নোয়াখালী টু ঢাকা বাসের নাম সময়সূচী ভাড়া ও কাউন্টারের নাম্বার

নোয়াখালী টু ঢাকা বাসের নাম সময়সূচী ভাড়া ও কাউন্টারের নাম্বার জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন অনেক মানুষ রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী থেকে বাংলাদেশের কেন্দ্রবিন্দু ও রাজধানী শহর ঢাকাতে সড়কপথে বাসে করে চলাচল করেন। অনেক সময় আপনারা গুগলে সার্চ করে থাকেন এই বাসগুলো সম্পর্কে জানার জন্য।

নোয়াখালী টু ঢাকা বাসের নাম সময়সূচী ভাড়া ও কাউন্টারের নাম্বার

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন নোয়াখালী টু ঢাকাগামী বাসের নাম, বাসগুলো ছাড়ার সময় ও ভাড়ার তালিকা।  মেঘনার কূলে অবস্থিত নোয়াখালীতে ঢাকাগামী বিভিন্ন বাসের কাউন্টারে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বারসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সম্পর্কে। আর দেরি না করে আর্টিকেলটি পড়ে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন।

পেজ সুচিপত্র

নোয়াখালী টু ঢাকা বাসের নাম

আপনি আর্টিকেলের এই অংশটুকু পড়লেই জানতে পারবেন নিয়মিতভাবে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যেসব বাস বা কোচগুলো ছেড়ে যায় সেই বাসগুলোর নাম। ঢাকাগামী বিভিন্ন কোম্পানির  (এসি, নন এসি) বাস বা কোচগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো।

  • লাল সবুজ পরিবহন,
  • ইকোনো পরিবহন,
  • গ্রীনলাইন পরিবহন,
  • গ্রামীন ট্রাভেলস,
  • একুশে পরিবহন,
  • এনা পরিবহন,
  • অনন্য পরিবহন,
  • হিমাচল পরিবহন,
  • জাহাঙ্গীর পরিবহন,
  • সৌদিয়া পরিবহন। ইত্যাদি।

নোয়াখালী টু ঢাকা বাসের সময়সূচী

আর্টিকেলটির এঅংশে আপনারা জানতে পারবেন বাসগুলো নোয়াখালী বাস কাউন্টার থেকে যে সময়সূচী মেনে চলাচল করে অর্থাৎ বাসের সময়সূচি সম্পর্কে। ভোর ৬টার সময় শুরু হয়ে আধা ঘন্টা পর পর রাত্র পৌনে একটা পর্যন্ত এই গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে দুপুরে কিছু সময়ের জন্য কোন কোন বাস বন্ধ থাকে। নিম্নে নোয়াখালী টু ঢাকা বাসের সময়সূচী প্রদান করা হলো।

বাসের নাম

যেখান থেকে ছাড়ে

বাস ছাড়ার সময়

লাল সবুজ পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

সকাল ৬ টা - রাত ১১ঃ০০ টা

ইকোনো পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

সকাল ৬ টা - রাত ১২ঃ৩০ টা

গ্রীনলাইন পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

সকাল ৭ টা - রাত ১২ঃ০০ টা

গ্রামীন ট্রাভেলস

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

সকাল ৭ টা - রাত ১১ঃ০০ টা 

একুশে পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

সকাল ৬ টা - রাত ১২ঃ০০ টা

এনা পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

সকাল ৮ টা - রাত ১১ঃ০০ টা

অনন্য পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

সকাল ৭ টা - রাত ৮.০০ টা

জাহাঙ্গীর পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

সকাল.৬ টা - রাত ১০ঃ০০ টা

সৌদিয়া পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

সকাল ৮ টা - রাত ১১ঃ০০ টা

উল্লেখ্য যে এই গাড়িগুলো ছাড়া সময় থেকে ৪-৫ ঘন্টা পরে ঢাকাতে পৌঁছায়।

আরও পড়ুন ঃ নোয়াখালী টু রাজশাহী বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা।

