Voltalin | ভলটালিন সাপোজিটরি কিসের ঔষধ জেনে নিন
Voltalin | ভলটালিন সাপোজিটরি কিসের ঔষধ সে সম্পর্কে জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। দৈনন্দিন জীবনে ওষধ কেনার প্রয়োজনে ওষুধের দোকানে গিয়ে দাঁড়ালে দেখা যায় কেউ না কেউ ভলটালিন সাপোটারি কিনতেছেন! এই ওষুধটি সম্পর্কে সকলেরই সম্মুখ তারা থাকা ভালো। এই ওষুধটি ওভার দ্য কাউন্টার (OTC) এবং প্রেসক্রিপশনের মাধ্যমে দোকানে কেনা যায়।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন বহুল ব্যবহৃত ভলটালিন সাপোজিটরি কিসের ওষুধ? কি মাত্রায় ব্যবহার করতে হয়? এটি কোন গ্রুপের ওষুধ? এর দাম কত? এধরনের বিভিন্ন বিষয় সম্পর্কে। এছাড়াও আরো জানতে পারবেন ভলটালিনের অন্য কোন ব্র্যান্ড আছে কিনা সে সম্পর্কে। পাঠক বন্ধুরা এই তথ্যগুলো জানার জন্য আর্টিকেলটি পুরোপুরি পড়ুন।
পেজ সূচীপত্র
Voltalin | ভলটালিন সাপোজিটরি কিসের ঔষধ
Voltalin | ভলটালিন সাপোজিটরি কিসের ঔষধ এই তথ্যগুলো জানার জন্য আপনারা বিভিন্ন দোকানে গিয়ে জিজ্ঞেস করেন অথবা গুগলে সার্চ করে জানার চেষ্টা করে থাকেন। তো বন্ধুরা আর্টিকেলের এ অংশটুকু পড়লেই আপনারা এতথ্যটি জানতে পারবেন। ভলটালিন সাপোজিটরি (ডাইক্লোফেনাক সোডিয়াম) হলো বাত, ব্যাথা নাশক ও জ্বর নাশক একটি ওষুধ অর্থাৎ বলা যায় ভলটালিন সাপোজিটরি মূলত ব্যথা উপশম করে, প্রদাহ কমায়, ফোলা, লাল ভাব ও জ্বর কমানোর ওষুধ।
Voltalin | ভলটালিন সাপোজিটরি পরিচিতি
Voltalin | ভলটালিন সাপোজিটরি কিসের ঔষধ এতথ্যটি জানার পাশাপাশি ভলটালিন সাপোজিটরি সম্পর্কে অন্যান্য তথ্যগুলো আপনাদের জানা জরুরী। এ্যাট এ গ্লান্স ভলটালিন সাপোজিটরি সম্পর্কে তথ্যগুলো নিম্নে প্রদান করা হলো।
আরও পড়ুন ঃ টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সর্তকতা।
- ওষুধের নাম ঃ ভলটালিন | Voltalin,
- ধরন বা টাইপ ঃ সাপোজিটরি,
- জেনেরিক নাম ঃ ডাইক্লোফেনাক সোডিয়াম,
- গ্রুপ ঃNSAID (নন-স্টেরায়েডাল এ্যান্ট্রি-ইনফরমেটরি ড্রাগ),
- পরিমাণ বা ওজন ঃ ৫০ মিলিগ্রাম, ২৫ মিগ্রা, ১২.৫ মিগ্রা,
- ব্যবহারের রুট ঃ পায়ুপথে (মলদ্বারে),
- দাম বা মূল্য ঃ প্রতি ইউনিট ৬০ টাকা, ৩৫ টাকা, ৩১ টাকা,
- ভাষা ঃ বাংলা| ইংরেজি,
- কোম্পানির নাম ঃ নোভারটিস (বাংলাদেশ) লিমিটেড।
Voltalin | ভলটালিন সাপোজিটরির কাজ কি
Voltalin | ভলটালিন সাপোজিটরি কিসের ঔষধ আর্টিকেলের উপরের অংশ পড়ে এ তথ্যটি আপনারা জানতে পেরেছেন। এই অংশটুকু পড়লে আপনি জানতে পারবেন ভলটালিন সাপোজিটরি কি কাজ করে সে সম্পর্কে। ভলটালিন সাপোজিটরি সাধারণত তীব্র ব্যথা কমানোর কাজ করে। যে সকল কারণে তীব্র ব্যথা হয় এবং সে ব্যথাগুলো কমাতে কাজ করে ভলটালিন সাপোজিটেরি।
আরও পড়ুন ঃ মোনাস ১০ এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা।
Voltalin | ভলটালিন সাপোজিটরি কোন ধরনের ব্যাথা কমায়
Voltalin | ভলটালিন সাপোজিটরি কিসের ঔষধ এ তথ্যগুলো জানার পাশাপাশি আপনাদের ধারণা দরকার। ভলটালিন কোন ধরনের ব্যথায় ব্যবহৃত হয় বা কোন ধরনের ব্যথা কমাতে কাজ করে। ভলটালিন সাধারণত তীব্র ব্যথা কমাতে কাজ করে থাকে। যেমন -
- রিউমাটয়েড আর্থ্রাইটিস,
- এ্যাকাইলোজিং স্পন্ডিলাইটস,
- অস্টিওআর্থারাইটিস
- অপারেশন পরবর্তী তীব্র ব্যথা,
- হাড় ভেঙ্গে যাওয়া তীব্র ব্যথা,
- আঘাত জনিত তীব্র ব্যথা,
- দাঁতের ব্যথা,
- তীব্র জ্বর,
- তীব্র মাথাব্যথা,
- মাঝারি থেকে তীব্র মাসিকের ব্যথা। ইত্যাদি।
- এছাড়াও অন্যান্য তীব্র ব্যথা কমানোর জন্য ভলটালিন সাপোজিটরি ব্যবহার করা যায়।
