আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য বা গুণাবলী জেনে নিন

আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। কেউ কেউ হয়তো এই গুণাবলী জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। সব পুরুষেরই একটি স্বপ্ন হলো তার স্ত্রী হবে আদর্শ ও গুণবতী। যার সাথে একজন স্বামী তার মনের কথাগুলো নির্দ্বিধায় নির্বিঘ্নে বলতে পারে। একজন স্বামীর সব স্বপ্ন তার স্ত্রীকে ঘিরেই। যার দরুণ দাম্পত্য জীবন ও পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরে থাকবে।

আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য বা গুণাবলী জেনে নিন

জীবনসঙ্গী কেবলই সুখের ভাগাভাগি নয় বরং জীবন চলার পথে বিভিন্ন সুখ-দুঃখ সমানভাবে ভাগাভাগি করে নিয়ে চলতে পারা। একজন আদর্শ স্ত্রী ও স্বামী মিলে একটি আদর্শ পরিবার তৈরি হয়। স্ত্রীর বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য তার প্রতি স্বামী বেশি আকৃষ্ট হন ও পেয়ার-মহব্বত বাড়ে। চলুন জেনে নেওয়া যাক একটি সংসার সুখ শান্তিতে ভরে দেওয়ার জন্য আদর্শ স্ত্রীর গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো জেনে নেয়া যাক।

পেজ সূচীপত্র

আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য বা গুণাবলী 

আদর্শ স্ত্রী হলো একটি সংসারের প্রাণ! একজন আদর্শ স্ত্রীর কারণেই একটি সংসারে সুখ-শান্তি বিরাজ করে। সেই জন্য সব সময় একজন স্ত্রীকে বিনয়ী, ভদ্র ও বিশেষ গুণের অধিকারী হতে হয়। একজন আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য বা গুণাবলী নিম্নে আলোচনা করা হলো।

  • একজন স্ত্রী আল্লাহর হুকুমের আনুগত্য করবে এবং তার স্বামীর অনুগত হবে সেই স্ত্রী স্বামীর কাছে এবং আদর্শ।
  • একজন আদর্শ স্ত্রী তার স্বামীকে সম্মান করবে, যত্ন করবে, ভালোবাসবে।
  • স্বামীর সংসারকে গুরুত্ব দেবে।
  • স্বামীসহ সকলের উপর যত্নশীল হবে।
  • আদর্শ স্ত্রী তারাই যে স্ত্রী স্বামী রেগে গেলে চুপ থাকে।
  • স্বামীর মুখে মুখে তর্ক না করে চুপ থাকে। 
  • স্বামী কোন কিছু আনলে সন্তুষ্ট থাকে।
  • স্বামীর আদেশ-নিষেধ মেনে চলে।
  • স্বামীর অপছন্দ কোন কিছু করে না।
  • স্বামীর পরিবার-পরিজনদের উপর সহনশীল হন।
  • স্বামীকে কোন সময় ছোট করে দেখে না বরং স্বামীর সুনাম করে।
  • সব সময় নিজেকে পর্দার মধ্যে রাখে।
  • আদর্শ স্ত্রী তার স্বামীর আয় রোজগারের উপরে সন্তুষ্ট থাকে এবং ইচ্ছাকে তার উপরেই সীমাবদ্ধ রাখে।
  • আদর্শ স্ত্রী সবসময় স্বামীর আনুগত্য করবে।
  • কাজের ফাঁকে সময় বের করে স্বামীকে ভালবাসবে হোক সে গৃহিনী অথবা কর্মজীবী।
  • একজন আদর্শ স্ত্রী সব সময় স্বামীকে আনন্দ দিবে।
  • বিপদে আপদে সব সময় স্বামীকে সান্ত্বনা দিবে।
  • স্বামীর প্রতি সবসময় কৃতজ্ঞ হবে এবং স্বামীর অবস্থা বুঝে কথা বলবে।
  • একজন আদর্শ স্ত্রীকে স্বামীকে কোন সময় কষ্ট না দিবে না
  • আদর্শ স্ত্রীরা সবসময় স্বামীর ঘরমুখী থাকে, বাপের বাড়ির প্রতিবেশী আগ্রহী হয় না।
  • স্বামীর অধিকার আদায়ে সবসময় যত্নবান হবে।
  • বিশেষ প্রয়োজনের স্বামীর অনুমতি ছাড়া বাইরে বের হবে না।
  • একজন আদর্শ স্ত্রী সবসময় পর্দা রক্ষা করে চলবে।

আদর্শ স্ত্রীর করণীয়

আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য বা গুণাবলী উক্ত আর্টিকেলের উপরের অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন। এ পর্যায়ে আপনাদের জানিয়ে দেবো একজন আদর্শ স্ত্রীর স্বামীর প্রতি করণীয় কি সে সম্পর্কে। একজন আদর্শ স্ত্রী সব সময় যে কাজগুলো করে থাকেন সেগুলো নিম্নে আলোচনা করা হলো।

  • দিন শেষে স্বামী যখন ক্লান্ত অবস্থায় ঘরে ফিরবে তখন স্বামীর হাতে ব্যাগ অথবা কোন জিনিসপত্র থাকলে সেটি হাত থেকে নিয়ে রাখবে।
  • স্বামীকে ফ্যানের নিচে বসিয়ে তার শার্ট, প্যান্ট বা পাঞ্জাবি খুলে  যে কাপড়-চোপড় পড়বে সেগুলো হাতের কাছে এনে দিবে।
  • এক গ্লাস ঠান্ডা জুস অথবা স্বামীর পছন্দ করে এমন শরবত বানিয়ে খেতে দিবে।
  • স্বামী গোসল করতে চাইলে গামছা-লুঙ্গি এগিয়ে দিবে।
  • তার জন্য খাবার রেডি করে অপেক্ষা করবে।
  • তার খাওয়া শেষ হলে একসাথে রুমে গিয়ে একসাথে ঘুমাবে। ইত্যাদি।

উপসংহার

প্রত্যেক পুরুষেরই মনের কামনা-বাসনা যে, তার স্ত্রী হবে একজন আদর্শ ও গুণবতী নারী। একজন আদর্শ স্ত্রীর আচার আচরণে জন্য স্বামীর মন প্রফুল্ল থাকে। একজন আদর্শ স্ত্রী যেমন পারে স্বামীর সংসারকে স্বর্গে পরিণত করতে তেমনই একজন বে-দীন স্ত্রীর কর্ম-কান্ডে স্বামীর সংসারে নেমে আসতে পারে অশান্তি। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।

আশা করি, আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা একজন আদর্শ ও গুণবতী স্ত্রীর বৈশিষ্ট্য ও গুণাবলী জানতে পেরেছেন। এই আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরা এই তথ্যগুলো জানতে পারেন। পরিশেষে আপনাদের সকলেরই আদর্শ ও গুণবতী স্ত্রী হোক  এবং সুখ শান্তি ও আনন্দে আপনাদের সংসার পরিপূর্ণ থাকুন এই কামনায় আজকের ইতি টানছিল।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url