নোয়াখালী টু ঢাকা বাসের ভাড়ার তালিকা

আর্টিকেলটির এঅংশটুকু পড়ে আপনারা জেনে নিন নোয়াখালী টু ঢাকা বাসের (এসি, নন এসি) ভাড়ার তালিকা। প্রিয় যাত্রী বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন যে, এসি বাসের ভাড়া নন এসি বাসের তুলনায় একটু বেশি হয়। নোয়াখালী টু ঢাকাগামী বাসের ভাড়ার তালিকা নিম্নে প্রদান করা হলো।

নোয়াখালী টু ঢাকা বাসের ভাড়ার তালিকা

নোয়াখালী টু ঢাকা বাসের ভাড়ার তালিকা এখানে দেখে নিন

বাসের নাম

বাসের ধরন

প্রতি সিটের ভাড়া

লাল সবুজ পরিবহন

নন এসি

৪০০-৫০০ টাকা

ইকোনো পরিবহন

নন এসি

৪০০-৫০০ টাকা

গ্রীনলাইন পরিবহন

এসি

৬০০-৭০০ টাকা

গ্রামীন ট্রাভেলস

নন এসি

৪০০-৫০০ টাকা

এনা পরিবহন

নন এসি/এসি 

৪০০-৫০০ / ৬০০-৭০০ টাকা

অনন্য পরিবহন

নন এসি

৪০০-৫০০ টাকা

জাহাঙ্গীর পরিবহন

নন এসি

৫০০-৪০০  টাকা

সৌদিয়া পরিবহন

নন এসি

৪০০-৫০০ টাকা

একুশে পরিবহন

নন এসি/এসি

৪০০-৫০০ / ৬০০-৭০০ টাকা

উল্লেখ্য যে ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে, সে জন্য আলোচনা সাপেক্ষে আপনি টিকিট কনফার্ম করে নিন।

নোয়াখালী টু ঢাকা বাস কাউন্টারের মোবাইল নাম্বার 

নোয়াখালী টু ঢাকা বাসের নাম সময়সূচী ভাড়া ও কাউন্টারের মোবাইল নাম্বার সম্পর্কিত আর্টিকেলটির এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেব নোয়াখালীতে অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারের মোবাইল নাম্বার। যাতে করে আপনি ঘরে বসেই বাস কাউন্টারে যোগাযোগ করে বাস চলাচল সম্পর্কিত সকল তথ্যগুলো সঠিক ভাবে জানতে পারবেন।

নোয়াখালী টু ঢাকা রুটের নোয়াখালীতে অবস্থিত কাউন্টারের মোবাইল নাম্বার

বাসের নাম

বাস কাউন্টারের নাম

মবাইল নম্বার

লাল সবুজ পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

০১৮৪৪৫৪৫৩৯০/০১৮৪৪৫৪৫৩৯২

গ্রামীন ট্রাভেলস

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী


এনা পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

০১৮৬৯৮০২৭৩৬

ইকোনো পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

০১৯১৯৬৫৪৭৫৩

গ্রীনলাইন পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

০১৭১০-০০০০০০

অন্যান্য পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

০১৯৬৩৬২২২৩০

একুশে পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

 

হিমাচল পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী


জাহাঙ্গীর পরিবহন

মাইজদী নতুন বাস স্ট্যান্ড, নোয়াখালী

 

উল্লেখ্য যে মোবাইল নাম্বার গুলো যেকোনো সময় পরিবর্তন হতে পারে

আরও পড়ুন ঃ চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা।

নোয়াখালী টু ঢাকা বাস কাউন্টার যেখানে অবস্থিত 

নোয়াখালী টু ঢাকা বাসের নাম সময়সূচী ভাড়া ও কাউন্টারের মোবাইল নাম্বার সম্পর্কিত আর্টিকেলের এঅংশটুকু পড়লে আপনারা জানতে পারবেন নোয়াখালী থেকে ছেড়ে যাওয়া ঢাকা বাসের কাউন্টার নোয়াখালী শহরের কোন এলাকায় অবস্থিত সে সম্পর্কে। নোয়াখালী থেকে ছেড়ে যাওয়া বাসগুলো মূলত নোয়াখালীর সোনাপুর স্ট্যান্ড থেকে ছেড়ে টাউন হল মোর, মাইজদী নতুন বাস স্ট্যান্ড ও মাইজদী বাজার কাউন্টার হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায়।

