রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে তথ্যগুলো জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। বিভাগীয় শহর রাজশাহী থেকে জেলা শহর সিরাজগঞ্জ যোগাযোগের অন্যতম মাধ্যম হলো সড়কপথে বাস যোগে। পদ্মা পাড়ের শহর রাজশাহীর সাথে যমুন নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জের বাস যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আপনারা আজকের আর্টিকেলে জানতে পারবেন।
আজকে আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন রাজশাহী টু সিরাজগঞ্জ যোগাযোগের জন্য যে বাসগুলো চলে তার নাম, যে সময়সূচী মেনে চলে সেগুলো ও ভাড়ার তালিকাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে। তো বন্ধুরা এ তথ্যগুলো জানার জন্য আর্টিকেলের নিচের দিকে পড়তে থাকুন।
পেজ সূচীপত্র
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা জেনে নিব প্রতিদিন যে গাড়িগুলো রাজশাহী থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে সড়কপথে যাত্রী পরিবহন করে সে গাড়িগুলোর নাম, সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে। পর্যায়ক্রমে এ তথ্যগুলো আপনাদের জন্য আর্টিকেলের নিচের দিকে আলোচনা করা হলো।
আরও পড়ুন ঃ রাজশাহী টু যশোর খুলনা বাসের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন।
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের নাম
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব রাজশাহী থেকে সিরাজগঞ্জ যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোর নাম কি সে সম্পর্কে। এই রুটে যে গাড়িগুলো চলে সে গাড়িগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো -
- আল তৌকিক পরিবহন,
- সমীর চয়েজ পরিবহন,
- আলভি পরিবহন,
- প্রিয় পরিবহন,
- রয়েল পরিবহন,
- সেঞ্চুরি পরিবহন। ইত্যাদি।
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের সময়সূচী
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আপনারা জানতে পারবেন রাজশাহী থেকে সিরাজগঞ্জ যে বাসগুলো চলে সেই বাসগুলো যে সময়সূচী মেনে চলে সেই সময়সূচী সম্পর্কে। রাজশাহী থেকে প্রতিদিন সিরাজগঞ্জের উদ্দেশ্যে পর্যায়ক্রমে একের পর এক অনেকগুলো গাড়ি চলে এর প্রথম বাসটি ছাড়ে সকাল সাড়ে ছয়টায় এরপরে আধা ঘন্টা পর পর এই গাড়িগুলো ছেড়ে যায় বিকাল ৪:০০ টা পর্যন্ত। গাড়িগুলো ছাড়ার সময়সূচি নিম্নে প্রদান করা হলো -
- আল তৌফিক পরিবহন ঃ সকাল সাড়ে ৬টা,
- সমীর চয়েজ ঃ সাকার ৭.০০ টা,
- প্রিয় পরিবহন সকাল ঃ সাতটা ৩০ মিনিট,
- আলভি পরিবহন ঃ সকাল সাতটা ৫৫ মিনিট,
- সেঞ্চুরি পরিবহন ঃ সকাল সাড়ে আটটা,
- রয়েল পরিবহন ঃ সকাল ৯.০০ টা,
- রয়্যাল ডাচ পরিবিহন ঃ দুপুর ৩.টা।
উল্লেখ্য যে এই গাড়ির সময়সূচী যেকোনো কারণে পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন ঃ রাজশাহী টু দিনাজপুর ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন।
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের ভাড়ার তালিকা
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব রাজশাহী থেকে সিরাজগঞ্জে যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোর ভাড়া সম্পর্কে। প্রিয় যাত্রীগণ আপনারা সকলেই অবগত আছেন যে বাসের ভাড়া নির্ভর করে বাসের অবস্থা, এসি নন বা নন এসি বাস ও দূরত্বের উপর ভিত্তি করে। যে গাড়িগুলো রাজশাহী থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে চলে সেই গাড়িগুলোর প্রতি সিটের ভাড়া ৩০০ টাকা পার হেড।
- আল-তৌকিক পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ৩০০ টাকা পার হেড।
- সামীর চয়েজ পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ৩০০ টাকা পার হেড।
- আলভি পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ৩০০ টাকা পার হেড।
- প্রিয় পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ৩০০ টাকা পার হেড।
- রয়েল পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ৩০০ টাকা পার হেড।
- সেঞ্চুরি পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ৩০০ টাকা পার হেড।
উল্লেখ্য যে গাড়িতে সিট পাওয়া না গেলে আলোচনা সাপেক্ষে ভাড়া কিছুটা কম বেশি হতে পারে।
আরও পড়ুন ঃ ইটোরিক্স কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম কি জেনে নিন।
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের মোবাইল নাম্বার
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলে এই তথ্যগুলো আপনারা জানতে পেরেছেন। উক্ত তথ্যগুলোর পাশাপাশি আপনারা অনেক সময় আগ্রহ প্রকাশ করেন একটি মোবাইল নাম্বার থাকলে বাস কাউন্টারে যোগাযোগ করা যায়। সেই দৃষ্টিকোণ থেকে নিম্নে বাসের মোবাইল নাম্বার প্রদান হলো।
- আল-তৌফিক বাসের মোবাইল নাম্বার # ০১৭৯৩ ১৩২৩২৮,
- আলভি বাসের মোবাইল নাম্বার # ০১৯৭০ ১৫০৭৪৮,
- আফফান-আলভি বাসের নাম্বার # ০১৭০৪ ৯৯৬৩৩৩, ০১৭২৬ ৩৪৫৯৪২
- সামীর চয়েজ গাড়ির মোবাইল নাম্বার # ০১৭৩৭ ১৯০১৭০,
- সেঞ্চুরি গাড়ির মোবাইল নাম্বার # ০১৭২২ ০৩০০৮৮,
- রয়্যাল ডাচ পরিবিহন মোবাইল নাম্বার # ০১৭৩০ ১৯৭৫৪৯।
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসগুলো যেখান থেকে ছাড়ে
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা আপনারা উপরের অংশে জানতে পেরেছেন এ পর্যায়ে আপনারা জানতে পারবেন এই বাসগুলো রাজশাহীর কোথায় থেকে ছাড়ে সে সম্পর্কে। এই বাসগুলো নাওদাপাড়া নতুন বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসলেও ভদ্রার মোড় থেকেই বেশীরভাগ যাতী উঠে থাকেন।
রাজশাহী টু সিরাজগঞ্জ বাস যোগাযোগ সম্পর্কে সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা (FAQ)
রাজশাহী টু সিরাজগঞ্জ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জানার পরে রাজশাহী থেকে সিরাজগঞ্জ যে গাড়িগুলো চলে সে গাড়িগুলো বা যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে অনেকেই অনেক প্রশ্ন গুগলে সার্চ করে থাকেন। এমন কিছু প্রশ্ন উত্তর নিম্নে দান করা হলো।
প্রশ্ন ঃ রাজশাহী থেকে সিরাজগঞ্জের দূরত্ব কত কিলোমিটার?
উত্তর ঃ রাজশাহী থেকে সিরাজগঞ্জের দূরত্ব ১২০ কিলোমিটার।
প্রশ্ন ঃ সিরাজগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
প্রশ্ন ঃ রাজশাহী থেকে সিরাজগঞ্জ যেতে বাসযোগে কত ঘন্টা সময় লাগে?
উত্তর ঃ রাজশাহী থেকে বাসযোগে সিরাজগঞ্জে যেতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url