মহরম বা আশুরা ২০২৬ সালে কবে রোজা কয়টি ও কত তারিখে
মহরম বা আশুরা ২০২৬ সালে কবে রোজা কয়টি ও কত তারিখে জানার জন্য আপনারা ইসলামের ইতিহাস খুঁজেন অথবা গুগলে সার্চ করেন। ইসলামের এক বিশাল হৃদয়বিদারক কাহিনী বিজড়িত এই 'মহরম' মাস। ইসলাম বিরোধী শাসক ইয়াজিদের বিশাল বাহিনীর কাছে কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবারবর্গসহ ৭৭ জন ঘনিষ্ঠ সাহাবী নির্মমভাবে শহীদ হন এই মহরম মাসের ১০ তারিখে।
হিজরী সনের প্রথম মাসের নাম হলো 'মহরম'। হিজরী বর্ষের বারো মাসের মধ্যে চারটি পবিত্র মাসের অন্যতম হলো মহরম মাস। যেই মাসটিতে ধর্মীয়ভাবে যুদ্ধ-বিগ্রহ ও সংঘর্ষকে নিষিদ্ধ মনে করা হয়, সেই নিষিদ্ধ মাসেই পাষণ্ড ইয়াজিদ বাহিনী ঘটিয়েছিল নির্মম ও হৃদয়বিদারক হত্যাযজ্ঞ। আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন ২০২৬ এ মহরম কবে? মহরমের রোজা কয়টি? ও কত তারিখে? এ ধরনের সকল বিষয় সম্পর্কে।
পেজ সুচিপত্র
মহরম বা আশুরা ২০২৬ সালে কবে বা তারিখে
মহরম বা আশুরা ২০২৬ সালে কবে রোজা কয়টি ও কত তারিখে এ বিষয়গুলো জানার জন্য আর্টিকেলের এ অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন। ইসলামের ইতিহাসে ও ইসলামী বর্ষপঞ্জির সবচেয়ে আবেগময় ও দুঃখ বিজড়িত দিনটি হলো আরবি বছরের প্রথম মাস মহরম এর ১০ তারিখ, যে দিনটিকে পবিত্র আশুরা বলা হয়। ২০২৬ সালে পবিত্র আশুরা বা মহরম হবে ২৬ জুন রোজ শুক্রবার। পবিত্র আশুরার দিনটির ঐতিহাসিক গুরুত্ব, ইসলামিক তাৎপর্য ও মাহাত্ম্য অপারিসীন।
- মহরমের তারিখ ঃ এবছর ২০২৬ সালে মহরম বা আশুরা পালিত হবে ২৬ জুন রোজ শুক্রবার। (দিনটি চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- মহরমের আরবি তারিখ ঃ এবছর পবিত্র আশুরা বা মহরম পালিত হবে ১৪৪৮ হিজরী সনের মহরম মাসের ১০ তারিখ। আরবি বর্ষে প্রতি বছর এ দিনটি মহরম মাসের ১০ তারিখেই পালিত হয়।
মহরমের রোজা কয়টি বা আশুরার রোজা কয়টি
মহরম বা আশুরা ২০২৬ সালে কবে রোজা কয়টি ও কত তারিখে এ সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আপনারা জানতে পারবেন মহররমের রোজা কয়টি সে সম্পর্কে। এই দিনে অর্থাৎ ১০ মহরম তারিখে ইহুদিরাও রোজা রাখে, সেজন্য প্রিয় নবী করীম (সাঃ) বললেন একই দিনে আমরা ও ইহুদিরা রোজা রাখলে তাদের সাথে সামঞ্জস্য হয়ে যায়। তাই ১০ মহরম রোজা রাখার পাশাপাশি তার আগের দিন অথবা তার পরের দিন আরও একটি রোজা পালন করার জন্য বললেন। সেই সময় থেকেই মহরমের রোজা বা আশুরার রোজা ০২ (দুই) টি পালন করার জন্য হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়।
আরও পড়ুন ঃ ২০২৬ সালের ঈদ মহরমসহ সকল ইসলামিক উৎসবের দিন তারিখ জেনে নিন।
মহরমের রোজা ২০২৬ সালের কত তারিখে
