আর্টিকেলের এই অংশটুকু পড়লে আপনারা জানতে পারবেন সেগুলো সম্পর্কে।

  • শরীরের পড়া অংশে কোন অবস্থাতেই ডিম ভেঙ্গে লাগানো যাবে না।
  • পোড়া স্থানে টুথপেস্ট লাগানো যাবে না।
  • ক্ষতস্থানে তেল জাতীয় পদার্থ বা ঘি লাগানো যাবে না।
  • পুড়ে ফোসকা পড়লে সেই ফোসকা গেলে দেওয়া বা ফাটিয়ে দেওয়া যাবে না।
  • পোড়া জায়গা ভেজানো যাবে না।
  • শরীরের পোড়া অংশে বরফ বা বরফের শীতল পানি দেওয়া যাবে না।
  • পোড়া অংশে গাছ গাছড়ার পাতা বা ঘাস পাতা পিষে লাগিয়ে দেয়া যাবে না। এগুলো করলে পরবর্তীতে ড্রেসিং করার সময় সমস্যার সৃষ্টি হয় এবং সেকেন্ডারি ইনফেকশন হতে পারে।

গরম পানি পড়ে পুড়ে যাওয়া থেকে বাঁচার জন্য সতর্কতা

গরম পানি পড়ে হাত পুড়ে গেলে কি করবেন বা কি করা যাবে না এ তথ্যগুলো আপনারা আর্টিকেলের উপর অংশটুকু পড়ে জানতে পেরেছেন। আর্টিকেলের এই অংশে আপনারা জানতে পারবেন গরম পানি বা অন্য কোন উপায়ে আগুনে পুড়ে যাওয়া থেকে কি কি সর্তকতা অবলম্বন অবলম্বন করতে হবে।

আরও পড়ুন ঃ চোখে অঞ্জনি উঠলে কি করবেন জেনে নিন।

  • সতর্কতার সহিত গরম পানি নাড়াচাড়া করতে হবে।
  • গরম হাড়ি পাতিল ধরার সময় নেকড়া ব্যবহার করতে হবে।
  • গরম পানি বা তরকারি পড়ে সবচেয়ে বেশি পুড়ে ছোট বাচ্চারা, তাই তাদেরকে সতর্ক ও নিরাপদ স্থানে রাখতে হবে
  • ডালসহ অন্যান্য তরকারি রান্না-বান্না করে নিরাপদ স্থানে রাখতে হবে।
  • আর রান্না-বান্না শেষ করে খড়ির চুলা বা গ্যাসের চুলা সতর্কতা সহিত বন্ধ করে দিতে হবে।
  • গোসলের সময় গরম পানি ব্যবহারের আগে অল্প করে ঢেলেও নিতে হবে যেন সহনীয় মাত্রায় গরম থাকে।

পুড়ে যাওয়া ক্ষত সারানোর জন্য চিকিৎসা

গরম পানি পড়ে বা আগুনে এবং অথবা অন্য কোন উপায়ে পুড়ে গেলে সেই ক্ষত হারানোর জন্য প্রাথমিক কিছু ব্যবস্থা নেওয়ার পরে ডাক্তারের পরামর্শে ডাক্তার সাহেব দেখে, শুনে, বুঝে চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। গরম পানি পড়ে পুড়ে যাওয়ার পর পরই যে সকল প্রাথমিক চিকিৎসা প্রদান করা  সেগুলো নিম্নে উল্লেখ করা হলো।

পুড়ে যাওয়া ক্ষত সারানোর জন্য চিকিৎসা
  • পোড়া ক্ষত শুকানোর জন্য ডাক্তারের পরামর্শে এন্টিবায়োটিক ঔষধ খেতে হবে,
  • অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করতে হবে।
  • চুলকানি দূর করার জন্য এন্ট্রিহিটামিন (ফেনাডিন, ফেক্সো) জাতীয় ঔষধ খেতে হবে।
  • ব্যথা দূর করার জন্য প্যারাসিটামল খেতে হবে বা ব্যাথা বেশি হলে পেইনকিলার (ইটোরিক্স, রোলাক) খেতে হবে।
  • পুড়ে গেলে শরীর থেকে তরল পদার্থ বের হয়ে যায়, তরলের ঘাটতি পূরণ করার জন্য পর্যাপ্ত পরিমানে খাবার স্যালাইন, ডাবের পানি ও সরবত খেতে হবে।

যে সকল উপায়ে হাত পুড়তে পারে 

রান্না বান্না কাজে বা বিভিন্ন উপায়ে হাত পুড়ে ফোসকা পড়েতে পারে। রান্নাঘরে শুধু গরম পানি পড়েই নয় আরো যে সকল উপায়ে শরীরের  অংশ পুড়ে যেতে পারে সেগুলো হলো।
  • গরম পানি পড়ে পুড়ে যেতে পারে।
  • গরম তেল পড়ে পুড়তে পারে।
  • গরম তরকারি পড়ে পুড়তে পারে।
  • গরম ডাল পড়ে পুড়তে পারে।
  • গরম কড়াই ও হাঁড়ি-পাতিলের ছ্যাকা লেগে পুড়তে পারে। হঠাৎ আগুন লেগে পুড়ে যেতে পারে।
  • হট ওয়াটার ব্যাগে, ফ্লাক্সে গরম পানি ঢালতে গিয়ে হাতে পড়ে পুড়ে যেতে পারে।

যেভাবেই পুড়ে যাক না কেন প্রাথমিক পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা সবগুলো পোড়ার ক্ষেত্রে একই রকমের। রোগীকে দ্রুত হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করতে হবে।

