নওগাঁ টু রাজশাহী বাসের নাম ভাড়া ও সময়সূচী জেনে নিন

নওগাঁ টু রাজশাহী বাসের নাম ভাড়া ও সময়সূচী জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। নানা প্রয়োজনে প্রতিদিন অনেক মানুষ নওগাঁ জেলা থেকে বিভাগীয় শহর রাজশাহীতে যাতায়াত করে থাকেন। এই যাতায়াতের সহজলভ্য মাধ্যম হলো সড়কপথে বাসে করে।

নওগাঁ টু রাজশাহী বাসের নাম ভাড়া ও সময়সূচী জেনে নিন
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন অন্যতম বাণিজ্যিক এলাকা নওগাঁ জেলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম বাসের নাম, বাসের ভাড়া ও বাসের সময়সুচী সম্পর্কে। তো আর দেরি না করে চলুন বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক।

পেজ সুচীপত্র

নওগাঁ টু রাজশাহী বাসের নাম ভাড়া ও সময়সূচী 

নওগাঁ টু রাজশাহী বাসের নাম ভাড়া ও সময়সূচী সম্পর্কিত আর্টিকেলটি পড়লেই আপনারা জানতে পারবেন এই রুটের বাস চলাচল সম্পর্কে যাবতীয় তথ্যগুলো। এই বাসগুলো নওগাঁ থেকে ছেড়ে ফেরিঘাট (মান্দা), মোহনপুর ও নওহাটা বিমানবন্দর হয়ে রাজশাহী পর্যন্ত চলাচল করে। এই বালগুলোর নাম, যে পরিমাণ ভাড়া নেয় ও যে সময়সূচী মেনে চলে সেগুলো নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হলো।

নওগাঁ টু রাজশাহী বাসের নাম

প্রতিদিন নওগাঁ থেকে রাজশাহী পর্যন্ত নিয়মিতভাবে বিআরটিসিসহ বেশ কয়েকটি বাস চলাচল করে। এই রোডে নিয়মিত ভাবে যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো।
  • গেট লক এন্টারপ্রাইজ,
  • শাহ ফতে আলী পরিবহণ,
  • হিমাচল পরিবহন,
  • হানিফ পরিবহন, 
  • গীতা পরিবহন
  • বরেন্দ্র এক্সপ্রেস,
  • নকশী এন্টারপ্রাইজ,
  • বিআরটিস। ইত্যাদি।

নওগাঁ টু রাজশাহী বাসের ভাড়া

নওগাঁ টু রাজশাহী বাসের নাম ভাড়া ও সময়সূচী সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আপনারা জানতে পারবেন নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া সম্পর্কে। প্রিয় যাত্রী বৃন্দ  আপনারা সকলে অবগত আছেন যে বাসে ভাড়া নির্ভর করে দূরত্ব, বাসের এ্যকমোডেশান ও এসি বা নন এসি বাসের উপর ভিত্তি করে। নওগাঁ থেকে রাজশাহীতে ছেড়ে যাওয়া বাসের প্রতিটি সিটের ভাড়া ১৬০ থেকে ২৪০ টাকা প্রতিজন যাত্রীর জন্য।

আরও পড়ুন ঃ কুষ্টিয়া টু রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা।

নওগাঁ টু রাজশাহী বাসের সময়সূচী

নওগাঁ টু রাজশাহী বাসের নাম ভাড়া ও সময়সূচী সম্পর্কিত আর্টিকেলটির উপরের অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন এই রুটে চলাচলকারী বাসগুলোর নাম। এঈঅংশটুকু পড়লেই আপনারা জানতে পারবেন যে সময়সূচি মেনে উক্ত বাসগুলো চলাচল করে সে সম্পর্কে।

নওগাঁ থেকে রাজশাহীতে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাসগুলো সকাল সাড়ে ৬ টায় শুরু করে এবং আধ ঘন্টা পর পর বাসগুলো ছেড়ে যায়। তবে বিআরটিসি বাসের ক্ষেত্রে একটু আলাদা। বিআরটিসি বাসগুলোর যাত্রা শুরু হয় সকাল ৮ টায়।

আরও পড়ুন ঃ মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ জেনে নিন।

নওগাঁ টু রাজশাহী বাসের মোবাইল নাম্বার 

সকল যাত্রীর মনের প্রত্যাশা, মোবাইল নাম্বার জানা থাকলে বাসের সঙ্গে বা কাউন্টারে যোগাযোগ করে খুব সহজেই সিট বুকিং করা যেত। সেই সুবিধার কথা বিবেচনা করেই নিম্নে দু-একটি বাস কাউন্টারের নাম্বার যোগাড় করে প্রদান করা হলো।
  • বিআরটিসি বাস # ০১৭১৯২৫০১৫৯, ০১৭১১ ৩০১৫৮৬, ০১৭৩০ ৮৩৫২৮৩।
  • গেট লক এন্টারপ্রাইজ,
  • শাহ ফতে আলী পরিবহণ,
  • হিমাচল পরিবহন # ০১৩৩৫৫৫৭৫৯২,
  • হানিফ পরিবহন, 
  • গীতা পরিবহন,
  • বরেন্দ্র এক্সপ্রেস # ০১৩৩৫৫৫৭৫৯৬,
  • নকশী এন্টারপ্রাইজ,
  • পদ্মা এন্টারপ্রাইজ ঃ০১৩৩৫৫৫৭৫৯২ (কাউন্টারের মোবাইল নাম্বার)।

নওগাঁ টু রাজশাহী বাসগুলো যেখান থেকে ছাড়ে 

নওগাঁ টু রাজশাহী বাসের নাম ভাড়া ও সময়সূচী আর্টিকেলটির উপরের অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন। এপর্যায়ে আপনারা জানতে পারবেন নওগাঁর কোন জায়গা থেকে রাজশাহীর বাসগুলো ছেড়ে যায় সে সম্পর্কে।
  • বিআরটিসি বাসগুলো নওগাঁর বালুডাঙ্গা বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়।
  •  সবগুলো বাস নওগাঁর বালুডাঙ্গা স্ট্যান্ড থেকে ছাড়ে।

উপসংহার 

আশা করি, নওগাঁ টু রাজশাহী বাসের নাম ভাড়া ও সময়সূচী সম্পর্কিত আর্টিকেলটি পড়ে বাস যোগাযোগ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর  আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরাও এতথ্যগুলো জানতে পারেন।

প্রিয় যাত্রী বৃন্দ, যাত্রাপথে চলাচলের সময় অপরিচিত লোকের দেওয়া কোন কিছু খাবেন না। সবসময় লাগেজ ও আপনার নিজের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। পরিশেষে সুস্থতার সহিত আপনার যাত্রা শুভ হোক এই কামনায় আজকের মতো ইতি টানছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url