২০২৬ সালের সরকারি ছুটির তালিকা, ছুটি ২৮ দিন
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা আজকের আর্টিকেলের আলোচ্য বিষয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকালে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্যগুলো জানান।
আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলাদেশে সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশেও ছুটি থাকছে ১৪ দিন। তার মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার পড়েছে ৯ দিন। এজন্য মূল ছুটি হবে ১৯ দিন। এই মর্মে রবিবার (৯ নভেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ছুটির তালিকা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা, ছুটি ২৮ দিন
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা। প্রতি বছরের ন্যায় শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ শে মার্চ, মে দিবস উপলক্ষে পহেলা মে, বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর সাধারণ ছুটি থাকবে। এর সাথে এবছর থেকে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ই আগস্ট সাধারণ ছুটি চালু হয়েছে।
অন্যদিকে ২০২৬ সালের ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিস্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে মোট ২ দিন করে ছুটি নেওয়া যাবে বলে ঐ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ২০২৬ সালে বাংলাদেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্ত্বশাসিত সংস্থাগুলোতে এ ছুটি পালন করা হবে। নিম্নে সব পর্বের ছুটিগুলো আলাদা আলাদা ভাবে বর্ণনা করা হলো।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা সমুহ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা সমুহে সাধারণ ছুটি হিসেবে ১৪ দিন ছুটি পড়েছে। এই ১৪ দিনের তালিকা নিম্নে প্রদান করা হলো যেগুলো আপনাদের কর্ম-পরিকল্পনা তৈরি করতে সহায়ক হবে।
- ২১ শে ফেব্রুয়ারি - শনিবার - শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ২০ শে মার্চ - শুক্রবার - জামাতুল বিদা।
- ২১ শে মার্চ - শনিবার - ঈদুল ফিতর ( চাঁদ দেখার উপর নির্ভরশীল )।
- ২৬ শে মার্চ - বৃহস্পতিবার - স্বাধীনতা ও জাতীয় দিবস।
- ১৩ ই এপ্রিল - সোমবার চৈত্র সংক্রান্তি।
- ১ মে - শুক্রবার - মে দিবস বা শ্রমিক দিবস।
- ১ মে - শুক্রবার - বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)।
- ২২ মে - বুধবার - বুদ্ধ পূর্ণিমা (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ২৮ শে মে - বৃহস্পতিবার - ঈদুল আযহা (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ৫ ই আগষ্ট - বুধবার - জুলাই গণ-অভুত্থান দিবস।
- ২৬ শে আগস্ট - বুধবার - ঈদে মিলাদুন্নবী (সাঃ) (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ৪ ই সেপ্টেম্বর - শুক্রবার - জন্মাষ্টমী।
- ২১ শে অক্টোবর - বুধবার - দুর্গাপূজা (বিজয়া দশমী)।
- ১৬ ই ডিসেম্বর - বুধবার - বিজয় দিবস।
- ২৫ শে ডিসেম্বর - শুক্রবার - বড়দিন (যীশু খ্রীষ্টের জন্মদিন)।
২০২৬ সালের নির্বাহী আদেশে ছুটির তালিকা সমুহ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা। নির্বাহী আদেশে সরকারি ছুটির তালিকা জেনে নিন। এই তালিকায় সরকারি ছুটি পড়েছে ১৪ দিন। সেই ১৪ দিনের নাম ও তারিখ নিম্নে উল্লেখ করা হলো। এই ছুটির তালিকা দেখে আপনারা আপনাদের কর্ম-পরিকল্পনা নির্ধারণ করতে পারবেন।
- ৪ই ফেব্রুয়ারি - বুধবার - শবে বরাত (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৭ই মার্চ - মঙ্গলবার - শবে কদর (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৯, ২০, ২২ ও ২৩ শে মার্চ - বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার ও সোমবার - ঈদ-উল-ফিতর এর আগের ২ দিন ও পরের ২ দিন (মোট ৪ দিন) (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৪ই এপ্রিল - মঙ্গলবার - বাংলা নববর্ষ (১৪৩৩)।
- ২৬, ২৭, ২৯, ৩০ ও ৩১শে জুন - মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার- ঈদ-উল-আযহা এর আগের ২ দিন ও পরের ৩ দিন (মোট ৫ দিন) (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ২৬শে জুন - শুক্রবার - পবিত্র আশুরা (১০ই মহররম) (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ২০শে অক্টোবর - মঙ্গলবার - দুর্গাপূজা (নবমী, বিজয়া দশমীর আগের ১ দিন)।
