ঢাকা টু সিলেট বাসের নাম সময়সূচী ভাড়ার তালিকা ও কাউন্টার নাম্বার

ঢাকা টু সিলেট বাসের নাম সময়সূচী ভাড়ার তালিকা ও কাউন্টার নাম্বার জানার জন্য আপনি কি গুগলে সার্চ করছেন? আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে সিলেটের যোগাযোগের অনেকগুলো মাধ্যম থাকলেও অন্যতম মাধ্যম হলো বাস।

ঢাকা টু সিলেট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা

আজকের আর্টিকেলটি পড়লে আপনি জানতে পারবেন ঢাকা টু সিলেট রুটে যে বাস চলাচল তার নাম, এই রুটের বাসের সময়সূচী, এই রুটে বাসের ভাড়ার তালিকা ও কাউন্টারের নাম্বারসহ বাস যোগাযোগ সম্পর্কে বিভিন্ন তথ্য। তো বন্ধুরা আর দেরি না করে চলুন যাওয়া যাক মূল আলোচনায়।

পেজ সুচীপত্র

ঢাকা টু সিলেট বাসের নাম

আপনারা যেন সহজেই ঢাকা টু সিলেট রুটে চলাচলকারী বাসের নাম জানতে পারেন সে জন্যই আজকের এ তথ্যগুলো। প্রাচীন শহর ঢাকার সাথে চায়ের নগরী সিলেটের মাঝে যে বাসগুলো চলাচল করে সে বাসগুলোর নাম জানা একজন সচেতন যাত্রী হিসাবে আপনার জন্য জরুরী।  বাসগুলোর নাম জানা থাকলে আপনি সহজে কোন বাসে যাবেন সেই বাসের টিকিট ক্রয় করে যেতে পারবেন। ঢাকা টু সিলেটের মধ্যে চলাচলকারী বাসগুলোর নাম হলো -

  • মামুন পরিবহন,
  • এনা পরিবহন,
  • শ্যামলী পরবহন,
  • হানিফ এন্টারপ্রাইজ,
  • গ্রীন লাইন পরিবহন,
  • ইউনিট পরিবহন,
  • লন্ডন পরিবহন।

ঢাকা টু সিলেট বাসের সময়সূচী

আপনি বাস যোগে যেখানেই যেতে চান না কেন প্রথমে আপনার দরকার হবে বাসের নাম অর্থাৎ কোন বাসে যাবেন। তার পরেই প্রয়োজন হবে কোন সময় যাবেন অর্থাৎ বাসের সময়সূচি। একটা বাস ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য যে সময়সূচি মেনটেন করে চলে সেটা জেনেই তার টিকিট বুকিং করতে হবে। ঢাকা টু সিলেটের বাসগুলো সকাল সাড়ে ৬টা থেকে শুরু করে রাত্রি ১২টা পর্যন্ত চলে।

  • মামুন পরিবহন ঃ সকাল ৬টা,
  • এনা পরিবহন ঃ সকাল ৭টা,
  • শ্যামলী পরবহন ঃ সকাল সাড়ে ৭টা,
  • হানিফ এন্টারপ্রাইজ ঃ সকাল ৭টা,
  • গ্রীন লাইন পরিবহন ঃ সকাল ৮টা,
  • ইউনিক পরিবহন ঃ সকাল ৭টা,
  • লন্ডন পরিবহন ঃ সকাল ৮টা

বিঃ দ্রঃ বাসের সময়সূচী যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন ঃ রাজশাহী টু হবিগঞ্জ বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা।

ঢাকা টু সিলেট বাসের ভাড়া

প্রিয় যাত্রীগণ আপনারা অবগত আছেন যে, বাসের ভাড়া নির্ভর করে পথের দূরত্ব, এসি, নন এসি বাসের উপর। এসি গাড়ির ও সাধারণ গাড়ির উপর ভিত্তি করে বাসের ভাড়া কম-বেশি হয়ে থাকে। বাসের ধরন ও আসন বিন্যাসের উপর ভিত্তি করে BRTA কর্তৃক নির্ধারিত ঢাকা টু সিলেট বাসের ভাড়ার তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। উল্লেখ্য যে এসি গাড়ির ভাড়া প্রতি সিটের জন্য প্রায় ডাবল,

  • মামুন পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ৭০০-৮০০ টাকা (এসি নন এসি),
  • এনা পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ৭০০-৮০০ টাকা (এসি নন এসি),
  • শ্যামলী পরবহন ঃ প্রতি সিটের ভাড়া ৭০০-৮০০ টাকা (এসি নন এসি) ,
  • হানিফ এন্টারপ্রাইজ ঃ প্রতি সিটের ভাড়া ৭০০-৮০০ টাকা (এসি),
  • গ্রীন লাইন পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ১২০০-১৪০০ টাকা (এসি নন এসি),
  • ইউনিক পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ৭০০-৮০০ টাকা (এসি নন এসি),
  • লন্ডন পরিবহন ঃ প্রতি সিটের ভাড়া ৭০০-৮০০ টাকা (এসি নন এসি),

আরও পড়ুন ঃ রাজশাহী টু দিনাজপুর ট্রেনের নাম সময়সূচি ভাড়ার তালিকা।

ঢাকা টু সিলেট বাস কাউন্টারের মোবাইল নাম্বার 

ঢাকা টু সিলেট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে ঢাকাতে অবস্থিত সিলেটগামী বাস কাউন্টারের মোবাইল নাম্বার। যাতে করে আপনি ঘরে বসেই বাস কাউন্টারে যোগাযোগ করে বাস চলাচল সম্পর্কিত সকল তথ্যগুলো সঠিক ভাবে জানতে পারবেন।

