Toradolin | টোরাডলিন কিসের ঔষধ খাওয়ার নিয়ম সতর্কতা দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া জানুন
Toradolin | টোরাডলিন কিসের ঔষধ খাওয়ার নিয়ম সতর্কতা দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। টোরাডলিন এমন এক ধরনের ঔষধ যা খেলে হালকা ব্যথা থেকে শুরু করে তীব্র ব্যথা পর্যন্ত কমে যায়। এছাড়াও ক্রনিক পেইন সারাতেও বেশ কার্যকরী। ব্যাথার ঔষধ টোরাডলিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য এই আর্টিকেলটি পুরোপুরি পড়ুন।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন টোরাডলিন কিসের ঔষধ টোরাডলিন খাওয়ার নিয়ম কি? টোরাডলিন খাওয়ার সতর্কত, এর দাম ও এ ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া কি? এ ধরনের বিভিন্ন তথ্য সম্পর্কে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।
পেজ সূচীপত্র
Toradolin | টোরাডলিনের পরিচিতি
Toradolin | টোরাডলিন কিসের ঔষধ খাওয়ার নিয়ম সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেওয়ার আগে আপনাদের জানা দরকার টোরাডলিন ঔষধটির পরিচিতি সম্পর্কে। এ্যাট এ গ্লান্স টোরাডলিন -
- ঔষধের নাম ঃ Toradolin | টোরাডলিন,
- টোরাডলিনের জেনারিক নাম ঃ Ketorolac Tromethamine,
- টোরাডলিনের পাওয়ার কত ঃ টোরাডলিন 10 mg ট্যাবলেট ও টোরাডলিন 30 mg/1ml, IM/IV ইনজেকশন।
- টোরাডলিনের গ্রুপের নাম ঃ Non-steroidal anti-inflammatory Drug (NSAID,
- ডোজেজ ফর্ম ঃ ট্যাবলেট ও ইনজেকশন।
- টোরাডলিনের দাম কত ঃ টোরাডলিন ১০ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটির দাম ৩২ টাকা। টোরাডলিন ৩০ মিলিগ্রাম আইএম / আই ডি প্রতিটি ইনজেকশনের দাম ১৪০ টাকা।
Toradolin | টোরাডলিন কিসের ঔষধ
Toradolin | টোরাডলিন কিসের ঔষধ খাওয়ার নিয়ম সতর্কতা দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া আলোচনার এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব টোরাডলিন কিসের ঔষধ সে সম্পর্কে। টোরাডলিন হলো ব্যথানাশক ঔষধ অর্থাৎ এক ধরনের পেইন কিলার। শরীরে যেকোনো ধরনের তীব্র ব্যথা সারানোর জন্য টোরাডলিন খাওয়া হয়ে থাকে।
আরও পড়ুন ঃ ইটোরিক্সের কাজ খাওয়ার নিয়ম সর্তকতা দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নিন।
Toradolin | টোরাডলিনের দাম কত
Toradolin | টোরাডলিন কিসের ঔষধ খাওয়ার নিয়ম সতর্কতা দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত আলোচনার এ পর্যায়ে আপনারা জানতে পারবেন টোরাডলিন ট্যাবলেট ও ইনজেকশনের দাম কত সে সম্পর্কে। মূল্য বা দামগুলো নিম্নে উল্লেখ করা হলো -
- টোরাডলিন 10 মিলিগ্রাম ৩২ টাকা পার ট্যাবলেট,
- টোরাডলিন 30 মিলিগ্রাম ইনজেকশন ১৪০ টাকা পার এমম্পুল।
আরও পড়ুন ঃ টাফনিল কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি জেনে নিন।