মহরম বা আশুরা ২০২৬ সালে কবে রোজা কয়টি ও কত তারিখে এ সম্পর্কিত আর্টিকেলটির এ অংশে আপনারা জানতে পারবেন ২০২৬ সালে মহমের রোজা কোন তারিখে বা কবে সে সম্পর্কে। প্রিয় পাঠক বন্ধুরা হাদিসের ব্যাখ্যা অনুসারে মহররমের রোজা মহরম মাসের ১০ তারিখে একটি আর অন্যটি হলো ১০ তারিখের আগের দিন (৯ মহরম) অথবা ১০ তারিখের পরের দিন (১১ মহরম)। এই নিয়ে মোট দুইটি রোজা পালন করার জন্য হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়।
- মহরমের রোজার তারিখ ঃ এবছর মহরমের রোজা পালিত হবে ২৫ জুন (বৃহস্পতিবার) ১টি এবং ২৬ জুন (শুক্রবার) ১টি, এই মোট ২টি। অথবা
- ২৬ জুন (শুক্রবার) ১টি এবং ২৭ জুন (শনিবার) ১টি, এই নিয়ে মোট ২টি।
আশুরার রোজা ২০২৬ সালের কত তারিখে বা কবে
মহরম বা আশুরা ২০২৬ সালে কবে রোজা কয়টি ও কত তারিখে এ সম্পর্কিত আর্টিকেলটির এ অংশে আপনারা জানতে পারবেন ২০২৬ সালে আশুরার রোজা কোন তারিখে বা কবে সে সম্পর্কে। প্রিয় পাঠক বন্ধুরা হাদিসের ব্যাখ্যা অনুসারে আশুরার রোজা মহরম মাসের ১০ তারিখে একটি আর অন্যটি হলো ১০ তারিখের আগের দিন (৯ মহরম) অথবা ১০ তারিখের পরের দিন (১১ মহরম)। এই নিয়ে মোট দুইটি রোজা পালন করার জন্য হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়।
- আশুরার রোজার তারিখ ঃ এবছরে আশুরার রোজা পালিত হবে ২৫ জুন (বৃহস্পতিবার) একটি ও ২৬ জুন (শুক্রবার) একটি, এই মোট দুইটি। অথবা
- ২৬ জুন (শুক্রবার) একটি ও ২৭ জুন (শনিবার) একটি, এই নিয়ে মোট দুইটি।
২০২৬ সালে মহরম মাসের চাঁদ কবে উঠবে
মহরম বা আশুরা ২০২৬ সালে কবে রোজা কয়টি ও কত তারিখে সে তথ্যগুলো আপনারা জানতে পেরেছেন। আপনাদের অনেকেই আছেন যারা গুগলে সার্চ করে থাকেন ২০২৬ সালে মহরম মাসের চাঁদ কবে উঠবে সে সম্পর্কে জানার জন্য। সাধারণতঃ আরবি বর্ষের শেষ মাস জিলহজ মাসে অনুষ্ঠিত ঈদুল আযহার ২০ দিন পর থেকে হিজরী বর্ষের প্রথম মাস মহরম এর দিন গণনা শুরু হয়। ইংরেজি বর্ষ ও হিজরী বর্ষের মধ্যে প্রায় ১১ দিন কম-বেশি হয়। সেই অনুসারে জুন মাসের ১৬ তারিখ সন্ধ্যা বেলায় মহরম মাসের চাঁদ পশ্চিম আকাশে উদিত হওয়ার কথা। যদি চাঁদ ১৬ তারিখে সন্ধ্যায় উদিত হয় তাহলে ১৭ জুন হিজরী নববর্ষ ১৪৪৮ সালের প্রথম মাস মহরম মাসের প্রথম দিন অর্থাৎ ১ মহরম ১৪৪৮ সাল গণনা শুরু হবে।
আরও পড়ুন ঃ এডিস মশা ও ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় কি?
২০২৬ সালে মহরম মাস কবে থেকে শুরু
মহরম বা আশুরা ২০২৬ সালে কবে রোজা কয়টি ও কত তারিখে এ সকল বিষয়গুলো আর্টিকেলটির উপর অংশ পড়ে ইতোমধ্যে আপনারা জানতে পেরেছেন। আপনারা অনেক সময় জানার চেষ্টা করেন ২০২৬ সালে মহরম মাস কবে থেকে শুরু হবে সে তথ্যটি জানার জন্য। এ অংশটুকু পড়লে আপনারা জানতে পারবেন ২০২৬ সালে মহরম মাস কবে থেকে শুরু এবং কবে শেষ হবে সে সম্পর্কে।
আরো পড়ুন ঃ কোরবানির পশু কেমন হওয়া উচিত?
