মোবাইলে ব্যাক কভার লাগানোর সুবিধা ও অসুবিধা জেনে নিন

মোবাইলে ব্যাক কভার লাগানোর সুবিধা ও অসুবিধা জানার জন্য আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। অনেকেই ধূলাবালি থেকে রক্ষা করার জন্য মোবাইলে ব্যাক কভার লাগিয়ে থাকেন। কেউ কেউ আবার মোবাইলকে দেখতে সুন্দর করার জন্য বিভিন্ন ডিজাইন করা ব্যাক কভার ব্যবহার করেন। কিন্তু আপনি জানেন কি ব্যাক কভার মোবাইলের জন্য সুবিধা না অসুবিধা সৃষ্টি করে?
মোবাইলে ব্যাক কভার লাগানোর সুবিধা ও অসুবিধা জেনে নিন
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন মোবাইলে ব্যাক কভার লাগানোর সুবিধা ও অসুবিধা সম্পর্কে। আরও জানতে পারবেন মোবাইলে ব্যাক কভার লাগালে নেটওয়ার্কের সমস্যা হয় কিনা? কাদের জন্য মোবাইলে ব্যাক কভার লাগানো উচিত এ সকল বিভিন্ন বিষয় সম্পর্কে। তো আর দেরি না করে আপনারা আর্টিকেলটি পুরোপুরি পড়ে জেনে নিন মোবাইলে ব্যাক কভার লাগানোর সুবিধা ও অসুবিধাগুলো।
পেজ সুচিপত্র

মোবাইলে ব্যাক কভার লাগানোর সুবিধা

মোবাইলে ব্যাক কভার লাগানোর সুবিধা ও অসুবিধা উভয় রয়েছে। মোবাইল ফোন কেনার পরপরই আপনারা মোবাইল ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য দেখে-শুনে, বুঝে ভালো মনে করে এতে ব্যাক কভার লাগিয়ে থাকেন। এই কভার লাগানোর কিছু সুবিধা রয়েছে। মোবাইলে ব্যাক কভার লাগালে যে সুবিধাগুলো পাওয়া যায়, সেগুলো হলো - 

  • ধুলি বালি থেকে রক্ষা পায়, 
  • ফোনটি সুরক্ষিত থাকে, 
  • মোবাইল কন্ট্রোল করা,
  • মোবাইল ঘষা খাওয়ার দাগ থেকে রক্ষা পায়। ইত্যাদি।
মোবাইল কন্ট্রোল করা ঃমোবাইলে ব্যাক কভার ব্যবহার করলে মোবাইলটি সহজে কন্ট্রোল করা যায় অর্থাৎ মোবাইলটি পকেটে রাখার সময় যেন বাহিরে পড়ে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়গুলো খেয়াল করা যায় কোনটি তাদের থেকে পড়ে গেল ব্যাক কভার থাকার কারণে কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না।

আরও পড়ুন ঃ মোবাইল ফোন পানিতে পড়ে গেলে করণীয় কি জেনে নিন।

মোবাইল ঘষা খাওয়ার দাগ থেকে রক্ষা পায় ঃ মোবাইলে ব্যাক কভার ব্যবহার করলে মোবাইল ব্যবহারের সময় বিভিন্ন ভাবে ঘষা খেয়ে দাগ পড়া থেকে রক্ষা পায়। ঘষা খেয়ে দাগগুলো ব্যাক কভারের উপরে পড়ে ফলে মোবাইল ভালো থাকে ও দেখতে সুন্দর লাগে।

ধুলি বালি থেকে রক্ষা পায় ঃ নতুন মোবাইল ফোন কিনলে যত্ন করার জন্য এতে ব্যাক কভার লাগানো হয়। এতে করে ধুলি বালি ও অন্যান্য ময়লা ফোনের ভিতরে জেতে পারে না। ফোনটি ভালো থাকে।

আরও পড়ুন ঃ যৌন ক্ষমতা বাড়ানোর প্রাকৃতিক ১৮ উপায় ও খাবার।

ফোনটি সুরক্ষিত থাকে ঃমোবাইলে ব্যাক কভার লাগালে অনেক সময় ব্যাক কভার ফোনটিকে সুরক্ষিত রাখে। বিশেষ করে হাতে থেকে ফোনটি ব্যবহারের সময় পড়ে গেলে ব্যাক কভারের কারণেই মোবাইলের স্কিন টা ফেটে যায় না। ব্যক কভার মোবাইলকে বিভিন্ন ধরনের ছোটখাটো আঘাত থেকে রক্ষা করে।

