পাবনা টু চাপাইনবাবগঞ্জ / কানসার্ট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা
পাবনা টু চাপাইনবাবগঞ্জ / কানসার্ট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। নানা প্রয়োজনে প্রতিদিন অনেক মানুষ পাবনা থেকে বিভাগীয় শহর রাজশাহী হয়ে চাপাইনবাবগঞ্জ জেলার কানসার্ট যাতায়াত করে থাকেন। এই যাতায়াতের সহজলভ্য মাধ্যম হলো সড়কপথে বাসে করে।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন অন্যতম বাণিজ্যিক এলাকা পাবনা থেকে আমের নগরী চাপাইনবাবগঞ্জের যোগাযোগের অন্যতম মাধ্যম বাসের নাম, বাসের ভাড়া ও বাসের সময়সুচী সম্পর্কে। তো আর দেরি না করে চলুন বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক।
পাবনা টু চাপাইনবাবগঞ্জ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা
পাবনা টু চাপাইনবাবগঞ্জ / কানসার্ট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটি পড়লেই আপনারা জানতে পারবেন এই রুটের বাস চলাচল সম্পর্কে যাবতীয় তথ্যগুলো। এই বাসগুলো পাবনা থেকে ছেড়ে ঈশ্বরদী, বনপাড়া, নাটোর, পুঠিয়া, বানেশ্বর, কাটাখালি, রাজশাহী চাপাইনবাবগঞ্জ হয়ে কানসার্ট পর্যন্ত চলাচল করে। এই বাসগুলোর নাম, যে পরিমাণ ভাড়া নেয় ও যে সময়সূচী মেনে চলে সেগুলো নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হলো।
পাবনা টু চাপাইনবাবগঞ্জ বাসের নাম
- পাবনা টু কনসার্ট বিআরটিসি বাস।
পাবনা টু চাপাইনবাবগঞ্জ বাসের ভাড়া
পাবনা টু চাপাইনবাবগঞ্জ / কানসার্ট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আপনারা জানতে পারবেন পাবনা থেকে পাবনা টু চাপাইনবাবগঞ্জ / কানসার্টের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিআরটিসি বাসের ভাড়া সম্পর্কে। প্রিয় যাত্রী বৃন্দ আপনারা সকলে অবগত আছেন যে বাসে ভাড়া নির্ভর করে দূরত্ব, বাসের এ্যকমডেশান ও এসি বা নন এসি বাসের উপর ভিত্তি করে। পাবনা টূ কানসার্ট বাসের প্রতিটি সিটের ভাড়া ৪৫০ থেকে ৫০০ টাকা প্রতি যাত্রীর জন্য।
আরও পড়ুন ঃ ঢাকা টু বরিশাল লঞ্চের নাম সময়সূচী ও ভাড়া তালিকা।
পাবনা টু চাপাইনবাবগঞ্জ বাসের সময়সূচী
পাবনা টু চাপাইনবাবগঞ্জ / কানসার্ট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির উপরের অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন এই রুটে চলাচলকারী বাসগুলোর নাম। এইঅংশটুকু পড়লেই আপনারা জানতে পারবেন যে সময়সূচি মেনে উক্ত বাসগুলো চলাচল করে সে সম্পর্কে। পাবনা থেকে কানসার্ট পর্যন্ত যাত্রী পরিবহনের উদ্দেশ্যে BRTC বাসগুলো সকাল ৬ঃ৪০ মিনিটে যাত্রা শুরু করে।
বাসের নাম | যেখান থেকে ছাড়ে | বাস ছাড়ার সময় |
বিআরটিসি BRTC | পাবনা বিআরটিসি বাস ডিপো | |
