ঢাকা টূ রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন

ঢাকা টূ রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন হাজার হাজার মানুষ রাজধানী শহর ঢাকা থেকে সিল্ক সিটি ও শিক্ষা নগরী রাজশাহীতে সড়কপথে বাসে করে যাওয়া-আসা করে থাকেন। যোগাযোগের এই মাধ্যম বাস সম্পর্কে জানার জন্য অনেক সময় আপনারা google এ সার্চ করে থাকে।

ঢাকা টূ রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন ঢাকা টু রাজশাহী গামি বাসের নাম কি? বাসগুলো ছাড়ার সময়সূচী ও ভাড়ার তালিকা। ঢাকা থেকে আমের নগরী ও নিট এন্ড ক্লিন সিটি রাজশাহী গামী বিভিন্ন বাসের কাউন্টারে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বারসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সম্পর্কে। পাঠক বন্ধুরা চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।

পেজ সুচিপত্র

ঢাকা টূ রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা

বাংলাদেশের কেন্দ্রবিন্দু ও রাজধানী শহর ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার জন্য বাস, বিমান, ট্রেন, মাইক্রোতে যাওয়া গেলেও এর মধ্য সহজলভ্য মাধ্যম বাস। বাসে যাওয়ার জন্য যে তথ্যগুলো জানা দরকার বিশেষ করে বাসের নাম কি? বাসগুলো কোন সময়সূচী মেনে চলে? বাসের ভাড়া কত? ঢ়াকার কোন এলাকা থেকে রাজশাহীর বাসগুলো ছেড়ে যায় ইত্যাদি। এই তথ্যগুলো নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হলো। এই তথ্যগুলো জানার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

ঢাকা টূ রাজশাহী বাসের নাম

ঢাকা টূ রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত তথ্যগুলো জানার জন্য আপনারা অনেক সময় গুগলে সার্চ করেন অথবা অন্য কাউকে জিজ্ঞেস করেন। তো আপনি আর্টিকেলের এই অংশটুকু পড়লেই জানতে পারবেন নিয়মিতভাবে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যেসব বাস বা কোচগুলো ছেড়ে যায় সেই বাসগুলোর নাম। রাজশাহী গামী বিভিন্ন কোম্পানির  (এসি, নন এসি) বাস বা কোচগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো।

  • হানিফ এন্টারপ্রাইজ,
  • দেশ ট্রাভেলস,
  • ন্যাশনাল ট্রাভেলস,
  • গ্রামীন ট্রাভেলস,
  • শ্যামলী পরিবহন,
  • গ্রীনলাইন পরিবহন,
  • এস আর ট্রাভেলস,
  • একতা এন্টারপ্রাইজ,
  • আকিব এন্টারপ্রাইজ,
  • ঈগল পরিবহন। ইত্যাদি।

ঢাকা টূ রাজশাহী বাসের সময়সূচী

ঢাকা টূ রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির উপরের অংশ পড়ে আপনারা ঢাকা টু রাজশাহী বিভিন্ন বাসের নাম সম্পর্কে জানতে পেরেছেন। এঅংশে আপনারা জানতে পারবেন বাসগুলো ঢাকা বাস কাউন্টার থেকে যে সময়সূচী মেনে চলাচল করে অর্থাৎ বাসের সময়সূচি সম্পর্কে। ভোর সাড়ে ছয়টার সময় শুরু হয়ে আধা ঘন্টা পর পর রাত্র পৌনে একটা পর্যন্ত এই গাড়িগুলো রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে দুপুরে কিছু সময়ের জন্য কোন কোন বাস বন্ধ থাকে। নিম্নে ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচী প্রদান করা হলো।

বাসের নাম

যেখান থেকে ছাড়ে

বাস ছাড়ার সময়

হানিফ এন্টারপ্রাইজ

কল্যাণপুর, ঢাকা

সকাল ৬.০০ টা - রাত ১২.৩০ টা

দেশ ট্রাভেলস

সকল ৫.৪৫ টা - রাত ১২.০০ টা

ন্যাশনাল ট্রাভেলস

কল্যাণপুর, ঢাকা

সকাল ৭.০০ টা - রাত ১২.২০ টা

গ্রামীন ট্রাভেলস

কল্যাণপুর, ঢাকা

সকাল ৭.০০ টা - রাত ১২.০০ টা 

শ্যামলী পরিবহন

কল্যাণপুর, ঢাকা

সকাল ৭.০০ টা - রাত ১২.৩০ টা

গ্রীনলাইন পরিবহন

কল্যাণপুর, ঢাকা

সকাল ৮.০০ টা - রাত ১০.০০ টা

এস আর ট্রাভেলস

কল্যাণপুর, ঢাকা

সকাল ৭.০০ টা - রাত ৮.০০ টা

একতা এন্টারপ্রাইজ

কল্যাণপুর, ঢাকা

সকাল ৭.০০ টা - রাত ১২.০০ টা

ঈগল পরিবহন

কল্যাণপুর, ঢাকা

সকাল ৮.০০ টা - রাত ১০.০০ টা

উল্লেখ্য যে এই গাড়িগুলো ছাড়া সময় থেকে ৬-৭ ঘন্টা পরে রাজশাহীতে পৌঁছায়।

আরও পড়ুন ঃ নোয়াখালী টু রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা।