মোবাইলে ব্যাক কভার লাগানোর অসুবিধা

অনেকে হয়তো মনে করেন মোবাইলে ব্যাক কভার লাগানোর বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু তারা হয়তো জানেন না ব্যাক কভার লাগানোর সুবিধা ও অসুবিধাগুলো। মোবাইলে ব্যাক কভার লাগালে যে সুবিধাগুলো পাওয়া যায় তার চাইতে মোবাইলের অসুবিধাই বেশি। নিচের আলোচনা থেকে মোবাইলে ব্যাক কভার লাগানোর অসুবিধাগুলো জেনে নেয়া যাক। মোবাইলে ব্যাক কভার লাগানোর অসুবিধাগুলো হলো। 
মোবাইলে ব্যাক কভার লাগানোর অসুবিধা
  • ফোন গরম হয়ে যায়,
  • ডিজাইন ও আউট লুক,
  • মোবাইলের ক্ষতি হয়,
  • ওজন বৃদ্ধি পায়,
  • ক্যামেরার গুণমান,
  • সিগন্যালের সমস্যা, 
  • মোবাইলের সৌন্দর্য নষ্ট হয়। ইত্যাদি।
ফোন গরম হয়ে যায় ঃ মোবাইল ফোনে ব্যাক কভার লাগালে ফোন গরম হয়ে যায়। সেটা যে ধরনেরই (লেদার বা প্লাস্টিক) ব্যাক কভার হোক না কেন। ফোন গরম হয়ে গেল ব্যাটারীতে এর প্রভাব পড়ে। এতে করে ব্যাটারী চার্জ নিতে সময় লাগে। এমনকি মোবাইলের উপরেও এর প্রভাব পড়ে এবং মোবাইলের স্থায়িত্ব তথা আয়ু কমে যায়।
ডিজাইন ও আউট লুক ঃবিভিন্ন স্মার্টফোনগুলো নিজস্ব ডিজাইন ও অনেক সুন্দর সুন্দর আউটলুক থাকে। যেগুলো দেখলে মন ভরে যায় ও ফোন ব্যবহার করতে ভালো লাগে। কিন্তু ফোনে ব্যাক কভার লাগালে লাগানোর ফলে ডিজাইন দেখা যায় না ও আউট লুক ভালো থাকে না।
মোবাইলের ক্ষতি হয় ঃ মোবাইলে কভার লাগানো থাকলে মোবাইল অনেক গরম হয়ে গেলেও কভারের কারণে আমরা বুঝতে পারি না।দীর্ঘ সময় ধরে কভারের মধ্যে মোবাইল গরম হতে থাকলে বুঝতে না পারার কারণে মোবাইলের বড় ধরনের ক্ষতি হয়।ওজন বৃদ্ধি পায় ঃকিছু কিছু ব্যাক কভার আছে বেশ ওয়েটেবল। বেশি ওজনের ব্যাক কভারগুলো মোবাইলে লাগালে মোবাইলের ওজন অনেকাংশেই বেড়ে যায় ফলে ফোন ব্যবহারে অসুবিধার সৃষ্টি হয়।
ক্যামেরার গুণমান ঃঅনেক সময় ব্যাক কভার ব্যবহারের ফলে মোবাইলের ক্যামেরার লেন্স ঢেকে যায়। এই অবস্থায় ছবি তুলতে গেলে বিলম্ব হয়। ছবির গুনগতমান নষ্ট হয়। এবার তো অবস্থায় ভিডিও করলে, ভিডিও দেখতে ভালো লাগে না।
সিগন্যালের সমস্যা ঃ মোবাইলে বিভিন্ন ধরনের স্টাইলিং ধাতব ব্যাক কভার ব্যবহার করলে সিগন্যালের সমস্যা খুবই সাধারণ। যে সমস্ত জায়গায় নেটওয়ার্ক এমনিতেই কম সেই জায়গাগুলোতে ধাতব ব্যাক কভার লাগানো মোবাইল ফোনে সিগন্যালের আরো বেশি সমস্যা দেখা দেয়।
মোবাইলের সৌন্দর্য নষ্ট হয় ঃপ্রত্যেকটা মোবাইলের একটা নিজস্ব ডিজাইন এবং ডিজাইনর সৌন্দর্য থাকে। মোবাইলে ব্যাক কভার ব্যবহার করলে ডিজাইনের সৌন্দর্যগুলো দেখা যায় না, এতে করে প্রত্যেকটা মোবাইলের সৌন্দর্য ও নিজস্বতা অনেকাংশে হ্রাস পায়।

