সিলেট টু ঢাকা বাসের নাম সময়সূচী ভাড়া ও কাউন্টারের নাম্বার

সিলেট টু ঢাকা বাসের নাম সময়সূচী ভাড়া ও কাউন্টারের নাম্বার জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন হাজার হাজার মানুষ চায়ের নগরী ও শাহাজালালের পূণ্য ভূমি সিলেট থেকে বাংলাদেশের কেন্দ্রবিন্দু ও রাজধানী শহর ঢাকাতে সড়কপথে বাসে করে চলাচল করেন। অনেক সময় আপনারা গুগলে সার্চ করে থাকেন এই বাসগুলো সম্পর্কে জানার জন্য।

সিলেট টু ঢাকা বাসের নাম সময়সূচী ভাড়া ও কাউন্টারের নাম্বার

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন সিলেট টু ঢাকাগামী বাসের নাম, বাসগুলো ছাড়ার সময়সূচী, ভাড়ার তালিকা, সিলেট থেকে ঢাকাগামী বিভিন্ন বাসের কাউন্টারে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বারসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সম্পর্কে। তো যাত্রী বন্ধুরা চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।

পেজ সুচিপত্র

সিলেট টু ঢাকা বাসের নাম

সিলেট টু ঢাকা বাসের নাম সময়সূচী ভাড়া ও কাউন্টারের নাম্বার সম্পর্কিত তথ্যগুলো জানার জন্য আপনারা অনেক সময় গুগলে সার্চ করেন অথবা অন্য কাউকে জিজ্ঞেস করেন। আপনি আর্টিকেলের এই অংশটুকু পড়লেই জানতে পারবেন নিয়মিতভাবে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যেসব বাসগুলো ছেড়ে যায় সেই বাসগুলোর নাম। ঢাকাগামী বিভিন্ন কোম্পানির (এসি, নন এসি) বাস বা কোচগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো।

  • হানিফ এন্টারপ্রাইজ,
  • মামুন পরিবহন,
  • এনা পরিবহন,
  • শ্যামলী পরিবহন,
  • গ্রীনলাইন পরিবহন,
  • লন্ডন পরিবহন। ইত্যাদি।

আরও পড়ুন ঃ চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের নাম সময়সূচী টিকিট ভাড়া জেনে নিন।

সিলেট টু ঢাকা বাসের সময়সূচী

সিলেট টু ঢাকা বাসের নাম সময়সূচী ভাড়া ও কাউন্টারের নাম্বার সম্পর্কিত আর্টিকেলটির উপরের অংশ পড়ে আপনারা সিলেট টু ঢাকা বিভিন্ন বাসের নাম সম্পর্কে জানতে পেরেছেন। এঅংশে আপনারা জানতে পারবেন বাসগুলো সিলেট বাস কাউন্টার থেকে যে সময়সূচী মেনে চলাচল করে অর্থাৎ বাসের সময়সূচি সম্পর্কে। ভোর সাড়ে ৬টার সময় শুরু হয়ে আধা ঘন্টা পর পর রাত্র পৌনে ১টা পর্যন্ত এই গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে দুপুরে কিছু সময়ের জন্য কোন কোন বাস বন্ধ থাকে। নিম্নে সিলেট টু ঢাকা বাসের সময়সূচী প্রদান করা হলো।

বাসের নাম

যেখান থেকে ছাড়ে

বাস ছাড়ার সময়

হানিফ এন্টারপ্রাইজ

সিলেট বাস স্ট্যান্ড

সকাল ৬ টা - রাত ১২ টা

শ্যামলী পরিবহন

সিলেট বাস স্ট্যান্ড

সকাল ৭ টা - রাত ১১ টা

গ্রীনলাইন পরিবহন

সিলেট বাস স্ট্যান্ড

সকাল ৬ টা - রাত ১০ টা

এনা পরিবহন

সিলেট বাস স্ট্যান্ড

সকাল ৬ টা - রাত ১২ টা 

লন্ডন পরিবহন

সিলেট বাস স্ট্যান্ড

সকাল ৬ টা - রাত ১১ টা

মামুন পরিবহন

সিলেট বাস স্ট্যান্ডসকাল ৬ টা - রাত ১০ টা
উল্লেখ্য যে এই গাড়িগুলো ছাড়া সময় থেকে ৬-৭ ঘন্টা পরে ঢাকাতে পৌঁছায়।