বাসের নাম

বাস কাউন্টারের নাম

মোবাইল নম্বার

হানিফ এন্টারপ্রাইজ

সায়েদাবাদ, কলাবাগান

০১৭১৩৪০২৬৭৩/০১৭১৩০৩৭৬৩৪২

লন্ডন পরিবহন

কল্যাণপুর, সায়দাবাদ

০১৭০১ ২২০০৬০/১৭০১২২০০২২

মামুন পরিবহন

ঢাকা

০১৭১১ ৩৩৭৮৫১

ইউনিক পরিবহন

কল্যাণপুর

০১৯৬৩৬২২২২৪

শ্যামলী পরিবহন

কল্যাণপুর

০১৭১৩৪০২৬৩৯

গ্রীনলাইন পরিবহন

কল্যাণপুর

০১৭৩০০৬০০৮০

এনা পরিবহন

মহাখালী, এয়ারপোর্ট

০১৭৬০৭৩৭৬৫০/০১৭৬০৭৩৭৬৫২



উল্লেখ্য যে মোবাইল নাম্বারগুলো যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

ঢাকা টু সিলেট সড়ক পথের দূরত্ব কত

ঢাকা থেকে যারা সড়ক পথে সিলেটে যেতে চান তাদের মাথায় একটি প্রশ্ন থেকেই যায়, আর সেটি হলো ঢাকা থেকে সিলেটের দূরত্ব কত? কেননা স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য দূরত্ব একটি ফ্যাক্টর। ঢাকা থেকে সিলেটের সড়কপথ ঢাকা ও সিলেট বিভাগের কয়েকটি জেলাকে সংযুক্ত করেছে। সড়কপথে ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার।

আরও পড়ুন ঃ ঢাকা টু খুলনা ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা।

ঢাকা টু সিলেট বাসে যেতে কত সময় লাগে

অনেক যাত্রী আছেন যারা বেশি সময় ধরে জার্নি করাটা পছন্দ করেন না, আবার অনেকে আছেন বেশি সময় ধরে জার্নি করলে বেশি আনন্দ উপভোগ করেন। সেজন্য যাত্রার সময়টা স্ট্যান্ডার্ড হলে সকলের জন্যই ভালো হয়। বেশি সময় ধরে জার্নি করলে ট্রায়াডনেস ও বোরিং লাগে। একটি বাস ঢাকা থেকে ছাড়লে ৬-৭ ঘন্টার মধ্যে সিলেটে পৌঁছায়।

আরও পড়ুন ঃ ঢাকা টু কক্সবাজার ট্রেনের নাম সময়সূচী ভাড়ার তালিকা।

ঢাকা টু সিলেট বাস সম্পর্কে কিছু জিজ্ঞাসা (FAQ)

ঢাকা টু সিলেট বাস চলাচল সম্পর্কে কিছু সাধারন প্রশ্ন গুগলে সার্চ করে থাকেন। আপনারা যারা আর্টিকেলটি পুরোপুরি পড়েছেন তারা এরকম অনেক প্রশ্ন-উত্তর পেয়ে গেছেন। আরও কিছু প্রশ্ন-উত্তর যেন আপনারা সহজেই পেয়ে যান সেজন্যই এপর্বটি লেখা। ঢাকা-সিলেট রুটে বাস চলাচল সম্পর্কে আরও কিছু সাধারন প্রশ্ন-উত্তর নিম্নে প্রদান করা হলো।

প্রশ্ন ঃ ঢাকা টু সিলেট বাসের টিকিট কিভাবে কাটতে হয়?

উত্তর ঃ ঢাকা টু সিলেট বাসের টিকেট বাস স্ট্যান্ডে উপস্থিত হয়ে কাউন্টার থেকে কাটতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও কাটতে পারবেন।

প্রশ্ন ঃ বাসে ঢাকা থেকে সিলেট যেতে কত সময় লাগে?

উত্তর ঃ বাসে ঢাকা থেকে সিলেট যেতে ৬-৭ ঘন্টা সময় লাগে।

প্রশ্ন ঃ সড়কপথে ঢাকা থেকে সিলেটের দূরত্ব কত?

উত্তর ঃ সড়কপথে ঢাকা থেকে সিলেটের দূরত্ব ৩০০ কিলোমিটার।

প্রশ্ন ঃ ঢাকা থেকে সিলেট বাসের টিকিট কতদিন আগে কাটা যায়?

উত্তর ঃ ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য বাসের টিকিট অনলাইনে ৬-৭ দিন আগে কাটা যায়।

প্রশ্ন ঃ ঢাকা থেকে সিলেট বাসেরর নরমাল টিকিটের ভাড়া কত?

উত্তর ঃ ঢাকা থেকে সিলেট বাসের নরমাল টিকিটের ভাড়া ৭০০-৮০০ টাকা।

উপসংহার

আশা করি, ঢাকা টু সিলেট রুটের বাস সম্পর্কে যাবতীয় তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এরকম আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যেরাও এতথ্যগুলো জানতে পারেন।

প্রিয় পাঠক বৃন্দ, আপনারা অবগত আছেন যে সকল জার্নিই আরামদায়ক হয় না। তবে আনন্দময় ও মনোমুগ্ধকর জার্নি হলো বাস জার্নি। সব ধরনের জার্নিতে সবসময় সচেতন ও সতর্ক থাকবেন। অন্যের দেওয়া কিছু খাবেন না। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url