আরও পড়ুন ঃ কক্সবাজার টু ঢাকা ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা।

নোয়াখালী টু ঢাকা বাসের দুপুরের সময়সূচী

নোয়াখালী টু ঢাকা চলাচলকারী বাসের মধ্যে বেশিরভাগ বাসগুলোই সকালে, বিকালে, সন্ধ্যায় ও রাতে চলাচল করে। এর মধ্যে অল্প কিছু গাড়ি আছে যেগুলো দুপুরে ছাড়ে। যাত্রী সাধারণের সময়ের দিকটা বিবেচনা করে নীলাচল এন্টারপ্রাইজের একটি গাড়ি দুপুর ২ টায় নোয়াখালী মাইজদী বাস কাউন্টার থেকে ছেড়ে যায়, যে গাড়িটি ঢাকাতে পৌঁছাতে প্রায় রাত্রী ৭টা বাজে। আপনারা দুপুরে যাত্রা করতে চাইলে এই গাড়িতে যেতে পারবেন।

আরও পড়ুন ঃ রাজশাহী টু নোয়াখালী লক্ষ্মীপুর বাসের নাম সময়সূচি ও ভাড়ার তালিকা।

নোয়াখালী টু ঢাকা বাসের রাতের সময়সূচী

নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রাত্রীতে অনেকগুলো বাস চলাচল করে। যে সময়সূচী গুলো আপনারা ইতোমধ্যে নোয়াখালী টু ঢাকা বাসের সময়সূচির মধ্যে জানতে পেরেছেন। নোয়াখালী থেকে ঢাকাতে রাতে যেতে চাইলে একুশেপরিবহন, নীলাচল পরিবহন, ইকোনো পরিবহন, লাল সবুজ পরিবহন ইত্যাদি গাড়িগুলোতে যেতে পারেন। এই গাড়িগুলো সাধারণত রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

নোয়াখালী টু ঢাকা বাস চলাচল সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা FAQ

অনেকের মনে প্রশ্ন জাগে নোয়াখালী থেকে ঢাকায় পৌঁছাতে কত সময় লাগে? ঢাকা দূরত্ব কত? এ ধরনের বিভিন্ন প্রশ্ন জানার জন্য আপনারা গুগলে সার্চ করে থাকেন। তো আর্টিকেলের এই অংশটুকু পড়ে এসকল তথ্যগুলো জেনে নিন।

প্রশ্ন ঃ নোয়াখালী টু ঢাকা বাসে যেতে কত ঘন্টা সময় লাগে?

উত্তর ঃ নোয়াখালী থেকে ঢাকা যেতে বাসে ৪-৫ ঘন্টা সময় লাগে।

প্রশ্ন ঃ নোয়াখালী থেকে ঢাকা দূরত্ব কত কিলোমিটার?

উত্তর ঃ সড়ক পথে নোয়াখালীর মাইজদী থেকে ঢাকা  পর্যন্ত দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার।

প্রশ্ন ঃ নোয়াখালী টু ঢাকা এসি বাস বা এসি কোচের ভাড়া কত?

উত্তর ঃ নোয়াখালী টু ঢাকা এসি কোচ বা এসি বাসের প্রতি সিটের ভাড়া ৬০০-৭০০ টাকা।

প্রশ্ন ঃ নোয়াখালী টু ঢাকা নন এসি কোচ বা নন এসি বাসের ভাড়া কত?

উত্তর ঃ নোয়াখালী টু ঢাকা নন এসি বাস বা নন এসি কোচের প্রতি সিটের ভাড়া ৪০০-৫০০ টাকা।

প্রশ্ন ঃ নোয়াখালী টু ঢাকা কতগুলো কোম্পানির বাস চলাচল করে?

উত্তর ঃ নোয়াখালী টু ঢাকা প্রতিদিন ৭-৮ টি কোম্পানির বাস নিয়মিত চলাচল করে।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ, আশা করি নোয়াখালী টু ঢাকা বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা বাস যোগাযোগ সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরা এগুলো জানতে পারেন। পরিশেষে আপনাদের জার্নি সুন্দর, আনন্দময় ও নিরাপদ হোক এই কামনায়, সবাইকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url