সুনামগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন
সুনামগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলো জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা সুনামগঞ্জ জেলা বাংলাদেশের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল যা সিলেট টা সুনামগঞ্জ জেলা নামে পরিচিত। ১৯৮৪ সালের আগ পর্যন্ত এটি সিলেট এর একটি নামে পরিচিত ছিল পরবর্তী সময়ে সুনামগঞ্জকে জেলার মর্যাদা দিয়ে সুনামগঞ্জ জেলায় উন্নীত করা হয়।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন খাল, বিল, হাওর, চা বাগান প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুনামগঞ্জ জেলায় কয়টি থানা আছে ও কয়টি উপজেলা আছে এ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো। আরও জানতে পারবেন সুনামগঞ্জ জেলায় কয়টি পৌরসভা ও কয়টি ইউনিয়ন পরিষদ আছে সে সম্পর্কে। চলুন বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক।
পেজ সূচীপত্র
সুনামগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে
সুনামগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যটি জানার জন্য আর্টিকেলের এই অংশটুকু মনোযোগ সহকারে পড়ে নিন। সুনামগঞ্জ জেলা ১২টি থানা, ১২টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৮৮টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। সুনামগঞ্জ জেলার এই উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নামগুলো নিম্নে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো।
সুনামগঞ্জ জেলায় কয়টি থানা আছে
সুনামগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এশির নামটি প্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব সুনামগঞ্জ জেলা কয়টি থানা আছে সে সম্পর্কে। সুনামগঞ্জ জেলায় ১২টি থানা আছে। ১২টি থানার নাম হলো -
- সুনামগঞ্জ সদর থানা,
- ছাতক থানা,
- বিশ্বম্ভরপুর থানা,
- ধর্মশালা থানা,
- দিরাই থানা,
- বাজার থানা,
- জামালগঞ্জ থানা,
- জগন্নাথপুর থানা,
- তাহিরপুর থানা,
- মধ্যনগর থানা,
- শান্তিগঞ্জ থানা,
- শাল্লা থানা।
সুনামগঞ্জ জেলায় কয়টি উপজেলা আছে
সুনামগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ পর্যায়ে আপনারা জানতে পারবেন সুনামগঞ্জ জেলা কয়টি উপজেলা আছে সে সম্পর্কে। সুনামগঞ্জ জেলায় ১২টি উপজেলা আছে। ১২টি উপজেলার নাম হলো -
- সুনামগঞ্জ সদর উপজেলা,
- বিশ্বম্ভমপুর উপজেলা,
- ছাতক উপজেলা,
- দিরাই উপজেলা,
- ধর্মশালা উপজেলা,
- দুয়ারা বাজার উপজেলা,
- জগন্নাথপুর উপজেলা,
- জামালগঞ্জ উপজেলা,
- তাহেরপুর উপজেলা,
- মধ্যনগর উপজেলা,
- শাল্লা উপজেলা
- শান্তিগঞ্জ উপজেলা।
সুনামগঞ্জ জেলার ভৌগলিক অবস্থান
সুনামগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে উপরের অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন। এ অংশে আপনারা জানতে পারবেন সুনামগঞ্জ জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে। সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে সিলেট বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। ১৯৮৪ সালের আগে এটি একটি মহকুমা হিসেবে পরিচিত ছিল। ১৯৮৪ সালে এটিকে জেলার মর্যাদা দিয়ে সুনামগঞ্জ জেলায় উন্নীত করা হয়। সুনামগঞ্জ জেলার ভৌগলিক অবস্থান সুনামগঞ্জের উত্তর ভারতের মেঘালয়, পূর্বে সিলেট জেলা, দক্ষিণ হবিগঞ্জ জেলা এবং পশ্চিমে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা অবস্থিত।
আরও পড়ুন ঃ সিলেট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন।
সুনামগঞ্জ জেলায় কয়টি পৌরসভা আছে
সুনামগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এগুলো জানার জন্য আপনারা অনেক সময় গুগলে সার্চ করে থাকেন আপনারা জানতে পারবেন সুনামগঞ্জ জেলায় কয়টি পৌরসভা আছে সে সম্পর্কে। সুনামগঞ্জ জেলায় ৪টি পৌরসভা আছে। পৌরসভা ৪টির নাম হলো -
- সুনামগঞ্জ পৌরসভা,
- ছাতক পৌরসভা,
- দিরাই পৌরসভা,
- জগন্নাথপুর পৌরসভা।
সুনামগঞ্জ জেলায় কয়টি ইউনিয়ন পরিষদ আছে
সুনামগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এ তথ্যগুলো জানার জন্য আর্টিকেল পড়ে নিন। সুনামগঞ্জ জেলায় ৮৮টি ইউনিয়ন পরিষদ আছে। উপজেলা ওয়াইজ সুনামগঞ্জ জেলার ৮৮ টি ইউনিয়ন পরিষদের তালিকা নিম্নে প্রদান করা হলো।
- সুনামগঞ্জ সদর উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- মধ্যনগর উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- শাল্লা উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- দিরাই উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- ধর্মশালা উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ রয়েছ,
- বিশ্বম্ভরপুর উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদ রয়েছে
- দোয়ারাবাজার উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- শান্তিগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- জামালগঞ্জ উপজেলা ৬টি রয়েছে,
- জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- তাহিরপুর উপজেলা ৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে,
- শান্তিগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদ হয়েছে।
সুনামগঞ্জ জেলা সম্পর্কে সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা
সুনামগঞ্জ জেলায় কয়টি থানা বা উপজেলা আছে এই তথ্যগুলোসহ ইউনিয়ন পরিষদ ও পৌরসভার তথ্যগুলো আপনারা উপরের অংশ পড়ে জানতে পেরেছেন। আর্টিকেলের এই অংশটুকু পড়ে আপনারা জানবেন সুনামগঞ্জ জেলা সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা।
প্রশ্ন ঃ সুনামগঞ্জ জেলার পূর্ব নাম কি ছিল?
উত্তর ঃ সুনামগঞ্জ জেলার পূর্ব নাম ছিল বনগাঁও।
প্রশ্ন ঃ টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত?
উত্তর ঃ মনমুগ্ধকর টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
প্রশ্ন ঃ সিলেট সদর থেকে সুনামগঞ্জ জেলার দূরত্ব কত?
উত্তর ঃ সিলেট সদর থেকে সুনামগঞ্জ জেলা দূরত্ব ৫১ কিলোমিটার।
প্রশ্ন ঃ সুনামগঞ্জ জেলার সবচেয়ে বড় উপজেলার নাম কি?
উত্তর ঃ সুনামগঞ্জ জেলার সবচেয়ে বড় উপলজেলার নাম হলো তাহিরপুর উপজেলা।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url