ঢাকা টূ রাজশাহী বাসের ভাড়ার তালিকা

ঢাকা টূ রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলের এঅংশটুকু পড়ে আপনারা জেনে নিন ঢাকা টু রাজশাহী বাসের (এসি, নন এসি) ভাড়ার তালিকা। প্রিয় যাত্রী বন্ধুগণ আপনারা সকলেই অবগত যে এসি বাসের ভাড়া নন এসি বাসের তুলনায় একটু বেশি হয়। ঢাকা টু রাজশাহী গামী বাসের ভাড়ার তালিকা নিম্নে প্রদান করা। ঢাকা টু রাজশাহী বাসের ভাড়ার তালিকা এখানে দেখে নিন

বাসের নাম

বাসের ধরন

প্রতি সিটের ভাড়া

হানিফ এন্টারপ্রাইজ

নন এসি

৮০০ টাকা

হানিফ এন্টারপ্রাইজ

 এসি

১৪০০ টাকা

দেশ ট্রাভেলস

 নন এসি

৮০০ টাকা

দেশ ট্রাভেলস

এসি

১৪০০ টাকা

গ্রামীন ট্রাভেলস

নন এসি / এসি

৮০০ টাকা / ১৪০০ টাকা

গ্রীনলাইন পরিবহন

এসি

১৪০০ টাকা

এস আর ট্রাভেলস

নন এসি / এসি

৮০০ টাকা / ১৪০০ টাকা

একতা এন্টারপ্রাইজ

নন এসি

৮০০ টাকা

শ্যামলী পরিবহন

নন এসি / এসি

৮০০ টাকা / ১৪০০ টাকা


উল্লেখ্য যে ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে, সে জন্য আলোচনা সাপেক্ষে আপনি টিকিট কনফার্ম করে নিন।

আরও পড়ুন ঃ গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বললে কি হয় জেনে নিন।

ঢাকা টূ রাজশাহী বাস কাউন্টারের মোবাইল নাম্বার 

ঢাকা টূ রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ঢাকাতে অবস্থিত রাজশাহী গামী বাস কাউন্টারের মোবাইল নাম্বার। যাতে করে আপনি ঘরে বসেই বাস কাউন্টারে যোগাযোগ করে বাস চলাচল সম্পর্কিত সকল তথ্যগুলো সঠিক ভাবে জানতে পারন।

ঢাকা টু রাজশাহী রুটে বাস কাউন্টারের মোবাইল নাম্বার

বাসের নাম

বাস কাউন্টারের নাম

মবাইল নম্বার

হানিফ এন্টারপ্রাইজ

কল্যাণপুর, ঢাকা

০১৭১৩২০১৭০০ / ০১৭১৩ ০৪৯৫৫ ৯ 

দেশ ট্রাভেলস

কল্যাণপুর, ঢাকা

০১৭৬২ ৬২০ ৭০৩ / ০১৭৬২ ৬৮৪৪১৫

ন্যাশনাল ট্রাভেলস

কল্যাণপুর, ঢাকা

০১৭১৩ ২২৮২৮৩

গ্রামীন ট্রাভেলস

কল্যাণপুর, ঢাকা

০১৭১৭৯৭৮৪০৮

শ্যামলী পরিবহন

কল্যাণপুর, ঢাকা

০১৯৭৯৩১৭৩১৮ / ০১৭১৬৯৬০৪০৯ 

গ্রীনলাইন পরিবহন

কল্যাণপুর, ঢাকা

০১৭৩০০৬০০৭২

এস আর ট্রাভেলস

কল্যাণপুর, ঢাকা

 

একতা এন্টারপ্রাইজ

কল্যাণপুর, ঢাকা

০১৪০৭০২২২০৬

ঈগল পরিবহন

কল্যাণপুর, ঢাকা

 

উল্লেখ্য যে মোবাইল নাম্বারগুলো যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন ঃ ঢাকা টু কুয়াকাটা লঞ্চের নাম সময়সূচি ও ভাড়ার তালিকা জেনে নিন।

ঢাকা টূ রাজশাহী বাস কাউন্টার যেখানে অবস্থিত 

ঢাকা টূ রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা তালিকা সম্পর্কিত আর্টিকেলটির এঅংশটুকু পড়লে আপনারা জানতে পারবেন ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহী বাসের কাউন্টার ঢাকা শহরের কোন এলাকায় অবস্থিত সে সম্পর্কে। ঢাকা শহরের কল্যাণপুরে একসাথে রাজশাহী গাভী সকল বাস কাউন্টার অবস্থিত। এছাড়াও শ্যামলী ও টেকনিক্যাল মোড়ে কিছু বাস কাউন্টার রয়েছে।