আরও পড়ুন ঃ ঢাকা টু খুলনা ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা।

সিলেট টু ঢাকা বাসের ভাড়ার তালিকা

সিলেট টু ঢাকা বাসের নাম সময়সূচী ভাড়া ও কাউন্টারের নাম্বার সম্পর্কিত আর্টিকেলটির এঅংশটুকু পড়ে আপনারা জেনে নিন সিলেট টু ঢাকা বাসের (এসি, নন এসি) ভাড়ার তালিকা। প্রিয় যাত্রী বন্ধুগণ আপনারা সকলেই অবগত যে, এসি বাসের ভাড়া নন এসি বাসের তুলনায় একটু বেশি হয়। সিলেট টু ঢাকাগামী বাসের ভাড়ার তালিকা নিম্নে প্রদান করা হলো।

সিলেট টু ঢাকা বাসের ভাড়ার তালিকা

সিলেট টু ঢাকা বাসের নাম সময়সূচী

বাসের নাম

বাসের ধরন

প্রতি সিটের ভাড়া

হানিফ এন্টারপ্রাইজ

নন এসি

৭০০-৮০০ টাকা

হানিফ এন্টারপ্রাইজ

 এসি

১২০০-১৪০০ টাকা

এনা পরিবহন

 নন এসি

৭০০-৮০০ টাকা

এনা পরিবহন

এসি

১২০০-১৪০০ টাকা

শ্যামলী পরিবহন

নন এসি

৭০০-৮০০ টাকা

শ্যামলী পরিবহন

এসি

১২০০-১৪০০ টাকা

লন্ডন পরিবহন

নন এসি

৭০০-৮০০ টাকা

লন্ডন পরিবহন

এসি

১২০০-১৪০০ টাকা

মামুন পরিবহন

এসি / নন এসি

১৩০০ টাকা / ৮০০ টাকা

উল্লেখ্য যে ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে, সে জন্য আলোচনা সাপেক্ষে আপনি টিকিট কনফার্ম করে নিন।

সিলেট টু ঢাকা কাউন্টারের মোবাইল নাম্বার 

সিলেট টু ঢাকা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেব সিলেটে অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারের মোবাইল নাম্বার। যাতে করে আপনি ঘরে বসেই বাস কাউন্টারে যোগাযোগ করে বাস চলাচল সম্পর্কিত সকল তথ্যগুলো জানতে পারবেন। সিলেট টু ঢাকা বাসের সিলেটে অবস্থিত কাউন্টারের মোবাইল নাম্বার নিম্নে প্রদান করা হলো।

বাসের নাম

বাস কাউন্টারের নাম

মবাইল নম্বার

হানিফ এন্টারপ্রাইজ

সিলেট বাস স্ট্যান্ড

০১৭১৩০৬৬৬৭১ / ০১৭১৩০৬৬৬৭২

এনা পরিবহন

সিলেট বাস স্ট্যান্ড

০১৭১১৩৩৩৪৫০ / ০১৭১১৩৩৩৪৫১

শ্যামলী পরিবহন

সিলেট বাস স্ট্যান্ড

০১৭১৩০৬৬৬৬৭/০১৭১৩০৬৬৬৬৮

গ্রীন লাইন পরিবহন

সিলেট বাস স্ট্যান্ড

০১৭৫৮৯৯৯৯৩৯ / ০১৭৫৮৯৯৯৯৪০

মামুন পরিবহন

সিলেট বাস স্ট্যান্ড

০১৯৭৯৩১৭৩১৮

লন্ডন পরিবহন

সিলেট বাস স্ট্যান্ড

০১৭৩০০৬০০৭২



উল্লেখ্য যে মোবাইল নাম্বারগুলো যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন ঃ ঢাকা টু ঝালকাঠি লঞ্চের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন।

সিলেট টু ঢাকা বাস কাউন্টার যেখানে অবস্থিত 

সিলেট টু ঢাকা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলের এঅংশটুকু পড়লে আপনারা জানতে পারবেন সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকা বাসের কাউন্টার সিলেট শহরের কোন এলাকায় অবস্থিত সে সম্পর্কে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মেলে সবগুলো গাড়ির কাউন্টার একসাথে এছাড়াও হুমায়ূন চত্ত্বেরেও কোন কোন গাড়ির কাউন্টার রয়েছে।

আরও পড়ুন ঃ ঢাকা টু কক্সবাজার ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা।