ক্ষত শুকানো সম্পর্কে সতর্কতা 

গরম পানি পড়ে হাত পুড়ে গেলে কি করবেন? অনেক সময় গভীর ঘা বা ক্ষতের সৃষ্টি করে। এই ক্ষত শুকাতে অনেক সময় লেগে যায়। তাই এই ক্ষত যেন দ্রুত শুকায় বা সেরে যায় সেজন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন - 
  • ডাক্তারের পরামর্শে ভালো মতো ড্রেসিং করতে হবে।
  • শরীরের পোড়া অংশ শুকনো বা শুষ্ক রাখতে হবে।
  • ভেজানো যাবে না।
  • কাজ করার সময় সতর্কতার সহিত কাজ করতে হবে যেন পানি লেগে ভিজে না যায়।
  • পড়া জায়গায় যাতে ঘষা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • পরিষ্কার নরম কাপড় বা গজ দিয়ে ক্ষতস্থান হালকা করে ঢেকে রাখুন, যাতে ধুলিবালি পড়তে না পারে।
  • শিশুদের ক্ষেত্রে সব সময় ডাক্তারের পরামর্শ থাকতে হবে।

পোড়া জায়গার জ্বালা যন্ত্রণা কমানোর ঘরোয়া উপায়

গরম পানি পড়ে হাত পুড়ে গেলে কি করবেন? কি করা উচিৎ না, পোড়ার চিকিৎসা কি এই সকল বিষয়গুলো আপনারা পরের অংশ পড়ে জানতে পেরেছেন। আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন পোড়া জায়গায় জ্বালা যন্ত্রণা কমানোর উপায় জানার জন্য। তো আর্টিকেলের এই অংশটুকু পড়ে পুড়ে যাওয়া অংশে জ্বালাপোড়া কমানোর উপায় গুলো জেনে নিন।

  • পুড়ে গেলে অনেক জ্বালাপোড়া করে, এই জ্বালাপোড়া কমানোর জন্য পোড়া অংশের উপরে দই বা কাঁচা দুধ লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন। এতে করে জ্বালাপোড়া কমবে ফোস্কাও পড়বে না।
  • আগুনে বা গরম পানি পড়ে পুড়ে যাওয়ার সাথে সাথে পরিষ্কার করে শেখানো এ্যালোভেরার জেল লাগালে জ্বালাপোড়া কমে যাবে, ঠান্ডা অনুভূত হবে এবং ক্ষত শুকাতে সময় লাগবে কম।
  • হাতের কাছে থাকা কলার খোসাটি পড়ে গেলে সেই ক্ষতস্থানে চেপে ধরে রাখুন এতে জ্বালাপোড়া কমে যাবে
  • মধু ভালো মানের অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, পুড়ে যাওয়া জায়গাতে তৎক্ষণাৎ মধু লাগালে জ্বালাপোড়া কমে যায় এবং তাড়াতাড়ি দাগ দূর হয়।
  • ভিনেগার লাগালে তাড়াতাড়ি জ্বালা কমে যাবে এবং এরকম জ্বালা হলে ভিনেগারে কাপড় ভিজিয়ে চিপে ক্ষত স্থানে চেপে ধরে রাখলে খুব দ্রুত জ্বালা কমে যায়।
  • অলিভ অয়েল ত্বকের পোড়া অংশের টানটান ভাব দূর করে, ত্বক নরম ও মোলায়েম করে রাখে।
  • কাঁচা আলু ও কাঁচা শসা গোল করে কেটে পড়া অংশের উপর লাগালে জ্বালাপোড়া ভাব কমে যায়। এতে বিদ্যমান এন্ট্রিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে কাজ করে এবং  প্যান্টোথেনিক এসিড ত্বককে মোলায়েম করে।
  • পাকা কলার খোসা পোড়া অংশে জ্বালাপোড়া কমাতে খুবই কার্যকরী। পুড়ে যাওয়া স্থানে কলার খোসা লাগালে এন্ট্রিসেপটিক হিসেবে কাজ করে ও জ্বালাপোড়া কমে।
  • পোড়া ঘায়ের যত্ন নেওয়ার জন্য ল্যাভেন্ডার তেল অতীব গুরুত্বপূর্ণ। পোড়া ঘায়ের যত্ন নেয়ার জন্য লেভেন্ডার তেল, ভিটামিন ই, ভিটামিন সি সাথে ল্যাভেন্ডার তেল মিক্সচার করে ক্ষতস্থানে লাগালে স্বস্তি পাওয়া যায় এবং তাড়াতাড়ি দাগ মিলায়।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ, গৃহস্থালি বিভিন্ন কাজসহ রান্না বান্নার সময় গরম পানি পড়ে বা অন্য কোন উপায়ে  হাতসহ শরীরের যেকোন অংশ পুড়ে গেলে ভয় না করে সতর্কতার সহিত পুড়ে যাওয়া ব্যক্তিকে ও পোড়া অংশের প্রাথমিক পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে। ভয় নয় সচেতনতায় জয়। সতর্ক থেকে রান্নাবান্নার সময় হাত পুড়ে যাওয়া থেকে নিজেকে রক্ষা করুন।

আশা করি, গরম পানি পড়ে হাত পুড়ে গেলে কি করবেন এ সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে পুড়ে যাওয়ার প্রাথমিক পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত সকল তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকু। আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্যরাও এতথ্যগুলো জানতে পার।  আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url