আরও পড়ুন ঃ দুবাই কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন বেশি জেনে নিন।

ঢাকা টূ রাজশাহী বাসের দুপুরের সময়সূচী

ঢাকা টু রাজশাহী চলাচলকারী বাসের মধ্যে বেশিরভাগ বাসগুলোই সকালে, বিকালে, সন্ধ্যায় ও রাতে চলাচল করে। এর মধ্যে অল্প কিছু গাড়ি আছে যেগুলো দুপুরে ছাড়ে। যাত্রী সাধারণের সময়ের দিকটা বিবেচনা করে একতা এন্টারপ্রাইজের একটি বাস দুপুর ২ টা ৩০ মিনিটে ঢাকার টেকনিক্যাল মোড় বাস কাউন্টার থেকে ছেড়ে যায়। যে গাড়িটি রাজশাহীতে পৌঁছাতে প্রায় রাত্রি আটটা বাজে। আপনারা দুপুরে যাত্রা করতে চাইলে এই গাড়িতে যেতে পারবেন।

আরও পড়ুন ঃ আদর্শ চালকের কি কি গুণাবলী থাকা উচিত জেনে নিন।

ঢাকা টূ রাজশাহী বাসের রাতের সময়সূচী

ঢাকা টূ রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আপনারা জানতে পারবেন ঢাকা টু রাজশাহী বাসের রাতের সময়সূচি সম্পর্কে। অনেক যাত্রী আছেন যারা সকালে জার্নি করতে পছন্দ করেন, অনেকে আছেন বিকালে জার্নি করেতে পছন্দ করেন আবার অনেক যাত্রী পাওয়া যায় যারা রাত্রে জার্নি করতে পছন্দ করেন।

ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রাত্রে অনেকগুলো বাস চলাচল করে। যে সময়সূচীগুলো আপনারা ইতোমধ্যে ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচির মধ্যে জানতে পেরেছেন। ঢাকা থেকে রাজশাহীতে রাতে যেতে চাইলে হানিফ পরিবহন, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস ইত্যাদি গাড়িগুলোতে যেতে পারেন। এই গাড়িগুলো সাধারণত রাত দশটা থেকে রাত পৌনে ১ টা পর্যন্ত ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

ঢাকা টূ রাজশাহী বাস চলাচল সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা

ঢাকা টূ রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটি পড়ে আপনার উক্ত তথ্যগুলো জেনেছেন। অনেকের মনে প্রশ্ন জাগে ঢাকা থেকে রাজশাহীতে যেতে কত সময় লাগে? ঢাকা টু রাজশাহীর দূরত্ব কত? এ ধরনের বিভিন্ন প্রশ্ন জানার জন্য আপনারা গুগলে সার্চ করে থাকেন। তো আর্টিকেলের এই অংশটুকু পড়ে এসকল তথ্যগুলো জেনে নিন।

প্রশ্ন ঃ ঢাকা টূ রাজশাহী বাসে যেতে কত ঘন্টা সময় লাগে?

উত্তর ঃ ঢাকা টূ রাজশাহী যেতে বাসে ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগে।

প্রশ্ন ঃ ঢাকা টূ রাজশাহী দূরত্ব কত কিলোমিটার?

উত্তর ঃসড়ক পথে ঢাকার কল্যাণপুর টু রাজশাহী পর্যন্ত দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার।

প্রশ্ন ঃ ঢাকা টূ রাজশাহী এসি বাস বা এসি কোচের ভাড়া কত?

উত্তর ঃ ঢাকা টূ রাজশাহী এসি কোচ বা এসি বাসের প্রতি সিটের ভাড়া ১৪০০ টাকা।

প্রশ্ন ঃ ঢাকা টূ রাজশাহী নন-এসি কোচ বা নন-এসি বাসের ভাড়া কত?

উত্তর ঃ ঢাকা টূ রাজশাহী নন-এসি বাস বা নন-এসি কোচের প্রতি সিটের ভাড়া ৮০০ টাকা।

প্রশ্ন ঃ ঢাকা টূ রাজশাহী কতগুলো কোম্পানির বাস চলাচল করে?

উত্তর ঃ ঢাকা টূ রাজশাহী প্রতিদিন ৮ থেকে ১০ টি কোম্পানির বাস নিয়মিত চলাচল করে।

প্রশ্ন ঃ ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো কি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়?

উত্তর ঃ জ্বি, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ, আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা ঢাকা টূ রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছে। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য যাত্রী বন্ধুরাও এতথ্যগুলো জানতে পারেন।

প্রিয় যাত্রীবৃন্দ, যাত্রাপথে অন্যের দেওয়া কোন কিছু খাবেন না। সকল ধরনের প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সতর্ক থাকবেন। আপনার নিরাপদ ভ্রমণ আমাদের কাম্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার যাত্রা শুভ হোক। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url