Toradolin | টোরাডলিন খাওয়ার নিয়ম
Toradolin | টোরাডলিন কিসের ঔষধ খাওয়ার নিয়ম সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আপনারা জানতে পারবেন ঔষধটি খাওয়ার নিয়ম কি সে সম্পর্কে। ব্যথার ধরন, রোগীর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে এই ঔষধ দিনে ২ থেকে ৩ বার খেতে হয়। টোরাডলিন খাওয়ার নিয়ম নিম্নে উল্লেখ করা হলো।
টোরাডলিন ট্যাবলেট খাওয়ার নিয়ম ঃ যেকোনো ধরনের তীব্র ব্যথা, কেটে যাওয়া ব্যাথা, হাড় ভেঙ্গে যাওয়া ব্যাথা, রিউমোটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থাইটিস এ্যনক্যাইলজিং স্পন্ডিলাইটিস, জুভেনাইল আর্থ্রাইটস, দাঁতের ব্যথা, গাউট পেইন ও সার্জারি বা কেটে গিয়ে তীব্র ব্যথা হলে টোরাডলিন ১০ মিলিগ্রাম ট্যাবলেট ১টা করে দিনে ২ থেকে ৩ বার খেতে হয়। এই ঔষধটি স্বল্প সময় ব্যবহারের জন্য নির্দেশিত (সর্বোচ্চ সাত দিন)।
টোরাডলিন ইনজেকশন ব্যবহারের নিয়ম ঃ যখন খুবই তীব্র ব্যথা হয় এবং রোগীর মুখে খাওয়া অনুচিত সেই সময়ের তীব্র ব্যথা কমানোর জন্য টোরাডোলিন ৩০ মিলিগ্রাম ইনজেকশন ১টি করে দিনে ১-২ বার আইএম/আইডিতে পুস করতে হয়। এই ঔষধটি স্বল্প সময় ব্যবহারের নির্দেশিত (সর্বোচ্চ সাত দিন)।
বি ঃ দ্র ঃ টোরাডলিন ঔষধটি ১৮ বছরের কম বয়সী রোগীদের জন্য প্রযোজ্য নয়।
Toradolin | টোরাডলিন কি জন্য খাওয়া হয়
Toradolin | টোরাডলিন কিসের ঔষধ খাওয়ার নিয়ম সতর্কতা দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া জানার পরে এখন আপনারা জানতে পারবেন টোরাডলিন কি জন্য খাওয়া হয়। টোরাডলিন হলো এক ধরনের বেদনা নাশক ঔষধ, তো বুঝতেই পারছেন যেকোন ধরনের পেইন বা ব্যথা দূর করার জন্য টোরাডলিন খাওয়া হয় অর্থাৎ টোরাডলিন ব্যথা দূর করার জন্য খাওয়া হয়। টোরাডলিন যে সকল ব্যথা কমানোর জন্য খাওয়া হয় সেগুলো হলো -
- সার্জারি বা কেটে গিয়ে তীব্র ব্যথা হলে,
- হাড় ভেঙ্গে বা মচকে গিয়ে তীব্র ব্যথা হলে,
- রোড এক্সিডেন্টে তীব্র ব্যথা হলে,
- পোস্ট-অপারেটিভ পেইন,
- রিউমাটয়েড আর্থ্রাইটিস,
- অস্টিওআর্থাইটিস,
- এ্যনক্যাইলজিং স্পন্ডিলাইটিস,
- জুভেনাইল আর্থ্রাইটিস,
- দাঁতের ব্যথা,
- গাউট পেইন,
- লোব্যাক পেইন। ইত্যাদি।
আরও পড়ুন ঃ স্বপ্নদোষ কাকে বলে স্বপ্নদোষ কেন হয় স্বপ্নদোষের কারণ ও প্রতিকারের উপায়।
Toradolin | টোরাডলিন কি কাজ করে
Toradolin | টোরাডলিন কিসের ঔষধ খাওয়ার নিয়ম সতর্কতা দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া আলোচনায় এখন আমরা জেনে নিব টোরাডলিন কি কাজ করে সে সম্পর্কে। টোরাডলিন সরাসরি তীব্র ব্যথা কমাতে কাজ করে। বিশেষ করে যে কোন ধরনের একিউট পেইন কমাতে টোরাডলিন ভালো কাজ করে। এ ধরনের একিউট পেইন কমানোর জন্য ডাক্তারের পরামর্শ ক্রমে টোরাডলিন খেতে পারবেন। টোরাডলিন যে সকল ব্যথা কমাতে কাজ করে সেগুলো নিম্নে উল্লেখ করা হলো।