Voltalin | ভলটালিন সাপোজিটরি কাজ করতে কতক্ষণ সময় লাগে
Voltalin | ভলটালিন সাপোজিটরি কিসের ঔষধ এ তথ্যগুলো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। এখন আপনারা নিশ্চয়ই জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন ভলটালিন সাপোজিটরি ব্যবহারের কতক্ষনের মধ্যে কাজ শুরু করে। এটি ব্যবহারের সময় থেকে এক/দেড় ঘণ্টার মধ্যে এর কাজ শুরু হয় অর্থাৎ ব্যথা কমতে শুরু করে। ডাইক্লোফেনাক সোডিয়াম কারো কারো শরীরে ব্যাথা কমানোর কাঙ্খিত ফল পেতে দু-একদিন সময় লাগতে পারে।
আরও পড়ুন ঃ MM Kit এর কাজ খাওয়ার নিয়ম ও দাম।
Voltalin | ভলটালিন সাপোজিটরি ব্যবহারবিধি
ভলটালিন সাপোজিটরি (ডাইক্লোফেনাক সোডিয়াম) ব্যথা উপশমকারি একটি ঔষুধ যা ডাক্তারের নির্দেশনা মোতাবেক ব্যবহার করা উচিত। ব্যথার তীব্রতা, শারীরিক অবস্থা ও বয়স ভেদে ১২.৫ মিলিগ্রাম, ২৫ মিলিগ্রাম ও ৫০ মিলিগ্রাম দিনে ৩-৪ বার অর্থাৎ ৮ ঘন্টা বা ৬ ঘন্টা পর পর পায়ু পথে (মলদ্বারে) ব্যবহার করতে হয়।
আরও পড়ুন ঃ কড লিভার অয়েল খাওয়ার নিয়ম উপকারিতা ও সতর্কতা।
Voltalin | ভলটালিনের অন্যান্য ব্র্যান্ড
Voltalin | ভলটালিন সাপোজিটরি কিসের ঔষধ শিরোনামটি পড়ে আপনারা বুঝতে পারছেন যে আজকের আর্টিকেলটি শুধু ভলটালিন সাপোজিটারি সম্পর্কে লেখা। পাঠকদের চাহিদা অনুসারে এখানে ভলটালিনের অন্যান্য ব্যান্ড সম্পর্কে অল্প কিছু তথ্য এঅংশে প্রদান করা হলো। মার্কেটে ভলটালিনের বেশ কয়েকটি ব্যান্ড প্রচলিত আছে।যেমন -
- ভলটালিন ট্যাবলেট,
- ভলটালিন ডি ট্যাবলেট,
- ভলটালিন ফোর্ট ট্যাবলেট,
- ভলটালিন এস আর ট্যাবলেট,
- ভলটালিন ইনজেকশন। ইত্যাদি।
এসবগুলো ওষুধ ডাক্তারের নির্দেশনা মতে বিভিন্ন রকম বাত, ব্যথা ও প্রদাহ নিরাময়ে ব্যবহার করা হয়।
আরও পড়ুন ঃ ফেক্সো ১২০ এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সতর্কতা।
Voltalin | ভলটালিন সাপোজিটরির বিকল্প ব্রান্ড
Voltalin | ভলটালিন সাপোজিটরি কিসের ঔষধ এই তথ্যটি সঙ্গে সম্পর্কিত অন্যান্য তথ্যগুলো আপনারা জেনেছেন। ভলটালিন সাপোজিটরির বিকল্প ব্র্যান্ড, অন্যান্য কোম্পানি বিভিন্ন নামে মার্কেটিং করে থাকে। সেরকম কিছু নাম নিম্নে উল্লেখ করা হলো।
- A-Fenac | এ-ফেনাক সাপোজিটরি, ACME,
- Diclofen | ডাইক্লোফেন সাপোজিটরি, Opsonin,
- Clofenac | ক্লোফেনাক সাপোজিটরি, Square,
- Mobifen | মোবিফেন সাপোজিটরি, ACI,
- Ultrafen | আল্ট্রাফেন সাপোজিটরি, BEXIMCO,
- Erdon | আরড়ন সাপোজিটরি, Aristopharma. ইত্যাদি।
গর্ভবতী ও স্তনদানকারী মাদের জন্য ব্যবহার
ডাইক্লোফেনাক সোডিয়াম গর্ভবতী মাদের বা গর্ভবতী হওয়ার কথা ভাবছেন এমন মহিলাদের এবং স্তনদানকারী মাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। এ সকল মহিলাদের ক্ষেত্রে ডাইক্লফেনাক সোডিয়াম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না।
উপসংহার
আশা করি, Voltalin | ভলটালিন সাপোজিটরি কিসের ঔষধ এ সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা বিস্তারিতভাবে ভলটালিন সাপোজিটরি সম্পর্কে তথ্যগুলো জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এরকম আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
প্রিয় পাঠক বৃন্দ, ডাক্তারের পরামর্শ ছাড়া যেকোন ঔষধ সেবন করা থেকে বিরত থাকুন। বন্ধুরা এই আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরাও এতথ্যগুলো জানতে পারে ও উপকৃত হয়। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url