রাজশাহী টু পাবনা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা
রাজশাহী টু পাবনা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন বহু মানুষ বিভাগীয় শহর রাজশাহী থেকে জেলা শহর পাবনা যাওয়া-আসা করে থাকেন। এই যাওয়া-আসার অনেক রকম মাধ্যম থাকলেও সহজলভ্য মাধ্যম হলো বাস।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন বাংলাদেশের বানিজ্যিক এলাকা নামে পরিচিত পাবনার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম বাস। এই বাসের নাম, বাসের সময়সূচী ও বাসের ভাড়ার তালিকা সম্পর্কে। তো আর দেরি না করে চলুন পাঠক বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক।
রাজশাহী টু পাবনা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা
রাজশাহী টু পাবনা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটি পড়লেই আপনারা জানতে পারবেন এই রুটের বাস চলাচল সম্পর্কে যাবতীয় তথ্যগুলো। এই বাসগুলো রাজশাহীর ভদ্রার মোড় থেকে ছেড়ে বানেশ্বর, পুঠিয়া, নাটোর, বনপাড়া, ঈশ্বরদী হয়ে পাবনা পর্যন্ত চলাচল করে। এই বাসগুলোর নাম, যে সময়সূচী মেনে চলে ও যে পরিমাণ ভাড়া নেয় সেগুলো নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হলো।
রাজশাহী টু পাবনা বাসের নাম
- রাব্বি পরিবহন,
- ওমর পরিবহণ,
- আলভি পরিবহন,
- আহম্মদ পরিবহণ,
- পাবনা এক্সপ্রেস,
- বিআরটিস। ইত্যাদি।
রাজশাহী টু পাবনা বাসের সময়সূচী
রাজশাহী টু পাবনা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির উপরের অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন এই রুটে চলাচলকারী বাসগুলোর নাম। এই অংশটুকু পড়লে আপনারা জানতে পারবেন যে সময়সূচি মেনে উক্ত বাসগুলো চলাচল করে সে সম্পর্কে। রাজশাহী থেকে পাবনা যাত্রী পরিবহনের উদ্দেশ্যে প্রথম বাস সকাল ৬ টা ২০ মিনিটে ছাড়ে এবং পরবর্তী বাসগুলো ৩০ মিনিট পরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত ছেড়ে যায়। তবে বিআরটিসি বাসের ক্ষেত্রে একটু আলাদা। বিআরটিসি বাসগুলো যাত্রা শুরু হয় সকাল ৬ টা ৪৫ মিনিটে।
- রাব্বি পরিবহণ ঃ সকাল ৬ টা ২০ মিনিটে,
- ওমর পরিবহন ঃ সকাল ০৭ টা,
- আলভি পরিবহণ ঃ সকাল সাড়ে ৭ টা,
- আহম্মদ পরিবহন ঃ সকাল ৮.০০ টা,
- পাবনা এক্সপ্রেস ঃ সকাল সাড়ে ৮ টা,
- বিআরটিস ঃ সকাল ৬.০০ টা ৪৫ মিনিটে।
রাজশাহী টু পাবনা বাসের ভাড়ার তালিকা
রাজশাহী টু পাবনা বাসের মোবাইল নাম্বার
- রাব্বি পরিবহন #
- ওমর পরিবহন #
- আলভি পরিবহন #
- আহম্মদ পরিবহণ #
- পাবনা এক্সপ্রেস #
- বিআরটিসি বাস # ০১৭১৯২৫০১৫৯, ০১৭১১ ৩০১৫৮৬, ০১৭৩০ ৮৩৫২৮৩।
রাজশাহী টু পাবনা বাসগুলো যেখান থেকে ছাড়ে
রাজশাহী টু পাবনা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির উপরের অংশ পড়ে আপনারা উক্ত তথ্যগুলো জানতে পেরেছেন। এ পর্যায়ে আপনারা জানতে পারবেন রাজশাহীর কোন জায়গা থেকে পাবনার বাসগুলো ছেড়ে যায় সে সম্পর্কে।
- রাজশাহীর ভদ্রার মোড় থেকে গাড়িগুলো পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
- বিআরটিসি বাসগুলো কুমারপাড়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে হয়ে যায়।
রাজশাহী টু পাবনা বাস যোগাযোগ সম্পর্কে সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা (FAQ)
রাজশাহী টু পাবনা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জানার পরে রাজশাহী থেকে পাবনা যে বাসগুলো চলে সে বাসগুলো বা যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে অনেকেই অনেক প্রশ্ন গুগলে সার্চ করে থাকেন। এরকম কিছু প্রশ্ন-উত্তর নিম্নে প্রদান করা হলো।
প্রশ্ন ঃ রাজশাহী থেকে পাবনা্র দূরত্ব কত কিলোমিটার?
উত্তর ঃ রাজশাহী থেকে পাবনার দূরত্ব ১০০-১১০ কিলোমিটার।
প্রশ্ন ঃ রাজশাহী থেকে পাবনা যেতে বাসযোগে কত ঘন্টা সময় লাগে?
উত্তর ঃ রাজশাহী থেকে বাসযোগে পাবনা যেতে ২.৩০-৩.০০ ঘন্টা সময় লাগে।
প্রশ্ন ঃ রাজশাহী থেকে পাবনার বাস ভাড়া কত?
উত্তর ঃ রাজশাহী থেকে পাবনার বাস ভাড়া ২০০ থেকে ২২০ টাকা পার হেড।
উপসংহার
আশা করি, রাজশাহী টু পাবনা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটি পড়ে বাস যোগাযোগ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরাও এতথ্যগুলো জানতে পারেন।
প্রিয় যাত্রী বৃন্দ, গাড়িগুলোর সময়সূচী ও ভাড়া যেকোনো সময় পরিবর্তন হতে পারে, সেজন্য আগে থেকে টিকিট কনফার্ম করে নিন। যাত্রাপথে চলাচলের সময় অপরিচিত লোকের দেওয়া কোন কিছু খাবেন না। সবসময় মালপত্র ও আপনার নিজের প্রতি সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। পরিশেষে আপনার যাত্রা শুভ হোক নিরাপদে নির্বিঘ্নে গন্তব্য স্থলে পৌছান এই কামনা রইল।

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url