- সার্জারি বা কেটে গিয়ে তীব্র ব্যথা হলে,
- রোড এক্সিডেন্টে তীব্র ব্যথা হলে,
- হাড় ভেঙ্গে বা মচকে গিয়ে তীব্র ব্যথা হলে,
- রিউমাটয়েড আর্থ্রাইটিস,
- অস্টিওআর্থাইটিস,
- এ্যনক্যাইলজিং স্পন্ডিলাইটিস,
- জুভেনাইল আর্থ্রাইটিস,
- দাঁতের ব্যথা,
- গাউট পেইন,
- ডিসমেনোরিয়া বা মাসিকের সময় ব্যাথা হলে,
- লোব্যাক পেইন। ইত্যাদি।
আরও পড়ুন ঃ ট্যাবলেটের মাঝখানে স্কোরিং বা দাগ থাকে কেন জেনে নিন।
Toradolin | টোরাডলিন কি তীব্র ব্যথার ঔষধ
Toradolin | টোরাডলিন কিসের ঔষধ খাওয়ার নিয়ম সতর্কতা দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কিত আলোচনাটির এ পর্যায়ে আপনারা জানতে পারবেন টোরাডলিন কি তীব্র ব্যথার ঔষধ সে সম্পর্কে। টোরাডলিন আসলে একিউট বা তীব্র ব্যথার ঔষধ। এই ব্যথাগুলো অল্প সময়ে খুব তীব্র ভাবে অনুভূত হয়। এই ব্যথা দ্রুত কমানোর জন্য টোরাডলিন ১০ মিলিগ্রাম ট্যাবলেট বা ইনজেকশন নিলে খুব দ্রুত এই ব্যথা কমে যায়। সেজন্য অনেকেই মনে করেন টোরাডলিন তীব্র ব্যথা কমানোর ঔষধ।
আরও পড়ুন ঃ গরম পানি পড়ে হাত পুড়ে গেলে কি করবেন জেনে নিন।
Toradolin | টোরাডলিন খাওয়ার সতর্কতা
Toradolin | টোরাডলিন কিসের ঔষধ খাওয়ার নিয়ম সতর্কতা দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া আলোচনার এ পর্যায়ে আপনারা জানতে পারবেন টোরাডলিন খাওয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সে সম্পর্কে। টোরাডলিন খাওয়ার সময় যে সকল সতর্কতা অবলম্বন করা উচিত সেগুলো হলো -
- যাদের পেটে আলসার বা ইন্টারনাল হেমোরেজের হিস্ট্রি আছে তাদের সতর্কতা অবলম্বন করে টোরাডলিন উচিত।
- হাপনি বা শ্বাসকষ্টের রোগীদের সতর্কতা অবলম্বন করে খাওয়া উচিত।
- যে সকল রোগীদের কিডনিতে সমস্যা আছে তাদের সতর্কতা অবলম্বন করে খাওয়া উচিত।
- যাদের লিভারের সমস্যা আছে তাদের সতর্কতা অবলম্বন করে খাওয়া উচিত।
- গর্ভবতী মাদের সতর্কতা অবলম্বন করে খাওয়া উচিত। তবে না খাওয়াই ভালো। ইত্যাদি।
Toradolin | টোরাডলিন খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া
Toradolin | টোরাডলিন কিসের ঔষধ খাওয়ার নিয়ম সতর্কতা দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া আলোচনার এ পর্যায়ে আপনারা জানতে পারবেন টোরাডলিন ঔষধটি খেলে কি ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় সে সম্পর্কে। টোরাডলিন তীব্র ব্যথা কমানোর জন্য খুবই ভালো একটি ঔষধ। এ ঔষধ খাওয়ার পরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। টোরাডলিন খাওয়ার পরে যে সকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেগুলো নিম্নে উল্লেখ করা হলো।
- ড্রাই মাউথ হতে পারে,
- এসিডিটি হতে পারে,