বিআরটিসি BRTC | পাবনা বিআরটিসি বাস ডিপো | সকাল ৭ঃ১৫ টা - সকাল ১১ঃ৪৫ টা |
বিআরটিসি BRTC | পাবনা বিআরটিসি বাস ডিপো | দুপুর ১ঃ৩০ টা - সন্ধ্যা ৬ঃ৪৫ টা |
বিআরটিসি BRTC | পাবনা বিআরটিসি বাস ডিপো | |
উল্লেখ্য যে এই গাড়িগুলো ছাড়া সময় থেকে ৫-৬ ঘন্টা পরে কানসার্টে পৌঁছায়।
আরও পড়ুন ঃ শিমুল মূল খাওয়ার উপকারিতা।
পাবনা টু চাপাইনবাবগঞ্জ বাসের মোবাইল নাম্বার
- বিআরটিসি বাস # ০১৭৭১৬৪৭৪৭৫, ০১৭১৫১০৩৪২৪।
পাবনা টু চাপাইনবাবগঞ্জ বাসগুলো যেখান থেকে ছাড়ে
পাবনা টু চাপাইনবাবগঞ্জ / কানসার্ট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা আর্টিকেলটির উপরের অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন। এপর্যায়ে আপনারা জানতে পারবেন পাবনার কোন জায়গা থেকে চাপাইনবাবগঞ্জের বাসগুলো ছেড়ে যায় সে সম্পর্কে।
- বিআরটিসি বাসগুলো পাবনা বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়।
- সবগুলো বাস পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছাড়ে।
পাবনা টু চাপাইনবাবগঞ্জ বাস চলাচল সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা FAQ
পাবনা টু চাপাইনবাবগঞ্জ / কানসার্ট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটি পড়ে আপনার উক্ত তথ্যগুলো জেনেছেন। অনেকের মনে প্রশ্ন জাগে পাবনা থেকে চাপাইনবাবগঞ্জ / কানসার্ট পৌঁছাতে কত সময় লাগে? পাবনা টু চাপাইনবাবগঞ্জের দূরত্ব কত? এ ধরনের বিভিন্ন প্রশ্ন জানার জন্য আপনারা গুগলে সার্চ করে থাকেন। আর্টিকেলের এই অংশটুকু পড়ে এসকল তথ্যগুলো জেনে নিন।
প্রশ্ন ঃ পাবনা টু চাপাইনবাবগঞ্জ বাসে যেতে কত ঘন্টা সময় লাগে?
উত্তর ঃ পাবনা টু চাপাইনবাবগঞ্জ বাসে যেতে ৪ঃ০০ - ৪ঃ৩০ ঘন্টা সময় লাগে।
প্রশ্ন ঃ পাবনা টু কানসার্ট বাসে যেতে কত ঘন্টা সময় লাগে?
উত্তর ঃ পাবনা টু কানসার্ট বাসে যেতে ৫ঃ০০ - ৫ঃ৩০ ঘন্টা সময় লাগে।
প্রশ্ন ঃ পাবনা টু কানসার্ট দূরত্ব কত কিলোমিটার?
উত্তর ঃ সড়ক পথে পাবনা টু কানসার্টের দূরত্ব প্রায় ১৭০ - ১৭৫ কিলোমিটার।
প্রশ্ন ঃ পাবনা টু কানসার্ট বাস ভাড়া কত?
উত্তর ঃ পাবনা টু কানসার্ট বাসে প্রতি সিটের ভাড়া ৪৫০-৫০০ টাকা।
উপসংহার
আশা করি, পাবনা টু চাপাইনবাবগঞ্জ / কানসার্ট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটি পড়ে বাস যোগাযোগ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরাও এতথ্যগুলো জানতে পারেন।
প্রিয় যাত্রী বৃন্দ, যাত্রাপথে চলাচলের সময় অপরিচিত লোকের দেওয়া কোন কিছু খাবেন না। সবসময় লাগেজ ও আপনার নিজের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। পরিশেষে সুস্থতার সহিত আপনার যাত্রা শুভ হোক এই কামনায় আজকের মতো ইতি টানছি।

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url