বাংলাদেশে কয়টি জেলা আছে ও নাম কি জেনে নিন

বাংলাদেশে কয়টি জেলা আছে ও নাম কি এ তথ্যগুলো জানার জন্য আপনারা বিভিন্নভাবে ট্রাই করে থাকেন। সকল ধরনের সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রম জনগণের কাছে পৌঁছানোর জন্য বাংলাদেশক কতগুলো প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এই এক-একটি প্রশাসনিক অঞ্চলকে জেলা বলা হয়।

বাংলাদেশে কয়টি জেলা আছে ও নাম কি জেনে নিন

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন নদীমাতৃক সুজলা-সুফলা ও শস্য-শ্যামলা বাংলাদেশে কতগুলো জেলা আছে ও নাম কি সে সম্পর্কে। এছাড়াও আরো জানতে পারবেন বাংলাদেশের জেলা সম্পর্কিত আরো কিছু মজার মজার তথ্য। তো বন্ধুরা আর দেরি না করে চলুন যাওয়া যাক মূল আলোচনায়।

পেজ সুচীপত্র

বাংলাদেশে কয়টি জেলা আছে ও নাম কি 

বাংলাদেশে কয়টি জেলা আছে ও নাম কি এ তথ্যগুলো জানার জন্য আর্টিকেলটি পুরোপুরি পড়ুন। অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ ৬৪টি জেলা নিয়ে গঠিত। জেলা সম্পর্কে জানার জন্য আর্টিকেলের নিচের অংশটুকু পড়ুন। ৬৪ ডি জেলার নাম বিভাগ ওয়াইজ নিম্নে উল্লেখ করা হলো।

আরও পড়ুন ঃ মেহেরপুর জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন।

বাংলাদেশের ৬৪টি জেলার নাম 

বাংলাদেশে কয়টি জেলা আছে ও নাম কি এ সম্পর্কিত তথ্যগুলো জানার জন্য আপনারা অনেকেই google এ সার্চ করে থাকেন। তো বন্ধুরা এই অংশটুকু পড়লেই আপনারা ৬৪টি জেলার নাম বিভাগ ওয়াইজ জানতে পারবেন। জেলাগুলোর নাম নিম্নে প্রদান করা হলো।

আরও পড়ুন ঃ জয়পুরহাট জেলায় কয়টি থানা বা উপজেলা আছে জেনে নিন।

ঢাকা বিভাগ

ঢাকা বিভাগের ১৩টি জেলার নাম

  1. ঢাকা জেলা,
  2. গাজীপুর জেলা,
  3. নরসিংদী জেলা,
  4. মানিকগঞ্জ জেলা,
  5. রাজবাড়ী জেলা,
  6. ফরিদপুর জেলা,
  7. গোপালগঞ্জ জেলা,
  8. শরীয়তপুর জেলা,
  9. টাঙ্গাইল জেলা,
  10. মুন্সিগঞ্জ জেলা,
  11. কিশোরগঞ্জ জেলা,
  12. নারায়ণগঞ্জ জেলা,
  13. মাদারীপুর জেলা।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার নাম

  1. চট্টগ্রাম জেলা,
  2. কুমিল্লা জেলা,
  3. নোয়াখালী জেলা,
  4. লক্ষীপুর জেলা,
  5. ফেনী জেলা,
  6. কক্সবাজার জেলা,
  7. রাঙ্গামাটি জেলা,
  8. বান্দরবান জেলা,
  9. খাগড়াছড়ি জেল,
  10. চাঁদপুর জেলা,
  11. ব্রাহ্মণবাড়িয়া জেলা।

রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগের ৮টি জেলার নাম

  1. রাজশাহী জেলা,
  2. পাবনা জেলা,
  3. বগুড়া জেলা,
  4. সিরাজগঞ্জ জেলা,
  5. নাটোর জেলা,
  6. চাঁপাইনবাবগঞ্জ জেলা,
  7. নওগাঁ জেলা,
  8. জয়পুরহাট জেলা।

খুলনা বিভাগ

খুলনা বিভাগের ১০টি জেলার নাম

  1. খুলনা জেলা,
  2. সাতক্ষীরা জেলা,
  3. কুষ্টিয়া জেলা,
  4. যশোর জেলা,
  5. মাগুরা জেলা,
  6. ঝিনাইদহ জেলা,
  7. চুয়াডাঙ্গা জেলা,
  8. মেহেরপুর জেলা,
  9. নড়াইল জেলা,
  10. বাগেরহাট জেলা।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের ৬টি জেলার নাম

  1. বরিশাল জেলা,
  2. পটুয়াখালী জেলা,
  3. বরগুনা জেলা,
  4. ভোলা জেলা,
  5. পিরোজপুর জেলা,
  6. ঝালকাঠি জেলা।

সিলেট বিভাগ

সিলেট বিভাগের ৪টি জেলার নাম

  1. সিলেট জেলা,
  2. সুনামগঞ্জ জেলা,
  3. মৌলভীবাজার জেলা,
  4. হবিগঞ্জ জেলা।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের ৮টি জেলার নাম 

  1. রংপুর জেলা,
  2. দিনাজপুর জেলা,
  3. গাইবান্ধা জেলা,
  4. পঞ্চগড় জেলা,
  5. নীলফামারী জেলা,
  6. লালমনিরহাট জেলা,
  7. কুড়িগ্রাম জেলা,
  8. ঠাকুরগাঁও জেলা।

ময়মনসিং বিভাগ

ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার নাম

  1. ময়মনসিং জেলা,
  2. শেরপুর জেলা,
  3. নেত্রকোনা জেলা,
  4. জামালপুর জেলা।

বাংলাদেশের জেলা সম্পর্কে সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা

বাংলাদেশে কয়টি জেলা আছে ও নাম কি এ তথ্যগুলো আর্টিকেলের উপর অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন। এ অংশে আমরা বাংলাদেশের জেলা সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন-উত্তর আলোচনা করব। যেগুলো জানার জন্য আপনারা প্রায়ি গুগলে সার্চ করে থাকেন, এমন কিছু সাধারণ প্রশ্ন-উত্তর নিম্নে আলোচনা করা হলো।

প্রশ্ন ঃ বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম কি?

উত্তর ঃ আয়তন অনুসারে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ।

প্রশ্ন ঃ বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি?

উত্তর ঃ আয়তন অনুসারে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি।

প্রশ্ন ঃ বাংলাদেশের সবচেয়ে ছোট শহরের নাম কি?

উত্তর ঃ আয়তন অনুসারে বাংলাদেশের সবচেয়ে ছোট শহর হল আজিমপুর।

প্রশ্ন ঃ বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি?

উত্তর ঃ বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হলো নোয়াখালী।

প্রশ্ন ঃ বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলার নাম কি?

উত্তর ঃ বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলার নাম মাদারীপুর।

প্রশ্ন ঃ বাংলাদেশের সবচেয়ে ধনী শহরের নাম কি?

উত্তর ঃ বাংলাদেশের সবচেয়ে ধনী শহরের নাম হলো নারায়ণগঞ্জ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url