- বমি বমি ভাব হতে পারে,
- এপিগাস্টিক পেইন হতে পারে,
- পেট ফাঁপা হতে পারে,
- পেট ব্যথা হতে পারে,
- ডায়রিয়া হতে পারে,
- কোষ্ঠকাঠিন্য হতে পারে,
- পায়ের গোড়ালি ফুলে যেতে পারে,
- হাত-পা ফুলে যেতে পারে,
- মুখমণ্ডল ফুলে যেতে পারে,
- এলার্জির প্রতিক্রিয়া হতে পারে। ইত্যাদি।
Toradolin | টোরাডলিন সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)
Toradolin | টোরাডলিন কিসের ঔষধ খাওয়ার নিয়ম সতর্কতা দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া আলোচনার এ অংশে আপনারা জানতে পারবেন টোরাডলিন সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা, যেগুলো আপনারা জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। টোরাডলিন সম্পর্কে এরকম কিছু সাধারণ প্রশ্ন-উত্তর নিম্নে প্রদান করা হলো।
প্রশ্ন ঃ টোরাডলিন ঔষধটি সর্বোচ্চ কয়দিন খাওয়া যায়?
উত্তর ঃ টোরাডলিন ঔষধটি স্বল্প সময় ব্যবহারের ঔষধ। এই ঔষধটি সর্বোচ্চ সাত দিন খাওয়া যায়।
প্রশ্ন ঃ টোরাডলিন খাওয়ার কতক্ষণ পরে ব্যথা কমতে শুরু করে?
উত্তর ঃ Toradolin | টোরাডলিন খাওয়ার আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট পরে ব্যথা কমতে শুরু করে।
প্রশ্ন ঃ তীব্র ব্যথায় কি টোরাডলিন খাওয়া যেতে পারে?
উত্তর ঃ হ্যাঁ, টোরাডলিন তীব্র ব্যথা কমানোর জন্যও খাওয়া যেতে পারে।
প্রশ্ন ঃ টোরাডলিন খাবারের আগে না পরে কখন খাওয়া ভালো?
উত্তর ঃ টোরাডলিন এক ধরনের পেইন কিলার, সেজন্য খাওয়ার পরে খেতে হয়।
প্রশ্ন ঃ টোরাডলিন কোন ধরণের ব্যথায় কাজ করে?
উত্তর ঃ টোরাডলিন যে কোন ধরনের তীব্র ব্যথা বা একিউট পেইনে ভালো কাজ করে।
প্রশ্ন ঃ টোরাডলিন ইনজেকশন কোন ধরনের ব্যথায় ভালো কাজ করে?
উত্তর ঃ খুবই তীব্র ব্যথায় টোরাডলিন ইনজেকশন কাজ করে। এছাড়াও যখন রোগীর মুখে খাবার বন্ধ থাকে এবং ব্যথা দ্রুত কমানোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে টোরাডলিন ইঞ্জেকশন ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে টোরাডলিন ইনজেকশন দ্রুত ব্যথা কমাতে ভালো কাজ করে।
উপসংহার
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনারা টোরাডলিন ট্যাবলেট ও ইজেকসান সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছে। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরাও এতথ্যগুলো জানতে পারেন।
প্রিয় পাঠক বৃন্দ, শুধু টোরাডলিন নয় বরং কোন ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। যেকোনো ধরনের ব্যাথা কমানোর জন্য ডাক্তারের পরামর্শে এই ট্যাবলেট খেতে পারেন। কিন্তু মনে রাখতে হবে ব্যাথার কোন ঔষধই বেশি খাওয়া ভালো নয়। পরিশেষে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় আজকের মতো ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url