মোবাইলে ব্যাক কভার লাগানো কি উচিত

মোবাইলে ব্যাক কভার লাগানোর সুবিধা ও অসুবিধা সম্পর্কিত আর্টিকেলটি পড়ে মনে প্রশ্ন জাগতে পারে মোবাইলে ব্যাক কভার লাগানো উচিত কিনা। বিভিন্ন ধরনের ছোটখাটো আঘাত, ধুলি-বালি, ঘাম ও ঘষা খাওয়া ইত্যাদি থেকে ফোনকে রক্ষা করার জন্য সুন্দর, দর্শনীয় ও পাতলা ব্যাক কভার বেছে নিতে পারে।

মোবাইলে ব্যাক কভার লাগানো কি উচিত

তবে মোবাইলের আসল সৌন্দর্য অর্থাৎ কোম্পানি হতে প্রদত্ত ব্যাক কভারের সৌন্দর্য ঠিক রাখার জন্য ব্যাক কভার ছাড়াই ফোন ব্যবহার করলে ভাল দেখায়। উল্লেখ্য যে বর্তমান সময়ে ফোন কোম্পানিগুলো দু-তিনটি করে ব্যাক পার্ট দিয়ে থাকে।

সব ধরনের ব্যাক কভারেই কি খারাপ

মোবাইলে ব্যাক কভার লাগানোর সুবিধা ও অসুবিধাগুলো আর্টিকেলের উপর অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন। এখন আপনার মানে প্রশ্ন আসতে পারে তাহলে কি সব ধরনের ব্যাক কভারই মোবাইলের জন্য খারাপ? ব্যাক কভার সম্পর্কিত বিষয়টি এমন নয় এমন অনেক বাভার পাওয়া যায় যেগুলো পাতলা সুন্দর এবং মোবাইলে তেমন কোন ক্ষতি করবো আর ফেলে না এই ধরনের কাপড় গুলো আপনি আপনার মোবাইলে ব্যবহার করতে পারেন। সুতরাং আলোচনা থেকে বুঝা যায় সব ধরনের ব্যাক কভারই মোবাইলের জন্য খারাপ নয়।

মোবাইলের ব্যাক কভার কাদের জন্য

মোবাইলে ব্যাক কভার লাগানোর সুবিধা ও অসুবিধাগুলো ইতো:মধ্যে আপনারা জেনেছেন। আপনারা হয়তো এখন ভাবছেন ব্যাক কভার কাদের জন্য। যে সমস্ত লোকজন প্রচুর পরিমাণে মোবাইল ব্যবহার করেন বা মোবাইলে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেন বা গেম খেলেন তাদের জন্য ব্যাক কভার লাগানোটা ক্ষতির কারণ হতে পারে। ব্যাক কভার লাগানো ফোনগুলো বেশি গরম হয়, পারফরম্যান্স কম হয়। অপরদিকে ঊ ফোন কম ব্যবহার করেন অথবা গেম কম খেলেন তারা মোবাইলকে সুরক্ষিত ও সুন্দর রাখার জন্য  ব্যাক লাগাতে পারে। তবে অবশ্যই ব্যাক কভার কিছুদিন পরপর খুলে ভালো মতো ফোন পরিষ্কার করতে হবে।

শেষ কথা

প্রিয় পাঠক বৃন্দ, মোবাইলে ব্যাক কভার লাগানোর সুবিধা ও অসুবিধা সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে এ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এই আর্টিকেলটি পড়ে আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন মোবাইলে ব্যাক কভার লাগাবেন কিনা। আশা করি, আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। অন্যদের মাঝে আর্টিকেলটি শেয়ার করে দিন, যেন অন্যান্য বন্ধুরাও এতথ্যগুলো জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url