সিলেট টু ঢাকা বাসের দুপুরের সময়সূচী

সিলেট টু ঢাকা চলাচলকারী বাসের মধ্যে বেশিরভাগ বাসগুলোই সকালে, বিকালে, সন্ধ্যায় ও রাতে চলাচল করে। এর মধ্যে অল্প কিছু গাড়ি আছে যেগুলো দুপুরে ছাড়ে। যাত্রী সাধারণের সময়ের দিকটা বিবেচনা করে হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়ি দুপুর ২টা ৩০ মিনিটে সিলেটের বাস কাউন্টার থেকে ছেড়ে যায় যে গাড়িটি ঢাকাতে পৌঁছাতে প্রায় রাত্রি আটটা বাজে। আপনারা দুপুরে যাত্রা করতে চাইলে এই গাড়িতে যেতে পারবেন।

আরও পড়ুন ঃ ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা।

সিলেট টু ঢাকা বাসের রাতের সময়সূচী

সিলেট টু ঢাকা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আপনারা জানতে পারবেন সিলেট টু ঢাকা বাসের রাতের সময়সূচি সম্পর্কে। অনেক যাত্রী আছেন যারা সকালে জার্নি করতে পছন্দ করেন, অনেকে আছেন বিকালে জার্নি করেতে পছন্দ করেন আবার অনেক যাত্রী পাওয়া যায় যারা রাত্রে জার্নি করতে পছন্দ করেন।

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রাত্রে অনেকগুলো বাস চলাচল করে। যে সময়সূচীগুলো আপনারা ইতোমধ্যে সিলেট টু ঢাকা বাসের সময়সূচীর মধ্যে জানতে পেরেছেন। সিলেট থেকে ঢাকাতে রাতে যেতে চাইলে হানিফ পরিবহন, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ইত্যাদি গাড়িগুলোতে যেতে পারেন। এই গাড়িগুলো সাধারণত রাত ১০টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সিলেট টু ঢাকা বাস চলাচল সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা FAQ

সিলেট টু ঢাকা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটি পড়ে আপনার উক্ত তথ্যগুলো জেনেছেন। অনেকের মনে প্রশ্ন জাগে সিলেট থেকে ঢাকায় পৌঁছাতে কত সময় লাগে? ঢাকা দূরত্ব কত? এ ধরনের বিভিন্ন প্রশ্ন জানার জন্য আপনারা গুগলে সার্চ করে থাকেন। তো আর্টিকেলের এই অংশটুকু পড়ে এ সকল তথ্যগুলো জেনে নিন।

প্রশ্ন ঃ সিলেট টু ঢাকা বাসে যেতে কত ঘন্টা সময় লাগে?
উত্তর ঃ সিলেট থেকে ঢাকা যেতে বাসে ৬-৭ ঘন্টা সময় লাগে।
প্রশ্ন ঃ সিলেট থেকে ঢাকা দূরত্ব কত কিলোমিটার?
উত্তর ঃ সড়ক পথে সিলেট থেকে ঢাকা পর্যন্ত দূরত্ব প্রায় ৪০৫ কিলোমিটার।
প্রশ্ন ঃ সিলেট টু ঢাকা এসি বাস বা এসি কোচের ভাড়া কত?
উত্তর ঃ সিলেট টু ঢাকা এসি কোচ বা এসি বাসের প্রতি সিটের ভাড়া ১২০০-১৪০০ টাকা।
প্রশ্ন ঃ সিলেট টু ঢাকা নন এসি কোচ বা নন এসি বাসের ভাড়া কত?
উত্তর ঃ সিলেট টু ঢাকা নন এসি বাস বা নন এসি কোচের প্রতি সিটের ভাড়া ৭০০-৮০০ টাকা।
প্রশ্ন ঃ সিলেট টু ঢাকা কতগুলো কোম্পানির বাস চলাচল করে?
উত্তর ঃ সিলেট টু ঢাকা প্রতিদিন ৭-৮ টি কোম্পানির বাস নিয়মিত চলাচল করে।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ, আশা করি সিলেট টু ঢাকা বাসের নাম সময়সূচী ভাড়া ও কাউন্টারের নাম্বার সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা বাস যোগাযোগ সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরা এগুলো জানতে পারেন। পরিশেষে আপনার জার্নি, সুন্দর, আনন্দময় ও নিরাপদ হোক এই কামনায়, সবাইকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url