২০২৬ সালের মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটির তালিকা সমূহ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা সমূহে মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটি যোগ হয়েছে এই ৫ দিন। তারিখসহ নিম্নে এই ৫ দিন উল্লেখ করা হলো, যা আপনার বাস্তব জীবনে কর্ম-পরিকল্পনায় সহায়ক হবে।
- ১৭ই জানুয়ারি - শনিবার - সব-ই-মেরাজ (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ২৪শে মার্চ - মঙ্গলবার - ঈদ-উল-ফিতর এর তৃতীয় দিন (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১লা জুন - সোমবার - ঈদ-উল-আযহা এর তৃতীয় দিন (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১২ই আগস্ট - বুধবার- আখেরি চাহার সোম্বা (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ২৪শে সেপ্টেম্বর - বৃহস্পতিবার - ফাতেহা-ই-ইয়াজদাহম (চাঁদে দেখার উপর নির্ভরশীল)।
২০২৬ সালের হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির তালিকা সমূহ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা সমুহে হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির তালিকায় যুক্ত হয়েছে ৯ দিন। দিন-তারিখসহ নিম্নে এই ৯ দিনের তালিকা উল্লেখ করা হলো।
- ২৩শে জানুয়ারি - শুক্রবার - শ্রীশ্রী সরস্বতী পূজা।
- ১৫ই ফেব্রুয়ারি - রবিবার - শ্রীশ্রী শিবরাত্রি ব্রত।
- ৩রা মার্চ - মঙ্গলবার - দোলযাত্রা।
- ১৭ ই মার্চ - মঙ্গলবার - শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব।
- ১০ই অক্টোবর - শনিবার - মহালয়া।
- ১৮ ও ১৯ অক্টোবর - রবিবার ও সোমবার - শ্রীশ্রী দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী)।
- ২৫ শে অক্টোবর - রবিবার - শ্রীশ্রী লক্ষী পূজা।
- ৮ ই নভেম্বর - রবিবার - শ্রীশ্রী শ্যামা পূজা।
২০২৬ সালের খ্রিস্টান ধর্মের ঐচ্ছিক ছুটি তালিকা সমূহ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা সমূহে যুক্ত হয়েছে খ্রিস্টান ধর্মের ঐচ্ছিক ছুটির ৮ দিন। নিম্নে এই ৮ দিনের দিন-তারিখসহ তালিকা প্রদান করা হলো।
- ১লা জানুয়ারি - বৃহস্পতিবার - ইংরেজি নববর্ষ (2026)।
- ১৮ই ফেব্রুয়ারি - বুধবার - ভস্ম বুধবার।
- ২রা এপ্রিল - বৃহস্পতিবার - পূণ্য বৃহস্পতিবার।
- ৩রা এপ্রিল - শুক্রবার - পূণ্য শুক্রবার।
- ৪ঠা এপ্রিল - শনিবার - পূণ্য শনিবার।
- ৫ই এপ্রিল - রবিবার - ইস্টার্ন সানডে।
- ২৪ ও ২৬ ডিসেম্বর - বৃহস্পতিবার ও শনিবার - যিশু খ্রিস্টের জন্ম উৎসব (বড় দিনের আগের ও পরের দিন)।
২০২৬ সালের বৌদ্ধ ধর্মের ঐচ্ছিক ছুটির তালিকা সমুহ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা সমুহে বৌদ্ধধর্মের ঐচ্ছিক ছুটি পড়েছে ৭ দিন। নিম্নে এই ৭ দিনের দিন-তারিখসহ তালিকা প্রদান করা হলো।
- ১লা ফেব্রুয়ারি - রবিবার - মাঘী পূর্ণিমা (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৩ই এপ্রিল - সোমবার - চৈত্র সংক্রান্তি।
- ৩০ এপ্রিল ও ২রা মে - বৃহস্পতিবার ও শনিবার - বুদ্ধ পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমার আগের ও পরের দিন)।
- ২৯শে জুলাই - বুধবার - আষাঢ়ী পূর্ণিমা (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ২৬শে সেপ্টেম্বর - শনিবার - মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা), (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ২৫শে অক্টোবর - রবিবার - প্রাবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা), (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
২০২৬ সালের নৃ-গোষ্ঠী পর্বের ঐচ্ছিক ছুটির তালিকা
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা সমূহ আলোচনায় দেখা যাচ্ছে যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পর্বের ঐচ্ছিক ছুটি প্ড়েছে ২ দিন। নৃ-গোষ্ঠী তথা পার্বত্য চট্টগ্রাম ও এর বাহিরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে ১২ এপ্রিল (রবিবার) ও ১৫ এপ্রিল (বুধবার) বৈসাবি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব।
উপসংহার
সরকারি ভাবে প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয় বরং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্ষপঞ্জি দেখে আমরা সারা বছরের কর্ম-পরিকল্পনা ঠিক করে থাকি। আমরা যখন কোন পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান করতে চাই আগেই দেখি সরকারি ছুটি আছে কি না।
আশা করি, আজকের সরকারি ছুটি বিষয়ক আর্টিকেলটি পড়ে আপনাদের কাছে ভালো লেগেছে এবং ২০২৬ ইংরেজি সালের ছুটির তালিকা জানতে পেরেছেন। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url