হিজরী বর্ষ ১৪৪৮ সালের প্রথম মাস মহরম শুরু হবে ২০২৬ সালের জুন মাসের ১৭ তারিখে (১ মহরম) চন্দ্রোদয়ের মধ্যে দিয়ে এবং শেষ হবে জুলাই মাসের ১৫ তারিখে (২৯ মহরম) চন্দ্রোস্তের মধ্য দিয়ে। সুতরাং বলা যায় মহরম মাস ২০২৬ সালের জুন মাসের কয়েকদিন এবং জুলাই মাসের কয়েক দিন মিলে হবে। তবে আরবি মাস শুরু হওয়া নির্ভর করে চাঁদ দেখার উপর।
ক্যালেন্ডার মহরম ১৪৪৮ ঃ জুন ২০২৬-জুলাই ২০২৬
মহরম বা আশুরা ২০২৬ সালে কবে রোজা কয়টি ও কত তারিখে এই তথ্যগুলো জানার জন্য আপনাদের প্রয়োজন হবে হিজরী ১৪৪৮ সালের মহরম মাসের ক্যালেন্ডার যা ২০২৬ সালের জুন ও জুলাই মিলে হবে। নিম্নে ১৪৪৮ হিজরী সনের মহরম মাসের ক্যালেন্ডার প্রদান করা হলো, সাথে আছে ২০২৬ সালের জুন মাসের কয়েকদিন ও জুলাই মাসের কয়েকদিন ।
হিজরী তারিখ - দিনের নাম - ইংরেজি তারিখ
- ০১ মহরম - বুধবার - ১৭ জুন,
- ০২ মহরম - বৃহস্পতিবার - ১৮ জুন,
- ০৩ মহরম - শুক্রবার - ১৯ জুন,
- ০৪ মহরম - শনিবার - ২০ জুন,
- ০৫ মহরম - রবিবার - ২১ জুন,
- ০৬ মহরম - সোমবার - ২২ জুন,
- ০৭ মহরম - মঙ্গলবার - ২৩ জুন,
- ০৮ মহরম - বুধবার - ২৪ জুন,
- ০৯ মহরম - বৃহস্পতিবার - ২৫ জুন,
- ১০ মহরম - শুক্রবার - ২৬ জুন,
- ১১ মহরম - শনিবার - ২৭ জুন,
- ১২ মহরম - রবিবার - ২৮ জুন,
- ১৩ মহরম - সোমবার - ২৯ জুন,
- ১৪ মহরম - মঙ্গলবার - ৩০ জুন,
- ১৫ মহরম - বুধবার - ০১ জুলাই,
- ১৬ মহরম - বৃহস্পতিবার - ০২ জুলাই,
- ১৭ মহরম - শুক্রবার - ০৩ জুলাই,
- ১৮ মহরম - শনিবার - ০৪ জুলাই,
- ১৯ মহরম - রবিবার - ০৫ জুলাই,
- ২০ মহরম - সোমবার - ০৬ জুলাই,
- ২১মহরম - মঙ্গলবার - ০৭ জুলাই,
- ২২মহরম - বুধবার - ০৮ জুলাই,
- ২৩ মহরম - বৃহস্পতিবার - ০৯ জুলাই,
- ২৪ মহরম - শুক্রবার - ১০ জুলাই,
- ২৫ মহরম - শনিবার - ১১ জুলাই,
- ২৬ মহরম - রবিবার - ১২ জুলাই,
- ২৭ মহরম - সোমবার - ১৩ জুলাই,
- ২৮ মহরম - মঙ্গলবার - ১৪ জুলাই,
- ২৯ মহরম - বুধবার - ১৫ জুলাই।
হিজরী ১৪৪৮ সালের মহরম মাসের প্রথম দিনটি নির্ভর করে চন্দ্র উদয়ের উপর।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ, মহরম বা আশুরা ২০২৬ সালে কবে রোজা কয়টি ও কত তারিখে এ সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা এ বিষয় সম্পর্কে সকল তথ্যগুলো জানতে পেরেছেন। সত্যিই পবিত্র ও বিশেষ এই মহরম' মাসে একদিকে যেমন রয়েছে হৃদয়বিদারক, দুঃখ-ভারাক্রান্ত ও মর্মস্পর্শী ঘটনা, তেমনি অন্য দিকে রয়েছে মুসলমানদের জন্য অনেক আনন্দিত হওয়ার মতো ইতিহাস বিজড়িত ঘটনা। যে ঘটনাগুলো ইসলামের ইতিহাসে মাথা উঁচু করে আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর্টিকেলটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url